Nana Ranger Din MCQ
নানা রঙের দিন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা
‘নানা রঙের দিন’ নাটকটি কোন্ একাঙ্ক নাটকের দ্বারা অনুপ্রাণিত?
- ক) কাবুকি
- খ) দ্য সোয়ান সং
- গ) দ্য সিগাল
- ঘ) অন দ্য রোড
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দ্য সোয়ান সং [/expand]
‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স –
- ক) ৫০ বছর
- খ) ৬৮ বছর
- গ) ৬০ বছর
- ঘ) ৭০ বছর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) ৬৮ বছর [/expand]
‘নানা রঙের দিন’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় –
- ক) ৬০ বছর
- খ) ৬৫ বছর
- গ) ৫৫ বছর
- ঘ) ৬৮ বছর
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ৬০ বছর [/expand]
থিয়েটারের মঞ্চটি ফাঁকা ছিল কারণ –
- ক) সেদিন অভিনয় ছিল না
- খ) অভিনয় তখনও শুরু হয়নি
- গ) সবাই অভিনয় শেষে চলে গিয়েছিল
- ঘ) রজনীবাবু একা থাকতে চান
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) সবাই অভিনয় শেষে চলে গিয়েছিল [/expand]
‘নানা রঙের দিন’ নাটকটিতে চরিত্র আছে –
- ক) একটি
- খ) দুটি
- গ) তিনটি
- ঘ) পাঁচটি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দুটি [/expand]
রজনীকান্ত কোন্ ঐতিহাসিক চরিত্রের পােশাকে ফাকা মঞ্চে প্রবেশ করেন?
- ক) ঔরঙ্গজীবের
- খ) দিলদারের
- গ) মহম্মদের
- ঘ) সাজাহানের
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) দিলদারের [/expand]
‘নানা রঙের দিন’ নাটকে মঞ্চের মাঝখানে কী ওলটানো ছিল?
- ক) একটি টেবিল
- খ) একটি চেয়ার
- গ) একটি টুল
- ঘ) একটি বেঞ্চ
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) একটি টুল [/expand]
দিলদারের পােশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল –
- ক) মােমবাতি
- খ) ধূপ
- গ) প্রদীপ
- ঘ) জ্বলন্ত মােমবাতি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) জ্বলন্ত মােমবাতি [/expand]
সেদিন রজনীবাবু অভিনয় করছিলেন –
- ক) সাজাহান চরিত্রে
- খ) ঔরঙ্গজীব চরিত্রে
- গ) দিলদার চরিত্রে
- ঘ) মিরজুমলা চরিত্রে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) দিলদার চরিত্রে [/expand]
রজনীকান্ত নাটকের সূচনায় মঞ্চের ওপর দাঁড়িয়ে হাসছিলেন কেন?
- ক) গ্রিনরুম ফাঁকা বলে
- খ) প্রেক্ষাগৃহে কেউ নেই বলে
- গ) তার কী হবে এই কথা চিন্তা করে
- ঘ) গ্রিনরুমেই ঘুমিয়ে পড়ার কথা ভেবে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) গ্রিনরুমেই ঘুমিয়ে পড়ার কথা ভেবে [/expand]
রজনীবাবুর নিজের মতে, তার কাণ্ডজ্ঞান লুপ্ত হওয়ার মূলে রয়েছে –
- ক) অত্যন্ত ক্লান্ত হয়ে পড়া
- খ) শারীরিক অক্ষমতা
- গ) মানসিক যন্ত্রণা
- ঘ) অতিরিক্ত মদ্যপান
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) অতিরিক্ত মদ্যপান [/expand]
“বাঃ বাঃ বুঢ়ঢ়া! আচ্ছাহি কিয়া!”— এই ‘বুঢ়ঢ়া’ হল –
- ক) রজনীকান্ত চট্টোপাধ্যায়
- খ) কালীনাথ সেন
- গ) রামব্রিজ
- ঘ) শাজাহান
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) রজনীকান্ত চট্টোপাধ্যায় [/expand]
“আরে, গেল কোথায় লােকটা?”— লােকটি হল –
- ক) রামধন
- খ) রামব্রিজ
- গ) রামরতন
- ঘ) রামতন্ময়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) রামব্রিজ [/expand]
“ঘুরেফিরে কানে বাজছে আমার।”— ঘুরেফিরে বক্তার কানে কী বাজছে?
- ক) চিৎকারটা
- খ) হাসিটা
- গ) বকুনিটা
- ঘ) গলাটা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) গলাটা [/expand]
“কাল রাতেও ঠিক একই ব্যাপার।”— ব্যাপারটা হল –
- ক) দিলদার সেজে অভিনয় করা
- খ) জ্বলন্ত মােমবাতি হাতে দাঁড়িয়ে থাকা
- গ) মদ্যপান করে গ্রিনরুমে পড়ে থাকা
- ঘ) কালীনাথকে বকা দেওয়া
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মদ্যপান করে গ্রিনরুমে পড়ে থাকা [/expand]
রামব্রিজকে বকশিশ দেওয়ার কারণ কী?
- ক) অভিনয়শেষে রজনীবাবুর জন্য গাড়ি ডেকে দেওয়া
- খ) রজনীবাবুকে খুশি করার জন্য পানীয় কিনে আনা
- গ) রজনীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা
- ঘ) দিলদার চরিত্রে রজনীবাবুর মেক-আপ করা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) রজনীবাবুকে ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে আনা [/expand]
রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন?
- ক) এক টাকা
- খ) তিন টাকা
- গ) চার টাকা
- ঘ) দুই টাকা
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) তিন টাকা [/expand]
“সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন।” তিনি হলেন –
- ক) রজনীকান্ত চাটুজ্জে
- খ) রামব্রিজ
- গ) কালীনাথ সেন
- ঘ) রজনীকান্তের বন্ধু
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] খ) রামব্রিজ [/expand]
‘মাতালের এই হচ্ছে বিপদ।” – বিপদটা কী?
- ক) ছাড়ব বললে ছাড়ান নেই
- খ) ছাড়ব বললে ছাড়া সম্ভব
- গ) ছাড়ব বললে লােকে ছাড়তে দেয় না
- ঘ) ছাড়ব বললে ছাড়া যায় না
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ক) ছাড়ব বললে ছাড়ান নেই [/expand]
“সেই আনন্দে আমাকেই দেড় বােতল খাইয়ে গেলেন।” আনন্দের কারণ হল –
- ক) পুরস্কার পাওয়া
- খ) লটারি পাওয়া
- গ) বকশিশ পাওয়া
- ঘ) রাজত্ব পাওয়া
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) বকশিশ পাওয়া [/expand]
“মুখের ভেতরটা যেন”- বক্তার মুখের ভেতরটার সঙ্গে কীসের তুলনা করা হয়েছে?
- ক) শুকনাে কাঠ
- খ) স্টেডিয়াম
- গ) অডিটোরিয়াম
- ঘ) অ্যাকোরিয়াম
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) অডিটোরিয়াম [/expand]
“রজনীবাবু অনেক তাে বয়েস হল, এবার”— তাকে কী পরামর্শ দেওয়া হয়েছিল?
- ক) নাটক করাটা ছাড়ুন
- খ) চুলে কলপ করাটা ছাড়ুন
- গ) মদ খাওয়াটা ছাড়ুন
- ঘ) পরের ব্যাপারে মাথা ঘামানাে ছাড়ুন
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) মদ খাওয়াটা ছাড়ুন [/expand]
রজনীকান্ত চুলে কলপ লাগান –
- ক) একবারও নয়
- খ) প্রত্যহ দুই বার
- গ) প্রত্যহ হাফ শিশি
- ঘ) সপ্তাহে হাফ শিশি
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) প্রত্যহ হাফ শিশি [/expand]
“লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন,”— তাতে রজনীকান্তের –
- ক) গাম্ভীর্য ঢাকা পড়ে যায়
- খ) রসিক মেজাজ ধরা পড়ে
- গ) বয়েসটা ঠিক বােঝা যায় না
- ঘ) বয়স বেশি মনে হয়
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] গ) বয়েসটা ঠিক বােঝা যায় না [/expand]
“এক-পা এক-পা করে এগিয়ে চলেছে”— কীসের দিকে এগিয়ে চলেছে?
- ক) বাড়ির দিকে
- খ) উঠোনের দিকে
- গ) রাস্তার দিকে
- ঘ) মৃত্যুর দিকে
উত্তর: [expand title=”Show” swaptitle=”Hide”] ঘ) মৃত্যুর দিকে [/expand]