নীলধ্বজের প্রতি জনা : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

নীলধ্বজের প্রতি জনা : মাইকেল মধুসূদন দত্ত – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

পার্থ কার স্বয়ংবরসভায় ছলনা করেছিলেন বলে অভিযােগ?

  • ক) চিত্রাঙ্গদা
  • খ) দ্রৌপদী
  • গ) দময়ন্তী
  • ঘ) উর্বশী 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দ্রৌপদী [/expand]

খান্ডব বন দগ্ধ করার সময় কে পার্থকে সাহায্য করেছিলেন? 

  • ক) রাম
  • খ) কৃষ্ণ
  • গ) ইন্দ্র
  • ঘ) অগ্নি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) কৃষ্ণ [/expand]

‘শিখণ্ডী’ হল –

  • ক) দ্রুপদনন্দন
  • খ) ফাল্গুনিপুত্র অভিমন্যু
  • গ) অম্বার পরজন্মের কাঙ্ক্ষিত নপুংসকরূপ
  • ঘ) কুন্তীর কানীনপুত্র কর্ণ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) অম্বার পরজন্মের কাঙ্ক্ষিত নপুংসকরূপ [/expand]

“কি কুছলে নরাধম বধিল তাহারে,”—যাঁকে বধ করার কথা বলা হয়েছে 

  • ক) ভীষ্ম
  • খ) কৰ্ণ
  • গ) দ্রোণাচার্য
  • ঘ) প্রবীর

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দ্রোণাচার্য [/expand]

“বসুন্ধরা গ্রাসিলা সরোষে / – যবে,”

  • ক) রথচক্র
  • খ) সুদর্শনচক্ৰ
  • গ) অস্ত্রশস্ত্র
  • ঘ) চক্রযান

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) রথচক্র [/expand]

“জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল / আত্মশ্লাঘা, মহারথি?” – যাঁকে বলা হয়েছে –

  • ক) বেদব্যাস
  • খ) কর্ণ
  • গ) নীলধ্বজ
  • ঘ) পার্থ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) নীলধ্বজ [/expand]

“চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে?” – চণ্ডাল’ ও ‘ব্রাহ্মণ’ যথাক্রমে –

  • ক) কৃষ ও ব্যাসদেব
  • খ) অর্জুন ও নীলধবজ
  • গ) ব্যাস ও বিদুর
  • ঘ) নীলধ্বজ ও অর্জুন

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) অর্জুন ও নীলধবজ [/expand]

“…… অশ্রুবারি নিবায় কি কভু / দাবানলে?”

  • ক) নারীর
  • খ) কুমিরের
  • গ) হস্তীর
  • ঘ) কুরঙ্গীর

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) কুরঙ্গীর [/expand]

“উচ্চনাদী প্রভঞ্জনে নীরবয়ে কবে?”—“প্রভঞ্জন’ শব্দের অর্থ-

  • ক) ঝড়
  • খ) সমুদ্রগর্জন
  • গ) মেঘগর্জন
  • ঘ) শঙ্খধ্বনি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ঝড় [/expand]

জনা কেন নিজের পােড়া মনের বাঞ্ছা মেটাতে পারছেন না? 

  • ক) কুলনারী বলে
  • খ) ক্ষত্রিয় নারী বলে
  • গ) দুর্বলহৃদয়া বলে
  • ঘ) শােকস্তব্ধ বলে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) কুলনারী বলে [/expand]

”কৌন্তেয়-যােধে ধাতা সৃজিলা নাশিতে /…… ”

  • ক) সন্তানসুখ
  • খ) পুত্রসুখ
  • গ) বিশ্বসুখ
  • ঘ) রাজ্যসুখ 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) বিশ্বসুখ [/expand]

”আশার লতা তাই রে ছিড়িলি” — এ কথা কাকে বলা হয়েছে?

  • ক) নীলধজকে
  • খ) হৃষীকেশকে
  • গ) অর্জুনকে
  • ঘ) পুত্র প্রবীরকে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) পুত্র প্রবীরকে [/expand]

‘বিবর’ কথার অর্থ কী?

  • ক) গর্ত
  • খ) বিয়ের পাত্র
  • গ) নাগমণি
  • ঘ) সাপের খােলস

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) গর্ত [/expand]

‘যাও চলি, মহাবল, যাও — ‘

  • ক) রণক্ষেত্রে
  • খ) যুদ্ধক্ষেত্রে
  • গ) হস্তিনাপুরে
  • ঘ) কুরুপুরে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) কুরুপুরে [/expand]

“যাও চলি, মহাবল, যাও কুরুপুরে…” – যেভাবে যেতে বলা হয়েছে

  • ক) নব মিত্র পার্থ-সহ
  • খ) নিঃসঙ্গ শূন্যভাবে
  • গ) মহারথীর ন্যায়
  • ঘ) জনাকে সঙ্গে নিয়ে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) নব মিত্র পার্থ-সহ [/expand]

জনা কোথায় নিজের প্রাণ বিসর্জন করবেন বলে জানিয়েছেন?

  • ক) সরােবরে
  • খ) ঘরের মধ্যে
  • গ) জাহ্নবীতে
  • ঘ) যমুনাতে 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) জাহ্নবীতে [/expand]

কৃতান্তনগর’ বলতে কোন্ স্থানের কথা বলা হয়েছে?

  • ক) পাণ্ডবপুর
  • খ) যমালয়
  • গ) স্বর্গলােক
  • ঘ) মাহেশ্বরী পুরী

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) যমালয় [/expand]

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *