জৈব রসায়ন – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
1. অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি হল –
- a) C, H
- b) C, O
- c) C, N
- d) C, P
উত্তর: Show
a) C, H
2. কোন যৌগটিতে কার্বন-কার্বন দ্বিবন্ধন আছে? –
- a) C2H6
- b) C2H4
- c) C2H2
- d) HCHO
উত্তর: Show
b) C2H4
3. যে যৌগে অ্যালডিহাইড মূলকটি আছে তা হল –
- a) CH3CH2OH
- b) CH3COOH
- c) CH3CHO
- d) CH3COCH3
উত্তর: Show
c) CH3CHO
4. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়?
- a) CH4
- b) C2H6
- c) C2H4
- d) C3H8
উত্তর: Show
c) C2H4
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও
1. অ্যালকিন শ্রেণির প্রথম সদস্যটি কী?
উত্তর: Show
ইথিলিন বা ইথিন (C2H4)
2. LPG -সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কী থাকে?
উত্তর: Show
ইথাইল মারক্যাপটান (CH3CH2SH)
3. ইথানল ও ডাইমিথাইল ইথারের সম্পর্ক কী?
Hint : ইথানল (C2H5OH) ও ডাইমিথাইল ইথার (CH3-O-CH3) -এর সাধারণ সংকেত C2H6O কিন্তু কার্যকরী মূলক আলাদা। প্রথমটিতে -OH কিন্তু দ্বিতীয়টিতে -O-
উত্তর: Show
কার্যকরী মূলকঘটিত সমাবয়ব
4. অ্যাসিটিলিন ও অ্যাসিটোন-এর IUPAC নাম লেখো।
উত্তর: Show
অ্যাসিটিলিন (C2H2) – ইথাইন; অ্যাসিটোন (CH3COCH3) – প্রোপানোন
5. জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও।
উত্তর: Show
পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন, পলিস্টাইরিন ইত্যাদি
6. পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত?
Hint : পরপর দুটি সমগণের আণবিক সংকেতের পার্থক্য হয় – CH2
উত্তর: Show
14
7. একটি ত্রি-বন্ধনযুক্ত অসম্পৃক্ত যৌগের উদাহরণ দাও।
উত্তর: Show
অ্যাসিটিলিন বা ইথাইন (C2H2)
স্তম্ভ মেলাও
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
i) LPG | a) মিথেন |
ii) CNG | b) বিউটেন |
iii) ভিনিগার | c) ইথানল |
iv) রেকটিফায়েড স্পিরিট | d) ইথানোয়িক অ্যাসিড |
উত্তর:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
i) LPG | b) বিউটেন |
ii) CNG | a) মিথেন |
iii) ভিনিগার | d) ইথানোয়িক অ্যাসিড |
iv) রেকটিফায়েড স্পিরিট | c) ইথানল |
শূন্যস্থান পূরণ করো
1. PVC এর মনোমারটি হল ……………….।
উত্তর: Show
ভিনাইল ক্লোরাইড (CH2=CHCl)
2. কার্বাইড বাতিতে ………………. গ্যাসটি ব্যবহৃত হয়।
উত্তর: Show
অ্যাসিটিলিন বা ইথাইন (C2H2)
3. ভিনিগারের মুখ্য জৈব উপাদান ……………….।
উত্তর: Show
অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড (CH3COOH)
সত্য/মিথ্যা নিরূপণ করো
1. এস্টারিফিকেশন বিক্রিয়াটি উভমুখী প্রকৃতির।
উত্তর: Show
সত্য
2. কয়লাখনির গ্যাসে মিথেন পাওয়া যায়।
উত্তর: Show
সত্য
3. PVC একটি জৈববিশ্লেষ্য পলিমার।
উত্তর: Show
মিথ্যা