পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-5} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 37 – 44 (দু-তিনদিন পরে একদিন বৈকালে …… বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন।) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-5} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • পাথরকুচি: এক প্রকারের গুল্ম, ঔষধে ব্যবহৃত হয় 
  • কন্টিকারী: কাঁটা জাতীয় ভেষজ গুল্ম
  • আওলাত: ফলকর, বৃক্ষাদি সম্পত্তি
  • দোলাই: দুই স্তর কাপড়ের তৈরি শীতবস্ত্র 
  • সার্জ: মিহি পশমী বস্ত্র
  • রিফু: বস্ত্রের ছিন্ন অংশ সূচ সুতা দিয়ে বুনে মেরামত করা। 
  • তোরঙ্গ: পেটরা, কাপড়-চোপড় রাখবার বাক্স বিশেষ। 
  • পৌষ সংক্রান্তি: পৌষ মাসের শেষ দিনকে পৌষ সংক্রান্তি বা মকরসংক্রান্তি বলে। ভারত উপমহাদেশীয় সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। ‘সংক্রান্তি’ একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম।
  • কাঁসি: কাঁসার কানা উঁচু থালা বিশেষ।
  • কুরুনী: নারিকেল কুরিবার দাঁতওয়ালা শস্ত্র বিশেষ। 
  • শুচি: পবিত্র, শুদ্ধ, নির্মল, নির্দোষ। 
  • নারকেল মালা: নারকেল কুরার পর বাইরের বাটির তুল্য অংশ। 

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গলে যে গাছ যে গাছ ছিল – 

  • (ক) পাথরকুচি-ঘৃতকুমারী
  • (খ) বিশল্যকরণী-কোন্টিকারী 
  • (গ) ঘৃতকুমারী-বিশল্যকরণী 
  • (ঘ) পাথরকুচি-কোন্টিকারী

উত্তর: Show

(ঘ) পাথরকুচি-কোন্টিকারী

(ii) ভাঙ্গা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গল কারা পরিষ্কার করছিল? – 

  • (ক) ক্ষেন্তি-অন্নপূর্ণা  
  • (খ) ক্ষেন্তি ও তার ছোটবোন 
  • (গ) ক্ষেন্তি ও তার মেজোবোন 
  • (ঘ) ক্ষেন্তির মেজো ও ছোটবোন

উত্তর: Show

(খ) ক্ষেন্তি ও তার ছোটবোন 

(iii) অন্নপূর্ণার মতে পুঁইচারা পোঁতার সময় – 

  • (ক) গ্রীষ্মকাল  
  • (খ) বর্ষাকাল 
  • (গ) শীতকাল 
  • (ঘ) শরৎকাল

উত্তর: Show

(খ) বর্ষাকাল

(iv) ক্ষেন্তি পুঁই গাছকে বাঁচাবে – 

  • (ক) রোজ জল ঢেলে 
  • (খ) সপ্তাহে একবার জল ঢেলে
  • (গ) একদিন বাদে জল ঢেলে  
  • (ঘ) জল না দিয়ে 

উত্তর: Show

(ক) রোজ জল ঢেলে

(v) অন্নপূর্ণার কেন মনে হয়েছে পুই ডাঁটাটি হয়তো বেঁচে যাবে? – 

  • (ক) আজকাল বৃষ্টির দিন 
  • (খ) আজকাল রাতে খুব শিশির পড়ে 
  • (গ) ইদানিং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে 
  • (ঘ) পুঁই গাছে জল লাগে না

উত্তর: Show

(খ) আজকাল রাতে খুব শিশির পড়ে

(vi) সহায়হরি সকালে ছোট মেয়েকে গায়ে যা দিতে দেখলেন – 

  • (ক) চাদর 
  • (খ) শয়টার 
  • (গ) দোলাই 
  • (ঘ) কোট

উত্তর: Show

(গ) দোলাই

(vii) সহায়হরির ছোট মেয়ে শীত সকালে কার প্রত্যাশায় ছিল ? –  

  • (ক) রোদ উঠবার 
  • (খ) ক্ষেন্তির 
  • (গ) খেজুর রসের 
  • (ঘ) গুড় রুটির

উত্তর: Show

(ক) রোদ উঠবার

(viii) রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়ে ছিল – 

  • (ক) আমতলায় 
  • (খ) জামতলায়
  • (গ) কাঁঠাল তলায়
  • (ঘ) তেঁতুলতলায় 

উত্তর: Show

(গ) কাঁঠাল তলায়

(ix) ক্ষেন্তি শীত সকালে কোথায় গেছিল? – 

  • (ক) গয়া পিসির বকেয়া পয়সা দিতে  
  • (খ) গোবর কুড়াতে
  • (গ) চুরি করা মেটে আলু ফেরত দিতে  
  • (ঘ) পাড়া বেড়াতে

উত্তর: Show

(খ) গোবর কুড়াতে

(x) ক্ষেন্তি গোবর কুড়াতে কোথায় গিয়েছিল? – 

  • (ক) মাঠে 
  • (খ) দুর্গার বাড়িতে 
  • (গ) মুখুয্যে বাড়িতে 
  • (ঘ) খাটালে

উত্তর: Show

(গ) মুখুয্যে বাড়িতে

(xi) গোবর কুড়িয়ে আনার জন্য ক্ষেন্তি যা ব্যবহার করেছিল – 

  • (ক) ভাঙা বালতি
  • (খ) ভাঙা ঝুড়ি 
  • (গ) ভাঙা ধামা 
  • (ঘ) ছেঁড়া ব্যাগ

উত্তর: Show

(খ) ভাঙা ঝুড়ি

(xii) সহায়হরি মেয়ের মুখ অনেকদিন পরে ভাল করে দেখলেন – 

  • (ক) বুড়ি বুড়ি লাগছে 
  • (খ) সুশ্রী হয়েছে 
  • (গ) কুশ্রী হয়েছে 
  • (ঘ) বিশ্রী হয়েছে

উত্তর: Show

(খ) সুশ্রী হয়েছে

(xiii) ক্ষেন্তির জামাখানি কোথা থেকে আনা – 

  • (ক) হরিপুরের হাট থেকে 
  • (খ) হরিদেবপুরের দোকান থেকে 
  • (গ) হরিপুরের রাসের মেলা থেকে
  • (ঘ) হরিপুরের রথের মেলা থেকে

উত্তর: Show

(গ) হরিপুরের রাসের মেলা থেকে

(xiv) ক্ষেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে কে এনেছিল? – 

  • (ক) সহায়হরি
  • (খ) অন্নপূর্ণা  
  • (গ) ক্ষেন্তি নিজে
  • (ঘ) ক্ষেন্তির দুই বোন

উত্তর: Show

(ক) সহায়হরি

(xv) হরিপুরের মেলা থেকে আনা ক্ষেন্তির জামার মূল্য হল – 

  • (ক) দু টাকা 
  • (খ) আড়াই টাকা 
  • (গ) তিন টাকা 
  • (ঘ) পাঁচ টাকা

উত্তর: Show

(খ) আড়াই টাকা

(xvi) বর্তমানে জামাখানি কী কারনে অব্যবহার্য হয়ে পড়েছে – 

  • (ক) ছিঁড়ে যাওয়ায় 
  • (খ) বড় হয়ে যাওয়ায় 
  • (গ) ছোট হয়ে যাওয়ায় 
  • (ঘ) রং চটে যাওয়ায়

উত্তর: Show

(গ) ছোট হয়ে যাওয়ায়

(xvii) জামা খানির রঙ ছিল – 

  • (ক) সাদা 
  • (খ) কালো 
  • ,(গ) হলুদ 
  • (ঘ) লাল

উত্তর: Show

(খ) কালো

(xviii) জামাখানির বর্তমান অবস্থান – 

  • (ক) আলমারিতে 
  • (খ) টিনের তোরঙ্গে
  • (গ) কাঠের বাক্সে
  • (ঘ) লোহার সিন্দুকে

উত্তর: Show

(খ) টিনের তোরঙ্গে

(xviii) জামাখানি ছিল – 

  • (ক) সুতির 
  • (খ) টেরিলিনার
  • (গ) টেরিকটের
  • (ঘ) সার্জের

উত্তর: Show

(ঘ) সার্জের

(xx) অন্নপূর্ণা কবে পিঠে বানাচ্ছিলেন – 

  • (ক) চৈত্র সংক্রান্তিতে 
  • (খ) পৌষ সংক্রান্তিতে 
  • (গ) মাঘ সংক্রান্তিতে 
  • (ঘ) ফাল্গুন সংক্রান্তিতে

উত্তর: Show

(খ) পৌষ সংক্রান্তিতে

(xxi) পিঠে বানানো তে ব্যবহৃত দ্রব্য গুলি হল – 

  • (ক) চালের গুঁড়া, ময়দা ও গুড় 
  • (খ) চালের গুঁড়া, ময়দা ও চিনি 
  • (গ) চালের গুঁড়া, আটা ও গুড় 
  • (ঘ) চালের গুঁড়া, ময়দা, গুড় ও নারকেলকোরা

উত্তর: Show

(ঘ) চালের গুঁড়া, ময়দা, গুড় ও নারকেলকোরা

(xxii) অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তিকে নারকেল কুরতে দেন নি কেন? – 

  • (ক) খেয়ে ফেলবে বলে 
  • (খ) হাত কেটে যাবে বলে 
  • (গ) পারবে না বলে 
  • (ঘ) কাপড় চোপড় শুচি নয় বলে

উত্তর: Show

(ঘ) কাপড় চোপড় শুচি নয় বলে

(xxiii) ক্ষেন্তি ময়দার গোলা চাইলো না কেন – 

  • (ক) মা পাছে বকে 
  • (খ) তার খেতে ভালো লাগে না বলে 
  • (গ) নারকেল দেওয়া ছিল না বলে 
  • (ঘ) তেষ্টা পেয়েছিল বলে 

উত্তর: Show

(ক) মা পাছে বকে

(xxiv) অন্নপূর্ণা ক্ষেন্তির জন্য ময়দার মাখা গোলা কিসে রাখলেন – 

  • (ক) বাটিতে 
  • (খ) নারিকেলের মালাতে 
  • (গ) কলাপাতাতে 
  • (ঘ) শালপাতাতে

উত্তর: Show

(ঘ) কাপড় চোপড় শুচি নয় বলে

পুঁইমাচা গল্পের আরও MCQ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করুন :

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *