ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-3} – দ্বাদশ শ্রেণি – বাংলা

“যত দিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি।”—উৎসব রান্না খিচুড়ি খেতে পারেনি কারণ – 

  • ক) সে কাঠ কাটছিল
  • খ) সে কলকাতা গিয়েছিল
  • গ) সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল
  • ঘ) সে সতীশবাবুর কাছে ছিল

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল [/expand]

“ছেলে-মেয়েকে জাপটে-সাপটে ধরে বউ কাঁপছিল”কারণ – 

  • ক) শীতে
  • খ) ভয়ে
  • গ) শীতে আর ভয়ে
  • ঘ) কোনােটাই নয়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) শীতে আর ভয়ে [/expand]

“সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল।”—এখানে যার কথা বলা হয়েছে, সে হল – 

  • ক) উৎসব
  • খ) উৎসবের বউ
  • গ) বাসিনী
  • ঘ) পিসিমা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) উৎসবের বউ [/expand]

“উচ্ছব বলে চলেছিল”—উৎসব কী বলে চলেছিল? 

  • ক) ভগমান! ভগমান!
  • খ) ঈশ্বর! ঈশ্বর!
  • গ) দেবতা! দেবতা!
  • ঘ) ঠাকুর! ঠাকুর!

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ভগমান! ভগমান! [/expand]

“উচ্ছবদের সংসার মাটিতে লুটোপুটি গেল।”

  • ক) ভূমিকম্পে
  • খ) বন্যায়
  • গ) ঝড়জলে
  • ঘ) খরায়

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) ঝড়জলে [/expand]

“উচ্ছব নেয় না।”—উৎসব কার কথা নেয় না?

  • ক) বাসিনীর
  • খ) মহানাম শতপতির
  • গ) সাধন দাশের
  • ঘ) হরিচরণ নাইয়ার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) সাধন দাশের [/expand]

মুখবন্ধ কৌটোর মধ্যে উৎসবের কী রাখা ছিল?

  • ক) উপার্জিত সমস্ত টাকা
  • খ) জমি-চাওয়া দরখাস্তের নকল
  • গ) সমস্ত গয়নাগাটি
  • ঘ) দু-দিনের খাবার

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) জমি-চাওয়া দরখাস্তের নকল [/expand]

উৎসবের মেয়ের নাম – 

  • ক) চন্নুনী
  • খ) বাসিনী
  • গ) সুভাষিণী
  • ঘ) চন্দ্রানী

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) চন্নুনী [/expand]

উৎসবের পিতার নাম ছিল – 

  • ক) হরিনাম নাইয়া
  • খ) হরিচরণ নাইয়া
  • গ) হরিহর নাইয়া
  • ঘ) হরিদাস নাইয়া

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) হরিচরণ নাইয়া [/expand]

 “গ্রামের লােকজন বলে, মরেচে যারা তাদের ছরাদ্দ কত্তে হয়।”— গ্রামের লােকজন মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ করার জন্য খবর দেয় – 

  • ক) উৎসবকে
  • খ) তান্ত্রিককে
  • গ) মহানাম শতপথিকে ঘ) সাধনকে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মহানাম শতপথিকে [/expand]

 “হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়,”— কে?

  • ক) বাসিনী
  • খ) উচ্ছব
  • গ) ছােটো বউ
  • ঘ) বড়াে বউ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) উচ্ছব [/expand]

“তার বােন আর ভাজ কলকাতা যাচ্ছিল।”— এখানে যার কথা বলা হয়ছে, সে হল –

  • ক) বড়াে বউয়ের
  • খ) মেজো বউয়ের
  • গ) ছােটো বউয়ের
  • ঘ) বাসিনীর

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) বাসিনীর [/expand]

“এ গল্প গ্রামে সবাই শুনেছে”—গল্পটা হল –

  • ক) বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত
  • খ) বাসিনীর মনিব খুব ভালাে লােক
  • গ) বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয়
  • ঘ) বাসিনীর মনিবের বাড়িতে লােকের মেলা

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) ক) বাসিনীর মনিবের বাড়িতে হেলাঢেলা ভাত [/expand]

“তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল।”— কারণ –

  • ক) বৈশাখ মাসে ধান খড় হয়ে গেল
  • খ) শ্রাবণ মাসে ধান খড় হয়ে গেল
  • গ) পৌষ মাসে ধান খড় হয়ে গেল
  • ঘ) কার্তিক মাসে ধান খড় হয়ে গেল

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) কার্তিক মাসে ধান খড় হয়ে গেল [/expand]

উৎসব কার কাছে কাজ করেই ক-মাস বেঁচে থাকে?

  • ক) মহানাম শতপথি
  • খ) বড়াে পিসিমা
  • গ) সতীশবাবু
  • ঘ) সাধনবাবু

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) সতীশবাবু [/expand]

“অ উচ্ছব, মনিবের ধান যায় তাে তুই কাঁদিস কেন?”—এ কথা বলেছিল – 

  • ক) বড়াে কর্তা
  • খ) সতীশবাবু
  • গ) বামুন ঠাকুর
  • ঘ) সাধনবাবু

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) সাধনবাবু [/expand]

“খেতে খেতে চন্নুনীর মা বলেছিল” –

  • ক) দেবতার গতিক ভালাে
  • খ) দেবতা প্রসন্ন হয়েছেন
  • গ) দেবতা গতিক হয়েছেন
  • ঘ) দেবতার গতিক ভালাে নয়কো

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) দেবতার গতিক ভালাে নয়কো [/expand]

“উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ।”— উচ্ছবের বুকে শত হাতির বল থাকত যদি – 

  • ক) চন্নুনীরা মারা না যেত
  • খ) উচ্ছব কলকাতায় আসত
  • গ) উচ্ছব পেট ভরে খেতে পেত
  • ঘ) সতীশবাবুর ধান খড়ে পরিণত না হয়ে যেত

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) চন্নুনীরা মারা না যেত [/expand]

পিসিমা বললেন, “ভাত নামলেও খাওয়া নেই একন।” কারণ – 

  • ক) অনেক রান্না তখনও হয়নি
  • খ) বড়াে বউ ওপর থেকে নামেনি
  • গ) সেজো ছেলে বাড়ি ফিরলে তারপর খাওয়া হবে
  • ঘ) তান্ত্রিকের নতুন বিধান হােমের পরে খাওয়া হবে

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) তান্ত্রিকের নতুন বিধান হােমের পরে খাওয়া হবে [/expand]

“উচ্ছব কৌটোটা চেয়ে এনেছিল”—যার কাছ থেকে, সে হল –

  • ক) বড়াে পিসিমা
  • খ) সতীশবাবু
  • গ) বড়াে বউ
  • ঘ) সাধন দাশ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) সতীশবাবু [/expand]

বড়াে কর্তার শ্রাদ্ধের জন্য প্রত্যেকটি কাঠ কত লম্বা হবে? 

  • ক) আড়াই হাত
  • খ) তিন হাত
  • গ) দেড় হাত
  • ঘ) দুই হাত

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দেড় হাত [/expand]

কী উচ্ছবকে বড়াে উতলা করে?

  • ক) বাদার চালের গন্ধ
  • খ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা
  • গ) বউ-ছেলেমেয়ের কথা
  • ঘ) ফুটন্ত ভাতের গন্ধ

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) ফুটন্ত ভাতের গন্ধ [/expand]

বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল?

  • ক) চিড়ে
  • খ) মুড়ি
  • গ) বাতাসা
  • ঘ) ছাতু

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) ছাতু [/expand]

“গরিবের গতর এরা শস্তা দেকে”-কে বলেছেন?

  • ক) রাঁধুনি ঠাকুর
  • খ) বাসিনী
  • গ) বুড়াে কর্তার খাস ঝি
  • ঘ) বাড়ির দারােয়ান

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) বাসিনী [/expand]

উৎসব কোথা থেকে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়?

  • ক) মুদির দোকান
  • খ) মিষ্টির দোকান
  • গ) কুমােরের দোকান
  • ঘ) ছুতােরের দোকান

উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) খ) মিষ্টির দোকান [/expand]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *