বাংলা গানের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর {Part-1} : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের বাংলা ক বিষয়ের অন্তর্গত বাংলা সাহিত্যের ইতিহাসের একটি অংশ হল ‘বাংলা ভাষা ও সংস্কৃতি’। বাংলা ভাষা ও সংস্কৃতির অধ্যায়গুলি হল বাংলা গানের ইতিহাস – সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞানচর্চার সংক্ষিপ্ত পরিচিতি, বাঙালির ক্রীড়া সংস্কৃতি বাংলা ভাষা ও সংস্কৃতির তিনটি অধ্যায়ের জন্য বরাদ্দ নম্বর হলো ৫।
বাংলা সাহিত্যের ইতিহাসে: বাংলা ভাষা ও সংস্কৃতি পুস্তকের বাংলা গানের ইতিহাস -এর সংক্ষিপ্ত রূপরেখার বহুল প্রশ্ন থাকায় এগুলি MCQ বা বহুবিকল্পীয় প্রশ্ন করা হলো না। প্রশ্নের সাথে শুধু উত্তর সংযোজিত হয়ে নিম্নে আলোচিত হলো।
বাংলা গানের ইতিহাস বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা
বাংলা গানের ইতিহাস
বাংলা গানের ধারা MCQ
১। মানুষের আদিমতম শিল্প কী?
উত্তর : সংগীত
২। মানুষের ভাব প্রকাশের আদিমতম হাতিয়ার কী ছিল?
উত্তর : সুর
৩। কীসের অনুকরণে মানুষের মধ্যে সুরের জাগরণ ঘটেছিল?
উত্তর : পশুপাখির ভাষার অনুকরণে
৪। বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টায় মানুষের কোনটি দ্রুত বিবর্তিত হয়েছে?
উত্তর : বাগযন্ত্র
৫। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কোনটি?
উত্তর : কণ্ঠ
৬। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে ক-টি ভাগে ভাগ করা সম্ভব?
উত্তর : চারটি
৭। ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রের ভাগগুলি কী কী?
উত্তর : ক) তারযন্ত্র, খ) বাঁশির মতো ফুঁ দিয়ে বাজানোর যন্ত্র, গ) খোল-ঢোল-তবলার মত মধ্য ফাঁপা, এক বা দু-দিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালবাদ্য, ঘ) ধাতু নির্মিত করতাল, ঘুঙুর, খঞ্জনি জাতীয় নিরেট ও ঘনতাল যন্ত্র
৮। কী আবিষ্কারের আগে অবধি সাহিত্য ছিল মৌখিক ঐতিহ্যনির্ভর?
উত্তর : ছাপাখানা
৯। মনে রাখার তাগিদে মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে কী কী যুক্ত হয়েছিল?
উত্তর : সুর ও তাল
১০। কোন যুগ পর্যন্ত যে-কোনো সাহিত্যই আসলে সংগীত?
উত্তর : মধ্যযুগ
১১। অষ্টাদশ-ঊনবিংশ শতক থেকে বাঙালির মনোভূমি ও জীবনচর্যাকে কোন্ সংস্কৃতি প্লাবিত করেছিল?
উত্তর : ইউরোপীয় সংস্কৃতি
চর্যাপদ MCQ
১২। বাংলা সংগীতের আদিতম লিখিত নিদর্শনের নাম কী?
উত্তর : চর্যাপদ
১৩। চর্যাপদ কখন রচিত হয়েছিল?
উত্তর : আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে।
১৪। চর্যাপদের আবিষ্কর্তা কে?
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী
১৫। চর্যাগানের মোট সংখ্যা কত?
উত্তর : একান্ন
১৬। চর্যার যুগে সংগীতের ক-টি অঙ্গ দেখা যায়?
উত্তর : ছয়টি
১৭। তালের বোল উচ্চারণ করার জন্য কোন্ অঙ্গ ব্যবহৃত হত?
উত্তর : পাট
১৮। চর্যাগীতির যুগে স্তুতিবাচক অঙ্গটির নাম কী?
উত্তর : স্বর ও বিরুদ
১৯। চর্যাগীতির যুগে মঙ্গলবাচক অঙ্গটির নাম কী?
উত্তর : তেনক
২০। চর্যাপদে ব্যবহৃত রাগের নাম কী?
উত্তর : মালসী, গউড়া
২১। চর্যাপদে ব্যবহৃত ‘রামক্রী’ রাগটি শ্রীকৃষ্ণকীর্তনে কোন্ নাম প্রাপ্ত হয়েছে?
উত্তর : রামগিরি
২২। চর্যাপদে ব্যবহৃত কোন্ রাগটি বর্তমানে রামকেলি রাগরূপে প্রচলিত হয়েছে?
উত্তর : রামক্রী
২৩। কোন্ রাগের পরিবর্তিত রূপ আজকের ‘মল্লার’ রাগটি?
উত্তর : মল্লারী
২৪। কতজন চর্যাপদ রচয়িতার নাম পাওয়া যায় ?
উত্তর : ২৩ জন। যথা – লুই পা, কাহ্ন পা, ভুসুক পা, চাটিল পা, ঢেনঢন পা প্রমুখ।
২৫। চর্যার পদগুলি কী?
উত্তর : গান
২৬। চর্যার প্রতিটি পদের উপরে কী লেখা থাকত ?
উত্তর : রাগরাগিণীর নাম
২৭। চর্যাগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলির নাম কী?
উত্তর : পটহ বা ঢোল, মাদল, করন্ত, কসাল, ডুমরু, বীণা, একতারা প্রভৃতি।
শ্রীকৃষ্ণকীর্তন MCQ
১। ‘গীতগোবিন্দ’-এর রচয়িতা কে?
উত্তর : জয়দেব গোস্বামী
২। জয়দেব কোন রাজার পৃষ্ঠপোষকতায় ‘গীতগোবিন্দ’ রচনা করেন?
উত্তর : লক্ষ্মণ সেন
৩। গীতগোবিন্দম-এর পদগুলি কোন ভাষায় রচিত?
উত্তর : সংস্কৃত
৪। ‘গীতগোবিন্দম্’-এর বিষয়বস্তু কী?
উত্তর : রাধা-কৃষ্ণের প্রণয়লীলা
৫। ‘গীতগোবিন্দ’ হল একটি –
উত্তর : গীতিনাট্য
৬। গীতগোবিন্দের অনুপ্রেরণায় কৃষ্ণকথা কে রচনা করেন?
উত্তর : বড়ু চণ্ডীদাস
৭। বড়ু চণ্ডীদাস যে কাব্যটি রচনা করেন তার নাম কী?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তন
৮। ‘শ্রীকৃষ্ণকীর্তন হল মূলত একটি –
উত্তর : নাটগীতি
৯। শ্রীকৃষ্ণকীর্তনের সর্গগুলিকে কী বলা হয়?
উত্তর : খণ্ড
১০। শ্রীকৃষ্ণকীর্তনের খন্ড সংখ্যা ক-টি?
উত্তর : ১২ টি
১১। শ্রীকৃষ্ণকীর্তনে মোট পদের সংখ্যা কত?
উত্তর : ৪১৮ টি
১২। শ্রীকৃষ্ণকীর্তনে মোট রাগরাগিণীর সংখ্যা কয়টি?
উত্তর : ৩২ টি
১৩। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এই নামকরণটি কে করেন?
উত্তর : বসন্তরঞ্জন রায়
১৪। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কোন অংশটি ব্যতিক্রম?
উত্তর : রাধাবিরহ
১৫। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের প্রধান চরিত্রগুলির নাম কী?
উত্তর : রাধা, কৃষ্ণ ও বড়াই।
১৬। কেদার কীসের নাম?
উত্তর : শ্রীকৃষ্ণকীর্তনে ব্যবহৃত রাগের নাম
পাঁচালি: রামায়ণ, মহাভারত ও অন্যান্য MCQ
১। পাঁচালির ছন্দে গাওয়া হত বলে রামায়ণ-এর অনুবাদের নাম কী হয়েছিল?
উত্তর : শ্রীরামপাঁচালি
২। মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন?
উত্তর : কবীন্দ্র পরমেশ্বর
৩। কবীন্দ্র পরমেশ্বর রচিত কাব্যটির নাম কী?
উত্তর : পাণ্ডববিজয় পাঞ্চালিকা
৪। আধুনিক পাঁচালির রূপকার কে?
উত্তর : লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ
৫। কে প্রথম পাঁচালি গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন?
উত্তর : লক্ষ্মীকান্ত বিশ্বাস
৬। পাঁচালি রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য-এর নাম কী?
উত্তর : দাশরথি রায়
৭। মঙ্গলগানকে বলা হত –
উত্তর : পাঁচালি গান
৮। রামায়ণ, মহাভারত বা ভাগবত থেকে অনূদিত আখ্যায়িকাগুলি কী সুরে গাওয়া হত?
উত্তর : পাঁচালির সুরে
৯। নাথপন্থী সাহিত্যগুলির নাম কী?
উত্তর : গোরক্ষবিজয় বা ময়নামতী, গোপীচন্দ্রের গান
১০। লৌকিক সুরে গাওয়া পাঁচালিগুলির নাম কী?
উত্তর : ত্রিনাথের পাঁচালি, শনির পাঁচালি, সত্যনারায়ণের পাঁচালি, মানিকপিরের পাঁচালি, লক্ষীর পাঁচালি
১১। কৃত্তিবাস ওঝা, মাধবকন্দলি বা শঙ্করদেবের লেখা রামকথার নাম কে কী বলা হতো?
উত্তর : শ্রীরাম পাঁচালি
মঙ্গলকাব্য MCQ
১। মঙ্গলগানকে বলা হত –
উত্তর : পাঁচালি গান
২। আদিকালে, কোন্ রাগে মঙ্গলগান গাওয়ার চল ছিল?
উত্তর : কৈশিকী বা বোট্টা
৩। কোন্ লৌকিক ছন্দে মঙ্গলকাব্যগুলি গাওয়া হত?
উত্তর : লাচাড়ি
৪। মঙ্গলকাব্যগুলি হল –
উত্তর : দেবদেবীর মাহাত্ম্যসূচক গান
৫। মঙ্গলকাব্যগুলি ক-টি পালায় বিভক্ত?
উত্তর : ১৬ টি
৬। প্রধান মঙ্গলকাব্য কোনটি?
উত্তর : ধর্মমঙ্গল
৭। ‘রায়মঙ্গল-কাকে নিয়ে রচিত?
উত্তর : দক্ষিণরায়
৮। মনসামঙ্গল’-এর একজন বিখ্যাত রচয়িতার নাম লেখো।
উত্তর : কেতকাদাস ক্ষেমানন্দ
৯। ‘চণ্ডীমঙ্গল-কাব্যের রচয়িতা কে?
উত্তর : মুকুন্দ চক্রবর্তী
১০। ‘ধর্মমঙ্গল’ কে রচনা করেছেন?
উত্তর : ঘনরাম চক্রবর্তী
১১। মঙ্গলকাব্যগুলি.কতদিন ধরে গাওয়ার প্রচলন ছিল?
উত্তর : ৮ দিন
১২। মনসাগীতি রাঢ়বঙ্গে কী নামে পরিচিত?
উত্তর : রয়ানী
১৩। মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত?
উত্তর : ভাসান
১৪। মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত?
উত্তর : রয়ানী
১৫। মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত?
উত্তর : সাইটোল বিষহরীর গান