তাপের ঘটনাসমূহ অনুশীলনী অভিনব প্রকাশনী : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণির নতুন পাঠ্যক্রমের ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাপের ঘটনাসমূহ (Thermal Phenomena)।
অভিনব প্রকাশনীর দশম শ্রেণির ভৌতবিজ্ঞান পাঠ্যপুস্তকে দেওয়া অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তরগুলো নিচে আলোচনা করা হয়েছে। বিশেষত বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) এবং অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) -এর উত্তর দেওয়া হয়েছে।
ভৌতবিজ্ঞানের এই প্রশ্নোত্তরগুলি দশম শ্রেণির ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে।
তাপের ঘটনাসমূহ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিনব প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
# Taper Ghatanasamuha
1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন: (MCQ) (প্রশ্নের মান-1)
1.1 আদর্শ অন্তরকের তাপ পরিবাহীতা –
- (a) 0
- (b) 1
- (c) 100
- (d) অসীম
উত্তর: Show
(a) 0
1.2 আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র –
- (a) কঠিনের
- (b) তরলের
- (c) গ্যাসের
- (d) কঠিন ও গ্যাসের।
উত্তর: Show
(b) তরলের
1.3 তাপীয় রোধের S.I. একক নিম্নের কোনটি?-
- (a) \(Wm^{-1}’K^{-1}\)
- (b) \(WK^{-1}\)
- (c) \(mKW^{-1}\)
- (d) \(KW^{-1}\)
উত্তর: Show
(d) \(KW^{-1}\)
1.4 কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে \(Y_s\), \(Y_r\), ও \(Y_g\) হলে কোন্ সম্পর্কটি সত্য?
- – (a) \((Y_r>Y_s>Y_g\)
- (b) \((Y_g>Y_r>Y_s\)
- (c) \((Y_s>Y_r>Y_g\)
- (d) \((Y_r>Y_g>Y_s\)
উত্তর: Show
(b) \((Y_g>Y_r>Y_s\)
1.5 নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না? –
- (a) প্রাথমিক দৈর্ঘ্য
- (b) তাপমাত্রার পার্থক্য
- (c) পদার্থের প্রকৃতি
- (d) পদার্থের আপেক্ষিক গুরুত্ব
উত্তর: Show
(d) পদার্থের আপেক্ষিক গুরুত্ব
1.6 আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত?
- (a) \(\frac{1}{2}\)
- (b) \(0\)
- (c) \(\frac{1}{273}\)
- (d) \(1\)
উত্তর: Show
(d) \(1\)
1.7 কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন্ রাশির ওপর নির্ভর করে না?
- (a) গড় তাপমাত্রা
- (b) পদার্থের প্রকৃতি
- (c) বেধ
- (d) ক্ষেত্রফল
উত্তর: Show
(a) গড় তাপমাত্রা
1.8 গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন্ রাশির উপর নির্ভরশীল?
- (a) শুধু উষ্ণতা
- (b) শুধু চাপ
- (c) ভর
- (d) চাপ ও উষ্ণতা দুইই
উত্তর: Show
(d) চাপ ও উষ্ণতা দুইই
1.9 নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপপরিবাহীতা সর্বাধিক?
- (a) পারদ
- (b) লোহা
- (c) তামা
- (d) হীরক
উত্তর: Show
(d) হীরক
তাপের ঘটনাসমূহ অনুশীলনী অভিনব প্রকাশনী
2. অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন: (প্রশ্নের মান-1)
👉 এক কথায় উত্তর দাও।
2.1 অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য-প্রসারণ গুনাঙ্ক \(24 × 10^{-6} °C^{-1} \) হলে S.I. এককে এর মান কত?
উত্তর: Show
\(24 × 10^{-6} °C^{-1} \)
2.2 তরলের আপাত-প্রসারণ গুনাঙ্ক ও প্রকৃত-প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: Show
প্রকৃত-প্রসারণ গুনাঙ্ক = আপাত-প্রসারণ গুনাঙ্ক + পাত্রের উপাদানের আয়তন-প্রসারণ গুনাঙ্ক
2.3 পাত্রের প্রসারণের ওপর তরলের কোন্ প্রসারণ গুনাঙ্ক নির্ভর করে?
উত্তর: Show
আপাত-প্রসারণ গুনাঙ্ক
2.4 S.I. পদ্ধতিতে দৈর্ঘ্য-প্রসারণ গুনাঙ্কের একক কী?
উত্তর: Show
\(K^{-1}\)
2.5 আয়তন প্রসারণ গুনাঙ্কের মাত্রীয় সংকেত লেখো।
উত্তর: Show
\(θ^{-1}\)
2.6 কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য-প্রসারণ গুনাঙ্ক ও আয়তন প্রসারণ গুনাঙ্কের অনুপাত কত?
[Hint : \(α = \frac{β}{2} = \frac{γ}{3}\) ]উত্তর: Show
\(1 : 3\)
2.7 তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো।
উত্তর: Show
\([M^{-1}L^{-2}T^3θ]\)
2.8 শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
উত্তর: Show
শূন্য
2.9 কোন্ সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান পাওয়া যায়?
উত্তর: Show
চার্লসের সূত্র
👉 শূন্যস্থান পূরণ করো:
2.10 তাপ পেলে ………. পদার্থ দৈর্ঘ্যে, ক্ষেত্রে, আয়তনে প্রসারিত হয়।
উত্তর: Show
কঠিন
2.11 তাপ পরিবাহীতাঙ্কের CGS একক ………. ।
উত্তর: Show
\(cal.cm^{-1}.°C^{-1}.s^{-1}\)
2.12 গ্যাসের শুধু মাত্র ………. প্রসারণ হবে।
উত্তর: Show
আয়তন
2.13 একটি আদর্শ পরিবাহির তাপ পরিবাহিতার মান ………. ।
উত্তর: Show
অসীম
👉 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা:
2.14 আপাত প্রসারণ গুনাঙ্ক তরলের নিজস্ব ধর্ম।
উত্তর: Show
মিথ্যা
2.15 দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য।
উত্তর: Show
সত্য
2.16 তাপ পরিবাহীতাঙ্কের S.I. একক \(cal. m^{-1}.K^{-1}\)
উত্তর: Show
মিথ্যা
2.24 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান \(\frac{1}{100} /°C\)
উত্তর: Show
মিথ্যা