নীলধ্বজের প্রতি জনা : মাইকেল মধুসূদন দত্ত – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – একাদশ শ্রেণি – বাংলা
“বসিছে পুত্রহা রিপু…..এবে!”
- ক) মিত্রোত্তম
- খ) শত্রুরূপে
- গ) ভগবানরূপে
- ঘ) দেবতারূপে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) মিত্রোত্তম [/expand]
“হতজ্ঞান আজি কি হে…” – যার কথা বলা হয়েছে
- ক) নীলধ্বজ
- খ) জনা
- গ) দ্রোণাচার্য
- ঘ) ব্যাসদেব
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) নীলধ্বজ [/expand]
নীলধ্বজ কোথাকার রাজা ছিলেন?
- ক) রক্ষপুরীর
- খ) মাহেশ্বরী পুরীর
- গ) অযােধ্যাপুরীর
- ঘ) খন্ডবপুরীর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) মাহেশ্বরী পুরীর [/expand]
এই কবিতায় পান্ডুরথী’ বলতে কাকে বোঝানাে হয়েছে?
- ক) সহদেব
- খ) পার্থ
- গ) ভীম
- ঘ) যুধিষ্টির
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) পার্থ [/expand]
“উড়িছে আকাশে/…….. !”
- ক) বিজয়পতাকা
- খ) শ্বেত পায়রা
- গ) রাজনিশানা
- ঘ) রাজকেতু
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) রাজকেতু [/expand]
পার্থকে রাজা নীলধ্বজ কী জ্ঞানে পুজো করছিলেন?
- ক) নারায়ণ
- খ) শিব
- গ) ব্রহ্মা
- ঘ) ইন্দ্র
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) নারায়ণ [/expand]
কুন্তী কে?
- ক) ভোজবালা
- খ) পাঞ্চাল রাজ কন্যা
- গ) দেববালা
- ঘ) ধীবর রাজ কন্যা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ভোজবালা [/expand]
পার্থর অপর নাম কী?
- ক) যুধিষ্ঠির
- খ) ভীম
- গ) অর্জুন
- ঘ) কৰ্ণ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) অর্জুন [/expand]
কুন্তীকে এই কবিতায় কী বলে উল্লেখ করা হয়েছে?
- ক) বীর নারী
- খ) একগামী
- গ) স্বৈরিণী
- ঘ) পতিব্রতা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) স্বৈরিণী [/expand]
অর্জুন সম্পর্কে নীচের কোন্ বিশেষণটি প্রয়ােগ করা হয়েছে?
- ক) কুমতি
- খ) নরাধম
- গ) ধূর্ত
- ঘ) জারজ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) জারজ [/expand]
“গর্ভে তার কি হে জনমিলা আসি / ?”
- ক) হৃষীকেশ
- খ) দ্রৌপদী
- গ) কুন্তী
- ঘ) কৃষ্ণ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) হৃষীকেশ [/expand]
দ্বৈপায়ন ঋষি কে?
- ক) ভীম
- খ) কৃয়
- গ) ব্যাসদেব
- গ) ভীষ্ম
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) ব্যাসদেব [/expand]
“দ্বৈপায়ন ঋষি / পাণ্ডবকীর্তন গান গায়েন সতত’ – দ্বৈপায়নের মাতা-পিতার নাম কী?
- ক) দময়ন্তী-নল
- খ) গঙ্গা-হিমালয়
- গ) মৎস্যগন্ধা-পরাশর
- ঘ) কুন্তী-পাণ্ডু
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মৎস্যগন্ধা-পরাশর [/expand]
“পাণ্ডবকীর্তন গান গায়েন সতত।”—কার কথা বলা হয়েছে?
- ক) পার্থ
- খ) দ্বৈপায়ন
- গ) দুষীকেশ
- ঘ) ভীষ্ম
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দ্বৈপায়ন [/expand]
“– ব্যাস বিখ্যাত জগতে।”
- ক) সুবচনীসূত
- খ) নিকষাসূত
- গ) সাবিত্রীসূত
- ঘ) সত্যবতীসূত
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) সত্যবতীসূত [/expand]
”ধীবর জানী, পিতা ব্রাহ্মণ!” এদের সন্তান হলেন –
- ক) ব্যাসদেব
- খ) বিদুর
- গ) বিচিত্রবীর্য
- ঘ) চিথাঙ্গদ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ব্যাসদেব [/expand]
কাকে এই কবিতায় কু-কুলের কুলাচার্য বলে অভিহিত করা হয়েছে?
- ক) বাল্মীকি
- খ) দ্রোনাচার্য
- গ) ব্যাসদেব
- ঘ) কৃপাচার্য
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) ব্যাসদেব [/expand]
‘শাশুড়ির যোগ্য বধূ’ হলেন’ –
- ক) সত্যবতী
- খ) ইন্দিরা
- গ) দ্রৌপদী
- ঘ) কুন্তী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দ্রৌপদী [/expand]
“পৌরব সরসে নলিনী!”- যার সম্পর্কে এ কথা বলা হয়েছে
- ক) দ্রৌপদী
- খ) কুন্তী
- গ) জনা
- ঘ) সত্যবতী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) দ্রৌপদী [/expand]
“অলির সখী, রবির অধীনী, সমীরণ-প্রিয়া!”- যার সম্পর্কে এ কথা বলা হয়েছে –
- ক) জনা
- খ) কুন্তী
- গ) দ্রৌপদী
- ঘ) রমা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দ্রৌপদী [/expand]
“হাসি আসে মুখে,/(হেন দুঃখে) ভাবি যদি” –
- ক) সত্যবতীর কথা
- খ) শিখন্ডীর কথা
- গ) কুন্তীর কথা
- ঘ) পাঞ্চালীর কথা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) পাঞ্চালীর কথা [/expand]
পাঞ্চালী কে?
- ক) সত্যবতী
- খ) মাদ্রী
- গ) কুন্তী
- ঘ) দ্রৌপদী
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) দ্রৌপদী [/expand]
পাঞ্চালীকে কার সঙ্গে তুলনা করার কথা বলা হয়েছে?
- ক) রমা
- খ) রাধা
- গ) কুন্তী
- ঘ) সীতা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) রমা [/expand]
“লােকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী?”—‘ভ্রষ্টা রমণী’ কে?
- ক) কুন্তী
- খ) সত্যবতী
- গ) দ্রৌপদী
- ঘ) জনা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দ্রৌপদী [/expand]
“…..লক্ষ রাজে ছলিল দুর্মতি …” |
- ক) ব্রাহ্মণবেশে
- খ) যােদ্ধাবেশে
- গ) বৃহন্নলাবেশে
- ঘ) ছদ্মবেশে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ব্রাহ্মণবেশে [/expand]
আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও
Khub sundoor 🙃🙂🥰