মহুয়ার দেশ : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

‘মহুয়ার দেশ’ : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর

Mahuyar Desh HS Previous Year MCQ

মহুয়ার দেশ – সমর সেন

উচ্চ মাধ্যমিক – ২০২৪

“আর আগুন লাগে”- ‘আগুন’ কোথায় লাগে?

  • ক) মেঘ-মদির মহুয়ার বনে
  • খ) জলের অন্ধকারে ধূসর ফেনায়
  • গ) রাত্রির নির্জন নিঃসঙ্গতায়
  • ঘ) মহুয়া বনের ধারে কয়লাখনিতে।

উত্তর: Show

খ) জলের অন্ধকারে ধূসর ফেনায়

উচ্চ মাধ্যমিক – ২০২৩

‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে”-

  • ক) দেবদারুর দীর্ঘ রহস্য
  • খ) অসহ্য, নিবিড় অন্ধকার
  • গ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
  • ঘ) শীতের দুঃস্বপ্ন

উত্তর: Show

গ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস

উচ্চ মাধ্যমিক – ২০২২

‘মেঘ-মদির মহুয়ার দেশ’ আছে –

  • ক) খুব, খুব কছে
  • খ) অনেক, অনেক দূরে
  • গ) নিবিড় অরণ্যে
  • ঘ) প্রান্তরের শেষে

উত্তর: Show

খ) অনেক, অনেক দূরে

উচ্চ মাধ্যমিক – ২০২০

‘গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ’ – কে এঁকে দেয়? –

  • ক) ডুবন্ত সূর্য
  • খ) অলস সূর্য
  • গ) উদীয়মান সূর্য
  • ঘ) উদীয়মান সূর্য

উত্তর: Show

খ) অলস সূর্য

উচ্চ মাধ্যমিক – ২০১৯

সবুজ সকাল কীসে ভেজা – 

  • ক) শিশিরে
  • খ) জলে
  • গ) মেঘে
  • ঘ) ভোরের আলোয়

উত্তর: Show

ক) শিশিরে

উচ্চ মাধ্যমিক – ২০১৮

‘মেঘ-মদির মহুয়ার দেশ’ – কোথায় আছে?

  • ক) নির্জন অরণ্যে
  • খ) খুব কাছে
  • গ) অনেক, অনেক দূরে
  • ঘ) পথের দু’ধারে

উত্তর: Show

গ) অনেক, অনেক দূরে

উচ্চ মাধ্যমিক – ২০১৭

‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরেফিরে ঘরে আসে।’ –

  • ক) নির্জন নিঃসঙ্গতার মতো
  • খ) উজ্জ্বল স্তব্ধতাযর মতো
  • গ) সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো
  • ঘ) শীতের দুঃস্বপ্নের মতো

উত্তর: Show

ঘ) শীতের দুঃস্বপ্নের মতো 

উচ্চ মাধ্যমিক – ২০১৫

‘অবসন্ন মানুষের শরীরে দেখি’ –

  • ক) চাঁদের কলঙ্ক
  • খ) ধুলোর কলঙ্ক
  • গ) অপমানের কলঙ্ক
  • ঘ) প্রতিহিংসা

উত্তর: Show

খ) ধুলোর কলঙ্ক

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *