বিভাব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

‘বিভাব’ : শম্ভু মিত্র – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

‘বহুরূপী’ নাট্যগােষ্ঠী গড়ে ওঠার পিছনে যার পৃষ্ঠপােষকতা ছিল উল্লেখযােগ্য, তিনি হলেন – 

  • ক) শম্ভু মিত্র
  • খ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
  • গ) মহর্ষি মনােরঞ্জন ভট্টাচার্য
  • ঘ) বিজন ভট্টাচার্য

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ) মহর্ষি মনােরঞ্জন ভট্টাচার্য [/expand]

‘বহুরুপী’ নাট্যদল গড়ে ওঠে – 

  • ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
  • খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
  • গ) ১৯৫১ খ্রিস্টাব্দে
  • ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) ১৯৫০ খ্রিস্টাব্দে [/expand]

‘বহুরূপী’ প্রযােজিত প্রথম নাটক – 

  • ক) উলুখাগড়া
  • খ) বিভাব
  • গ) পথিক
  • ঘ) নবান্ন 

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) উলুখাগড়া [/expand]

অমর গাঙ্গুলি কোন্ নাট্যগােষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত? 

  • ক) ভারতীয় গণনাট্য সংঘ
  • খ) বহুরূপী
  • গ) নান্দীমুখ
  • ঘ) নান্দীকার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) বহুরূপী [/expand]

‘বিভাব’ নাটকে বউদি হলেন – 

  • ক) শােভা সেন
  • খ) তৃপ্তি মিত্র
  • গ) চিত্রা সেন
  • ঘ) শাঁওলী মিত্র

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) তৃপ্তি মিত্র [/expand]

শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকটি প্রথম অভিনীত হয় –

  • ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে
  • খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
  • গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
  • ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে [/expand]

‘বিভাব’ কী ধরনের নাটক? 

  • ক) একাঙ্ক
  • খ) পঞ্চাঙ্ক
  • গ) প্রহসন
  • ঘ) সামাজিক

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) একাঙ্ক [/expand]

‘বিভাব’ নাটকটির অনুপ্রেরণা হল –

  • ক) জাপানের কাবুকি নাটক
  • খ) রবীন্দ্রনাথের নাটক
  • গ) দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক
  • ঘ) দীনবন্ধু মিত্রের নাটক

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) জাপানের কাবুকি নাটক [/expand]

‘বিভাব’ শব্দের সাধারণ অর্থ কী? 

  • ক) বিশেষ ভাব
  • খ) বিদ্বেষের ভাব
  • গ) বিশেষ অভাব
  • ঘ) বিরক্ত ভাব

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) বিশেষ ভাব [/expand]

‘বিভাব’ নাটকে প্রধান চরিত্রের সংখ্যা কত? 

  • ক) সাত
  • খ) পাঁচ
  • গ) দশ
  • ঘ) তিন

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) তিন [/expand]

”পর্দা খুললে দেখা যায়…।”

  • ক) মঞ্চ ফাঁকা
  • খ) মঞ্চ অন্ধকার
  • গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা
  • ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা [/expand]

কোনাে এক ভদ্রলােক পুরানাে সব নাট্যশাস্ত্র তল্লাশ করে আমাদের এই নাটকের নাম দিয়েছেন 

  • ক) বিভাব নাটক
  • খ) অভাব নাটক
  • গ) স্বভাব নাটক
  • ঘ) সামাজিক নাটক

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) বিভাব নাটক [/expand]

‘বিভাব’ নাটকের নাম ‘অভাব’ হওয়া উচিত, তার কারণ – 

  • ক) এই নাটকে অর্থের অভাব দেখানাে হয়েছে
  • খ) এই নাটকে চরিত্রের অভাব রয়েছে
  • গ) এই নাটকের জন্ম অভাব থেকে
  • ঘ) এই নাটকে অভিনয়ের উপকরণের অভাব আছে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) এই নাটকের জন্ম অভাব থেকে [/expand]

“সঙ্গে থাকবার মধ্যে আছে’’ —-

  • ক) কেবল নাটক করবার বােকামিটা
  • খ) নাটক করবার বােকামিটা
  • গ) কেবল নাটকের বােকামিটা
  • ঘ) কেবল বােকামিটা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) কেবল নাটক করবার বােকামিটা [/expand]

সরকার খাজনা আদায় করত –

  • ক) বিচিত্র গান শুনিয়ে
  • খ) আহ্লাদ দেখিয়ে
  • গ) ভয় দেখিয়ে
  • ঘ) বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) বিচিত্র সাঁড়াশি ভঙ্গিতে [/expand]

‘রাজা রথারােহণম নাটয়তি’-এর অর্থ হল –

  • ক) রাজা রথে আরােহণ করলেন
  • খ) রাজা রথ থেকে নামলেন
  • গ) রাজা রথে আরােহণ করার ভঙ্গি করলেন
  • ঘ) রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) রাজা রথে আরােহণ করার ভঙ্গি করলেন [/expand]

“তমে ঘােড়া নেইকরি চঞ্চল খবর নেই আসিবি।”— উক্তিটি রাজা করেন – 

  • ক) দূতকে
  • খ) সেনাপতিকে
  • গ) মন্ত্রীকে
  • ঘ) রানিকে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) দূতকে [/expand]

“এমনি সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” সাহেবটি – 

  • ক) রুশদেশীয়
  • খ) ব্ৰষ্মদেশীয়
  • গ) ইংল্যান্ডের
  • ঘ) আমেরিকার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) রুশদেশীয় [/expand]

”এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” — সাহেবের নাম –

  • ক) আইজেনস্টাইন
  • খ) আইনস্টাইন
  • গ) গেরাসিম লেবেদফ
  • ঘ) জর্জ বার্নার্ড শ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) আইজেনস্টাইন [/expand]

রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন—

  • ক) আইজেনস্টাইন
  • খ) আইজেকস্টাইন
  • গ) আইনস্টাইন
  • ঘ) রুশাে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) আইজেনস্টাইন [/expand]

কাবুকি থিয়েটার কোন্ দেশের?

  • ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ) ভিয়েতনাম
  • গ) জাপান
  • ঘ) রাশিয়া

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) জাপান [/expand]

“এক –– অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন”–কে দুর্গ থেকে বেরিয়ে গেলেন?

  • ক) পুলিশ
  • খ) সৈন্য
  • গ) সেনাপতি
  • ঘ) নাইট

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) নাইট [/expand]

কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন –

  • ক) অস্বাভাবিক মরা
  • খ) অদ্ভুত মরা
  • গ) ইসথেটিক মরা
  • ঘ) খুব রােমান্টিক

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) ইসথেটিক মরা [/expand]

ধরে নিন আপনারা যদি মনে করতেন যে এটা একটা বন এবং আমি একটা –

  • ক) হনুমান
  • খ) বাঘ
  • গ) গাধা
  • ঘ) হাতি

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) হনুমান [/expand]

“-অমর এসে আবার নিজের চেয়ারে’’

  • ক) বসার ভঙ্গি করেন
  • খ) উঠে দাঁড়ায়
  • গ) বসে পড়ে
  • ঘ) দাঁড়িয়ে থাকে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) বসার ভঙ্গি করেন [/expand]

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *