ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’। এই কবিতার রীতি ও উৎস নিয়ে কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি মাইকেল মধুসূদন দত্ত।
Iswar Chandra Vidyasagar Kobitar MCQ Part – 1
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর – (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ)
(i) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস –
- (ক) সনেট পঞ্চাশৎ
- (খ) সনেট
- (গ) চতুর্দশপদী কবিতাবলি
- (ঘ) তালনবমী
উত্তর: Show
(গ) চতুর্দশপদী কবিতাবলি
(ii) গ্রন্থটির প্রকাশকাল –
- (ক) ১৮৬৫ খ্রি.
- (খ) ১৮৬৬ খ্রি.
- (গ) ১৮৬৭ খ্রি.
- (ঘ) ১৮৬৮ খ্রি.
উত্তর: Show
(খ) ১৮৬৬ খ্রি.
(iii) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? –
- (ক) ৬৮ সংখ্যক
- (খ) ৮৬ সংখ্যক
- (গ) ৭৬ সংখ্যক
- (ঘ) ৬৬ সংখ্যক
উত্তর: Show
(খ) ৮৬ সংখ্যক
(iv) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটিতে মোট কয়টি পঙক্তি বা লাইন রয়েছে? –
- (ক) চোদ্দটি
- (খ) পনেরোটি
- (গ) ষোলোটি
- (ঘ) তেরোটি
উত্তর: Show
(ক) চোদ্দটি
(v) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ (সনেট) কবিতার প্রতিটি পঙক্তিতে কয়টি করে বর্ণ রয়েছে? –
- (ক) চোদ্দটি
- (খ) পনেরোটি
- (গ) ষোলোটি
- (ঘ) তেরোটি
উত্তর: Show
(ক) চোদ্দটি
(vi) ‘সনেট’ শব্দটি হল –
- (ক) পোর্তুগিজ শব্দ
- (খ) ইংরেজি শব্দ
- (গ) বাংলা শব্দ
- (ঘ) ইতালীয় শব্দ
উত্তর: Show
(ঘ) ইতালীয় শব্দ
(vii) ‘চতুর্দশপদী’ নামকরণটি কে করেন? –
- (ক) মোহিতলাল মজুমদার
- (খ) মধুসূদন দত্ত
- (গ) জীবনানন্দ দাশ
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: Show
(খ) মধুসূদন দত্ত
(viii) সনেটের বাংলা নাম কী? –
- (ক) প্রহসন
- (খ) অনুবাদ কাব্য
- (গ) শোকগাথা
- (ঘ) চতুর্দশপদী কবিতা
উত্তর: Show
(ঘ) চতুর্দশপদী কবিতা
(ix) ‘সনেটের জনক’ কাকে বলা হয়? –
- (ক) মিল্টন-কে
- (খ) শেক্সপিয়র-কে
- (গ) পেত্রার্ক-কে
- (ঘ) ওয়ার্ডসওয়ার্থ-কে
উত্তর: Show
(গ) পেত্রার্ক-কে
(x) বাংলায় ‘সনেট স্রষ্টা’ কাকে বলা যেতে পারে? –
- (ক) মধুসূদন দত্তকে
- (খ) রবীন্দ্রনাথকে
- (গ) প্রমথ চৌধুরীকে
- (ঘ) অজিত দত্তকে
উত্তর: Show
(ক) মধুসূদন দত্তকে
(xi) সনেটের চোদ্দো লাইনকে মোট ক-টি ভাগে ভাগ করা হয়ে থাকে? –
- (ক) তিন ভাগে
- (খ) চার ভাগে
- (গ) পাঁচ ভাগে
- (ঘ) দুই ভাগে
উত্তর: Show
(ঘ) দুই ভাগে
(xii) সনেটের চোদ্দো লাইনকে যে দুই ভাগে ভাগ করা হয় তা হল –
- (ক) আট-ছয় লাইনে
- (খ) দশ-চার লাইনে
- (গ) সাত-আট লাইনে
- (ঘ) নয়-পাঁচ লাইনে
উত্তর: Show
(ক) আট-ছয় লাইনে
(xiii) মধুসূদন দত্তের ছদ্মনামটি হল –
- (ক) টিমোথি পেনপোয়েম
- (খ) আন্নাকালী পাকড়াশী
- (গ) কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
- (ঘ) ও হেনরি
উত্তর: Show
(ক) টিমোথি পেনপোয়েম
(xiv) ‘চতুর্দশপদী কবিতাবলী’ – কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা হল –
- (ক) ১০০
- (খ) ১০২
- (গ) ১০৫
- (ঘ) ১১০
উত্তর: Show
(খ) ১০২
(xv) ‘চতুর্দশপদী কবিতাবলী’ কাব্যগ্রন্থটি লেখা হয় যে ছন্দে –
- (ক) গদ্যছন্দে
- (খ) অমিত্রাক্ষর ছন্দে
- (গ) মাত্রাবৃত্ত ছন্দে
- (ঘ) অক্ষরবৃত্ত ছন্দে
উত্তর: Show
(খ) অমিত্রাক্ষর ছন্দে
(xvi) মধুসূদন তাঁর সনেটে কোন্ রীতি অনুসরণ করেছেন? –
- (ক) শেকসপিরীয় নীতি
- (খ) পেত্রার্কীয় রীতি
- (গ) দান্তের রীতি
- (ঘ) শেলির রীতি
উত্তর: Show
(খ) পেত্রার্কীয় রীতি
(xvii) চোদ্দ লাইনের সনেটকে যে আট-ছয় লাইনে ভাগ করা হয় তার প্রথম আট লাইনকে বলা হয় –
- (ক) অষ্টক
- (খ) ষটক
- (গ) চতুষ্ক
- (ঘ) ত্রিপাদিকা
উত্তর: Show
(ক) অষ্টক
(xviii) চোদ্দ লাইনের সনেটকে যে আট-ছয় লাইনে ভাগ করা হয় তার শেষ ছয় লাইনকে বলা হয় –
- (ক) অষ্টক
- (খ) ষটক
- (গ) চতুষ্ক
- (ঘ) ত্রিপাদিকা
উত্তর: Show
(খ) ষটক
(xix) ‘চতুর্দশপদী কবিতাবলী’ কাব্যগ্রন্থের কবিতাগুলি মধুসূদন কোথায় থাকাকালীন রচনা করেন? –
- (ক) লন্ডনে থাকাকালীন
- (খ) ফ্রান্সে থাকাকালীন
- (গ) ভারতে থাকাকালীন
- (ঘ) ইতালিতে থাকাকালীন
উত্তর: Show
(খ) ফ্রান্সে থাকাকালীন
(xx) ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটি কার রচনা? –
- (ক) মোহিতলাল মজুমদার
- (খ) মধুসূদন দত্ত
- (গ) জীবনানন্দ দাশ
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: Show
(খ) মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উৎস, প্রেক্ষাপট ও সনেটের রীতি বিচার