ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A
বাংলা ক – সেট 7 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023
VII
BENGALI (Group-A)
১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮
১.১ “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে”। – কারণ
- (ক) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
- (খ) এভাবে সমাজসেবা হয় না
- (গ) এভাবে নিজেকে মেরে পরোপকার করা যায় না
- (ঘ) এভাবে দেশের কাজ হয় না
উত্তর: Show
(ক) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না
১.২ “বাসিনী থমকে দাঁড়ায়”– কারণ –
- (ক) উচ্ছব তাকে ডাকছে
- (খ) একজন পুলিশ তাড়া করেছে
- (গ) উচ্ছব হিংস্রভাবে তার দাঁত বের করছে
- (ঘ) উচ্ছব বসে অশৌচ বাড়ির ভাত খাচ্ছে
উত্তর: Show
(গ) উচ্ছব হিংস্রভাবে তার দাঁত বের করছে
১.৩ টুনুর মা নিখিলকে অনুরোধ জানিয়েছিল –
- (ক) একবেলার খাবার বিলিয়ে দিতে
- (খ) মাইনের অর্থ দান করতে
- (গ) আর্থিক সাহায্য করতে
- (ঘ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
উত্তর: Show
(ঘ) মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে
১.৪ “টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে।” – কোটোটিতে ছিল –
- (ক) দরকারি কাগজপত্র
- (খ) বড়ো বউয়ের গহনা
- (গ) দরখাস্তের প্রতিলিপি
- (ঘ) পুরানো রূপোর টাকা
উত্তর: Show
(গ) দরখাস্তের প্রতিলিপি
১.৫ “ …বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে।”- এখানে বুড়ির যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে –
- (ক) ফুটপাথে একা থাকা
- (খ) গাছতলায় থাকা
- (গ) উপোস করে থাকা
- (ঘ) লোকের কথা সহ্য করা
উত্তর: Show
(খ) গাছতলায় থাকা
১.৬ “আগুন জ্বলল আবার।” – আগে আগুন জ্বলেছিল যে কারণে–
- (ক) দেশোয়ালিদের হরিণের মাংস তৈরি করার জন্য
- (খ) দেশোয়ালিরা অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বেলেছিল
- (গ) দেশোয়ালিরা শীতের রাতে শরীর গরম করতে আগুন জ্বেলেছিল
- (ঘ) এগুলির কোনোটিই নয়
উত্তর: Show
(গ) দেশোয়ালিরা শীতের রাতে শরীর গরম করতে আগুন জ্বেলেছিল
১.৭ ‘মহুয়ার দেশে’ অবসন্ন মানুষের ঘুমহীন চোখে হানা দেয় –
- (ক) ক্লান্ত দুঃস্বপ্ন
- (খ) ক্লান্ত নিবাস্বপ্ন
- (গ) ক্লান্ত আতঙ্ক
- (ঘ) ক্লান্ত দুঃখ
উত্তর: Show
(ক) ক্লান্ত দুঃস্বপ্ন
১.৮ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি” কবিতাটির উৎস যে কাব্যগ্রন্থ-
- (ক) ‘ছিন্ন বিচ্ছিন্ন’
- (খ) ‘প্ৰভু নষ্ট হয়ে যাই’
- (গ) ‘যেতে পারি কিন্তু কেন যাবো’
- (ঘ) ‘অঙ্গুরী তোর হিরণ্য জল’
উত্তর: Show
(ঘ) ‘অঙ্গুরী তোর হিরণ্য জল’
১.৯ ‘আমার বিবেক’– কবি মৃদুল দাশগুপ্ত নিজের বিবেককে যা করতে বলেছেন –
- (ক) মূল্যহীন
- (খ) প্রতিবাদ
- (গ) প্রতিশোধ
- (ঘ) বারুদ
উত্তর: Show
(খ) প্রতিবাদ
১.১০ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার কারণ –
- (ক) ভালো চাকরি পাবার আশায়
- (খ) থিয়েটার করার নেশায়
- (গ) পুলিশের চাকরি তার ভালো লাগতো না
- (ঘ) ধরাবাঁধা জীবন ভালো না লাগায়
উত্তর: Show
(খ) থিয়েটার করার নেশায়
অথবা, “যাও যাও – এই কী রবীন্দ্রনাথের গান হচ্ছে না কি?” – গানটি হ’ল-
- (ক) ‘আলো আমার আলো’
- (খ) ‘ঐ মহামানব আসে’
- (গ) “ভালোবেসে সখী নিভৃতে যতনে’
- (ঘ) ‘মালতীলতা দোলে’
উত্তর: Show
(ঘ) ‘মালতীলতা দোলে’
১.১১ “আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ।”- রজনীকান্ত যা বুঝতে পেরেছিলেন –
- (ক) তার প্রেমিকা এখনও মরেনি
- (খ) তার প্রতিভা এখনও মরেনি
- (গ) তার রক্তে এখনও নাটকের সুর
- (ঘ) তার ভালোবাসার এখনও মৃত্যু হয়নি
উত্তর: Show
(খ) তার প্রতিভা এখনও মরেনি
অথবা, ‘সংস্কৃতে তেরো পেয়েছিলাম’- বক্তা –
- (ক) অমর
- (খ) শম্ভু
- (গ) বৌদি
- (ঘ) সমর
উত্তর: Show
(ক) অমর
১.১২ রজনীকান্ত চট্টোপাধ্যায় জন্মেছিলেন বাংলার যে অঞ্চলে –
- (ক) কলকাতায়
- (খ) হাওড়ায়
- (গ) রাঢ় অঞ্চলে
- (ঘ) বরেন্দ্রভূমি অঞ্চলে
উত্তর: Show
(গ) রাঢ় অঞ্চলে
অথবা, ‘বিভাব’ নাটকে বাঙালিদের প্রতি অভিযোগ হ’ল –
- (ক) বাঙালি কাঁদুনে জাত
- (খ) বাঙালি ঘুম কাতুরে জাত
- (গ) বাঙালি হাসতে ভালোবাসে
- (ঘ) বাঙালি খেতে ভালোবাসে
উত্তর: Show
(ক) বাঙালি কাঁদুনে জাত
১.১৩ ‘গলদের নিপাত করেছিল’–
- (ক) ফিলিপ
- (খ) দ্বিতীয় ফ্রেডারিক
- (গ) আলেকজান্ডার
- (ঘ) সিজার
উত্তর: Show
(ঘ) সিজার
অথবা, বলী কান্ধারী যে ধর্মের সাধক বা দরবেশ ছিলেন-
- (ক) ইসলাম ধর্মের
- (খ) জৈন ধর্মের
- (গ) বৌদ্ধ ধর্মের
- (ঘ) হিন্দু ধর্মের
উত্তর: Show
(ক) ইসলাম ধর্মের
১.১৪ প্রথম বাংলা ব্যান্ডের নাম হ’ল-
- (ক) ক্যাকটাস
- (খ) ভূমি
- (গ) দোহার
- (ঘ) মহীনের ঘোড়াগুলি
উত্তর: Show
(ঘ) মহীনের ঘোড়াগুলি
১.১৫ ‘দিল্লি দরবার’ তথ্যচিত্রটি নির্মাণ করেন –
- (ক) বিমল রায়
- (খ) হীরালাল সেন
- (গ) হরিসাধন দাশগুপ্ত
- (ঘ) সত্যজিৎ রায়
উত্তর: Show
(খ) হীরালাল সেন
১.১৬ ঠাকুরবাড়ির যে ব্যক্তি ‘পৃথিবী’ নামক বিজ্ঞান গ্রন্থটির রচয়িতা-
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) দ্বারকানাথ ঠাকুর
- (গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) স্বর্ণকুমারী দেবী
উত্তর: Show
(ঘ) স্বর্ণকুমারী দেবী
১.১৭ উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে বলা হয়-
- (ক) রেজিস্টার
- (খ) কোড
- (গ) উপলক্ষ্য
- (ঘ) কোড-বদল
উত্তর: Show
(ক) রেজিস্টার
১.১৮ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয়-
- (ক) যুক্ত ধ্বনি
- (খ) গুচ্ছ ধ্বনি
- (গ) অবিভাজ্য ধ্বনি
- (ঘ) বিভাজ্য ধ্বনি
উত্তর: Show
(খ) গুচ্ছ ধ্বনি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২
২.১ “ঐ সবুজের ভীষণ দরকার”- উল্লিখিত সবুজের ‘ভীষণ দরকার’ – কেন?
উত্তরঃ কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় গাছের সবুজ দিয়ে কবি যন্ত্র সভ্যতার ক্লান্তি থেকে আরোগ্য লাভ করতে পারেন, তাই কবির সবুজের দরকার।
২.২ “বিধির বিচার চেয়ে?” – ‘বিধির বিচার’ না চেয়ে কবি কী করতে চেয়েছেন?
উত্তরঃ অবক্ষয়িত সমাজ-রাজনৈতিক পরিবেশে কবি মৃদুল দাশগুপ্ত মনে করেন অন্যায়ের অবসান কখনই আকাশের দিকে তাকিয়ে বিধাতার বিচার চাওয়ার মাধ্যম হতে পারে না। তাই তিনি একজন সমাজমনস্ক মানুষ হিসেবে কলমের মাধ্যমেই প্রতিবাদকে হাতিয়ার হিসেবে তুলে ধরতে চেয়েছেন।
২.৩ “আর শিশিরে ভেজা সবুজ সকালে”- কবি কোথায় কী দেখতে পান?
উত্তরঃ কবি সমর সেন মহুয়ার দেশে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন।
২.৪ “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল।” – ‘সে’ নদীতে কেন নামল? (H.S. – 18)
উত্তরঃ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল।
সারারাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ক্লান্ত ও বিহল শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি জলে নেমেছিল।
২.৫ “দূরদর্শী লোক ছিলেন” – কাকে, কেন দূরদর্শী লোক বলা হয়েছে?
উত্তরঃ লেখিকা মহাশ্বেতা দেবীর ‘ভাত’ গল্পের বুড়োকর্তা ছিলেন দূরদর্শী লোক।
বুড়োকর্তা অনেকগুলো বাড়ি শিব-মহেশ্বর-ত্রিলোচন-উমাপতি প্রভৃতি শিবের বহু নামে রেখে দেবত্র সম্পত্তিতে পরিণত করেছিলেন। এভাবেই তিনি পরবর্তীকালে পরিবারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।
২.৬ পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরানো বচনে কী বলা আছে?
উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে ‘পৌষে বাদলা’ সম্পর্কে গ্রামের ‘ডাক পুরুষের’ পুরনো বচনটি হল – ‘শনিতে সাত, মঙ্গলে পাঁচ, বুধে তিন,-বাকি সব দিন-দিন।’
২.৭ “ওসব বাজে কথা আমি বিশ্বাস করি না।”- কোন কথা বিশ্বাস করেন না?
উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে দর্শকদের হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট এবং ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’ – এমন মন্তব্যকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের ‘বাজে কথা’ বলে মনে করেছেন।
অথবা, “এই সেরেছে- এ আবার কী ফ্যাসাদ-।”- কে, কোন ফ্যাসাদের কথা বলেছেন?
উত্তরঃ ‘বিভাব’ নাটকের নাট্যকার তথা প্রধান চরিত্র শম্ভু মিত্র উক্ত উদ্ধৃতিটি করেছেন।
পুলিশের হাত থেকে বাঁচার জন্য সামনের পথ দিয়ে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদের জানলা দিয়ে লাফ দিয়ে পুলিশের নজরে পড়ে যাওয়াকে ফ্যাসাদ বলেছেন।
২.৮ “মরা হাতি সোয়া লাখ”-কে, কখন কথা বলেছিল?
উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে দর্শকদের প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়ে তিনি নিজেই এই মন্তব্যটি করেছেন।
অথবা, “এই পড়ে বুকে ভরসা এলা” – কী পড়ে, কার মনে ভরসা এসেছিল?
উত্তরঃ রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখায় নাট্যভঙ্গিনির্ভর জাপানি ‘কাবুকি’ থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন।
২.৯ “গুরু গভীর সমস্যায় পড়লেন।” – গুরু কী কারণে গভীর সমস্যায় পড়লেন?
উত্তরঃ কর্তার সিং দুগ্গালের ‘অলৌকিক’ গল্পে গুরু নানক হাসান আব্দালের জঙ্গলে তৃষ্ণায় কাতর মর্দানাকে অনেক বুঝিয়েও যখন তিনি শান্ত করতে পারলেন না তখন তিনি গভীর সমস্যায় পড়লেন।
অথবা, “আর কেউ কাঁদেনি?” – কাদের কখন কাঁদার কথা বলা হয়েছে?
উত্তরঃ কবি শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় জগত বিখ্যাত ‘স্প্যানিশ আর্মাডা’ জাতীয় গৌরবের প্রতীক বলে তার পরাজয়ের বেদনা শুধু সম্রাট ফিলিপের নয় সমগ্র স্পেনবাসীর হৃদয়ে বেজেছিল। সমগ্র স্পেন বাসী কাঁদলেও ইতিহাসে রাজার দুঃখের কথাই লেখে।
২.১০ সুরতরঙ্গ কাকে বলে?
উত্তরঃ বাক্যের মধ্যে বিভিন্ন শব্দে সুরাঘাতের হ্রাসবৃদ্ধি অর্থাৎ, সুরের তীব্রতার ওঠা-নামার দ্বারা যখন সমগ্র বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হয়, তখন সেই সুরের ওঠানামাকে সুরতরঙ্গ বা স্বরতরঙ্গ বলে।
যেমন –
২.১১ থিসরাস কী? (H.S. – 20, 16)
উত্তরঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়।
একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।
বি.দ্র. –
- ১। থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
- ২। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।
- ৩। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
- ৪। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।
২.১২ ‘মুণ্ডমাল’ শব্দ কাকে বলে?
উত্তরঃ একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে।
উদাহরণঃ
- ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
- গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
- VIP – Very Important Person.
বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।
Nice