‘অলৌকিক’ : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা – আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প
অলৌকিক – কর্তার সিং দুগ্গাল (অনুবাদঃ অনিন্দ্য সৌরভ)
উচ্চ মাধ্যমিক – ২০২০
হাসান আব্দাল এর বর্তমান নাম –
- ক) হাসান সাহেব
- খ) পাঞ্জা সাহেব
- গ) নানা সাহেব
- ঘ) বশী সাহেব
উত্তর: Show
গ) পাঞ্জা সাহেব
উচ্চ মাধ্যমিক – ২০১৯
‘স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো’ – কীসের আবেদন জানানো হলো?
- ক) ট্রেনটাকে চালানোর
- খ) ট্রেনটাকে থামানোর
- গ) নতুন ট্রেনের ব্যবস্থা করার
- ঘ) ট্রেনটাকে বাতিল করার
উত্তর: Show
খ) ট্রেনটাকে থামানোর
উচ্চ মাধ্যমিক – ২০১৮
‘সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো মনে।’ – প্রশ্নটি কী?
- ক) গড়িয়ে পড়া পাথর থামানো সম্ভব কিনা
- খ) নিরস্ত্র ভারতীয়দের উপর কারা গুলি চালাল
- গ) মর্দানা কোথায় জল পাবে
- ঘ) মর্দানা কোথা থেকে এসেছে
উত্তর: Show
ঘ) মর্দানা কোথা থেকে এসেছে
উচ্চ মাধ্যমিক – ২০১৭
‘মর্দানা শুনেই ছুটে গেল’- মর্দানা কোথায় ছুটে গেল? –
- ক) রেল লাইনের দিকে
- খ) বলি গান্ধারীর কাছে
- গ) গুরু নানকের কাছে
- ঘ) গড়িয়ে পড়া পাথরের দিকে
উত্তর: Show
খ) বলি গান্ধারীর কাছে
উচ্চ মাধ্যমিক – ২০১৬
‘সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না!’ কারণ –
- ক) পাঞ্জাসাহেবে নানকের জন্মস্থান
- খ) পাঞ্জাসাহেবে মর্দানার মৃত্যু হয়েছিল
- গ) পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন
- ঘ) পাঞ্জাসাহেবে বলি কান্ধারীর কুটীর ছিল
উত্তর: Show
গ) পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন
উচ্চ মাধ্যমিক – ২০১৫
বলি কান্ধারী ছিলেন একজন –
- ক) ধনী ব্যক্তি
- খ) ভীরু ব্যক্তি
- গ) গৃহী ব্যক্তি
- ঘ) দরবেশ
উত্তর: Show
ঘ) দরবেশ
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও