বাঙ্গালা ভাষা বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

বাঙ্গালা ভাষা MCQ প্রশ্ন উত্তর {Part-1} : দ্বাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি গল্প হল ‘বাঙ্গালা ভাষা’। এই প্রবন্ধের অনুচ্ছেদ ১ (‘আমাদের দেশে প্রাচীনকাল থেকে …… ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, – লক্ষণ।’) এর জন্য কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে। 

প্রবন্ধটির লেখক স্বামী বিবেকানন্দ।

Bangala Bhasha – উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) সেমিস্টার III বাংলা প্রশ্ন উত্তর

বাঙ্গালা ভাষা পত্র প্রবন্ধের বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

বাঙ্গালা ভাষা

স্বামী বিবেকানন্দ

শব্দার্থ ও টীকা 

  • লোকহিতায়: লোকের হিতে বা মঙ্গলে
  • অপ্রকৃতিক: কৃত্রিম
  • গবেষণা: তত্ত্বানুসন্ধান
  • কিম্ভুতাকার: কুৎসিত, কদাকার 
  • গদাই-লস্করি চাল: ধীর গতি সম্পন্ন চাল।

বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)

(i) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটির লেখক হলেন – 

  • (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
  • (খ) স্বামী বিবেকানন্দ
  • (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • (ঘ) রামমোহন রায়

উত্তর: Show

(খ) স্বামী বিবেকানন্দ

(ii) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি আসলে একটি –

  • (ক) রম্য রচনা 
  • (খ) বক্তৃতা
  • (গ) পত্র
  • (ঘ) গদ্য সাহিত্য

উত্তর: Show

(গ) পত্র

(iii) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন্ গ্রন্থের অন্তর্গত? – 

  • (ক) ‘বর্তমান ভারত’ 
  • (খ) ‘পরিব্রাজক’ 
  • (গ) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ 
  • (ঘ) ‘ভাববার কথা’

উত্তর: Show

(ঘ) ‘ভাববার কথা’

(iv) ‘বাঙ্গালা ভাষা’-র উৎসপত্রটি স্বামীজি কোন্ স্থান থেকে প্রেরণ করেছিলেন?

  • (ক) আমেরিকা
  • (খ) আয়ারল্যান্ড 
  • (গ) ইংল্যান্ড 
  • (ঘ) ফ্রান্স

উত্তর: Show

(ক) আমেরিকা

(v) কোন্ পত্রিকার সম্পাদককে স্বামীজি ‘বাঙ্গালা ভাষা’-এর উৎসপত্রটি লিখেছিলেন?

  • (ক) উদ্বোধন
  • (খ) সন্দেশ  
  • (গ) আনন্দবাজার 
  • (ঘ) দিগদর্শন

উত্তর: Show

(ক) উদ্বোধন

(vi) ‘বাঙ্গালা ভাষা’-র উৎসপত্রটি লেখা হয়েছিল –

  • (ক) ১৯০০ সালের ১০ই ফেব্রুয়ারি 
  • (খ) ১৯০০ সালের ১লা ফেব্রুয়ারি 
  • (গ) ১৯০০ সালের ২০শে ফেব্রুয়ারি 
  • (ঘ) ১৯০০ সালের ২১শে ফেব্রুয়ারি

উত্তর: Show

(গ) ১৯০০ সালের ২০শে ফেব্রুয়ারি

(vii) প্রাচীনকালে ভারতবর্ষের সমস্ত বিদ্যা ছিল – 

  • (ক) পালি ভাষায় 
  • (খ) ইংরেজি ভাষায়  
  • (গ) সংস্কৃত ভাষায় 
  • (ঘ) আরবি ভাষায়

উত্তর: Show

(গ) সংস্কৃত ভাষায়

(viii) প্রাচীনকালে ভারতের সমস্ত বিদ্যা সংস্কৃত ভাষায় থাকায় কাদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছিল?

  • (ক) বিদ্বান এবং মূর্খের মধ্যে 
  • (খ) বিদ্বান এবং সাধারণের মধ্যে 
  • (গ) বিদ্বান এবং বিদ্যানুরাগীর মধ্যে 
  • (ঘ) বিদ্বান এবং অর্বাচীনের মধ্যে

উত্তর: Show

(খ) বিদ্বান এবং সাধারণের মধ্যে

(ix) প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায় সমস্ত পঠনপাঠন হওয়ায় বিদ্বান এবং সাধারণের মধ্যে তৈরি হয়েছে-

  • (ক) অকুল পাথার 
  • (খ) অকুল দরিয়া 
  • (গ) অথৈ সাগর 
  • (ঘ) অপার সমুদ্র

উত্তর: Show

(ঘ) অপার সমুদ্র

(x) পাঠ্য প্রবন্ধ অনুযায়ী যাঁরা ‘লোকহিতায়’ এসেছেন তাঁরা হলেন – 

  • (ক) বুদ্ধ, চৈতন্য, বিবেকানন্দ 
  • (খ) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ 
  • (গ) বুদ্ধ, চৈতন্য, রামমোহন 
  • (ঘ) ডিরোজিও, টেরেসা, বিদ্যাসাগর 

উত্তর: Show

(খ) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ

## বাঙ্গালা ভাষা স্বামী বিবেকানন্দ mcq

(xi) প্রাবন্ধিকের মতে পান্ডিত্য বিষয়টি হলো –

  • (ক) কঠিন 
  • (খ) নিকৃষ্ট 
  • (গ) উৎকট 
  • (ঘ) উৎকৃষ্ট

উত্তর: Show

(ঘ) উৎকৃষ্ট

(xii) পান্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু – 

  • (ক) কটমট 
  • (খ) অপ্রাকৃতিক 
  • (গ) প্রয়োজনীয় 
  • (ঘ) কল্পিত

উত্তর: Show

(ক) কটমট

(xiii) বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ তাঁরা সাধারণ লোককে যে-ভাষায় শিক্ষা দিয়েছেন – 

  • (ক) সংস্কৃত ভাষায়
  • (খ) সাধারণ ভাষায়
  • (গ) বাংলা ভাষায়
  • (ঘ) সাধু ভাষায়

উত্তর: Show

(খ) সাধারণ ভাষায়

(xiv) ‘….. ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না?’ – 

  • (ক) সংস্কৃত 
  • (খ) সাধু 
  • (গ) চলিত 
  • (ঘ) আরবি

উত্তর: Show

(গ) চলিত

(xiv) লেখকের মতে লেখবার সময় আমরা যেরূপ ভাষা উপস্থিত করি তা – 

  • (ক) কল্পিত ভাষা
  • (খ) কটমট ভাষা 
  • (গ) অপ্রাকৃতিক ভাষা 
  • (ঘ) কিম্ভুতাকার ভাষা

উত্তর: Show

(ঘ) কিম্ভুতাকার ভাষা

(xvi) লেখকের মতে দর্শন-বিজ্ঞান লেখবার ভাষা হলো – 

  • (ক) কথ্য ভাষা
  • (খ) সংস্কৃত ভাষা
  • (গ) সাধু ভাষা
  • (ঘ) ইংরেজি ভাষা

উত্তর: Show

(ক) কথ্য ভাষা

(xvii) ভাষাকে কীসের মতো তৈরি করতে হবে?

  • (ক) কঠিন ইস্পাত 
  • (খ) জলের মতো তরল 
  • (গ) সাফ লোহা 
  • (ঘ) সাফ ইস্পাত

উত্তর: Show

(ঘ) সাফ ইস্পাত

(xviii) সাফ ইস্পাত যেমন এক চোটে পাথর কেটে দেয়, কিন্তু – 

  • (ক) দাঁত পড়েনা 
  • (খ) লাঠিও ভাঙে না  
  • (গ) কাঁচ কাটতে পারে না  
  • (ঘ) লোহাও কাটতে পারে না

উত্তর: Show

(ক) দাঁত পড়েনা

(xix) স্বামীজির মতে আমাদের ভাষা সংস্কৃতর যে চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে – 

  • (ক) বিয়েবাড়ির চাল 
  • (খ) গদাইলস্করি চাল 
  • (গ) রাজকীয় চাল 
  • (ঘ) চিতার চাল

উত্তর: Show

(খ) গদাইলস্করি চাল

(xx) প্রাবন্ধিকের মতে ভাষা হচ্ছে উন্নতির প্রধান – 

  • (ক) উপায় 
  • (খ) লক্ষণ 
  • (গ) উপায় ও লক্ষণ
  • (ঘ) অন্তরায়

উত্তর: Show

(গ) উপায় ও লক্ষণ

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *