বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-16 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XVI (Page No. – 211)

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(i) বাড়ি থেকে বেরিয়ে দু-পা হেঁটেই মৃত্যুঞ্জয় –

  • (ক) বাসে ওঠে 
  • (খ) ট্যাক্সিতে ওঠে 
  • (গ) রিকশায় ওঠে 
  • (ঘ) ট্রামে ওঠে

উত্তর: Show

(ঘ) ট্রামে ওঠে

(ii) বাসিনী লুকিয়ে উচ্ছবকে কী খেতে দিয়েছিল? – (H.S. – 16)

  • (ক) চিড়ে 
  • (খ) মুড়ি 
  • (গ) বাতাসা 
  • (ঘ) ছাতু

উত্তর: Show

(ঘ) ছাতু

(iii) “উনি আমার পতিদেবতা।” উনি হলেন- 

  • (ক) শ্রীকৃষ্ণ 
  • (খ) শিব 
  • (গ) বড়ো পিসিমা 
  • (ঘ) বড়ো বউ

উত্তর: Show

(খ) শিব

(iv) ‘চেঁচিয়ে বলল – খবরদার!’ কে চেঁচিয়ে বলল? 

  • (ক) করিম ফরাজি 
  • (খ) গাঁয়ের ভটচাজমশাই 
  • (গ) জগা চাওলা 
  • (ঘ) মোল্লাসাহেব

উত্তর: Show

(ক) করিম ফরাজি

(v) ‘আমি পারব না।’ – বক্তা কে? 

  • (ক) টুনুর মা 
  • (খ) মৃত্যুঞ্জয় 
  • (গ) লেখক 
  • (ঘ) নিখিল

উত্তর: Show

(খ) মৃত্যুঞ্জয়

(vi) ‘সে কখনো করে না বঞ্চনা।’- ‘সে’ বলতে বোঝানো হয়েছে- (H.S. – 16)

  • (ক) কঠিনকে 
  • (খ) মৃত্যুকে 
  • (গ) সত্যকে 
  • (ঘ) জীবনকে

উত্তর: Show

(গ) সত্যকে

(vii) ‘আকাশে জ্বলছে এখনও’ আকাশে জ্বলছে-

  • (ক) চন্দ্র 
  • (খ) সূর্য 
  • (গ) তারা 
  • (ঘ) নক্ষত্র

উত্তর: Show

(গ) তারা

(viii) ‘আমার ক্লান্তির উপর ঝরুক’- 

  • (ক) বকুল ফুল 
  • (খ) মহুয়া ফুল 
  • (গ) শিউলি ফুল 
  • (ঘ) এদের কোনোটিই নয়

উত্তর: Show

(খ) মহুয়া ফুল

(ix) “যা পারি কেবল / সে-ই কবিতায় জাগে” – কবিতায় কী জাগে?- (H.S. – 17)

  • (ক) কবির বিবেক 
  • (খ) কবির হিংসা 
  • (গ) কবির ক্রোধ 
  • (ঘ) কবির অক্ষমতা

উত্তর: Show

(ক) কবির বিবেক

(x) ‘পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম’- উক্তিটি করেছেন- (H.S. – 15)

  • (ক) অমর 
  • (খ) বৌদি 
  • (গ) শম্ভু 
  • (ঘ) নাট্যকার

উত্তর: Show

(খ) বৌদি

অথবা, (xi) ‘বহুরূপী তখন লাটে উঠবে।’ ‘বহুরূপী’ একটি- (H.S. – 15)

  • (ক) বিদ্যালয় 
  • (খ) পাঠশালা 
  • (গ) নাট্যগোষ্ঠী 
  • (ঘ) গ্রাম

উত্তর: Show

(গ) নাট্যগোষ্ঠী

(xii) ‘The night is calling me’ – সংলাপটি কার?- 

  • (ক) বার্নার্ড শ 
  • (খ) শেলী 
  • (গ) শেকসপিয়র 
  • (ঘ) বায়রন

উত্তর: Show

(ক) বার্নার্ড শ

অথবা, (xiii) কাবুকি থিয়েটার কোন দেশের?- (H.S. – 20)

  • (ক) মার্কিন যুক্তরাষ্ট্র 
  • (খ) ভিয়েতনাম 
  • (গ) জাপান 
  • (ঘ) রাশিয়া

উত্তর: Show

(গ) জাপান

(xiv) ‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স- 

  • (ক) ৫০ বছর 
  • (খ) ৬৮ বছর 
  • (গ) ৬০ বছর 
  • (ঘ) ৭০ বছর

উত্তর: Show

(খ) ৬৮ বছর

অথবা, (xv) ‘গ্রিনরুমে ঘুমোই’…? কে ঘুমোন?

  • (ক) কালীনাথ সেন 
  • (খ) রজনীকান্ত চট্টোপাধ্যায় 
  • (গ) রামব্রীজ 
  • (ঘ) রামচরণ

উত্তর: Show

(ক) কালীনাথ সেন

(xvi) ‘গলদের’ নিপাত করেছিল – 

  • (ক) আলেকজান্ডার 
  • (খ) সিজার 
  • (গ) দ্বিতীয় ফ্রেডরিক 
  • (ঘ) হিটলার

উত্তর: Show

(খ) সিজার

অথবা, (xvii) হাসান আব্দালের বর্তমান নাম – (H.S. – 20)

  • (ক) হাসান সাহেব 
  • (খ) পাঞ্জাসাহেব 
  • (গ) পীরসাহেব 
  • (ঘ) নানাসাহেব

উত্তর: Show

(খ) পাঞ্জাসাহেব

(xviii) ‘জারি’ গানে জারি শব্দের অর্থ- 

  • (ক) আনন্দ 
  • (খ) বীরত্ব 
  • (গ) সমবেত 
  • (ঘ) ক্রন্দন

উত্তর: Show

(ঘ) ক্রন্দন

(xix) সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র- (H.S. – 19)

  • (ক) মা যশোদা 
  • (খ) মধ্যযুগের সন্তগণ 
  • (গ) হলকর্ষণ 
  • (ঘ) ভারতমাতা

উত্তর: Show

(ক) মা যশোদা

(xx) ভারতীয় তথ্যচিত্রে প্রথম চিত্রকার কে?- (H.S. – 17)

  • (ক) মৃণাল সেন 
  • (খ) ঋত্বিক ঘটক 
  • (গ) হীরালাল সেন 
  • (ঘ) প্রমথেশ বড়ুয়া

উত্তর: Show

(গ) হীরালাল সেন

(xxi) একটি তাড়িত ধ্বনি হল- (H.S. – 16)

  • (ক) ঝ্ 
  • (খ) ম্ 
  • (গ) ঞ্ 
  • (ঘ) ড়্

উত্তর: Show

(ঘ) ড়্

(xxii) ‘দারুণ’ শব্দের আদি অর্থ- (H.S. – 18)

  • (ক) অত্যন্ত 
  • (খ) নির্মম 
  • (গ) কাষ্ঠনির্মিত 
  • (ঘ) সুন্দর

উত্তর: Show

(গ) কাষ্ঠনির্মিত

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২

(i) ‘মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়’- কী টের পাওয়া যায়? (H.S. – 20)

উত্তর: কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের চোখ দেখে টের পাওয়া যায় যে, নিখিলের কোনো কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।

(ii) ‘ফাঁপি’ কাকে বলে? (H.S. – 19)

উত্তর: সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে শীতকালে বৃষ্টির সঙ্গে জারালো বাতাস বইলে রাঢ়বাংলার গ্রাম্য, তথাকথিত ছোটলোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। 

(iii) ‘জেগে উঠিলাম।’ – কবি কোথায়, কীভাবে জেগে উঠলেন? (H.S. – 20)

উত্তর: ‘রূপনারানের কূলে’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি রূপনারানের কূলে জেগে উঠলেন। কবি তাঁর আসন্ন মৃত্যুর আচ্ছন্ন চৈতন্য থেকে আবার চেতনা ফিরে পেয়েছেন। এভাবেই কবি জেগে উঠেছেন। 

(iv) ‘সে নামলো’ কে, কোথায় নেমেছিল?

উত্তর: জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল।

(v) ‘এখানে অসহ্য, নিবিড় অন্ধকারে / মাঝে মাঝে শুনি।’ বক্তা কী শোনেন?

উত্তরঃ নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। 

(vi) ‘বহুদিন জঙ্গলে যাইনি’- জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে? [HS – 2015]

উত্তরঃ আধুনিক কবি শঙ্খ ঘোষ বারবার আরণ্যক জীবনে পেয়েছেন শান্তি, কিন্তু কর্মব্যস্ততার জন্য বহুদিন তিনি আরণ্যক সুখ থেকে বঞ্চিত। তাছাড়া শহুরে জীবনের আগ্রাসন এবং সবুজের ধ্বংসলীলা দেখে কবিপ্রাণ ক্লান্ত, বিধ্বস্ত ও রোগাক্রান্ত।

(vii) “দিলুম, তোকে বকশিশ দিলুম।”- কে. কাকে বকশিশ দিল?

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র মদ্যপ রজনী বাবুকে গেটকিপার রামব্রিজ বাড়ি যাওয়ার জন্য গাড়ি ধরিয়ে দিলে তাকে তিনি তিন টাকা বকশিশ দিয়েছিলেন। 

অথবা, “আপনি বামুন-মানুষ, মিছে কথা বলব না।” – বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? (H.S. – 15)

উত্তর: প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা অর্থাৎ কালিনাথ সেন, ব্রাহ্মণ রজনী চ্যাটার্জীকে যে সত্যি কথাটি বলেছিলেন – তা হলো তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রীন রুমে ঘুমোন। 

(viii) “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?”- কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? (H.S. – 15)

উত্তর: বিভাব নাটকের ‘লভ সিনে’ নায়কের ভূমিকায় অভিনয়কারী শম্ভু মিত্র কলেজ ফেরত নায়িকাকে খালি ধাক্কা দিয়ে বেড়ান। 

অথবা, অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রোমোশন দেননি কেন?

উত্তর: অমর গাঙ্গুলি সংস্কৃত পরীক্ষায় মাত্র তেরো পেয়েছিলেন, তাই স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রোমোশন দেননি।

(ix) “সেকালে ঘন ঘন ‘সাকা’ হত” – ‘সাকা’ হলে কী করতে হত? [H.S. – 16]

উত্তরঃ ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘সাকা’। আর ‘সাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন। 

অথবা, “বিরাট আর্মাডা যখন ডুবল,” – ‘আর্মাডা’ কী?

উত্তর: ‘আর্মাডা’ – শব্দের অর্থ রণতরীর বহর। স্পেনের অধিপতি দ্বিতীয় ফিলিপ যে নৌবহর স্থাপন করেছিলেন তা ছিল অজেয়। যা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন।

(x) সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? (H.S. – 16)

উত্তরঃ সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।

(xi) ‘রেজিস্টার’ কী?

উত্তর: উপলক্ষ্য অনুযায়ী সমাজভাষাবিজ্ঞানে ভাষা ও উপভাষার যে বদল হয়, তাকে ‘রেজিস্টার’ বলে।  

(xii) মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী? 

উত্তর: মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হল – ৩০টি।

যথা: ক্, খ্, গ্, ঘ্, ঙ্, চ্, ছ্, জ্, ঝ্, ট্, ঠ্, ড্, ঢ্, ত্, থ্, দ্, ধ্, ন্, প্, ফ্, ব্, ভ্, ম্, র্, ল্, শ্, স্, হ্, ড়্, ঢ়্।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *