বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-9 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

IX (Page No. – 105)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন- 

  • (ক) পরিচ্ছন্ন হয়েছে 
  • (খ) ছিঁড়ে গেছে 
  • (গ) অদৃশ্য হয়েছে 
  • (ঘ) নতুন হয়েছে। 

উত্তর: Show

(গ) অদৃশ্য হয়েছে

(ii) “বিছানা নিয়েছে”- কে বিছানা নিয়েছে?- 

  • (ক) নিখিল 
  • (খ) মৃত্যুঞ্জয় 
  • (গ) টুনুর মা 
  • (ঘ) নিখিলের বাবা। 

উত্তর: Show

(গ) টুনুর মা

(iii) “কালো বিড়ালের লোম আনতে গেছে”- 

  • (ক) বাসিনী 
  • (খ) ভজন চাকর 
  • (গ) মেজো ছেলে 
  • (ঘ) উচ্ছব। 

উত্তর: Show

(খ) ভজন চাকর

(iv) “এমনিতেই খুব জাঁকালো”- কী জাঁকালো? 

  • (ক) রাঢ়বাংলার শীত 
  • (খ) রাঢ়বাংলার গরম 
  • (গ) রাঢ়বাংলার বর্ষা 
  • (ঘ) রাঢ়বাংলার কুয়াশা। 

উত্তর: Show

(ক) রাঢ়বাংলার শীত

(v) “থুথুড়ে কুঁজো ভিখিরি বুড়ি।”- বুড়ির গায়ে জড়ানো ছিল- 

  • (ক) নোংরা চাদর 
  • (খ) ছেঁড়া কাপড় 
  • (গ) তুলোর কম্বল 
  • (ঘ) দামি ছেঁড়া শাল। 

উত্তর: Show

(গ) তুলোর কম্বল

(vi) “সকল দেনা” কীসে শোধ করতে হবে?- 

  • (ক) বেদনায় 
  • (খ) রক্তের অক্ষরে 
  • (গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায় 
  • (ঘ) মৃত্যুতে। 

উত্তর: Show

(ঘ) মৃত্যুতে

(vii) “পথের দু-ধারে ছায়া ফেলে”- 

  • (ক) পাইন গাছ 
  • (খ) সুদীর্ঘ মহুয়া গাছ 
  • (গ) ঘুমহীন ক্লান্ত শ্রমিক 
  • (ঘ) দেবদারুর দীর্ঘ রহস্য। 

উত্তর: Show

(ঘ) দেবদারুর দীর্ঘ রহস্য

(viii) “গাছের সবুজটুকু শরীরে দরকার”- 

  • (ক) উপভোগের জন্য 
  • (খ) আরোগ্যের জন্য 
  • (গ) পুষ্টির জন্য 
  • (ঘ) বুদ্ধির জন্য। 

উত্তর: Show

(খ) আরোগ্যের জন্য

(ix) “যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন”- তাকে পাওয়া যায়- 

  • (ক) ধান ক্ষেতে 
  • (খ) নদীর পাড়ে 
  • (গ) খোলা মাঠে 
  • (ঘ) জঙ্গলে। 

উত্তর: Show

(ঘ) জঙ্গলে

(x) “The night is calling me”!- সংলাপটি কার?- 

  • (ক) বার্নার্ড’শ 
  • (খ) শেকস্পীয়ার 
  • (গ) বায়রন 
  • (ঘ) গোল্ডস্মিথ। 

উত্তর: Show

(ক) বার্নার্ড’শ

অথবা, (xi) “Farewell the tranquil mind! farewell content”- এই উক্তিটি কোন্ নাটকের?- 

  • (ক) ওথেলো 
  • (খ) ম্যাকবেথ 
  • (গ) ফাউস্ট 
  • (ঘ) দ্য টেম্পেস্ট। 

উত্তর: Show

(ক) ওথেলো

(xii) ‘বিভাব’ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল- 

  • (ক) মাধবী লতা দোলে 
  • (খ) মালতী লতা দোলে
  • (গ) মধুমতি দোলে 
  • (ঘ) মধুচন্দ্রিমা দোলে। 

উত্তর: Show

(খ) মালতী লতা দোলে

অথবা, (xiii) “শিল্পকে যে-মানুষ ভালোবেসেছে”- ‘রজনীবাবুর’ মতে তার – 

  • (ক) অহংকার নেই 
  • (খ) ঘরবাড়ি নেই 
  • (গ) বার্ধক্য নেই 
  • (ঘ) দুশ্চিন্তা নেই। 

উত্তর: Show

(গ) বার্ধক্য নেই

(xiv) “বিরাট আর্মাডা যখন ডুবল”- তখন কে কেঁদেছিল?- 

  • (ক) গ্রীসের ফিলিপ 
  • (খ) রোমের ফিলিপ 
  • (গ) দ্বিতীয় ফ্রেডরিক 
  • (ঘ) স্পেনের ফিলিপ। 

উত্তর: Show

(ঘ) স্পেনের ফিলিপ

অথবা, (xv) কোথাও ‘সাকা’ হলে রাত্রে শুতে হতো- 

  • (ক) মাটিতে 
  • (খ) পালঙ্কে 
  • (গ) মাদুরে 
  • (ঘ) মেঝেতে। 

উত্তর: Show

(ঘ) মেঝেতে

(xvi) ‘বিভাব’ নাটকটির অনুপ্রেরণা হল- 

  • (ক) রুশ দেশীয় নাটক 
  • (খ) কাবুকি থিয়েটার 
  • (গ) এক মারাঠি তামাশা 
  • (ঘ) এক পুরানো বাংলা নাটক। 

উত্তর: Show

(খ) কাবুকি থিয়েটার

অথবা, (xvii) বক্তিয়ারের সিনটা কোন্ নাটকের?- 

  • (ক) শাজাহান 
  • (খ) রিজিয়া 
  • (গ) সুলতান 
  • (ঘ) শাহজাদা দারাশুকো। 

উত্তর: Show

(ক) শাজাহান

(xviii) তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন- 

  • (ক) স্যার উইলিয়াম জোন্স 
  • (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় 
  • (গ) ফেদিনাঁ দ্য স্যোসুর 
  • (ঘ) নোয়াম চমস্কি। 

উত্তর: Show

(ক) স্যার উইলিয়াম জোন্স

(xix) ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’- এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা? –

  • (ক) অর্থের রূপান্তর 
  • (খ) অর্থের প্রসার 
  • (গ) অর্থের উন্নতি 
  • (ঘ) অর্থের সংকোচ। 

উত্তর: Show

(ঘ) অর্থের সংকোচ

(xx) ঈশ্বর গুপ্তের মতে, কে পক্ষীর দলের প্রতিষ্ঠা করেন?- 

  • (ক) রামনারায়ণ মিশ্র 
  • (খ) গৌরহরি দাস মহাপাত্র 
  • (গ) মধুসূদন কিন্নর 
  • (ঘ) দ্বারিক দাস। 

উত্তর: Show

(ক) রামনারায়ণ মিশ্র

(xxi) রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’ বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছিলেন- 

  • (ক) অন্নদাপ্রসাদ বাগচী 
  • (খ) যামিনী রায় 
  • (গ) নন্দলাল বসু 
  • (ঘ) রামকিঙ্কর বেইজ। 

উত্তর: Show

(গ) নন্দলাল বসু

(xxii) রামায়ণ অনুসারে ‘দাবা’ খেলার স্রষ্টা কে?- 

  • (ক) উর্মিলা 
  • (খ) কৈকেয়ী 
  • (গ) মন্দোদরী 
  • (ঘ) শূর্পণখা।

উত্তর: Show

(গ) মন্দোদরী

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

#বাংলা ক – সেট 9 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২

(i) “এ আগুন নিভবে না।”- কোন্ আগুনের কথা বলা হয়েছে? 

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রশ্নোদ্ধৃত অংশের নিরন্ন, বুভুক্ষু মানুষের ক্ষুধার তীব্র আগুনের কথা বলা হয়েছে।

(ii) সতীশ মিস্ত্রির কোন্ কোন্ ধানে মড়ক লেগেছিল? 

উত্তর: সতীশ মিস্ত্রির হরকুল, পাটনাই ও মোটা এই তিন ধানে মড়ক লেগেছিল।

(iii) ভোরের আলোয় নেমে এসে হরিণটি কী ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল? 

উত্তর: জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতার সুন্দর বাদামী হরিণটি ক্ষুধানিবারণের জন্য কচি বাতাবিলেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল।

(iv) “যা পারি কেবল”- কবি কী পারেন বলে জানিয়েছেন? 

উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত তাঁর কবিতার মধ্যে বিবেককে জাগ্রত করে অত্যাচারের প্রতিবাদ করতে পারেন।

(v) কবির দেহ ও চোখ কী দেখতে চায়? 

উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ সজীব প্রাণবন্ত সবুজ আর দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে।

(vi) “ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস”- ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কোথায়, কীসের মতো আসে? 

উত্তর: শহুরে যান্ত্রিকতা থেকে সৃষ্ট ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরেফিরে ঘরে আসে। 

(vii) “বহুরূপী তখন লাটে উঠবে”- বহুরূপী লাটে উঠবে কেন? 

উত্তর: ‘বিভাব’ নাটকে নিষিদ্ধ রাজনৈতিক আদর্শের সঙ্গে বহুরূপীর সম্পর্ক আছে জানলে ‘বহুরূপী’ লাটে উঠবে।

অথবা, “রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান”- কী দেখে ভয়ে পিছিয়ে যান? 

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্ক নাটকের প্রধান চরিত্র নেশাগ্রস্ত রজনী চ্যাটার্জি মঞ্চের উইংস দিয়ে বেরোতে গিয়ে, ময়লা পাজামা পরিহিত গায়ে কালো চাদর, এলোমেলো চুলের বুড়ো প্রম্পটার কালীনাথ সেনকে দেখে ভয় পেয়ে চিৎকার করে পিছিয়ে গিয়েছিলেন।

(viii) “এই রে পুলিশ আসছে। লাগল ঝঞ্ঝাট।”- পুলিশ আসার কারণ কী? 

উত্তর: অন্নবস্ত্রের দাবি আদায়কারী শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতে পুলিশ আসছিল।

অথবা, “সে রাজনীতি আমার জন্য নয়।”- কোন্ রাজনীতির কথা বলা হয়েছে? 

উত্তর: ঔরঙ্গজীবের দ্বারা সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা এবং ধর্মের দোহাই দিয়ে ভ্রাতৃহত্যা করে সিংহাসনে বসাই যদি রাজনীতি হয় তা হলে সে রাজনীতি মহম্মদের জন্য নয়।

(ix) “যখন সমুদ্র তাকে খেল”- সমুদ্র কাকে খেয়েছিল? 

উত্তর: উপকথার নগরী আটলান্টিসের সমুদ্রগর্ভে বিলীন হওয়ার কথাই এখানে বলা হয়েছে। 

অথবা, “ওর কাছে জল পেতে পার।”- জলের প্রয়োজন হল কেন? 

উত্তর: মর্দানা হাসান আব্দালের জঙ্গলে পৌঁছে তেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকে। আর তাই জলের প্রয়োজন হয়েছিল। 

(x) গুচ্ছধ্বনি কাকে বলে? (H.S. – 20)

উত্তর: পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। গুচ্ছধ্বনির মাঝখানে কোন স্বরধ্বনি থাকে না।

যেমনঃ ‘উত্তর’ শব্দে ‘ত্ত’ (ত্ + ত্) হল গুচ্ছ ধ্বনি। 

(xi) LAD-এর পুরো নাম কী? 

উত্তর: ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস (Language Acquisition Device)

LAD: নোয়ান চমস্কির মতে, মানুষের মাথায় একটা ভাষা-প্রত্যঙ্গ রয়েছে, যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস (Language Acquisition Device)। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উসকে দেওয়াই এর কাজ। সংক্ষেপে একে বলে ল্যাড (LAD)।

(xii) সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী? 

উত্তর: যে প্রক্রিয়ায় শব্দের চেহার অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোটো হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলে। 

যেমন – মাইক্রোফোন > মাইক, ফান্ডামেন্টাল > ফান্ডা।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *