পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 45 – 51 (মেজ মেয়ে পুঁটি বলিল …… উঁচু কথা কখনো কেউ শোনেনি…) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-6} – একাদশ শ্রেণি – বাংলা
পুঁইমাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
শব্দার্থ ও টীকা
- পাটিসাপটা: বাঙালীদের তৈরি একপ্রকার পিঠে। যা ময়দা, সুজি, চালের গুঁড়ো ও দুধ দিয়ে তৈরি যার মধ্যে থাকে নারকেলের পুর।
- ক্ষীর: দুধকে ঘন করে মেরে তৈরি একপ্রকারের মিষ্টি।
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) পৌষ সংক্রান্তিতে কে ক্ষীর তৈরি করেছিল? –
- (ক) ন পিসি
- (খ) রাঙা কাকিমা
- (গ) রাঙা পিসিমা
- (ঘ) রাঙা দিদি
উত্তর: Show
(ঘ) রাঙা দিদি
(ii) পুঁটির জেঠাইমারা ওবেলা কাদের নেমন্তন্ন করেছিল? –
- (ক) সুরেশ কাকা
- (খ) পরেশ জেঠু
- (গ) তিনুর বাবা
- (ঘ) সুরেশ কাকা ও তিনুর বাবাকে
উত্তর: Show
(ঘ) সুরেশ কাকা ও তিনুর বাবাকে
(iii) ক্ষেন্তির জেঠিমার বাড়িতে কী কী পিঠে হচ্ছিল? –
- (ক) পায়েস ও পাটিসাপটা
- (খ) ঝোলপুলি ও মুগতক্তি
- (গ) পায়েস, ঝোলপুলি ও মুগতক্তি
- (ঘ) দুধপুলি ও সরুচাকলি
উত্তর: Show
(গ) পায়েস, ঝোলপুলি ও মুগতক্তি
(iv) অন্নপূর্ণা কী দিয়ে খোলায় তেল মাখাচ্ছিলেন? –
- (ক) বেগুনের বোঁটা দিয়ে
- (খ) কলাপাতার ডান্ডা দিয়ে
- (গ) ওলের কান্ড দিয়ে
- (ঘ) তাল পাতা দিয়ে
উত্তর: Show
(ক) বেগুনের বোঁটা দিয়ে
(v) পাটিসাপটা করতে ক্ষীরের পুর লাগে এ কথা কে বলেছিল? –
- (ক) রাঙা দিদি
- (খ) পুঁটি
- (গ) খেঁদী
- (ঘ) গয়া পিসি
উত্তর: Show
(গ) খেঁদী
(vi) ক্ষেন্তি খেঁদীর বাড়ি কেন গিয়েছিল? –
- (ক) পিঠে খেতে
- (খ) জামাই দেখতে
- (গ) খেলতে
- (ঘ) বাটি দিতে
উত্তর: Show
(খ) জামাই দেখতে
(vii) পাটিসাপটা ক্ষীর দিলে ছাই হয় খেতে কথা বলার কারণ কী? –
- (ক) সত্যিই ক্ষীর দিলে পাটিসাপটা খারাপ হয়
- (খ) সামর্থের অভাবে না কুলানোয় বোনেদের মন রাখতে
- (গ) ক্ষীর দিলে পোড়া গন্ধ করে
- (ঘ) ক্ষীরে বানানো পাটিসাপটা খেলে বদহজম হয়
উত্তর: Show
(খ) সামর্থের অভাবে না কুলানোয় বোনেদের মন রাখতে
(viii) মুখ হল মনের –
- (ক) দর্পণ
- (খ) প্রতিবিম্ব
- (গ) প্রতিফলন
- (ঘ) বিচ্ছুরণ
উত্তর: Show
(ক) দর্পণ
(ix) অন্নপূর্ণা কাকে জল দেওয়া ভাত আনতে বলেন? –
- (ক) পুঁটিকে
- (খ) রাধিকে
- (গ) দুর্গাকে
- (ঘ) ক্ষেন্তিকে
উত্তর: Show
(ঘ) ক্ষেন্তিকে
(x) ক্ষেন্তির নিকট অন্নপূর্ণার প্রস্তাব মনঃপূত হলো না কেন? –
- (ক) সে পিঠে খেতে চেয়েছিল
- (খ) সে পান্তা খেতে চেয়েছিল
- (গ) তার খাওয়ার ইচ্ছে ছিল না
- (ঘ) তার পেট ব্যথা করছিল
উত্তর: Show
(ক) সে পিঠে খেতে চেয়েছিল
(xi) কে প্রস্তাব দেয় যে বড়দি পিঠেই খাক? –
- (ক) পুঁটি
- (খ) রাধি
- (গ) দুর্গা
- (ঘ) ক্ষেন্তি
উত্তর: Show
(ক) পুঁটি
(xii) জল দেওয়া ভাত থাকলে তা তারা কখন খাবে? –
- (ক) সকালে
- (খ) দুপুরে
- (গ) রাত্রে
- (ঘ) পরের দিন সকালে
উত্তর: Show
(ঘ) পরের দিন সকালে
(xiii) পুঁটি খান কয়েক পিঠে খাওয়ার পরে আর খেতে চায়নি কারণ –
- (ক) পেট ভর্তি হয়ে গেছে
- (খ) অধিক মিষ্টি হওয়ায়
- (গ) জল ঢালা ভাত খাবে বলে
- (ঘ) সে পিঠে খেতে ভালোবাসে না বলে
উত্তর: Show
(খ) অধিক মিষ্টি হওয়ায়
(xiv) ক্ষেন্তি কতখানি পিঠে খাওয়ার পরও আরও পিঠে খেতে চেয়েছিল? –
- (ক) ষোলো-সতেরো
- (খ) সতেরো-আঠারো
- (গ) আঠারো-উনিশ
- (ঘ) উনিশ-কুড়ি
উত্তর: Show
(গ) আঠারো-উনিশ
(xv) অন্নপূর্ণার মতে তার মেয়ে ক্ষেন্তি যার বাড়িতে যাবে তাদের সুখ দেবে কারণ, সে –
- (ক) ভোজন পটু
- (খ) গৃহকর্মে নিপুণা
- (গ) সবার খেয়াল রাখে
- (ঘ) কাজকর্মে বকুনি, মার খেলেও মুখে টুঁ শব্দ করে না
উত্তর: Show
(ঘ) কাজকর্মে বকুনি, মার খেলেও মুখে টুঁ শব্দ করে না