ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

ভাত : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

“লােকটার চাহনি বড়াে বাড়ির বড়াে বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি।” কারণ – 

  • ক) লােকটা ভালােভাবে কথা বলতে পারে না
  • খ) লােকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনাে বুনাে
  • গ) লােকটা দেখতে খারাপ
  • ঘ) লােকটা চোর

উত্তর: Show

খ) লােকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনাে বুনাে

“আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছােটো।”— যার সম্পর্কে এ কথা বলা হয়েছে সে হল – 

  • ক) উৎসব নাইয়া
  • খ) পিং হরিচরণ নাইয়া
  • গ) তান্ত্রিক
  • ঘ) বুড়াে কর্তা

উত্তর: Show

ক) উৎসব নাইয়া

“ভাত খাবে কাজ করবে।”— উদ্ধৃতিটির বক্তা হলেন – 

  • ক) বামুন ঠাকুর
  • খ) বড়াে পিসিমা
  • গ) বড়াে বউ
  • ঘ) বাসিনী

উত্তর: Show

ক) বামুন ঠাকুর

বড়াে বাড়ির সংসার চলে কার নিয়মে? 

  • ক) বড়াে বউ
  • খ) বড়াে পিসিমা
  • গ) বড়াে ছেলে
  • ঘ) বুড়াে কর্তা

উত্তর: Show

খ) বড়াে পিসিমা

“খুবই অদ্ভুত কথা।”—অদ্ভুত কথাটি হল – 

  • ক) বড়াে বাড়ির সবকিছুই বড়াে পিসিমার নিয়মে চলে
  • খ) বড়াে বাড়িতে একটা শিবমন্দিরও আছে
  • গ) বড়াে কর্তা দূরদর্শী লােক ছিলেন
  • ঘ) বড়াে পিসিমার বিয়ে হয়নি

উত্তর: Show

ঘ) বড়াে পিসিমার বিয়ে হয়নি

উচ্ছবকে বড়াে বাড়িতে কে নিয়ে এসেছিল?

  • ক) ভজন চাকর
  • খ) বাসিনী
  • গ) তান্ত্রিক
  • ঘ) ছােটো বউয়ের বাবা

উত্তর: Show

খ) বাসিনী

“অমন বড়ােলােক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি।” কারণ – 

  • ক) কর্তামশায়কে দেখার জন্য
  • খ) বিয়েতে অনিচ্ছার জন্য
  • গ) সংসার ঠেলার জন্য
  • ঘ) দেবতার সেবা করার জন্য

উত্তর: Show

গ) সংসার ঠেলার জন্য

“বড়াে বাড়িতে শিবমন্দিরও আছে”- বড়াে বাড়িতে কতগুলি  শিবমন্দির আছে? 

  • ক) একটা
  • খ) দুটো
  • গ) তিনটে
  • ঘ) অনেকগুলি

উত্তর: Show

ক) একটা

“বুড়াে কর্তা এ রাস্তার সবগুলাে বাড়িই শিব-মহেশ্বর-ত্রিলােচন উমাপতি, এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন।” কারণ – 

  • ক) তিনি ঈশ্বরভক্ত ছিলেন
  • খ) তিনি শৈব ছিলেন
  • গ) তিনি সমাজসেবক ছিলেন
  • ঘ) তিনি দূরদর্শী লােক ছিলেন

উত্তর: Show

ঘ) তিনি দূরদর্শী লােক ছিলেন

“মানুষের সঙ্গে বিয়ে দিও না।”— এ কথা বলেছিল – 

  • ক) বড়াে পিসিমা
  • খ) বড়াে বউ
  • গ) বাসিনী
  • ঘ) মেজো বউ 

উত্তর: Show

ক) বড়াে পিসিমা

“তাঁর বাবার সেবা করেছেন।”— এখানে কার কথা বলা হয়েছে?

  • ক) বড়াে বউমা
  • খ) নার্স
  • গ) বাসিনী
  • ঘ) বড়াে পিসিমা

উত্তর: Show

ঘ) বড়াে পিসিমা

“আমাদের বাসিনীর কে হয়। সেই ডেকে আনলে।”— বাসিনী উৎসবকে ডেকে এনেছিল কারণ – 

  • ক) ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে
  • খ) লােকটি খুব কাজের
  • গ) লােকটি খুব গরিব
  • ঘ) লােকটি বাসিনীর আত্মীয়

উত্তর: Show

ক) ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে

“ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”— উক্তিটির বক্তা – 

  • ক) বাসিনী
  • খ) বড়াে পিসিমা
  • গ) বড়াে বউ
  • ঘ) মেজো বউ 

উত্তর: Show

খ) বড়াে পিসিমা

“ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?”— কার প্রসঙ্গে এই উক্তি?

  • ক) বুড়া কর্তা
  • খ) সেজো ছেলে
  • গ) মহানাম শতপতি
  • ঘ) উৎসব নাইয়া

উত্তর: Show

ঘ) উৎসব নাইয়া

“দিতে পারবে না প্রাণে ধরে।”— এখানে কী দিতে না পারার কথা বলা হয়েছে? 

  • ক) দশটা টাক
  • খ) দশটা লােক
  • গ) দশটা পয়সা
  • ঘ) দশটা মােহর

উত্তর: Show

গ) দশটা পয়সা

“এই চোদ্দ দফায় কাজ করবে”— চোদ্দ দফা বলতে বােঝায় – 

  • ক) সমস্ত
  • খ) চোদ্দটা
  • গ) চোদ্দটার কম
  • ঘ) চোদ্দটার বেশি

উত্তর: Show

ক) সমস্ত

“কেনা চাল নয়”— বড়াে বাড়িতে চাল আসে কোথা থেকে?

  • ক) বাদা
  • খ) গ্রাম
  • গ) শহর
  • ঘ) বিদেশ

উত্তর: Show

ক) বাদা

“বাদা থেকে চাল আসছে”—বাদা’ কী?

  • ক) পুকুর
  • খ) বিস্তীর্ণ জলাভূমি
  • গ) সমুদ্র
  • ঘ) বিদেশ

উত্তর: Show

খ) বিস্তীর্ণ জলাভূমি

“তােমার শ্বশুরই মরতে বসেচে বাছা।”— এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? 

  • ক) বড়াে পিসিমার
  • খ) বাসিনীর
  • গ) বড়াে বউয়ের
  • ঘ) উৎসবের বউয়ের

উত্তর: Show

গ) বড়াে বউয়ের

“তােমার শ্বশুরই মরতে বসেচে বাছা।”— কারণ –

  • ক) তার অনেক বয়স হয়েছে
  • খ) তার লিভার ক্যানসার হয়েছে
  • গ) পেটের অসুখ হয়েছে
  • ঘ) তার হার্টের অসুখ হয়েছে

উত্তর: Show

খ) তার লিভার ক্যানসার হয়েছে

“সে জন্যেই হােম-যজ্ঞি হচ্ছে।”— এই হােম-যজ্ঞি হচ্ছে – 

  • ক) শ্বশুরের জন্য
  • খ) উৎসবের জন্য
  • গ) চনুনীর মা-র জন্য
  • ঘ) চনুনীর জন্য

উত্তর: Show

ক) শ্বশুরের জন্য

বড়াে বাড়িতে হােম-যজ্ঞি করছে – 

  • ক) মেজো বউ
  • খ) তান্ত্রিক
  • গ) মহানাম শতপতি
  • ঘ) উৎসব

উত্তর: Show

খ) তান্ত্রিক

বাসিনীর মনিব বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল –

  • ক) বিরাশি বছর
  • খ) আশি বছর
  • গ) চুরাশি বছর
  • ঘ) তিরাশি বছর 

উত্তর: Show

ক) বিরাশি বছর

শ্বশুরের ক্যানসার হয়েছিল – 

  • ক) লিভারে
  • খ) কিডনিতে
  • গ) রক্তে
  • ঘ) হাড়ে

উত্তর: Show

ক) লিভারে

“তাই বড়াে বউ জানত না।”— বড়াে বউ জানত না যে বিষয়টি তা হল –

  • ক) পিসিমা অবিবাহিত
  • খ) উৎসব নাইয়া কাজ করার উদ্দেশ্যে এসেছে
  • গ) বাড়িতে হােমযজ্ঞ হচ্ছে
  • ঘ) লিভারে ক্যানসার হয়

উত্তর: Show

ঘ) লিভারে ক্যানসার হয়

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *