নানা রঙের দিন : বহু বিকল্পীয় প্রশ্ন (MCQ) ও উত্তর {Part-4} – দ্বাদশ শ্রেণি – বাংলা
“আস্তে আস্তে বয়স বাড়ল”- রজনীকান্ত তার জীবনে এর কোন্ প্রভাব অনুভব করলেন?
- ক) তার গলার কাজ নষ্ট হয়ে গেল
- খ) নতুন চরিত্রকে বােঝার ক্ষমতা কমে এল
- গ) অভিনয়ের দক্ষতা ম্লান হল
- ঘ) উপরের সবকটি সত্য
উত্তর: Show
ঘ) উপরের সবকটি সত্য
“চুপ করে আমার দিকে তাকিয়ে আছে,”— কী চুপ করে রজনীকান্তের দিকে তাকিয়ে আছে?
- ক) রজনীকান্তের জীবনের করুণ ইতিহাস
- খ) রজনীকান্তের জীবনের ব্যর্থতা
- গ) রজনীকান্তের জীবনের আটষট্টিটা বছর
- ঘ) রজনীকান্তের জীবনের পয়ষট্টিটা বছর
উত্তর: Show
ঘ) রজনীকান্তের জীবনের পয়ষট্টিটা বছর
“আমার সামনে দাঁড়িয়ে আছে’- রজনীকান্তের সামনে কে দাড়িয়ে আছে?
- ক) বুড়াে রামব্রিজ
- খ) বুড়াে কালীনাথ
- গ) বুড়াে রজনী চাটুজ্জে
- ঘ) বুড়াে রামলাল
উত্তর: Show
গ) বুড়াে রজনী চাটুজ্জে
‘আদৃষ্ট তাে মানেন আপনি’– সংলাপটির বক্তা কে?
- ক) অমর গাগুলি
- খ) রজনী চাটুজ্জে
- গ) কালীনাথ সেন
- ঘ) শম্ভু মিত্র
উত্তর: Show
গ) কালীনাথ সেন
“সেসব দিনে কী না পারতাম।”— বক্তা আলােচ্য অংশে কী পারার কথা বলেছেন?
- ক) অভিনয় ফুটিয়ে তােলার কথা
- খ) এক-একটা চরিত্রকে বুঝতে পারার কথা
- গ) নতুন করে জীবন শুরু করতে পারার কথা
- ঘ) মানুষকে বিশ্বাস করতে পারার কথা
উত্তর: Show
খ) এক-একটা চরিত্রকে বুঝতে পারার কথা
রজনীকান্ত ‘রিজিয়া’ নাটকের কোন্ চরিত্রের সংলাপ বলেছেন?
- ক) বক্তিয়ার
- খ) সাজাহান
- গ) মহম্মদ
- ঘ) মিরজুমলা
উত্তর: Show
ক) বক্তিয়ার
“শাহাজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে?”— কোন্ নাটকের অংশ?
- ক) সাজাহান
- খ) মেবার পতন
- গ) রিজিয়া
- ঘ) চন্দ্রগুপ্ত
উত্তর: Show
গ) রিজিয়া
ঔরঙ্গাজীব আর মহম্মদের সিনটা আছে –
- ক) রিজিয়া নাটকে
- খ) নূরজাহান নাটকে
- গ) মেবার পতন নাটকে
- ঘ) সাজাহান নাটকে
উত্তর: Show
ঘ) সাজাহান নাটকে
সাজাহান’ নাটকটির রচয়িতা –
- ক) দ্বিজেন্দ্রলাল রায়
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) ক্ষীরােদপ্রসাদ বিদ্যাবিনােদ
- ঘ) গিরিশচন্দ্র ঘােষ
উত্তর: Show
ক) দ্বিজেন্দ্রলাল রায়
“রাজনীতি বড়াে কূট।”— কথাটি বলেছিলেন –
- ক) রজনী
- খ) মহম্মদ
- গ) কালীনাথ
- ঘ) কিং লিয়র
উত্তর: Show
খ) মহম্মদ
‘সাজাহান’ নাটকে ঔরঙ্গাজীবের মহম্মদ সম্পর্কে আশঙ্কিত হওয়ার কারণ –
- ক) মহম্মদ অত্যন্ত একগুঁয়ে
- খ) মহম্মদ নাবালক
- গ) মহম্মদ ঔরঙ্গাজীব সম্পর্কে অবিশ্বাসী
- ঘ) মহম্মদ হঠকারী
উত্তর: Show
গ) মহম্মদ ঔরঙ্গাজীব সম্পর্কে অবিশ্বাসী
‘সাজাহান’ নাটকে ঔরঙ্গজীবের প্রতি মহম্মদের অবিশ্বাসের মূলে কে রয়েছেন বলে মনে হয়?
- ক) সাজাহান কন্যা জাহানারা
- খ) সেনাপতি মিরজুমলা
- গ) সাজাহান পুত্র মােরাদ
- ঘ) ঔরঙ্গাজীব
উত্তর: Show
ক) সাজাহান কন্যা জাহানারা
এ বয়সে তা বুঝতে পারবে না। – কী বােঝার কথা বলা হয়েছে?
- ক) রাজনীতি বড়াে বিচিত্র
- খ) রাজনীতি বড়াে কূট
- গ) রাজনীতি বড়াে ইতিহাসনির্ভর
- ঘ) রাজনীতি বড়ােই গােলমেলে
উত্তর: Show
খ) রাজনীতি বড়াে কূট
“তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।” মহম্মদের এই উক্তির মূলে অন্যতম কারণ হল ঔরঙ্গজেবের –
- ক) অবাধ লুণ্ঠনের আকাঙ্ক্ষা
- খ) রণলিপ্সা
- গ) পিতাকে সিংহাসনচ্যুত করা
- ঘ) পিতাকে হত্যা করা
উত্তর: Show
গ) পিতাকে সিংহাসনচ্যুত করা
মাঝরাতে ঔরঙ্গাজীব একা জাগ্রত অবস্থায় তার কৃতকর্মের কোন্ কারণ চিহ্নিত করেন?
- ক) যা করেছি ধর্মের জন্য
- খ) যা করেছি মুঘল সাম্রাজ্যের জন্য
- গ) যা করেছি সিংহাসনের জন্য
- ঘ) যা করেছি পুত্রের জন্য
উত্তর: Show
ক) যা করেছি ধর্মের জন্য
“আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ”- রজনীকান্ত কী বুঝতে পেরেছিলেন?
- ক) তার প্রেমিকা এখনও মরেনি
- খ) তার থিয়েটার এখনও তাকে ছাড়েনি
- গ) তার প্রতিভা এখনও মরেনি
- ঘ) তার রক্তে এখনও নাটকের সুর
উত্তর: Show
গ) তার প্রতিভা এখনও মরেনি
“এই তাে জীবনের সত্য কালীনাথ”— জীবনের সত্য কী?
- ক) প্রতিভা যার আছে, বয়সে তার কী এসে যায়
- খ) ইচ্ছা যার আছে, তার বয়সে আর কী এসে যায়
- গ) চেষ্টা যার আছে, তার বয়সে আর কী এসে যায়
- ঘ) আগ্রহ যার আছে, তার বয়সে আর কী এসে যায়
উত্তর: Show
ক) প্রতিভা যার আছে, বয়সে তার কী এসে যায়
“স্বর্গ, মর্ত্যে নেমে আসুক।”— কীভাবে স্বর্গ মর্ত্যে নেমে আসবে বলে সুজা মনে করেছেন?
- ক) পিয়ারাবানুর অপরুপ সংগীতের মূর্ছনায়
- খ) পিয়ারাবানুর সৌন্দর্যের বিচ্ছুরণে
- গ) পিয়ারাবানুর মধুর হাসির মহিমায়
- ঘ) উপরােক্ত সবকটি কারণে
উত্তর: Show
ক) পিয়ারাবানুর অপরুপ সংগীতের মূর্ছনায়
‘তােমার প্রেমে আমাকে আবৃত করে দাও।’— কথাটি বলেছে—
- ক) সুজা
- খ) দারা
- গ) মােরাদ
- ঘ) পিয়ারা বানু
উত্তর: Show
ক) সুজা
“আজ সারারাত্রি ঘুমাব না।”— সুজা ঘুমাতে চাননি কেন?
- ক) সারারাত্রি তিনি যুদ্ধের পরিকল্পনা করতে চেয়েছিলেন
- খ) যুদ্ধাত্রার আগের দিন তিনি ঘুমান না
- গ) তিনি পিয়ারাবানুর সংগীত মূৰ্ছনায় হারিয়ে যেতে চেয়েছিলেন
- ঘ) সম্রাট তাকে সেই রাতে ঘুমাতে বারণ করেছিলেন
উত্তর: Show
গ) তিনি পিয়ারাবানুর সংগীত মূৰ্ছনায় হারিয়ে যেতে চেয়েছিলেন
“শিল্পকে যে-মানুষ ভালােবেসেছে—” রজনীকান্তের মতে –
- ক) বার্ধক্য নেই
- খ) একাকিত্ব নেই
- গ) রােগ নেই
- ঘ) সবকটি বিকল্পই সত্য
উত্তর: Show
ঘ) সবকটি বিকল্পই সত্য
রজনীকান্তের মতে, মৃত্যুভয় জয় করতে পারে সেই, যে –
- ক) পৃথিবীকে ভালােবাসে
- খ) শিল্পকে ভালােবাসে
- গ) শিল্পীকে ভালােবাসে
- ঘ) নাটককে ভালােবাসে
উত্তর: Show
খ) শিল্পকে ভালােবাসে
“সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়েই তােমার জীবন ফুরিয়ে গেল।” — উক্তিটির বক্তা কে?
- ক) কালীনাথ সেন
- খ) কালীশংকর সেন
- গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
- ঘ) রজনীশ চট্টোপাধ্যায়
উত্তর: Show
গ) রজনীকান্ত চট্টোপাধ্যায়
“তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে’, – কোন্ চরিত্রের ভূমিকায় মানাবে না?”
- ক) ঔরঙ্গজীব
- খ) দিলদার
- গ) সাজাহান
- ঘ) মােরাদ
উত্তর: Show
খ) দিলদার
“নানা রঙের দিন” নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন্ ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন?
- ক) ম্যাকবেথ
- খ) ওথেলাে
- গ) জুলিয়াস সিজার
- ঘ) মার্চেন্ট অফ ভেনিস
উত্তর: Show
খ) ওথেলাে