পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 1 – 10 (‘সহায়হরি চাটুজ্যে উঠানে পা দিয়েই …… আমি কি যাব পাত্তর ঠিক করতে?’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • গুজব: জনরব, রটনা
  • বাগদী দুলে: অনুন্নত হিন্দুজাতি বিশেষ
  • একঘরে: নিজ সমাজ কর্তৃক বর্জিত
  • চণ্ডীমণ্ডপ: ঠাকুরদালান, যেখানে দুর্গাপূজা ইত্যাদি হয়
  • উচ্ছ্বগগু: উৎসর্গ
  • মাতব্বর: মুরুব্বি, মান্যগণ্য
  • পাত্তর: পাত্র, বর

পুঁইমাচা MCQ প্রশ্ন ও উত্তর

(i) ‘পুঁইমাচা’ গল্পটির উৎস – 

  • (ক) মৌরিফুল 
  • (খ) মেঘমল্লার 
  • (গ) কিন্নর দল 
  • (ঘ) তালনবমী

উত্তর: Show

(খ) মেঘমল্লার

(ii) গ্রন্থটির প্রকাশকাল – 

  • (ক) ১৯৩০ 
  • (খ) ১৯৩১ 
  • (গ) ১৯৩২ 
  • (ঘ) ১৯৩৩

উত্তর: Show

(খ) ১৯৩১

(iii) ‘পুঁইমাচা’ গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায় – 

  • (ক) বিচিত্রা 
  • (খ) ভারতী 
  • (গ) প্রবাসী 
  • (ঘ) যুগান্তর

উত্তর: Show

(গ) প্রবাসী

(iv) ক্ষেন্তির পিতার নাম – 

  • (ক) সহায়হরি 
  • (খ) হরিহোড় 
  • (গ) সহদেব 
  • (ঘ) কালীময়

উত্তর: Show

(ক) সহায়হরি

(v) কে গাছ কেটেছে – 

  • (ক) তারিণী খুড়ো 
  • (খ) তারানাথ খুড়ো 
  • (গ) তারাস খুড়ো 
  • (ঘ) তারক খুড়ো

উত্তর: Show

(ঘ) তারক খুড়ো

(vi) রস আনার জন্য প্রয়োজন – 

  • (ক) বড় বাটি 
  • (খ) বড় ঘটি 
  • (গ) বালতি 
  • (ঘ) বড় বাটি কি ঘটি

উত্তর: Show

(ঘ) বড় বাটি কি ঘটি

(vii) সহায়হরির স্ত্রীর নাম হল – 

  • (ক) অন্নদা 
  • (খ) অনুপমা 
  • (গ) অন্নপূর্ণা 
  • (ঘ) অনসূয়া

উত্তর: Show

(গ) অন্নপূর্ণা

(viii) গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে – 

  • (ক) গ্রীষ্মকাল 
  • (খ) বর্ষাকাল 
  • (গ) শরৎকাল 
  • (ঘ) শীতকাল

উত্তর: Show

(ঘ) শীতকাল

(ix) অন্নপূর্ণা কী তেল চুলে মাখছিলেন? – 

  • (ক) নারিকেল তেল 
  • (খ) সরিষা তেল 
  • (গ) বাদাম তেল 
  • (ঘ) ত্রিগুণ তেল

উত্তর: Show

(ক) নারিকেল তেল

(x) তেল মাখার জন্য ঝাঁটার কাঠির প্রয়োজন হয়েছিল কারণ  – 

  • (ক) বর্ষাকাল বলে 
  • (খ) গ্রীষ্মকাল বলে 
  • (গ) শীতকাল বলে 
  • (ঘ) শরৎকাল বলে

উত্তর: Show

(গ) শীতকাল বলে

(xi) সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর  – 

  • (ক) করুন সুরে 
  • (খ) ঝাঁঝালো সুরে 
  • (গ) কাঁদো কাঁদো সুরে 
  • (ঘ) শান্ত সুরে

উত্তর: Show

(ঘ) শান্ত সুরে

(xii) সহায়হরি সারাদিন যেভাবে কাটায়  – 

  • (ক) মাছ ধরে 
  • (খ) রস খেয়ে 
  • (গ) মাছ ধরে আর রস খেয়ে 
  • (ঘ) টোটো করে

উত্তর: Show

(গ) মাছ ধরে আর রস খেয়ে

(xiii) গাঁয়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে?  – 

  • (ক) চৌধুরী বাড়ি 
  • (খ) ভটচাজ বাড়ী 
  • (গ) রায় বাড়ি 
  • (ঘ) কায়স্থ্য বাড়ি

উত্তর: Show

(ক) চৌধুরী বাড়ি

(xiv) অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি ঘোরেন – 

  • (ক) বাগদী পাড়ায় 
  • (খ) দুলে পাড়ায় 
  • (গ) বেদে পাড়ায় 
  • (ঘ) বাগদী দুলে পাড়ায়

উত্তর: Show

(ঘ) বাগদী দুলে পাড়ায়

(xv) সহায়হরিকে একঘরে করতে চেয়েছিলেন – 

  • (ক) কালীময় ঠাকুর 
  • (খ) বাণীময় ঠাকুর 
  • (গ) মধুময় ঠাকুর 
  • (ঘ) হরিময় ঠাকুর

উত্তর: Show

(ক) কালীময় ঠাকুর

(xvi) গল্পে ধাড়ী মেয়ের (ক্ষেন্তি) বয়স হল – 

  • (ক) তেরো 
  • (খ) চোদ্দ 
  • (গ) পনের 
  • (ঘ) ষোল

উত্তর: Show

(গ) পনের

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *