নাটকঃ বিভাব (শম্ভু মিত্র) : বিগত বছরগুলির উচ্চ মাধ্যমিকের বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর – দ্বাদশ শ্রেণি – বাংলা
নাটক – বিভাব (শম্ভু মিত্র)
উচ্চ মাধ্যমিক – ২০২৪
“আরে সব সময়ে কি aesthetic দিক দেখলেই চলে?”- উক্তিটি কার?
- ক) শম্ভু মিত্র
- খ) বৌদি
- গ) অমর গাঙ্গুলি
- ঘ) নেপথ্যের হারমোনিয়াম বাদক।
উত্তর: Show
ঘ) নেপথ্যের হারমোনিয়াম বাদক
“রাজা রথারোহনম্ নাটয়তি।” কথাটির অর্থ হল –
- ক) রাজা রথে আরোহণ করলেন
- খ) রাজা রথে বসলেন
- গ) রাজা রথ থেকে নামলেন।
- ঘ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন।
উত্তর: Show
ঘ) রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন
উচ্চ মাধ্যমিক – ২০২৩
“এর নাম হওয়া উচিত” –
- ক) বিভাব নাটক
- খ) অভাব নাটক
- গ) পূর্ণাঙ্গ নাটক
- ঘ) হাসির নাটক
উত্তর: Show
খ) অভাব নাটক
শম্ভু মিত্রের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে –
- ক) রাস্তায়, মাঠে, ঘাটে
- গ) বুকের মধ্যে
- খ) চার দেওয়ালের মধ্যে
- ঘ) মঞ্চের মাঝে
উত্তর: Show
ক) রাস্তায়, মাঠে, ঘাটে
‘সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই সার্জেন্ট-এর একটি’ কেবল –
- ক) টুপি থাকে
- খ) লাঠি থাকে
- গ) ক্রস বেল্ট থাকে
- ঘ) ব্যাজ থাকে
উত্তর: Show
গ) ক্রস বেল্ট থাকে
উচ্চ মাধ্যমিক – ২০২২
“তুলসী লাহিড়ির ‘পথিক’ নাটক থেকে বলি – (ফিল্মি ঢঙে) আমি তো চললাম ……” – বক্তা কে?
- ক) বৌদি
- খ) শম্ভু
- গ) অমর
- ঘ) সার্জেন্ট।
উত্তর: Show
খ) শম্ভু
‘কাল্পনিক যুদ্ধ’ – এর মৃত্যুকে নাট্যকার বলেছেন –
- ক) ইসথেটিক মরা
- খ) অস্বাভাবিক মরা
- গ) খুব রোমান্টিক
- ঘ) অদ্ভুত মরা।
উত্তর: Show
ক) ইসথেটিক মরা
“হেড পন্ডিত ইস্কুলে আমাকে প্রমোশন দেননি।” – কারণ –
- ক) সংস্কৃতে বারো পেলাম
- খ) সংস্কৃতে ফেল করেছিলাম
- গ) সংস্কৃতে দশ পেয়েছিলাম
- ঘ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম।
উত্তর: Show
ঘ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
উচ্চ মাধ্যমিক – ২০২১
[বি.দ্র. – কোভিড 19 – এর কারণে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি]উচ্চ মাধ্যমিক – ২০২০
কাবুকি থিয়েটার কোন্ দেশের?
- ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- খ) ভারত
- গ) জাপান
- ঘ) রাশিয়া
উত্তর: Show
গ) জাপান
‘লভ সিন’ – এ কোন্ বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল?
- ক) সেতার
- খ) হারমোনিয়াম
- গ) গিটার
- ঘ) তানপুরা
উত্তর: Show
খ) হারমোনিয়াম
‘হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক’ – কোথায় পাওয়া যাবে?
- ক) ঘরে
- খ) বাইরে
- গ) মাঠে
- ঘ) হাটে
উত্তর: Show
খ) বাইরে
উচ্চ মাধ্যমিক – ২০১৯
রুশ দেশীয় এক বিখ্যাত চিত্রপরিচালক –
- ক) আইজেনস্টাইন
- খ) আইনস্টাইন
- গ) রুশো
- ঘ) বার্নাড শ
উত্তর: Show
ক) আইজেনস্টাইন
‘পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে’ –
- ক) সিনেমা
- খ) গান
- গ) প্রেম
- ঘ) বন্ধুত্ব
উত্তর: Show
গ) প্রেম
‘দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইং দিয়ে পালিয়ে যান।’ – দুজন কে কে?
- ক) শম্ভু ও বৌদি
- খ) অমর ও বৌদি
- গ) শম্ভু ও অমর
- ঘ) অমর ও যুবক
উত্তর: Show
গ) শম্ভু ও অমর
উচ্চ মাধ্যমিক – ২০১৮
‘হেড পন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি।’ – কারণ –
- ক) সংস্কৃতে দশ পেয়েছিলাম
- খ) সংস্কৃতে ফেল করেছিলাম
- গ) সংস্কৃতে পাশ করেছিলাম
- ঘ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
উত্তর: Show
ঘ) সংস্কৃতে তেরো পেয়েছিলাম
কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন –
- ক) ইসথেটিক
- খ) অস্বাভাবিক
- গ) খুব রোমান্টিক
- ঘ) অদ্ভুত
উত্তর: Show
ক) ইসথেটিক
তুলসী লাহিড়ীর ‘পথিক’ নাটক থেকে বলি – (ফিল্মি ঢঙে) আমি তো চললাম’ – কথাটি বলেছেন –
- ক) বৌদি
- খ) শম্ভু
- গ) সার্জেন্ট
- ঘ) অমর
উত্তর: Show
খ) শম্ভু
উচ্চ মাধ্যমিক – ২০১৭
‘ঠিক আছে, ফেলে দিন না.. … আবার দেব’ কী ফেলে দিতে বলা হয়েছে?
- ক) সিগারেট
- খ) জল খাবার
- গ) চা
- ঘ) জল
উত্তর: Show
ক) সিগারেট
‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত’-
- ক) স্বভাব নাটক
- খ) অভাব নাটক
- গ) ভাবনা নাটক
- ঘ) বিভাব নাটক
উত্তর: Show
খ) অভাব নাটক
‘তার নাকি দারুন বক্স অফিস’ – কীসের?
- ক) হাসির নাটকের
- খ) সামাজিক নাটকের
- গ) প্রেমের নাটকের
- খ) দুঃখের নাটকের
উত্তর: Show
ক) হাসির নাটকের
উচ্চ মাধ্যমিক – ২০১৬
‘এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।’ – সাহেবের নাম –
- ক) আইজেনস্টাইন
- খ) আইনস্টাইন
- গ) গেরাসিম লেবেদফ
- ঘ) জর্জ বার্নার্ড শ
উত্তর: Show
ক) আইজেনস্টাইন
‘হ্যাঁ বল্লবভাই বলে গেছেন’ –
- ক) বাঙালিরা আড্ডাবাজ
- খ) বাঙালিরা সংস্কৃতিমনস্ক
- গ) বাঙালিরা উদার
- ঘ) বাঙালিরা কাঁদুনে জাত
উত্তর: Show
ঘ) বাঙালিরা কাঁদুনে জাত
‘হ্যাঁ হ্যাঁ, শম্ভুদা আপনিই হোন।’ – কী হওয়ার কথা বলা হয়েছে?
- ক) যুবক চরিত্র
- খ) নায়ক চরিত্র
- গ) সার্জেন্ট চরিত্র
- ঘ) খলনায়ক চরিত্র
উত্তর: Show
খ) নায়ক চরিত্র
উচ্চ মাধ্যমিক – ২০১৫
‘বহুরূপী তখন লাটে উঠবে’- ‘বহুরূপী’ একটি-
- ক) পাঠশালা
- খ) নার্সিংহোম
- গ) সার্কাস দল
- ঘ) নাট্যগোষ্ঠী
উত্তর: Show
ঘ) নাট্যগোষ্ঠী
‘পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম’ – উক্তিটি করেছেন –
- ক) শম্ভু
- খ) বৌদি
- গ) অমর
- ঘ) নাট্যকার
উত্তর: Show
খ) বৌদি
‘যাও যাও এই কী রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?’ – গানটি হল –
- ক) ভালোবেসে সখী নিভৃত যতনে
- খ) আলো আমার আলো
- গ) ঐ মহামানব আসে
- ঘ) মালতীলতা দোলে
উত্তর: Show
ঘ) মালতীলতা দোলে
আরও প্রশ্নোত্তরের আপডেট পেতে আমাদের সঙ্গী হও