আমি দেখি : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

আমি দেখি উচ্চ মাধ্যমিক MCQ (Ami Dekhi HS Previous Year MCQ)

আমি দেখি : শক্তি চট্টোপাধ্যায় – বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা

আমি দেখি : শক্তি চট্টোপাধ্যায়

উচ্চ মাধ্যমিক – ২০২৪

“বহুদিন ………. কাটেনি দিন”, শূন্যস্থানে যে-শব্দটি বসবে, সেটি হল –

  • ক) বাগানে
  • খ) শহরে
  • গ) গ্রামে
  • ঘ) জঙ্গলে।

উত্তর: Show

ঘ) জঙ্গলে

উচ্চ মাধ্যমিক – ২০২৩

‘শহরের অসুখ হাঁ করে’ কী খায়?

  • ক) বাতাস
  • খ) ধোঁয়া
  • গ) ধুলো
  • ঘ) সবুজ

উত্তর: Show

ঘ) সবুজ

উচ্চ মাধ্যমিক – ২০২২
[কোনো প্রশ্ন ছিল না।]
উচ্চ মাধ্যমিক – ২০২১
[২০২১ – সালে করোনা মহামারীর কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি।]
উচ্চ মাধ্যমিক – ২০২০

‘দেহ চায়’ – দেহ কী চায়?

  • ক) গাছ
  • খ) সবুজ গাছ
  • গ) বাগান
  • ঘ) সবুজ বাগান

উত্তর: Show

সবুজ বাগান

উচ্চ মাধ্যমিক – ২০১৯
[কোনো প্রশ্ন ছিল না।]
উচ্চ মাধ্যমিক – ২০১৮

‘তাই বলি, গাছ তুলে আনো’ – কবি গাছ বসাতে চান –

  • ক) পথের ধারে
  • খ) বাড়ির ছাদে
  • গ) বাগানে
  • ঘ) টবে

উত্তর: Show

গ) বাগানে

উচ্চ মাধ্যমিক – ২০১৭

‘চোখ তো সবুজ চায়! / দেহ চায়’ –

  • ক) সবুজ পাতা
  • খ) সবুজ ঘাস
  • গ) সবুজ বাগান
  • ঘ) সবুজ উঠান 

উত্তর: Show

গ) সবুজ বাগান

উচ্চ মাধ্যমিক – ২০১৬

‘সবুজের অনটন ঘটে…. ‘ – 

  • ক) অনাবৃষ্টির ফলে
  • খ) শহরের অসুখ সবুজ খায় বলে
  • গ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে
  • ঘ) অভিজ্ঞ মালী নেই বলে 

উত্তর: Show

খ) শহরের অসুখ সবুজ খায় বলে

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *