রূপতত্ত্ব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

রূপতত্ত্ব (Ruptattwa) : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

রূপতত্ত্ব : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-1} – দ্বাদশ শ্রেণি – বাংলা

যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় – (উ. মা. – ২২, ১৮)

  • ক) বিভক্তি
  • খ) উপসর্গ
  • গ) প্রত্যয়
  • ঘ) অনুসর্গ

উত্তর: Show

খ) উপসর্গ

রূপমূল পরিবারে ‘রূপ’-এর ‘বিকল্প’কে বলা হয়- (H.S. – ’20)

  • ক) স্বাধীন রূপমূল
  • খ) পরাধীন রূপমূল
  • গ) সহরূপ
  • ঘ) বদ্ধ রূপমূল

উত্তর: Show

গ) সহরূপ

“ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা”—এটি হল – (উ. মা. – ১৯)

  • ক) মিশ্র রূপমূল
  • খ) জটিল রূপমূল
  • গ) সমন্বয়ী রূপমূল
  • ঘ) জোড়কলম রূপমূল 

উত্তর: Show

ঘ) জোড়কলম রূপমূল

‘চুপ-চাপ’ শব্দটি নিম্নলিখিত কোন্ শ্রেণির মধ্যে পড়ে? (উ. মা. – ১৯)

  • ক) ব্যাখ্যামূলক সমাস
  • খ) অনুকার পদগঠন
  • গ) বর্ণনামূলক সমাস
  • ঘ) পদদ্বৈত

উত্তর: Show

খ) অনুকার পদগঠন

একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে – (উ. মা. – ১৭)

  • ক) সমাস
  • খ) পদদ্বৈত
  • গ) সন্ধি
  • ঘ) প্রত্যয়

উত্তর: Show

খ) পদদ্বৈত

রূপমূল হল- (H.S. – 15)

  • ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক
  • খ) পদের গঠনবৈচিত্র্য
  • গ) শব্দার্থের উপাদান
  • ঘ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক

বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহই হল –

  • ক) শব্দ
  • খ) রূপ
  • গ) দল
  • ঘ) ধ্বনি

উত্তর: Show

গ) দল

ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল-

  • ক) ধ্বনি
  • খ) রূপ
  • গ) বর্ণ
  • ঘ) দল

উত্তর: Show

খ) রূপ

অক্ষর ও রূপিম মূলত –

  • ক) আলাদা
  • খ) একই
  • গ) সম্পর্ক রহিত
  • ঘ) কোনোটিই নয়

উত্তর: Show

ক) আলাদা

রূপিমের নিজস্ব অর্থ –

  • ক) থাকে না
  • খ) থাকে
  • গ) কোথাও থাকে, কোথাও থাকে না
  • ঘ) থাকতে পারে, নাও থাকতে পারে

উত্তর: Show

খ) থাকে

শব্দের গঠন ও রূপবৈচিত্র্য নিয়ে ভাষাবিজ্ঞানের কোন্ শাখায় আলোচনা করা হয়?

  • ক) ধ্বনিতত্ত্ব
  • খ) রূপতত্ত্ব
  • গ) শব্দার্থতত্ত্ব
  • ঘ) বাক্যতত্ত্ব

উত্তর: Show

খ) রূপতত্ত্ব

বাংলায় শব্দগঠনের কৌশল মূলত –

  • ক) এক ধরনের
  • খ) তিন ধরনের
  • গ) দুই ধরনের
  • ঘ) চার ধরনের

উত্তর: Show

খ) তিন ধরনের

রূপমূল ও সেই সম্পর্কিত আলোচনা হয় –

  • ক) রূপবিজ্ঞানে
  • খ) রূপতত্ত্বে
  • গ) রূপমূলে
  • ঘ) রূপবিদ্যায়

উত্তর: Show

খ) রূপতত্ত্বে

এক বা একাধিক ধ্বনিমূলের সাহায্যে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হল –

  • ক) ধ্বনি
  • খ) রূপিম
  • গ) অক্ষর
  • ঘ) পদ

উত্তর: Show

খ) রূপিম

মৌলিক ভাবপ্রদানকারী অবিভাজ্য পদ বা পদের অংশই হল –

  • ক) রূপ
  • খ) সহরূপ
  • গ) প্রত্যয়
  • ঘ) প্রকৃতি

উত্তর: Show

ঘ) প্রকৃতি

প্রকৃতি সাধারণত –

  • ক) দুই প্রকার
  • খ) চার প্রকার
  • গ) তিন প্রকার
  • ঘ) পাঁচ প্রকার

উত্তর: Show

ক) দুই প্রকার

ব্যাবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় –

  • ক) দুই প্রকার
  • খ) তিন প্রকার
  • গ) চার প্রকার
  • ঘ) পাঁচ প্রকার

উত্তর: Show

ক) দুই প্রকার

বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে –

  • ক) উপসর্গ
  • খ) ভিত্তি
  • গ) বিভক্তি
  • ঘ) প্রত্যয়

উত্তর: Show

গ) বিভক্তি

বাংলা উপসর্গগুলি একধরনের অব্যয় হলেও আচরণ ও ব্যবহারে –

  • ক) প্রত্যয়ের মতো
  • খ) কারকের মতো
  • গ) বিভক্তির মতো
  • ঘ) সমাসের মতো

উত্তর: Show

ক) প্রত্যয়ের মতো

যেসমস্ত রূপমূলের অর্থ অভিধান ঘেঁটে বার করা যায়, তাকে বলে –

  • ক) ব্যাকরণসম্মত রূপমূল
  • খ) আভিধানিক রূপমূল
  • গ) নিষ্পাদিত রূপমূল
  • ঘ) সমন্বয়ী রূপমূল

উত্তর: Show

খ) আভিধানিক রূপমূল

দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে বলে –

  • ক) জটিল রূপমূল
  • খ) সমন্বয়ী রূপমূল
  • গ) মিশ্র রূপমূল
  • ঘ) শূন্য রূপ

উত্তর: Show

গ) মিশ্র রূপমূল

দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে বলে –

  • ক) সমন্বয়ী রূপমূল
  • খ) জটিল রূপমূল
  • গ) নিষ্পাদক রূপমূল
  • ঘ) শূন্য রূপ

উত্তর: Show

খ) জটিল রূপমূল

রূপের মিশ্রণকে বলা হয় –

  • ক) মুণ্ডমাল শব্দ
  • খ) পদদ্বৈত
  • গ) জোড়কলম শব্দ
  • ঘ) বিকল্পন

উত্তর: Show

গ) জোড়কলম শব্দ

বাস্তবে অস্তিত্ব পাওয়া যায় না –

  • ক) শূন্য রূপ
  • খ) জটিল রূপমূল
  • গ) ফাঁকা রূপ
  • ঘ) সমন্বয়ী রূপ

উত্তর: Show

ক) শূন্য রূপ

পদগঠনের যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদ একত্রে বসে একটি বড়ো পদের জন্ম দেয়, সেই গঠন প্রক্রিয়ার নাম –

  • ক) সন্ধি
  • খ) সমাস
  • গ) প্রত্যয়
  • ঘ) কারক

উত্তর: Show

খ) সমাস

পদগঠনের চরিত্র অনুযায়ী সমাস কত প্রকার?

  • ক) এক
  • খ) দুই
  • গ) চার
  • ঘ) তিন

উত্তর: Show

ঘ) তিন

পদদ্বৈতটি হল-

  • ক) খুচখাচ
  • খ) অল্পবিস্তর
  • গ) কাজটাজ
  • ঘ) টুকটাক

উত্তর: Show

খ) অল্পবিস্তর

‘ফন্দি-ফিকির’ কোন্ ধরনের পদদ্বৈত?

  • ক) সমার্থক
  • খ) বিপরীতার্থক
  • গ) প্রায় সমার্থক
  • ঘ) ব্যাপকার্থক

উত্তর: Show

ক) সমার্থক

শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোটো হয়ে যায় অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না যে প্রক্রিয়ায় তা হল –

  • ক) পদদ্বৈত
  • খ) ক্লিপিংস
  • গ) বিকল্পন
  • ঘ) মুন্ডমাল শব্দ

উত্তর: Show

খ) ক্লিপিংস

ফোন শব্দটি হল – 

  • ক) বর্গান্তর-এর উদাহরণ
  • খ) ক্লিপিংস-এর উদাহরণ
  • গ) মুণ্ডমাল-এর উদাহরণ
  • ঘ) বিকল্পনের উদাহরণ

উত্তর: Show

খ) ক্লিপিংস-এর উদাহরণ

একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয়, তখন তাকে বলে –

  • ক) ক্লিপিংস
  • খ) বর্গান্তর
  • গ) অ্যাক্রোনিম
  • ঘ) পদদ্বৈত

উত্তর: Show

গ) অ্যাক্রোনিম

মুণ্ডমাল শব্দের উদাহরণ হল—

  • ক) BBC
  • খ) ধোঁয়াশা
  • গ) ছোটো কাকা
  • ঘ) লুচিফুটি

উত্তর: Show

ক) BBC

ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে, সেই প্রক্রিয়াকে বলে –

  • ক) বর্গান্তর
  • খ) নব্য শব্দ প্রয়োগ
  • গ) ক্র্যানবেরি রূপমূল
  • ঘ) বিকল্পন

উত্তর: Show

খ) নব্য শব্দ প্রয়োগ

যখন কোনো বাক্যের এক পদ অন্য বাক্যে অন্য পদ হিসেবে ব্যবহৃত হয়, সেই প্রক্রিয়ার নাম –

  • ক) নব্য শব্দ প্রয়োগ
  • খ) বর্গান্তর
  • গ) পদদ্বৈত
  • ঘ) ক্লিপিংস

উত্তর: Show

খ) বর্গান্তর

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *