পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা MCQ প্রশ্ন উত্তর : একাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘পুঁইমাচা’। এই গল্পের অনুচ্ছেদ 19 – 24 (বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখ …… সহায়হরি সে সম্বন্ধ ভাঙ্গিয়া দেন।) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

গল্পটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

পুঁইমাচা গল্পের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-3} – একাদশ শ্রেণি – বাংলা

পুঁইমাচা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

শব্দার্থ ও টীকা 

  • অরন্ধন: যেদিন রন্ধন নিষিদ্ধ, ভাদ্র সংক্রান্তি 
  • আবদার: বায়না, উৎকট অনুরোধ 
  • ডাগর: বড়-সড়
  • বাতা: বাঁশের পাতলা ফালি
  • ডালা: বাঁশের পাতলা বাখারির তৈরি ঢাকনি যুক্ত পাত্র
  • শ্রোত্রিয়: বেদজ্ঞ ব্রাহ্মণ, ব্রাহ্মণের শ্রেনি বিশেষ 
  • মেজেস্টার: ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট হচ্ছেন আইন প্রয়োগ ও বিচারিক দায়িত্বপালনকারী একজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মচারী
  • কুম্ভকার: যারা মাটির পাত্র তৈরি করেন

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)  

(i) ঘটনার পূর্বের পুঁই শাক রান্নার সময়ে ক্ষেন্তি মায়ের কাছে আবদার করে খেতে চেয়েছিল – 

  • (ক) সমস্ত 
  • (খ) অল্প পরিমাণ 
  • (গ) বেশি পরিমাণ 
  • (ঘ) অর্ধেক পরিমাণ

উত্তর: Show

(ঘ) অর্ধেক পরিমাণ

(ii) ক্ষেন্তি মায়ের কাছে আবদার করে অর্ধেক পুঁই শাক খেতে চেয়েছিল –

  • (ক) অরন্ধনের দিন 
  • (খ) অরন্ধনের আগের দিন 
  • (গ) অরন্ধনের পরের দিন 
  • (ঘ) রন্ধনের দিন

উত্তর: Show

(খ) অরন্ধনের আগের দিন

(iii) রাধীর ফেলে দেওয়া পুঁই ডাঁটা গুলি অন্নপূর্ণা যেখান থেকে কুড়াতে পারেননি – 

  • (ক) ডোবা থেকে 
  • (খ) ছাইগাদা থেকে 
  • (গ) উঠোন থেকে 
  • (ঘ) ডোবার ধারে ছাইগাদা থেকে

উত্তর: Show

(ঘ) ডোবার ধারে ছাইগাদা থেকে

(iv) অন্নপূর্ণা চোখের জল চাপতে যা করলেন – 

  • (ক) আঁচলে চোখ মুছলেন 
  • (খ) ধোঁয়ার বাহানা করলেন 
  • (গ) অন্যদিকে দৃষ্টি ঘোরালেন 
  • (ঘ) চালে বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন

উত্তর: Show

(ঘ) চালে বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন

(v) কার চন্ডীমন্ডপে সহায়হরির ডাক পড়েছিল?   – 

  • (ক) মনোময়ের 
  • (খ) কালীময়ের 
  • (গ) চৌধুরীদের 
  • (ঘ) রায়েদের

উত্তর: Show

(খ) কালীময়ের

(vi) চন্ডীমন্ডপে সহায়হরিকে কখন ডাকা হয়?  – 

  • (ক) সকালবেলা 
  • (খ) দুপুরবেলা 
  • (গ) বিকেল বেলা 
  • (ঘ) রাতের বেলা

উত্তর: Show

(গ) বিকেল বেলা

(vii) কে স্বভাব নইলে মেয়ের বিয়ে দেবেন না? – 

  • (ক) বিষ্টু মুখুয্যে
  • (খ) কেষ্ট মুখুয্যে
  • (গ) হরি মুখুয্যে
  • (ঘ) নারায়ণ মুখুয্যে

উত্তর: Show

(খ) কেষ্ট মুখুয্যে

(viii) কেষ্ট মুখুয্যে শেষে কার সঙ্গে মেয়ের বিয়ে দেন? – 

  • (ক) হরির ছেলের  
  • (খ) রামের ছেলের  
  • (গ) হারাধনের ছেলের  
  • (ঘ) বিষ্টুর ছেলের
  • উত্তর: Show

    (ক) হরির ছেলের

(ix) পচা -এর জাতি হল – 

  • (ক) ক্ষত্রিয় 
  • (খ) বৈশ্য 
  • (গ) শূদ্র 
  • (ঘ) শ্রোত্রিয়

উত্তর: Show

(ঘ) শ্রোত্রিয়

(x) কালীময় ক্ষেন্তির বয়স তেরো বছরের বললে সহায়হরি বাধা দিয়ে যে মাসে তেরো বছর হবে বলে জানান – 

  • (ক) জ্যৈষ্ঠ
  • (খ) আষাঢ় 
  • (গ) শ্রাবণ 
  • (ঘ) ভাদ্র

উত্তর: Show

(গ) শ্রাবণ

(xi) কালীময় ঠাকুর ক্ষেন্তির সম্বন্ধ ঠিক করে দেন যার সঙ্গে – 

  • (ক) শ্রীমন্ত মজুমদারের ছেলে 
  • (খ) শ্রীকান্ত মজুমদারের ছেলে 
  • (গ) কেষ্ট মুখুজ্জের ছেলে 
  • (ঘ) হরি মুখুজ্জের ছেলে

উত্তর: Show

(ক) শ্রীমন্ত মজুমদারের ছেলে

(xii) রটনা অনুযায়ী কালীময় ঠাকুর যে কারণে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে দিতে চেয়েছিলেন – 

  • (ক) ছেলেটি ভালো 
  • (খ) তাদের পরিবারের সঙ্গে কালীময়ের আত্মীয়তার জন্য  
  • (গ) শ্রীমন্ত মজুমদার লোকটা ভালো 
  • (ঘ) শ্রীমন্ত মজুমদারের কাছে তার সুদ ও আসল বাবদ অনেক টাকা বাকি ছিল। 

উত্তর: Show

(ঘ) শ্রীমন্ত মজুমদারের কাছে তার সুদ ও আসল বাবদ অনেক টাকা বাকি ছিল

(xiii) বিয়ের আশীর্বাদ সত্ত্বেও সহায়হরি ক্ষেন্তির সম্বন্ধ কেন ভেঙে দেন? – 

  • (ক) পাত্র তার গ্রামের কর্মকার বধূর আত্মীয়ের হাতে মার খাওয়ার কারণে 
  • (খ) পাত্র তার গ্রামের কুম্ভকার বধূর আত্মীয়ের হাতে মার খাওয়ার কারণে
  • (গ) পাত্র তার গ্রামের ছুতোর বধূর আত্মীয়ের হাতে মার খাওয়ার কারণে
  • (ঘ) পাত্র তার গ্রামের মেথর বধূর আত্মীয়ের হাতে মার খাওয়ার কারণে

উত্তর: Show

(খ) পাত্র তার গ্রামের কুম্ভকার বধূর আত্মীয়ের হাতে মার খাওয়ার কারণে

(xiv) আশীর্বাদীর কয়দিন পরে সহায়হরি পাত্রের চরিত্র সম্বন্ধে জানতে পারেন – 

  • (ক) দুদিন পরে 
  • (খ) সপ্তাহ পরে 
  • (গ) দিন কতক পরে 
  • (ঘ) মাস খানেক পরে

উত্তর: Show

(গ) দিন কতক পরে

পুঁইমাচা গল্পের আরও MCQ প্রশ্ন উত্তর পড়তে ক্লিক করুন :

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *