ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ প্রশ্ন উত্তর ও শব্দার্থ : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’। এই কবিতার পঙক্তি ১ – ১৪ (বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। …… নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি মাইকেল মধুসূদন দত্ত।
Iswar Chandra Vidyasagar Kobitar MCQ Part – 2
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-2} – একাদশ শ্রেণি – বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
শব্দার্থ ও টীকা
- সাগর: সমুদ্র, জলধি, পারাবার
- ভারত: হিমালয় পর্বতমালার দক্ষিণস্থ সমুদ্রবেষ্টিত, পাকিস্থান ও বাংলাদেশ বর্জিত দেশ, যা হিন্দুস্তান বা ইন্ডিয়া নামেও পরিচিত।
- করুনা: অনুকম্পা
- সিন্ধু: অর্ণব, রত্নাকর, সমুদ্র
- দীন: দরিদ্র
- উজ্জ্বল: আলোকিত, দীপ্তিমান
- জগত: বিশ্ব, ভুবন
- হেমাদ্রি: হেম (সোনা) + অদ্রি (পর্বত), সুমেরু পর্বত
- হেম: সোনা
- কান্তি: লাবন্য, শোভা, সৌন্দর্য
- অম্লান: অমলিন
- কিরণ: আলোকরশ্মি, অংশু
- ভাগ্য: অদৃষ্ট, কপাল
- আশ্রয়: অবলম্বন, শরণ
- সুবর্ণ: সোনা
- চরন: পা
- গিরীশ: গিরির অধিপতি, হিমালয়
- সেবা: পরিচর্যা, সুশ্রুষা
- সুখ: আনন্দ, আরাম, তৃপ্তি
- সদন: গৃহ, আলয়
- বারি: জল, নীর
- বিমলা: নির্মল, স্বচ্ছ, পবিত্র (স্ত্রী লিঙ্গাত্মক শব্দ)
- অমৃত: যা পান করলে মৃত্যু হয় না
- শির: মাথা
- তরু: বৃক্ষ, গাছ
- পরিমল: পুষ্পাদির সৌরভ
- দিশ: দিক
- দিবস: দিন, দিবা
- বনেশ্বরী: বন + ঈশ্বরী, বনদেবী
- নিশা: রাত্রি
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) বিদ্যাসাগর বলতে বোঝানো হয়েছে –
- (ক) মধুসূদন দত্ত
- (খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) নজরুল ইসলাম
উত্তর: Show
(খ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ii) বিদ্যাসাগর বিখ্যাত –
- (ক) মেদিনীপুরে
- (খ) বীরসিংহ গ্রামে
- (গ) পশ্চিমবঙ্গে
- (ঘ) ভারতে
উত্তর: Show
(ঘ) ভারতে
(iii) ‘করুণার সিন্ধু’ বলতে বোঝায় –
- (ক) করুণা রূপ সিন্ধু
- (খ) অপার করুণা যার
- (গ) করুণা নামক সিন্ধু
- (ঘ) করুন দৃষ্টিতে তাকানো
উত্তর: Show
(খ) অপার করুণা যার
(iv) কবিতায় ‘করুণার সিন্ধু’ বলতে যাঁর কথা বলা হয়েছে –
- (ক) মধুসূদন
- (খ) বিদ্যাসাগর
- (গ) রাজনারায়ণ দত্ত
- (ঘ) গৌরদাস বসাক
উত্তর: Show
(খ) বিদ্যাসাগর
(v) ‘সিন্ধু’ শব্দের অর্থ হলো –
- (ক) নদী
- (খ) সমুদ্র
- (গ) পর্বত
- (ঘ) বৃক্ষ
উত্তর: Show
(খ) সমুদ্র
(vi) ‘দীন’ – শব্দের অর্থ হলো –
- (ক) দিবস
- (খ) দরিদ্র
- (গ) সূর্যালোক
- (ঘ) জ্যোৎস্না
উত্তর: Show
(খ) দরিদ্র
(vii) ‘দীনে’র বন্ধু বলতে বোঝানো হয়েছে –
- (ক) সূর্যকে
- (খ) মধুসূদনকে
- (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
- (ঘ) হিমালয়কে
উত্তর: Show
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
(viii) ‘হেমাদ্রি’ – শব্দের অর্থ –
- (ক) সোনার পাহাড়
- (খ) সুমেরু পর্বত
- (গ) হিমালয় পর্বত
- (ঘ) কুমেরু পর্বত
উত্তর: Show
(খ) সুমেরু পর্বত
(ix) কবিতায় ‘হেমাদ্রি’র সঙ্গে কার তুলনা করা হয়েছে? –
- (ক) বিদ্যাসাগর
- (খ) মধুসূদন
- (গ) সোনার পর্বত
- (ঘ) গৌরদাস বসাক
উত্তর: Show
(ক) বিদ্যাসাগর
(x) ‘হেম’ কথার অর্থ হলো –
- (ক) কাচ
- (খ) রুপা
- (গ) হীরা
- (ঘ) সোনা
উত্তর: Show
(ঘ) সোনা
(xi) ‘অদ্রি’ কথার অর্থ হলো –
- (ক) পাহাড়
- (খ) নদী
- (গ) পর্বত
- (ঘ) সমুদ্র
উত্তর: Show
(গ) পর্বত
(xii) ‘মহাপর্বত’ বলতে যাঁর সঙ্গে তুলনা করা হয়েছে –
- (ক) মধুসূদন
- (খ) বিদ্যাসাগর
- (গ) হিমালয়
- (ঘ) কৈলাস পর্বত
উত্তর: Show
(খ) বিদ্যাসাগর
(xiii) ভাগ্যবলে কে মহাপর্বতে আশ্রয় নিয়েছেন –
- (ক) মধুসূদন দত্ত
- (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (গ) রামনারায়ণ তর্করত্ন
- (ঘ) রামমোহন রায়
উত্তর: Show
(ক) মধুসূদন দত্ত
(xiv) ‘যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে’ সে –
- (ক) চির সুখী
- (খ) ভাগ্যবান
- (গ) হতভাগ্য
- (ঘ) বুদ্ধিমান
উত্তর: Show
(খ) ভাগ্যবান
(xv) কবিতায় ‘গিরিশ’-এর সঙ্গে যাঁর তুলনা করা হয়েছে –
- (ক) মধুসূদন
- (খ) বিদ্যাসাগর
- (গ) হিমালয়
- (ঘ) ভারত মহাসাগর
উত্তর: Show
(খ) বিদ্যাসাগর
(xvi) ‘কি সেবা তার সুখ সদনে’ বলতে বোঝানো হয়েছে –
- (ক) ভারত মাতার কোলে
- (খ) মধুসূদন দত্তের বাড়িতে
- (গ) বিদ্যাসাগরের শরণে পার্থিব কষ্ট মুক্তিতে
- (ঘ) গিরিশের পদাশ্রয়ে
উত্তর: Show
(গ) বিদ্যাসাগরের শরণে পার্থিব কষ্ট মুক্তিতে
(xvii) ‘কিঙ্করী’ – শব্দের অর্থ হলো –
- (ক) দাস
- (খ) দাসী
- (গ) দরিদ্র
- (ঘ) দিবস
উত্তর: Show
(খ) দাসী
(xviii) কে অমৃত ফল যোগান দেয়? –
- (ক) পারিজাত বৃক্ষ
- (খ) কামধেনু
- (গ) বিষ্ণুদেব
- (ঘ) দীর্ঘ শিরঃ তরু দল
উত্তর: Show
(ঘ) দীর্ঘ শিরঃ তরু দল
(xix) ‘দীর্ঘ শিরঃ তরু দল’ অমৃত ফল যোগান দেয় কী রূপ ধরে? –
- (ক) দাসী রূপ ধরে
- (খ) মাতৃ রূপ ধরে
- (গ) বৃক্ষরূপ ধরে
- (ঘ) দাস রূপ ধরে
উত্তর: Show
(ঘ) দাস রূপ ধরে
(xx) তরু দল অমৃত ফল কেমন যোগায়? –
- (ক) পরম আদরে
- (খ) পেকে গিয়ে
- (গ) বাধ্য হয়ে
- (ঘ) পরম কষ্টে
উত্তর: Show
(ক) পরম আদরে
(xxi) ‘দশ দিশ’ কিভাবে ভরে ওঠে –
- (ক) আলোয়
- (খ) মেঘের ছায়ায়
- (গ) পরিমলে
- (ঘ) চাঁপার গন্ধে
উত্তর: Show
(গ) পরিমলে
(xxii) পরিমল শব্দের অর্থ –
- (ক) পিঠে
- (খ) মিষ্টি
- (গ) সুগন্ধ বাতাস
- (ঘ) গরম বাতাস
উত্তর: Show
(গ) সুগন্ধ বাতাস
(xxiii) দিবসে শীতল শ্বাসী ছায়া কে প্রদান করে? –
- (ক) মহীরুহু
- (খ) পারিজাত বৃক্ষ
- (গ) মেঘ
- (ঘ) বনেশ্বরী
উত্তর: Show
(ঘ) বনেশ্বরী
(xiv) ‘নিশায় সুশান্ত নিদ্রা’ কী প্রদান করে? –
- (ক) ক্লান্তি দূর করে
- (খ) হতাশা দূর করে
- (গ) কষ্ট লাঘব করে
- (ঘ) স্বপ্ন দেখায়
উত্তর: Show
(ক) ক্লান্তি দূর করে