ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা – বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা

আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন্ ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা? –

  • ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  • খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
  • গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  • ঘ) নৃভাষাবিজ্ঞান 

উত্তর: Show

খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান

নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে – 

  • ক) তুলনামূলক ভাষাবিজ্ঞানে
  • খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে
  • গ) গঠনমূলক ভাষাবিজ্ঞানে
  • ঘ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে

উত্তর: Show

ঘ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে

প্রাচীন ভারতীয় আর্যভাষা যেভাবে পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট ইত্যাদি বিভিন্ন স্তরের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা যে ভাষাবিজ্ঞানের আলােচ্য বিষয় তা হল – 

  • ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  • খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
  • গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  • ঘ) সমাজভাষাবিজ্ঞান

উত্তর: Show

ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

ত্রয়ােদশ শতাব্দীতে ‘অভিধান’ বােঝাতে ‘Dictionarius’ শব্দটি ব্যবহার করেন –

  • ক) স্যামুয়েল ওয়েসলি
  • খ) মিখাইল বাখতিন
  • গ) জন গারল্যান্ড
  • ঘ) মিলিচ

উত্তর: Show

গ) জন গারল্যান্ড

সমকালীন ভাষার গঠনরীতি বিচারবিশ্লেষণ করে কোন্ ভাষাবিজ্ঞান ? 

  • ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  • খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
  • গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  • ঘ) নৃভাষাবিজ্ঞান 

উত্তর: Show

গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

যেসব ভাষার অতীত নিদর্শন নেই অথবা যেসব ভাষার লিপি নেই, সেইসব ভাষার আলােচনার জন্য সর্বাপেক্ষা বেশি কার্যকর কোন্ ভাষাবিজ্ঞান?

  • ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  • খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  • গ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
  • ঘ) সমাজভাষাবিজ্ঞান

উত্তর: Show

বর্ণনামূলক ভাষাবিজ্ঞান 

বিংশ শতাব্দীর গােড়ার দিকে প্রধানত ইউরােপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে সূত্রপাত হয় কোন্ ভাষাবিজ্ঞানের? 

  • ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  • খ) তুলনামূলক ভাষাবিজ্ঞান
  • গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  • ঘ) স্নায়ুভাষাবিজ্ঞান

উত্তর: Show

গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব – এই চারটিই মূল আলােচ্য বিষয় কোন্ ভাষাবিজ্ঞানের? 

  • ক) তুলনামূলক ভাষাবিজ্ঞান
  • খ) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
  • গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
  • ঘ) মনােভাষাবিজ্ঞান

উত্তর: Show

  গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান

বাগযন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনিগুলি উচ্চারিত হয়-তা আলােচিত হয় কোন বিষয়ে?

  • ক) ধ্বনিবিজ্ঞানে
  • খ) ধ্বনিতত্ত্বে
  • গ) ধ্বনিপরিবর্তনে
  • ঘ) রূপতত্ত্বে 

উত্তর: Show

ক) ধ্বনিবিজ্ঞানে

সমাজভাষাবিজ্ঞানের মূল ভাগ’কয়টি? 

  • ক) দুটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি

 উত্তর: Show

খ) তিনটি

মানবমনের প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে ভাষার সম্পর্ক আলােচিত হয় –

  • ক) স্নায়ুভাষাবিজ্ঞানে
  • খ) মনােভাষাবিজ্ঞানে
  • গ) নৃভাষাবিজ্ঞানে
  • ঘ) শৈলীবিজ্ঞানে

উত্তর: Show

খ) মনােভাষাবিজ্ঞানে

মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠন করে ও তার ক্রিয়া-প্রতিক্রিয়ার সঙ্গে মানবভাষার সম্পর্ক আলােচিত হয় –

  • ক) মনােভাষাবিজ্ঞানে
  • খ) স্নায়ুভাষাবিজ্ঞানে
  • গ) নৃভাষাবিজ্ঞানে
  • ঘ) শৈলীবিজ্ঞানে

উত্তর: Show

খ) স্নায়ুভাষাবিজ্ঞানে

পৃথিবীর আদিম জনজাতির কথ্যভাষার বিচারবিশ্লেষণ ও তথ্যসংগ্রহ করে –

  • ক) সমাজভাষাবিজ্ঞান
  • খ) স্নায়ুভাষাবিজ্ঞান
  • গ) শৈলীবিজ্ঞান
  • ঘ) নৃভাষাবিজ্ঞান 

উত্তর: Show

ঘ) নৃভাষাবিজ্ঞান

এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে সেটি হল –

  • ক) ইতিহাসভিত্তিক অভিধান
  • খ) একভাষিক অভিধান
  • গ) দ্বিভাষিক অভিধান
  • ঘ) বিষয় অভিধান

উত্তর: Show

খ) একভাষিক

এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় যে অভিধানে তাকে বলা হয় –

  • ক) ইতিহাসভিত্তিক অভিধান
  • খ) একভাষিক অভিধান
  • গ) দ্বিভাষিক অভিধান
  • ঘ) বিষয় অভিধান

উত্তর: Show

গ) দ্বিভাষিক অভিধান

তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন –

  • ক) স্যার উইলিয়াম জোন্স
  • খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ) উইলিয়াম কেরি
  • ঘ) সুকুমার রায়

উত্তর: Show

ক) স্যার উইলিয়াম জোন্স

বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলােচনা করে –

  • ক) ভাষার অতীত নিয়ে
  • খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
  • গ) বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
  • ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে 

উত্তর: Show

খ) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে

১৫৩৮ খ্রিস্টাব্দে ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় যে লাতিন-ইংরেজি অভিধানে, তার সংকলক হলেন –

  • ক) থমাস এলিয়েট
  • খ) স্যামুয়েল ওয়েসলি
  • গ) মিখাইল বাখতিন
  • ঘ) জন গারল্যান্ড

উত্তর: Show

ক) থমাস এলিয়েট

ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে entry বা শব্দের স্তর থাকবে –

  • ক) দুটি
  • খ) তিনটি
  • গ) চারটি
  • ঘ) পাঁচটি

উত্তর: Show

  খ) তিনটি

উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, তাকে সমাজ-ভাষাবিজ্ঞানীরা বলেন –

  • ক) রেজিস্টার
  • খ) কোড
  • গ) বহুস্বর
  • ঘ) সমান্তরালতা

উত্তর: Show

ক) রেজিস্টার

কোনাে ব্যক্তি ভাষা বা উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করেন, সমাজভাষাবিজ্ঞানে তাকে বলে –

  • ক) রেজিস্টার
  • খ) কোড
  • গ) বহস্বর
  • ঘ) সমান্তরালতা

উত্তর: Show

খ) কোড

কোনাে একটি বিশেষ ভাষাগােষ্ঠীর মানুষ অন্য ভাষাগােষ্ঠীর মানুষের সংস্পর্শে এলে যদি দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায়, তবে তাকে বলে-

  • ক) সমান্তরালতা
  • খ) দ্বিভাষিকতা
  • গ) পিজিন
  • ঘ) ক্রেওল।

উত্তর: Show

খ) দ্বিভাষিকতা

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *