দ্বিগবিজয়ের রূপকথা MCQ প্রশ্ন উত্তর {Part-2} : দ্বাদশ শ্রেণির বাংলা ক বিষয়ের অন্তর্গত একটি কবিতা হল ‘দ্বিগবিজয়ে রূপকথা’। এই কবিতার কিছু বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ নিচে দেওয়া হয়েছে।
কবিতাটির কবি নবনীতা দেবসেন।
Dwigbijoyer Rupkatha – উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) সেমিস্টার III বাংলা প্রশ্ন উত্তর
দ্বিগবিজয়ের রূপকথা কবিতার বহুবিকল্পভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) ও শব্দার্থ {Part-2} – দ্বাদশ শ্রেণি – বাংলা
দ্বিগবিজয়ের রূপকথা
নবনীতা দেবসেন
শব্দার্থ ও টীকা
- দ্বিগবিজয়: সমস্ত দিক জয় করা
- রূপকথা: কাল্পনিক কাহিনী
- দুয়োরানী: রূপকথার গল্পের ভাগ্যহীনা রানী
- কবচকুণ্ডল: অভেদ্য বর্ম
- তূণীর: বাণ বা শর রাখার আধার
- শিরস্ত্রাণ: মাথাকে রক্ষা করার আবরণ বিশেষ
বহুবিকল্পীয় প্রশ্ন ও উত্তর (MCQ)
(i) রাজপুত্রের কাছে কিছু না থাকলেও যে দুটি জিনিস ছিল তা হল –
- (ক) জাদু ঘোড়া ও পুষ্পকরথ
- (খ) জাদু অশ্ব ও মন্ত্রপূত অসি
- (গ) উট ও সপ্ত ডিঙ্গা
- (ঘ) হাতি ও পদাতিক সৈন্য
উত্তর: Show
(খ) জাদু অশ্ব ও মন্ত্রপূত অসি
(ii) মরুপথে জাদু অশ্ব কিসে রূপান্তরিত হয়? –
- (ক) জাহাজে
- (খ) উটে
- (গ) পুষ্পক রথে
- (ঘ) পক্ষীরাজ ঘোড়ায়
উত্তর: Show
(খ) উটে
(iii) ‘আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে’ পুষ্পক কী? –
- (ক) অশ্ব
- (খ) রথ
- (গ) ধনুক
- (ঘ) দ্বীপ
উত্তর: Show
(খ) রথ
(iv) পুষ্পক কোথায় পাড়ি দেয়? –
- (ক) আকাশে
- (খ) মরু প্রান্তে
- (গ) খর্জুরের দ্বীপে
- (ঘ) তেপান্তরে
উত্তর: Show
(ক) আকাশে
(v) সপ্তডিঙ্গা কথাটি সাধারণভাবে যে কাব্য ধারার সঙ্গে যুক্ত –
- (ক) বৈষ্ণব পদাবলী
- (খ) মঙ্গলকাব্য
- (গ) অনুবাদ সাহিত্য
- (ঘ) চর্যাপদ
উত্তর: Show
(খ) মঙ্গলকাব্য
(vi) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতার কবি পক্ষীরাজে সাওয়ার হয়ে যেখানে ছুটবেন –
- (ক) মরু প্রান্তে
- (খ) জঙ্গলে
- (গ) সাগরে
- (ঘ) তেপান্তরে
উত্তর: Show
(ঘ) তেপান্তরে
(vii) পক্ষীরাজ আসলে কী? –
- (ক) কাল্পনিক যুদ্ধযান
- (খ) কাল্পনিক অশ্ম
- (গ) কাল্পনিক অশ্ব
- (ঘ) কাল্পনিক রথ
উত্তর: Show
(গ) কাল্পনিক অশ্ব
(viii) ‘তার নাম রেখেছি: বিশ্বাস’ কার নাম? –
- (ক) হৃদয়ের
- (খ) জাদু অশ্বের
- (গ) ভালোবাসার
- (ঘ) দুয়োরানীর
উত্তর: Show
(খ) জাদু অশ্বের
(ix) ‘এই হৃদয়ের খাপে ভরা’ – হৃদয়ের খাপে কী ভরা রয়েছে? –
- (ক) মন্ত্রপূত কবচ
- (খ) মন্ত্রপূত ইস্পাত খন্ড
- (গ) মন্ত্রপূত অসি
- (ঘ) মন্ত্রপূত তীর
উত্তর: Show
(গ) মন্ত্রপূত অসি
(x) কবিতায় বর্ণিত শানিত ইস্পাত খন্ডের প্রকৃতি যে রূপ –
- (ক) ভঙ্গুর
- (খ) অটুট
- (গ) ক্ষণভঙ্গুর
- (ঘ) অভঙ্গুর
উত্তর: Show
(ঘ) অভঙ্গুর
(xi) ‘নিশ্চিত পৌঁছবো’ কে পৌঁছাবে? –
- (ক) রাজপুত্র
- (খ) রাজা
- (গ) দুয়োরাণী
- (ঘ) কবি-কথক
উত্তর: Show
(ঘ) কবি-কথক
(xii) কবি নিশ্চিত কোথায় পৌঁছবেন –
- (ক) তেপান্তরে
- (খ) সিংহল দ্বীপে
- (গ) খর্জুরের দ্বীপে
- (ঘ) সিন্ধুজলে
উত্তর: Show
(গ) খর্জুরের দ্বীপে
(xiii) ‘দিগ্বিজয়ের রূপকথা’ কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিবিজয়ী হতে প্রয়োজন –
- (ক) অর্থ ও লোকবল
- (খ) ভাগ্য ও বাহুবল
- (গ) বিশ্বাস ও ভালোবাসা
- (ঘ) মন্ত্রপূত অসি ও পক্ষীরাজ ঘোড়া
উত্তর: Show
(গ) বিশ্বাস ও ভালোবাসা
(xiv) খৈরজনের দ্বীপে পৌঁছলে –
- (ক) রাজকন্যাকে উদ্ধার করতে পারবেন
- (খ) কবির সব প্রতীক্ষার অবসান হবে
- (গ) কবির সব তৃষ্ণার অবসান ঘটবে
- (ঘ) কবির সমস্ত ক্লান্তি দূরীভূত হবে
উত্তর: Show
কবির সব তৃষ্ণার অবসান ঘটবে