বিড়াল প্রবন্ধ MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি প্রবন্ধ হল ‘বিড়াল’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ১৬ – ২০ (‘বিড়ালকে বুঝান দায় হইল! …… ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল!’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
# birhal prabandho MCQ
বিড়াল প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-6} – একাদশ শ্রেণি – বাংলা
বিড়াল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- নৈয়ায়িক: নেই বা তর্কশাস্ত্রে পন্ডিত।
- কস্মিনকালে: কোনও কালে
- পতিত: বিপথগামী
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) ‘কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না’ কাকে? –
- (ক) অবুঝকে
- (খ) কমলাকান্তকে
- (গ) বিড়ালকে
- (ঘ) বিচারককে
উত্তর: Show
(ঘ) বিচারককে
(ii) ‘বুঝান দায় হইল!’ কাকে? –
- (ক) বিড়ালকে
- (খ) কমলাকান্তকে
- (গ) নসীরামবাবুকে
- (ঘ) প্রসন্নকে
উত্তর: Show
(ক) বিড়ালকে
(iii) ‘না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে।’ কারণ –
- (ক) বিড়ালটি সবজান্তা
- (খ) বিড়ালটি সুবিচারক ও সুতার্কিক
- (গ) বিড়ালটি নির্বোধ
- (ঘ) বিড়ালটি দরিদ্র
উত্তর: Show
(খ) বিড়ালটি সুবিচারক ও সুতার্কিক
(iv) সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও না থাকতে পারে কিন্তু কাদের বিশেষ প্রয়োজন? –
- (ক) শিক্ষিতদের
- (খ) ধনীদের
- (গ) দরিদ্রদের
- (ঘ) বিচারকদের
উত্তর: Show
(খ) ধনীদের
(v) ‘… দণ্ডবিধান কর্তব্য’ কার? –
- (ক) ধনীর
- (খ) দরিদ্রের
- (গ) চোরের
- (ঘ) বিচারকের
উত্তর: Show
(গ) চোরের
(vi) ‘তাহাতেও আমার আপত্তি নাই,’ – বিড়ালের কিসে আপত্তি নেই? –
- (ক) চোরকে ফাঁসি দেওয়ায়
- (খ) চোরকে কয়েদ করায়
- (গ) চোরকে বেকসুর খালাস করে দেওয়ায়
- (ঘ) চোরের সঙ্গে বোঝাপড়া করায়
উত্তর: Show
(ক) চোরকে ফাঁসি দেওয়ায়
(vii) মার্জারীর কথায় বিচারক কোন্ শর্তে চোরকে সচ্ছন্দে ফাঁসি দিতে পারেন? –
- (ক) তিন দিন উপবাসের পর বিচারকের যদি চুরি করে খেতে মন না যায়
- (খ) তিন দিন উপবাসের পর বিচারকের যদি চুরি করে খেতে মন যায়
- (গ) তিন দিন উপবাসের পর বিচারকের ওজন যদি কমে না যায়
- (ঘ) তিন দিন উপবাসের পর বিচারকের ওজন যদি কমে যায়
উত্তর: Show
(ক) তিন দিন উপবাসের পর বিচারকের যদি চুরি করে খেতে মন না যায়
(viii) বিড়ালকে লাঠি তুলে মারতে যাওয়ার সময় বিড়াল কমলাকান্তকে কদিন উপবাসের নিদান দিয়েছিল? –
- (ক) ছয় দিন
- (খ) চার দিন
- (গ) তিন দিন
- (ঘ) দুদিন
উত্তর: Show
(গ) তিন দিন
(ix) কমলাকান্ত তিন দিন উপবাস করলে কার ভাঁড়ার ঘরে ধরা পড়ার সম্ভাবনা ছিল? –
- (ক) প্রসন্নর ভাঁড়ার ঘরে
- (খ) নসীরামবাবুর ভাঁড়ার ঘরে
- (গ) প্রতিবেশীর ভাঁড়ার ঘরে
- (ঘ) গৃহস্থের ভাঁড়ার ঘরে
উত্তর: Show
(খ) নসীরামবাবুর ভাঁড়ার ঘরে
(x) বিচারে পরাস্ত হলে কী করা উচিত? –
- (ক) মাথা নত করা উচিত
- (খ) বশ্যতা শিকার করা উচিত
- (গ) প্রহার করা উচিত
- (ঘ) গভীরভাবে উপদেশ দেওয়া উচিত
উত্তর: Show
(ঘ) গভীরভাবে উপদেশ দেওয়া উচিত
(xi) ‘যখন বিচারে পরাস্ত হইবে, তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে।’ – মতবাদটি কার? –
- (ক) বিচারকের
- (খ) পুলিশের
- (গ) অর্ধ শিক্ষিতের
- (ঘ) বিজ্ঞ লোকের
উত্তর: Show
(ঘ) বিজ্ঞ লোকের
(xii) বিড়ালের সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে কী করা উচিত? –
- (ক) দুগ্ধপানে মনোনিবেশ
- (খ) চুরি করা
- (গ) ধর্মাচরণে মন দেওয়া
- (ঘ) উপার্জন করা
উত্তর: Show
(গ) ধর্মাচরণে মন দেওয়া
(xiii) কমলাকান্ত বিড়ালকে পাঠার্থে কোন্ গ্রন্থ দেওয়ার কথা বলেছেন? –
- (ক) মার্কস ও এঞ্জেলস গ্রন্থ
- (খ) নিউমান ও পার্কারের গ্রন্থ
- (গ) গান্ধী ও নেহেরুর গ্রন্থ
- (ঘ) বেন্থাম ও মিলের গ্রন্থ
উত্তর: Show
(খ) নিউমান ও পার্কারের গ্রন্থ
(xiv) নিউমান ও পার্কারের গ্রন্থ বাদে আর কোন্ গ্রন্থ পড়লে বিড়ালের কিছু উপকার হতে পারে –
- (ক) কমলাকান্তের জবানবন্দী
- (খ) রামায়ণ ও মহাভারত
- (গ) শ্রীমৎ ভগবত গীতা
- (ঘ) কমলাকান্তের দপ্তর
উত্তর: Show
(ঘ) কমলাকান্তের দপ্তর
(xv) কমলাকান্তের দপ্তর পড়লে কিছু হোক না হোক মার্জারী যেটা বুঝতে পারবে তা হল –
- (ক) আফিংয়ের অসীম মহিমা
- (খ) সমাজতত্ত্বের গূঢ় ব্যাখ্যা
- (গ) কৃপণদের প্রকৃত অবস্থা
- (ঘ) মার্জারদের করুণ অবস্থা
উত্তর: Show
(ক) আফিংয়ের অসীম মহিমা
(xvi) ‘জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব।’ কী ভাগ করে খাওয়ার কথা বলা হয়েছে? –
- (ক) দুধ
- (খ) ছানা
- (গ) মাংস
- (ঘ) মাছ
উত্তর: Show
(খ) ছানা
(xvii) কে ছানা দেবে বলে বলেছে? –
- (ক) মঙ্গলা
- (খ) কমলাকান্ত
- (গ) প্রসন্ন
- (ঘ) নসীরাম
উত্তর: Show
(গ) প্রসন্ন
(xviii) বিড়ালকে যেটি না খাওয়ার উপদেশ কমলাকান্ত দিয়েছিলেন, তা হলো –
- (ক) আর কাহারও দুগ্ধ
- (খ) আর কাহারও ক্ষীর
- (গ) আর কাহারও হাঁড়ি
- (ঘ) আর কাহারও মৎস্য
উত্তর: Show
(গ) আর কাহারও হাঁড়ি
(xix) ক্ষুধায় অধীর হয়ে গেলে কমলাকান্ত বিড়ালকে যা দেবেন বলে বলেছেন –
- (ক) এক টুকরো মাছ
- (খ) এক সরিষাভোর আফিঙ্গ
- (গ) বেদম প্রহার
- (ঘ) কিছুটা পরিমাণ ছানা
উত্তর: Show
(খ) এক সরিষাভোর আফিঙ্গ
(xx) ‘ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে।’ মার্জার যা বিবেচনা করার কথা বলেছে –
- (ক) কমলাকান্তের বাড়ি ফিরে আসার কথা
- (খ) অন্যের হাঁড়ি খাওয়ার কথা
- (গ) পুনর্বার বার চুরি করার কথা
- (ঘ) চোরকে ফাঁসি দেওয়ার কথা
উত্তর: Show
(খ) অন্যের হাঁড়ি খাওয়ার কথা
(xxi) কমলাকান্তের বড় আনন্দ হইল এই আনন্দের কারণ –
- (ক) একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন ভেবে
- (খ) পরোপকার করে পরম ধর্মের ফলভাগী হতে পারা
- (গ) মার্জারকে শিক্ষাদান করতে পার
- (ঘ) মার্জার আপাতত বিদায় নিচ্ছে ভেবে
উত্তর: Show
(ক) একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় এনেছেন ভেবে
(xxii) ‘একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি’ এখানে পতিত আত্মা হল –
- (ক) কমলাকান্ত
- (খ) প্রসন্ন গোয়ালিনী
- (গ) সমাজের দুর্জন মানুষেরা
- (ঘ) মার্জার
উত্তর: Show
(ঘ) মার্জার