পরিবেশের জন্য ভাবনা – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

পরিবেশের জন্য ভাবনা – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

পরিবেশের জন্য ভাবনা – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি : প্রশ্নমান-1

1. বেতার তরঙ্গ কোন্ স্তর থেকে প্রতিফলিত হয়? –

  • (a) ওজোনস্ফিয়ার
  • (b) আয়োনোস্ফিয়ার
  • (c) ট্রপোস্ফিয়ার
  • (d) স্ট্র্যাটোস্ফিয়ার

উত্তর: Show

(b) আয়োনোস্ফিয়ার

2. চিন সাগরের ঘূর্ণিঝড়কে বলে –

  • (a) হ্যারিকেন
  • (b) টাইফুন
  • (c) টর্নেডো
  • (d) লু

উত্তর: Show

(b) টাইফুন

3. গ্রিন হাউস গ্যাস হল –

  • (a) N2
  • (b) O2
  • (c) H2
  • (d) CH4

উত্তর: Show

(d) CH4

4. পৃথিবীর ভবিষ্যতের অফুরাণ শক্তির উৎস হল –

  • (a) মিথেন
  • (b) ইথেন
  • (c) প্রোপেন
  • (d) মিথেন হাইড্রেট

উত্তর: Show

(d) মিথেন হাইড্রেট

5. অপ্রচলিত শক্তি হল –

  • (a) তাপশক্তি
  • (b) বায়ুশক্তি
  • (c) তড়িৎশক্তি
  • (d) শব্দশক্তি

উত্তর: Show

(b) বায়ুশক্তি

6. সোলার কুকারে ব্যবহৃত হয় –

  • (a) সৌরশক্তি
  • (b) বায়ুশক্তি
  • (c) ভূতাপশক্তি
  • (d) জৈবগ্যাস শক্তি

উত্তর: Show

(a) সৌরশক্তি

7. ক্লোরোফ্লুরো কার্বনের উৎস হল –

  • (a) রেফ্রিজারেটর
  • (b) কৃষিক্ষেত্র
  • (c) জলাভূমি
  • (d) মোটরগাড়ি

উত্তর: Show

(a) রেফ্রিজারেটর

৪. গ্রিনহাউস প্রভাবের ফল –

  • (a) বৃষ্টিপাত
  • (b) ঝড়
  • (c) বিশ্ব উয়ায়ন
  • (d) কোনোটিই নয়

উত্তর: Show

(c) বিশ্ব উয়ায়ন

9. ওজোনস্তরে যে গ্যাসটি থাকে সেটি হল –

  • (a) ওজোন
  • (b) হাইড্রোজেন
  • (c) নাইট্রোজেন
  • (d) মিথেন

উত্তর: Show

(a) ওজোন

10. বায়ুমণ্ডলের সবথেকে নীচের স্তর হল –

  • (a) আয়োনোস্ফিয়ার
  • (b) এক্সোস্ফিয়ার
  • (c) ট্রপোস্ফিয়ার
  • (d) মেসোস্ফিয়ার

উত্তর: Show

(c) ট্রপোস্ফিয়ার

B. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলি : প্রশ্নমান-1

1. ম্যাগনেটোস্ফিয়ারে কী থাকে?

উত্তর: Show

ইলেকট্রন, প্রোটন

2. একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর: Show

কার্বন-ডাই-অক্সাইড

3. একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।

উত্তর: Show

কয়লা

4. কোন্ গ্যাস থেকে ওজোনস্তর সৃষ্টি হয়?

উত্তর: Show

অক্সিজেন

5. একটি অচিরাচরিত শক্তির উদাহরণ দাও।

উত্তর: Show

সৌরশক্তি

6. বায়ুমণ্ডলে কোন্ গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে?

উত্তর: Show

নাইট্রোজেন

7. কঠিন জ্বালানির ক্ষেত্রে তাপন মূল্যের একক লেখো।

উত্তর: Show

কিলোজুল/কেজি

৪. বায়ুকলে কোন্ শক্তি উৎপন্ন হয়?

উত্তর: Show

বিদ্যুৎ শক্তি

9. জৈব গ্যাসের একটি উৎস লেখো।

উত্তর: Show

গবাদি পশুর বর্জ্য পদার্থ

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *