ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

মেজো বউ কোথায় বসে বিভিন্ন ধরনের মাছের পদ রান্না করছে? 

  • ক) পুকুর পাড়ে
  • খ) মাঠের ধারে
  • গ) উনােন পাড়ে
  • ঘ) রাস্তার ধারে

উত্তর: Show

গ) উনােন পাড়ে

রেধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানাে –

  • ক) মেজো বউয়ের কাজ
  • খ) ছােটো বউয়ের কাজ
  • গ) বড়াে বউয়ের কাজ
  • ঘ) সেজো বউয়ের কাজ

উত্তর: Show

ক) মেজো বউয়ের কাজ

“মাছ খাওয়া বুঝি ঘুচে যায়।”— এখানে কার কথা বলা হয়েছে? 

  • ক) বুড়াে কর্তা
  • খ) শাশুড়ি
  • গ) বড়াে পিসিমা
  • ঘ) মেজো বউ

উত্তর: Show

খ) শাশুড়ি

বড়াে বাড়ির কোন্ ছেলে বিলেতে থাকে?

  • ক) বড়াে
  • খ) মেজো
  • গ) সেজো
  • ঘ) ছােটো

উত্তর: Show

গ) সেজো

“এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি”, কারণ –

  • ক) তারা ঘরজামাই থাকে
  • খ) তারা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না
  • গ) তারা অসুস্থ
  • ঘ) তারা বাড়ির কাজে ব্যস্ত

উত্তর: Show

খ) তারা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না

“….দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে?”—তাদের ক-টি দেবত্র বাড়ি ছিল ? 

  • ক) ১৫টি
  • খ) ১৬টি
  • গ) ১৭টি
  • ঘ) ১৮টি

উত্তর: Show

ঘ) ১৮টি

“বড়াে বউ ভাবতে চেষ্টা করে”— কী ভাৰতে চেষ্টা করে ?

  • ক) তখন আর মাছ আসবে না
  • খ) কত কাজ বাকি আছে
  • গ) তখনও চাদ সূর্য উঠবে কি না
  • ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল

উত্তর: Show

গ) তখনও চাদ সূর্য উঠবে কি না

বাড়ির বড়াে বউ শ্বশুরমশায়কে কী বলে মনে করে?

  • ক) ঠাকুরদেবতা
  • খ) কৃপণ
  • গ) অহংকারী
  • ঘ) অত্যাচারী

উত্তর: Show

ক) ঠাকুরদেবতা

বুড়াে কর্তা খেতে আসার কত মিনিট আগে বাড়ির বড়াে বউকে রুটি-লুচি করতে হত? 

  • ক) পনেরাে মিনিট
  • খ) দশ মিনিট
  • গ) পাঁচ মিনিট
  • ঘ) এক মিনিট

উত্তর: Show

গ) পাঁচ মিনিট

“আজ এই যজ্ঞি-হােম হচ্ছে।”- বড়াে বাড়িতে হােমযজ্ঞ হচ্ছে। কারণ –

  • ক) শিবের সঙ্গে পিসিমার বিয়ে হচ্ছে
  • খ) কর্তা মশায়কে ডাক্তার জবাব দিয়েছে
  • গ) মেজো ছেলে বিলেত থেকে ফিরছে
  • ঘ) উৎসবের বউ-ছেলেমেয়ে অপঘাতে মারা গেছে

উত্তর: Show

খ) কর্তা মশায়কে ডাক্তার জবাব দিয়েছে

বড়াে বাড়িতে হােমযজ্ঞ করার জন্য তান্ত্রিক এনেছেন – 

  • ক) বড়াে বউয়ের বাবা
  • খ) মেজো বউয়ের বাবা
  • গ) সেজো বউয়ের বাবা
  • ঘ) ছােটো বউয়ের বাবা

উত্তর: Show

ঘ) ছােটো বউয়ের বাবা

এর মধ্যে কোন্ কাঠ কর্তার মৃত্যু-নিবারণী যজ্ঞে লেগেছিল?

  • ক) বেল
  • খ) যজ্ঞ ডুমুর
  • গ) আম
  • ঘ) শিরিষ

উত্তর: Show

ক) বেল

“কালাে বিড়ালের লােম আনতে গেছে” –

  • ক) ভজন চাকর
  • খ) বড়াে পিসিমা
  • গ) উৎসব
  • ঘ) বড়াে বউ

উত্তর: Show

ক) ভজন চাকর

“ডােলে ডালে কত রকম চাল থরে থরে সাজানাে আছে।” কারণ – 

  • ক) এদের ক্যানিং থেকে চাল আসে
  • খ) এদের বিলেত থেকে চাল আসে
  • গ) এদের বাদা থেকে চাল আসে
  • ঘ) এরা চাল কিনে আনে

উত্তর: Show

খ) এদের বিলেত থেকে চাল আসে

“আজ খাওয়া-দাওয়া ঝপ্ করে সারতে হবে”, কারণ – 

  • ক) বাড়িতে অনুষ্ঠান আছে
  • খ) বড়াে কর্তার শরীর ভালাে নেই
  • গ) ছেলেরা বিলেত থেকে ফিরবে
  • ঘ) তান্ত্রিক হােমে বসবে

উত্তর: Show

ঘ) তান্ত্রিক হােমে বসবে

বড়াে বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন্ চালের ভাত খাওয়া হয়? 

  • ক) রামশাল
  • খ) কনকপানি
  • গ) পদ্মজালি
  • ঘ) ঝিঙেশাল

উত্তর: Show

ঘ) ঝিঙেশাল

বড়াে বাড়িতে মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন্ চাল রান্না হয়? 

  • ক) রামশাল
  • খ) কনকপানি
  • গ) পদ্মজালি
  • ঘ) ঝিঙেশাল

উত্তর: Show

ক) রামশাল

বড়াে বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় – 

  • ক) বামুন চাকর-ঝি-দের জন্য
  • খ) মেজো আর ছােটোবাবুর জন্য
  • গ) বড়ােবাবুর জন্য
  • ঘ) নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্যে

উত্তর: Show

গ) বড়ােবাবুর জন্য

মেজো আর ছােটোর জন্য বারােমাস কোন্ চাল রান্না হয়?

  • ক) কনকপানি
  • খ) পদ্মজালি
  • গ) রামশাল
  • ঘ) ঝিঙেশাল

উত্তর: Show

খ) পদ্মজালি

বামুন চাকর-ঝিদের জন্য কোন্ চাল রান্না হয়? 

  • ক) কনকপানি
  • খ) মােটা-সাপ্টা
  • গ) পদ্মজালি
  • ঘ) রামশাল

উত্তর: Show

খ) মােটা-সাপ্টা

‘বাবুরা খায়’-বাবুরা কী খায়?

  • ক) নানাবিধ চাল
  • খ) নানাবিধ ফল
  • গ) নানাবিধ পানীয়
  • ঘ) নানাবিধ শাক

উত্তর: Show

ক) নানাবিধ চাল

“চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।”— বাদার লােকটার চোখ ঠিকরে বেরিয়ে আসে – 

  • ক) নানাবিধ চাল দেখে
  • খ) বড়াে বাড়ি দেখে
  • গ) যজ্ঞের আয়ােজন দেখে
  • ঘ) পিসিমার কথা শুনে

উত্তর: Show

ক) নানাবিধ চাল দেখে

“এক মুষ্টি চাইল দে।”—উক্তিটি কে, কাকে করেছে?

  • ক) বড়াে পিসিমা বড়াে বউকে
  • খ) বড়াে পিসিমা বাসিনীকে
  • গ) বাসিনী উৎসবকে
  • ঘ) উৎসব বাসিনীকে

উত্তর: Show

ঘ) উৎসব বাসিনীকে

“বাসিনী বাগ্যতা করি তাের”— বক্তা কে?

  • ক) সেজো বউ
  • খ) উচ্ছব
  • গ) হরিচরণ
  • ঘ) বড়াে পিসিমা

উত্তর: Show

খ) উচ্ছব

“আমি ঠিক তাগেবাগে দে ঝাব।”— এ কথা বলেছে – 

  • ক) বাসিনী
  • খ) পিসিমা
  • ঘ) বড়াে বউ
  • ঘ) মেজো বউ

উত্তর: Show

ক) বাসিনী

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *