বাংলা ক – সেট 12 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

বাংলা ক – সেট 12 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A

বাংলা ক – সেট 12 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

XII

BENGALI (Group-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম ছিল-

  • (ক) প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • (খ) প্রবোধ বন্দ্যোপাধ্যায়
  • (গ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
  • (ঘ) প্রবোধমোহন বন্দ্যোপাধ্যায়

উত্তর: Show

(গ) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

১.২ ‘যথেষ্ট রিলিফ ওয়ার্ক’ না হওয়ার কারণ- [H.S. – 18]

  • (ক) লোকের অভাব
  • (খ) টাকার অভাব
  • (গ) পরিকল্পনার অভাব
  • (ঘ) সদিচ্ছার অভাব

উত্তর: Show

(ক) লোকের অভাব

১.৩ ‘বড়ো বউ ভাবতে চেষ্টা করে’– [H.S. – 19]

  • (ক) তখনও শ্বশুর বাঁচবে কিনা
  • (খ) ডাক্তার আসবে কিনা
  • (গ) তখনও চাঁদ সূর্য উঠবে কিনা
  • (ঘ) শ্বশুর হাসবে কিনা।

উত্তর: Show

(গ) তখনও চাঁদ সূর্য উঠবে কিনা

১.৪ সৈয়দ মুস্তাফা সিরাজের ছদ্মনাম ছিল-

  • (ক) যুবনাশ্ব
  • (খ) ইবলিশ
  • (গ) আকবর বাদশা
  • (ঘ) রুস্তম-ই-হিন্দ

উত্তর: Show

(খ) ইবলিশ

১.৫ বুড়িকে ‘হরিবোল’ বলতে শুনেছিল-

  • (ক) নিবারণ বাগদি
  • (খ) ভটচাজ মশা‍ই
  • (গ) নকড়ি নাপিত
  • (ঘ) চাওলা জগা

উত্তর: Show

(গ) নকড়ি নাপিত

১.৬ ‘চিনিলাম আপনারে’–

  • (ক) আঘাতে আঘাতে
  • (খ) বেদনায় বেদনায়
  • (গ) আঘাতে বেদনায়
  • (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়

উত্তর: Show

(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়

১.৭ ‘চারিদিকে পেয়ারা ও নোনার গাছ’– যার মতো- [H.S. – 18]

  • (ক) টিয়ার পালকের মতো
  • (খ) ভোরের রৌদ্রের মতো
  • (গ) মচকাফুলের পাপড়ির মতো
  • (ঘ) গোধূলিমদির মেয়েটির মতো

উত্তর: Show

(ক) টিয়ার পালকের মতো

১.৮ ‘পথের দুধারে ছায়া ফেলে’-

  • (ক) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
  • (খ) ধোঁয়ার বঙ্কিম নিংশ্বাস
  • (গ) দেবদারুর দীর্ঘরহস্য
  • (ঘ) মেঘ-মদির মহুয়ার দেশ

উত্তর: Show

  (গ) দেবদারুর দীর্ঘরহস্য

১.৯ ‘যে মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন’- তাকে পাওয়া গিয়েছিল-

  • (ক) রাস্তায়
  • (খ) জঙ্গলে
  • (গ) নদীর ধারে
  • (ঘ) পাহাড়ের নীচে

উত্তর: Show

(খ) জঙ্গলে

১.১০ ‘তার নাকি দারুণ বক্স অফিস’ – [H.S. – 17]

  • (ক) প্রেমের নাটকের
  • (খ) ওড়িয়া যাত্রার
  • (গ) মারাঠি তামাশার
  • (ঘ) হাসির নাটকের

উত্তর: Show

(ঘ) হাসির নাটকে

অথবা ‘রজনীবাবু অনেক তো বয়েস হ’ল’- রজনীবাবুর বয়স-

  • (ক) ৬৮ বছর
  • (খ) ৬০ বছর
  • (গ) ৭৮ বছর
  • (ঘ) ৬৫ বছর

উত্তর: Show

(ক) ৬৮ বছর

১.১১ ‘তার চেহারা-কম কথা কয়। -যার কথা বলা হয়েছে-

  • (ক) শাহনাওয়াজ
  • (খ) ওরঙ্গজীব
  • (গ) মহম্মদ
  • (ঘ) বক্তিয়ার

উত্তর: Show

(গ) মহম্মদ

অথবা ‘লভ সিন’-এ যে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল- [H.S. – 20]

  • (ক) গিটার
  • (খ) সেতার
  • (গ) বেহালা
  • (ঘ) হারমোনিয়াম

উত্তর: Show

(ঘ) হারমোনিয়াম

১.১২ ‘বাঙালিরা শুনি কাঁদুনে জাত’- বলেছেন [H.S. – 16]

  • (ক) বল্লভভাই
  • (খ) অমর
  • (গ) শম্ভু
  • (ঘ) বৌদি

উত্তর: Show

(ক) বল্লভভাই

অথবা ‘সিধে ইস্টেজ পর চলে আও’- যাকে স্টেজের উপর চলে আসতে বলা হয়েছে-

  • (ক) কালীনাথকে
  • (খ) মহম্মদকে
  • (গ) রামব্রীজকে
  • (ঘ) রজনীকান্তকে

উত্তর: Show

(গ) রামব্রীজকে

১.১৩ গলদের নিপাত করেছিল-

  • (ক) দ্বিতীয় ফ্রেডারিক
  • (খ) আলেকজান্ডার
  • (গ) স্পেনের ফিলিপ
  • (ঘ) সিজার

উত্তর: Show

(ঘ) সিজার

অথবা “সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না!”- কারণ- [H.S. – 16]

  • (ক) পাঞ্জাসাহেবে বলার কুটির ছিল
  • (খ) পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন
  • (গ) পাঞ্জাসাহেবে ফিরিঙ্গিরা গুলি করেছে।
  • (ঘ) পাঞ্জাসাহেবে সাকা হয়েছে

উত্তর: Show

(খ) পাঞ্জাসাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন

১.১৪ “ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা”— গানটি গেয়েছেন—

  • (ক) সন্ধ্যা মুখোপাধ্যায়
  • (খ) আরতি মুখোপাধ্যায়
  • (গ) গীতা দত্ত
  • (ঘ) নির্মলা মিশ্র

উত্তর: Show

(ক) সন্ধ্যা মুখোপাধ্যায়

১.১৫ ‘মধ্যযুগের সন্তগণ’ ছবিটির স্রষ্টা-

  • (ক) হেমেন্দ্রনাথ মজুমদার
  • (খ) নন্দলাল বসু
  • (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়
  • (ঘ) রামকিংকর বেইজ

উত্তর: Show

(গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়

১.১৬ আধুনিক রাশিবিজ্ঞানের জনক হলেন-

  • (ক) ইন্দুমাধব মল্লিক
  • (খ) আশুতোষ মুখোপাধ্যায়
  • (গ) শিশিরকুমার মিশ্র
  • (ঘ) প্রশান্তচন্দ্র মহলানবিশ

উত্তর: Show

(ঘ) প্রশান্তচন্দ্র মহলানবিশ

১.১৭ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল- [H.S. – 20]

  • (ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
  • (খ) সপ্তদশ শতাব্দীর প্রথমে
  • (গ) উনিশ শতকের শেষের দিকে
  • (ঘ) আঠারো শতকের শেষে

উত্তর: Show

(ক) বিংশ শতাব্দীর গোড়ার দিকে

১.১৮ এরোপ্লেন > প্লেন, টেলিফোন > ফোন, শব্দের অমন পরিবর্তনকে বলে-

  • (ক) বিকল্পন
  • (খ) জোড়কলম রূপ
  • (গ) ক্লিপিংস
  • (ঘ) মুন্ডমাল শব্দ

উত্তর: Show

(গ) ক্লিপিংস

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ ‘তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ।’- কী হলে এমন হতো? (H.S. – 18)

উত্তরঃ মহাশ্বেতা দেবীর ‘ভাত’ ছোটগল্পে চুন্নুনীদের অর্থাৎ উচ্ছবের বউ-ছেলেমেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন, তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকতো। 

২.২ ‘কিন্তু মেনে নিয়েছে’।- কারা কী মেনে নিয়েছে?

উত্তরঃ কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পের অনাহারক্লিষ্ট দুর্ভিক্ষ পিড়ীত ফুটপাথবাসীরা মেনে নিয়েছে। 

অর্ধাহারে, অনাহারে ফুটপাতে থাকা মানুষগুলার জীবন কিভাবে, কেমন করে ওলট-পালট হয়ে গেল তারা তা না জেনেও মেনে নিয়েছে যে এটাই তাদের নিয়তি। 

২.৩ ‘বহুদিন শহরেই আছি’- শহরে থেকে বক্তা কী উপলব্ধি করেছেন? [H.S. – 18]

উত্তরঃ প্রকৃতি প্রেমের কবি শক্তি চট্টোপাধ্যায় কর্মব্যস্ততার জন্য বহুদিন শহরেই রয়েছেন। এবং চাক্ষুস করেছেন নাগরিক আগ্রাসনে সবুজের অনটন। 

২.৪ ‘চাকরিটা ছেড়ে দিলাম’- কে, কেন চাকরিটা ছেড়ে দিলেন? [H.S. – 18]

উত্তরঃ ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয়ের টানে, নাটকের প্রতি ভালবাসায় পুলিশের চাকরি ছেড়ে দেন। 

অথবা ‘এ বড়ো জখমি লভ সিন!’ বক্তার এমন মনে হয়েছে কেন?

উত্তরঃ ‘বিভাব’ নাটকে বৌদি ওরফে তৃপ্তি মিত্র পরিকল্পিত প্রেমের দৃশ্যে অভিনয়ের সময় নায়ক-নায়িকার ধাক্কা লাগলে অভিনয়কে আরো প্রাণবন্ত করার জন্য নায়িকা রূপে কল্পিতা বৌদি নায়ক শম্ভুর গালে বিনা নোটিশে একটা চড় কষিয়ে দেন। আর সেই কারণে নায়ক রূপী শম্ভুর মনে হয়েছে, ‘এ লভ সিন’ বড়ই যখমি। 

২.৫ ‘সুন্দর বাদামি হরিণ’ চিতা বাঘিনির হাত থেকে বাঁচতে কোন্ কোন্ বনে ঘুরেছিল? 

উত্তরঃ ‘মহাপৃথিবী’র কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণ খাদক চিতাবাঘিনির খাদকে পরিণত না হওয়ার জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল।

২.৬ ‘অলস সূর্য দেয় এঁকে’– অলস সূর্য ‘কী এঁকে দেয়? (H.S. – 17)

উত্তর:  কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় সন্ধ্যার জলশ্রুতে অলস সূর্য গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ হয় এঁকে দেয়।

২.৭ ‘রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান।’- কেন রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে গিয়েছিলেন? [H.S. – 19]

উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটকে প্রধান চরিত্র নেশাগ্রস্ত রজনী চ্যাটার্জি মঞ্চের উইংস দিয়ে বেরোতে গিয়ে, ময়লা পাজামা পরিহিত গায়ে কালো চাদর, এলোমেলো চুলের বুড়ো প্রম্পটার কালীনাথ সেনকে দেখে ভয় পেয়ে চিৎকার করে পিছিয়ে গিয়েছিলেন। 

অথবা ‘তাদের মধ্যে একটা হাহাকার আর গোঙানি শোনা যায়।’- কাদের মধ্যে কেন হাহাকার আর গোঙানি শোনা যায়?

উত্তরঃ নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে পরাধীন ভারতবাসী বেঁচে থাকার তাগিদে চাল আর কাপড়ের ন্যূনতম চাহিদার দাবিতে বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে মৃত্যুবরণ করলে, মৃত্যু পথযাত্রীর গোঙানি ও স্বজন হারানোর আর্ত হাহাকার শোনা যায়। 

২.৮ ‘কঠিনের ভালোবাসিলাম’- কঠিনকে ভালোবাসার কারণ কী? [H.S. – 17, 15]

উত্তরঃ সত্যদ্রষ্টা কবি রবি ঠাকুর তাঁর ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘কঠিন’কে ভালোবেসে ছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ আর সত্য কখনও  বঞ্চনা করে না তাই।

২.৯ ‘সেকালে ঘন সাকা হত।’— ‘সাকা’ হলে কী করতে হতো? [H.S. – 16]

উত্তরঃ ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘শাকা’। আর ‘শাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন। 

অথবা ‘ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল’– কী ডুবে যাওয়ার সময়ে, কাদের জন্য চিৎকার উঠেছিল?

উত্তর:  যে রাতে আটলান্টিস যখন সমুদ্রগর্ভে বিলীন হচ্ছিল, তখন দ্বীপবাসীরা ক্রীতদাসের জন্য আর্তনাদ করে উঠেছিল। কারণ তারা বলতে চাইছিলো যে ক্রীতদাস থাকতে তারা কেন মরছে।

২.১০ একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? [H.S. – 17]

উত্তরঃ একভাষিক অভিধান – যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় একভাষিক অভিধান। 

যেমনঃ বাংলা থেকে বাংলা, রাজশেখর বসুর ‘চলন্তিকা’।

দ্বিভাষিক অভিধানঃ  যে অভিধানে এক ভাষার শব্দকে সর্বদাই অন্য আরেক ভাষা দিয়ে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। যেমনঃ Samsad English-Bengali Dictionary. 

২.১১ থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও। (H.S. – 20, 16)

উত্তরঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। 

একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।

বি.দ্র. – 

  • ১। থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
  • ২। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।
  • ৩। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
  • ৪। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।
  • ৫। একটি বাংলা থিসিরাস হল – অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।

২.১২ ব্যাখ্যানমূলক সমাস কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ ব্যাখ্যানমূলক সমাস – যে সমাসে দুটি পদ যখন পাশাপাশি বসে এবং প্রথম পদটি দ্বিতীয় পদটিকে ব্যাখ্যা করে, তাকে ব্যাখ্যামূলক সমাস বলে। কর্মধারয় সমাস এই সমাসের আরেক নাম।

যেমনঃ মহাকবি = মহান যে কবি, মিশকালো = মিসির ন্যায় কালো।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *