নীলধ্বজের প্রতি জনা : একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় আগত বহু বিকল্পীয় প্রশ্ন(MCQ)

একাদশ শ্রেণী নীলধ্বজের প্রতি জনা – মাইকেল মধুসূদন দত্ত 

সংসদ বার্ষিক পরীক্ষা – ২০২২

‘চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে?’ – চন্ডাল ও ব্রাহ্মণ কারা? 

  • ক) অর্জুন ও কৃষ্ণ
  • খ) কৃষ্ণ ও ব্যাস
  • গ) ব্যাস ও বিদুর
  • ঘ) অর্জুন ও নীলধ্বজ 

উত্তর: Show

ঘ) অর্জুন ও নীলধ্বজ

জনার পুত্রের নাম কী?-

  • ক) কর্ণ
  • খ) প্রবীর
  • গ) অভিমুন্য
  • ঘ) অশ্বত্থামা 

উত্তর: Show

খ) প্রবীর

সংসদ বার্ষিক পরীক্ষা – ২০২০

‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের – 

  • ক) একাদশতম পত্র
  • খ) দ্বাদশতম পত্র
  • গ) ত্রয়োদশতম পত্র
  • ঘ) চতুর্দশতম পত্র 

উত্তর: Show

ক) একাদশতম পত্র

সংসদ বার্ষিক পরীক্ষা – ২০১৯, ২০১৪

‘নীলধ্বজের প্রতি জনা’ পত্রকবিতার উপাদান আছে মহাভারতের –

  • ক) শান্তিপর্বে
  • খ) যুদ্ধ পর্বে
  • গ) উদ্যোগ পর্বে
  • ঘ) অশ্বমেধ পর্বে

উত্তর: Show

ঘ) অশ্বমেধ পর্বে

সংসদ বার্ষিক পরীক্ষা – ২০১৮, ২০১৫

জনার পুত্রের নাম কী?-

  • ক) কর্ণ
  • খ) প্রবীর
  • গ) অভিমুন্য
  • ঘ) অশ্বত্থামা 

উত্তর: Show

খ) প্রবীর

 সংসদ বার্ষিক পরীক্ষা – ২০১৬

‘ধীবর জননী পিতা ব্রাহ্মণ!’ – এদের সন্তান হলেন –

  • ক) ব্যাসদেব
  • খ) দ্রোণাচার্য
  • গ) বিদুর
  • ঘ) ফাল্গুনী

উত্তর: Show

ক) ব্যাসদেব

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *