বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-10 ABTA HS Test Paper Solution 2023-2024)
বাংলা ক – সেট 10 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024
X
BENGALI (Group-A)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮
(i) আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখল? –
- (ক) ফুটপাতে মৃত্যু
- (খ) অনাহারে মৃত্যু
- (গ) বস্তিবাসীর মৃত্যু
- (ঘ) পাগলের মৃত্যু
উত্তর: Show
(খ) অনাহারে মৃত্যু
(ii) “সংসারে তার নাকি মন নেই” – কার মন নেই? –
- (ক) নিখিলের
- (খ) মৃত্যুঞ্জয়ের
- (গ) টুনুর মায়ের
- (ঘ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের
উত্তর: Show
(ক) নিখিলের
(iii) “বৃষ্টিতে তা হল ধারালো” – কী ধারালো হল?
- (ক) লোকের মেজাজ
- (খ) রাঢ় বাংলার শীত
- (গ) হাওয়ার বেগ
- (ঘ) নদীর স্রোত
উত্তর: Show
(খ) রাঢ় বাংলার শীত
(iv) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”- চৌকিদারের পরামর্শ কী ছিল?-
- (ক) দোকান বন্ধ করা
- (খ) দাঙ্গা থামানো
- (গ) বুড়িকে নদীতে ফেলে দেওয়া
- (ঘ) বুড়ির সেবা করা
উত্তর: Show
(গ) বুড়িকে নদীতে ফেলে দেওয়া
(v) ‘অ উচ্ছব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন?’ – বক্তা-
- (ক) সাধনবাবু
- (খ) বড়োকর্তা
- (গ) সতীশবাবু
- (ঘ) বামুন ঠাকুর
উত্তর: Show
(ক) সাধনবাবু
(vi) ‘পরদা খুললে দেখা যায়…।’-
- (ক) মঞ্চা ফাঁকা
- (খ) মঞ্চ অন্ধকার
- (গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা
- (ঘ) মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে
উত্তর: Show
(গ) মঞ্চ সম্পূর্ণ ফাঁকা
অথবা, (vii) বক্তিয়ারের সিনটা কোন্ নাটকের?-
- (ক) শাজাহান
- (খ) রিজিয়া
- (গ) সুলতানা
- (ঘ) মেবার পতন
উত্তর: Show
(খ) রিজিয়া
(viii) “ওঃ দাতাকর্ণ যে।” কথাটি কে বলেছিলেন?-
- (ক) বউদি অমরকে
- (খ) শম্ভু অমরকে
- (গ) অমর শম্ভুকে
- (ঘ) বউদি শম্ভুকে
উত্তর: Show
(খ) শম্ভু অমরকে
অথবা, (ix) “এ নিশ্চয় রামব্রীজ” – রামব্রীজ কে?-
- (ক) এক ধরনের তাস
- (খ) উড়ালপুল
- (গ) অভিনেতা
- (ঘ) গেটকিপার
উত্তর: Show
(ঘ) গেটকিপার
(x) পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝেছিলেন-
- (ক) ভক্তিগীতি
- (খ) প্রেম
- (গ) লারেলাপ্পা
- (ঘ) নাটক
উত্তর: Show
প্রেম (গ) লারেলাপ্পা
অথবা, (xi) “তাহলে সে রাজনীতি আমার জন্য নয়।” – বক্তা কে?-
- (ক) মহম্মদ
- (খ) শাজাহান
- (গ) কালীনাথ
- (ঘ) রজনী
উত্তর: Show
(ক) মহম্মদ
(xii) রূপনারানের কূলে জেগে ওঠার অর্থ-
- (ক) জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা
- (খ) মোহমুক্ত হওয়া
- (গ) মোক্ষলাভ
- (ঘ) চেতনা ফিরে পাওয়া
উত্তর: Show
(ক) জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা
(xiii) ‘শিকার’ কবিতায় উল্লিখিত হরিণের রঙ কেমন?-
- (ক) গোলাপী
- (খ) নীলাভ
- (গ) বাদামী
- (ঘ) খয়েরি
উত্তর: Show
(গ) বাদামী
(xiv) ‘মেঘ-মদির মহুয়ার দেশ’- ‘মদির’ শব্দের অর্থ কী?-
- (ক) মত্ত
- (খ) মদযুক্ত
- (গ) অহংযুক্ত
- (ঘ) ভালোবাসা
উত্তর: Show
(ক) মত্ত
(xv) “তাই বলি,” কী বলেন?
- (ক) সবুজ কেটো না
- (খ) গাছ তুলে আনো
- (গ) গাছে জল দাও
- (ঘ) আকাশের দিকে তাকাও
উত্তর: Show
(খ) গাছ তুলে আনো
(xvi) ‘লিমা’ হল-
- (ক) পেরুর রাজধানী
- (খ) জাপানের রাজধানী
- (গ) মিশরের রাজধানী
- (ঘ) গ্রিসের রাজধানী
উত্তর: Show
(ক) পেরুর রাজধানী
অথবা, (xvii) সাকা হলে বাড়িতে হত-
- (ক) মোচ্ছব
- (খ) পুজো
- (গ) অরন্ধন
- (ঘ) পার্বন
উত্তর: Show
(গ) অরন্ধন
(xviii) কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন?-
- (ক) পিকাসো
- (খ) রাফায়েল
- (গ) লিওনার্দো-দ্য-ভিঞ্চি
- (ঘ) মাইকেল অ্যাঞ্জেলো
উত্তর: Show
(ক) পিকাসো
(xix) ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন-
- (ক) মৃণাল সেন
- (খ) হীরালাল সেন
- (গ) সত্যজিৎ রায়
- (ঘ) প্রমথেশ বড়ুয়া
উত্তর: Show
(খ) হীরালাল সেন
(xx) ‘হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস’ গ্রন্থটির লেখক-
- (ক) আচার্য জগদীশচন্দ্র বসু
- (খ) মেঘনাদ সাহা
- (গ) প্রফুল্লচন্দ্র রায়
- (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তর: Show
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(xxi) ‘ভ্’ ধ্বনিটি হল –
- (ক) মহাপ্রাণ দন্ত্য
- (খ) ঘোষ মহাপ্রাণ
- (গ) অঘোষ ওষ্ঠ্য
- (ঘ) অল্পপ্রাণ ওষ্ঠ্য
উত্তর: Show
(খ) ঘোষ মহাপ্রাণ
(xxii) ‘গুগাবাবা’ – শব্দটি একটি-
- (ক) মিশ্র শব্দ
- (খ) যোগরূঢ় শব্দ
- (গ) মুণ্ডমাল শব্দ
- (ঘ) জোড়কলম শব্দ
উত্তর: Show
(গ) মুণ্ডমাল শব্দ
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) “চোখ বুলিয়ে যেতে নজরে পড়লো।” – কার কী নজরে পড়লো?
উ. অশান্ত মনে নিখিল সংবাদপত্রটি তুলে চোখ বুলাতেই তার নজরে পড়ল, ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হা-হহুতাশ করা মন্তব্য করা হয়েছে।
(ii) “খুবই অদ্ভুত কথা।” – অদ্ভুত কথাটা কী?
উ. কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির মেয়ে বড় পিসির বিয়ে না হওয়ার ঘটনাটিকেই ‘অদ্ভুত কথা’ বলা হয়েছে।
অথবা, ‘সে এট্টা কতা বটে’ – কথাটা কী?
উ. প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ঘর করতে খরচা দেবে সরকার, এই কথা শুনে উৎসব বুদ্ধিমান সাজতে গিয়ে উক্ত কথা খানি বলেছে।
(iii) ‘মনে হলো লোকে মানবে না।’ – লোকে না মানার কারণ কী?
উ. তথাকথিত ইংরেজি শিক্ষিত বাবু সম্প্রদায় শম্ভু মিত্রের ভঙ্গি নির্ভর হাস্যোদ্দীপক অভিনয় তাদের কাছে তখনই গ্রহণযোগ্য মনে হবে যদি ইংরেজরা মান্যতা দেয়। তাই শম্ভু মিত্রের মনে হয়েছে লোকে মানবে না।
অথবা, ‘কে যেন একবার বললে’ কে কী বলেছিল?
উ. ‘নানা রঙের দিন’ – নাটকের অভিনেতা রজনী চ্যাটার্জীর দিলদারের চরিত্রে অভিনয় করার সময় মনে হল দর্শকাসন থেকে প্রশংসায় কে যেন বলে উঠলো – ‘দেখছো রজনী চাটুজ্জে ইজ রজনী চাটুজ্জে – মরা হাতি সোয়া লাখ।’
(iv) ‘কেন আমাকে ধরবে কেন?’ বক্তাকে ধরার কারণ কী?
উ. ‘বিভাব’ নাটকে বৌদির পরিকল্পিত প্রগ্রেসিভ লাভ সিন-এ শম্ভু হলেন – আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। তাই রাস্তার মোড়ে দেখলে পুলিশ তাকে ধরবে।
অথবা, ‘হবে না কেন?’ – কী হবে না কেন?
উ. ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্তবাবু অতিরিক্ত মদ্যপান করার কারণে মাঝ রাতে একা মৃত্যু, শ্মশান সম্পর্কে আবোল-তাবোল ভাবছেন।
(v) ‘গেলাসে রেখেছিল?’ – কে, কী রেখেছিল?
উ. মিশরের মানুষী তার বুকের থেকে কবির নীলমদের গেলাসে মুক্তাখানি রেখেছিল।
(vi) “কেন ভালোবাসা” – ভালোবাসা নিয়ে কবির এই সংশয় কেন?
উ. সামাজিক-রাজনৈতিক সংকট কবিকে ব্যথিত ও মর্মাহত করেছে। আর তাই তিনি মানুষের প্রতি ভালোবাসা সামাজিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।
(vii) “বহুদিন জঙ্গলে যাইনি।” – কে, কেন জঙ্গলে যাননি?
উ. প্রকৃতি প্রেমিক কবি শক্তি চট্টোপাধ্যায় কর্মব্যস্ততার জন্য বহুদিন শহরেই রয়েছেন। এবং চাক্ষুস করেছেন নাগরিক আগ্রাসনে সবুজের অনটন। তাই তিনি ইচ্ছে থাকলেও বহুদিন জঙ্গলে যেতে পারেননি।
(viii) শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে?
উ. নগরায়ন ও যন্ত্র সভ্যতার অভিঘাতে নির্গত ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে।
(ix) ‘ব্যাবিলন’ বিখ্যাত কেন?
উ. খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে সম্রাট নেবুকাডনেজার তার সম্রাজ্যের ইচ্ছা পূরণের জন্য ‘শূন্য উদ্যান’ বা ‘ঝুলন্ত বাগান’ তৈরি করেন। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্তর্গত; যা ব্যাবিলন কে বিশ্বে বিখ্যাত করে তুলেছে।
অথবা, ‘সে আবার গেল।’ – কে কোথায় গেল?
উ. প্রখ্যাত প্রাদেশিক সাহিত্যিক কর্তার সিং দুগগাল-এর ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের তৃষ্ণায় কাতর শিষ্য মর্দানা, অনিচ্ছা সত্ত্বেও গুরুর কথায় দ্বিতীয়বার জল প্রার্থনা করতে বলী কান্ধারীর কুটিরে গিয়েছিল।
(x) দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও।
উ. দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ হল –
- ১। মানুষকে – এই পদে মানুষ।
- ২। ফুলওয়ালা – এই পদে ফুল।
(xi) ক্র্যানবেরি রূপমূল কী?
উ. আভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থহীন যে – পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, তাকে ক্র্যানবেরী রূপমূল বলে। যেমন – ‘আলাপ’, বিলাপ’, ‘প্রলাপ’, ‘সংলাপ’ – এই শব্দগুলির ‘লাপ’ অংশটুকু উল্লেখিত শব্দের পার্থক্য করতে সমর্থ্য। তাই ‘লাপ’ হলো ক্র্যানবেরী রূপমূল।
(xii) সুরতরঙ্গ কাকে বলে?
উ. বাক্যের মধ্যে বিভিন্ন শব্দে সুরাঘাতের হ্রাসবৃদ্ধি অর্থাৎ, সুরের তীব্রতার ওঠা-নামার দ্বারা যখন সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয়, তখন সেই সুরের ওঠানামাকে সুরতরঙ্গ বা স্বরতরঙ্গ বলে।
যেমন –
- বিবৃতি বাক্যঃ অন্তরীপ এখন ছবি আঁকবে।
- প্রশ্নবাক্যঃ অন্তরীপ এখন ছবি আঁকবে?