বাংলা ক – সেট 7 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 7 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-7 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 7 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

VII (Page No. – 84)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) “টুনুর মা’র যা স্বাস্থ্য”- তাতে একবেলা খেয়ে বাঁচতে পারবে- 

  • (ক) ১৫-২০ দিন 
  • (খ) ১২-১৫ দিন 
  • (গ) ৭-৯ দিন 
  • (ঘ) ১০ দিন। 

উত্তর: Show

(ক) ১৫-২০ দিন

(ii) বড়ো বাড়িতে মেজো ও ছোটো ছেলের জন্য বারোমাস যে চাল রান্না হয়, তা হল- 

  • (ক) ঝিঙেশাল 
  • (খ) রামশাল 
  • (গ) পদ্মজালি 
  • (ঘ) কনকপানি। 

উত্তর: Show

(গ) পদ্মজালি

(iii) “সবুজের অনটন ঘটে”- ‘অনটন’ কী কারণে ঘটে? 

  • (ক) অনাবৃষ্টির ফলে 
  • (খ) শহরের অসুখ সবুজ খায় বলে 
  • (গ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে 
  • (ঘ) অভিজ্ঞ মালি নেই বলে। 

উত্তর: Show

(খ) শহরের অসুখ সবুজ খায় বলে

(iv) ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘রূপনারান’ প্রতীকায়িত হয়েছে- 

  • (ক) জন্ম 
  • (খ) বিশ্বসংসার 
  • (গ) মৃত্যু 
  • (ঘ) স্বপ্ন। 

উত্তর: Show

(খ) বিশ্বসংসার

(v) বুড়িকে ‘হরিবোল’ বলতে শুনেছিল- 

  • (ক) নিবারণ বাগদি 
  • (খ) নকড়ি নাপিত 
  • (গ) চৌকিদার 
  • (ঘ) ভট্টচাজমশাই। 

উত্তর: Show

(খ) নকড়ি নাপিত

(vi) অলস সূর্য ছবি এঁকে দেয়- 

  • (ক) সকালের জলস্রোতে 
  • (খ) সন্ধ্যার জলস্রোতে 
  • (গ) মহুয়া বনের ধারে 
  • (ঘ) উজ্জ্বল আলোর স্তম্ভে। 

উত্তর: Show

(খ) সন্ধ্যার জলস্রোতে

(vii) “সে কথায় তোমাদের কাজ কী বাছারা”?- কথাটি হল- 

  • (ক) সে কোথা থেকে এসেছে 
  • (খ) সে কোথায় যাবে 
  • (গ) তার সঙ্গে কে আছে 
  • (ঘ) সে এখানে কেন এসেছে। 

উত্তর: Show

(ক) সে কোথা থেকে এসেছে

(viii) “নিখিল সন্তর্পণে প্রশ্ন করল।” -প্রশ্নটি ছিল- 

  • (ক) তোমার কী হল? 
  • (খ) কী হল তোমার? 
  • (গ) কী হল হে তোমার? 
  • (ঘ) কী হয়েছে তোমার? 

উত্তর: Show

(গ) কী হল হে তোমার?

(ix) “যা পারি কেবল/সে-ই কবিতায় জাগে”- কবিতায় কী জাগে?- 

  • (ক) কবির বিবেক 
  • (খ) কবির হিংসা 
  • (গ) কবির ক্রোধ 
  • (ঘ) কবির অক্ষমতা। 

উত্তর: Show

(ক) কবির বিবেক

(x) “এর নাম হওয়া উচিত”- 

  • (ক) অভাব নাটক 
  • (খ) বিভাব নাটক 
  • (গ) পূর্ণাঙ্গ নাটক 
  • (ঘ) একাঙ্ক নাটক। 

উত্তর: Show

(ক) অভাব নাটক

(xi) অথবা, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল- 

  • (ক) জ্বলন্ত মোমবাতি 
  • (খ) জ্বলন্ত ধূপকাঠি 
  • (গ) তরবারি 
  • (ঘ) ত্রিশূল। 

উত্তর: Show

(ক) জ্বলন্ত মোমবাতি

(xii) “এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না”- বাজে কথাটি হল- 

  • (ক) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প 
  • (খ) অভিনেতা অমর 
  • (গ) রজনী চ্যাটাজ্জি মরে গেছে 
  • (ঘ) জনগণ আমাকে আর চার না। 

উত্তর: Show

(ক) নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প

(xii) অথবা, ‘বিভাব’ নাটকের নামকরণের ভিত্তি হল- 

  • (ক) শম্ভু মিত্রের ইচ্ছা 
  • (খ) নাট্যদলের সিদ্ধান্ত 
  • (গ) পুরোনো নাট্যশাস্ত্র 
  • (ঘ) অর্থের অভাব। 

উত্তর: Show

(গ) পুরোনো নাট্যশাস্ত্র

(xiv) “The night is calling me”- সংলাপটি কোন্ নাটকের?- 

  • (ক) পিগম্যালিয়ন 
  • (খ) রোমিও জুলিয়েট 
  • (গ) ক্যান্ডিডা 
  • (ঘ) আর্মস অ্যান্ড দ্য ম্যান। 

উত্তর: Show

(গ) ক্যান্ডিডা

অথবা, (xv) “শিল্পকে যে মানুষ ভালোবেসেছে….”- তার- 

  • (ক) সময়জ্ঞান নেই 
  • (খ) বার্ধক্য নেই 
  • (গ) লোভ নেই 
  • (ঘ) বাস্তব সচেতনতা নেই। 

উত্তর: Show

(খ) বার্ধক্য নেই

(xvi) “সেই রাতে চিৎকার উঠেছিল…” চিৎকার ওঠার কারণ- 

  • (ক) থিবস ধ্বংস হওয়া 
  • (খ) গলদের নিপাত হওয়া 
  • (গ) লিমা ধ্বংস হওয়া 
  • (ঘ) আটলান্টিক ধ্বংস হওয়া। 

উত্তর: Show

আটলান্টিস ধ্বংস হওয়া

বি.দ্র. – উত্তর আটলান্টিস হবে, কিন্তু অপশনে তা নেই।

অথবা, (xvii) গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন- কোথায় পৌঁছালেন?- 

  • (ক) বলী কান্ধারীর আশ্রমে 
  • (খ) পাঞ্জা সাহেবে 
  • (গ) হাসান আব্দালের জঙ্গলে 
  • (ঘ) অমৃতসরে। 

উত্তর: Show

(গ) হাসান আব্দালের জঙ্গলে

(xviii) LAS কথাটির পূর্ণরূপ হল- 

  • (ক) Language Acquisition School
  • (খ) Language Acquisition System
  • (গ) Language Acqusition Source
  • (ঘ) Language Acquisition Service 

উত্তর: Show

(খ) Language Acquisition System

(xix) শব্দের রূপান্তরের অন্যনাম- 

  • (ক) অর্থের প্রসার 
  • (খ) অর্থের সংকোচন 
  • (গ) অর্থ সংক্রমণ 
  • (ঘ) অর্থ সংশ্লেষ। 

উত্তর: Show

(ঘ) অর্থ সংশ্লেষ

(xx) কালীঘাট-পটের ছায়া পড়েছিল যে বিখ্যাত শিল্পীর ছবিতে- 

  • (ক) লিওনার্দো দ্য ভিঞ্চি 
  • (খ) ফার্নান্দ লেজ 
  • (গ) পাবলো পিকাসো 
  • (ঘ) রাফায়েল 

উত্তর: Show

(গ) পাবলো পিকাসো

(xxi) ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা- 

  • (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় 
  • (খ) সত্যেন্দ্রনাথ বসু 
  • (গ) জগদীশচন্দ্র বসু 
  • (ঘ) মেঘনাদ সাহা। 

উত্তর: Show

(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(xxii) প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম- 

  • (ক) কুমারটুলি ক্লাব 
  • (খ) শোভাবাজার ক্লাব 
  • (গ) টাউন ক্লাব 
  • (ঘ) ক্যালকাটা ক্লাব।

উত্তর: Show

(ঘ) ক্যালকাটা ক্লাব

#বাংলা ক – সেট 7 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২ 

(i) “হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল”- দৃশ্যটি কী? 

উত্তর: সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ‘ভারতবর্ষ’ গল্পের বর্ণনা অনুযায়ী দেখা যায়, চৌকিদারের পরামর্শে, বুড়ির মৃতদেহ সমেত চ্যাংদোলা খানি হিন্দুরা নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছিল ; বিকেল বেলায় মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত্র পড়তে পড়তে তা নিয়ে আসছে। প্রশ্নোদ্ধৃত অংশে এই দৃশ্যকেই অদ্ভুত বলে বর্ণনা করা হয়েছে।

(ii) “ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে”- ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তর: নাগরিক কবি সমরসেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় নাগরিক রূঢ় বাস্তবতায় ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে – শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণ যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন।

(iii) “এ গল্প গ্রামে সবাই শুনেছে।”- গল্পটি কী? 

উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির পরিচারিকা বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত —- এই গল্প গ্রামে সবাই শুনেছে।

(iv) “আমার দরকার শুধু গাছ দেখা”-এমন প্রয়োজনীয়তার কারণ কী? 

উত্তর: সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অরণ্যচারী মানুষ আধুনিক হয়েছে ঠিকই কিন্তু নগরায়নের ফলে অরণ্য হয়েছে ধ্বংস। মানুষের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। আর তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের গাছের সান্নিধ্য পাওয়া দরকার বলে মনে হয়েছে।

(v) “ঘুমহীন ক্লান্ত বিহ্বন শরীরটাকে…” – কেন তার শরীর ঘুমহীন ও ক্লান্ত? 

উত্তর: জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণের শরীর ঘুমহীন এবং ক্লান্ত। কারণ সারারাত জেগে চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে সে ক্রমাগত অর্জুনের বন থেকে সুন্দরীর বনে ঘুরে বেড়িয়েছে। 

(vi) ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কোন কোন কাজকে কবির বৃথা বলে মনে হয়েছে? 

উত্তর: মানবিক কবি মৃদুল দাশগুপ্তের ‘ধানক্ষেত থেকে’ কাব্যগ্রন্থের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় কবির মনে হয়েছে বিপন্ন সময়ে মাতৃভূমির পাশে না থাকতে পারলে লেখালেখি গান গাওয়া, ছবি আঁকা সবই মিথ্যে হয়ে যায়।

(vii) “কাদের জয় করল সিজার?” – সিজার কে, সে কাদের জয় করেছিল? 

উত্তর: যাঁর হাত ধরে রোমান সাম্রাজ্য একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল তিনি হলেন মহান রোমান সম্রাট জুলিয়াস সিজার। তিনি ফ্রান্সের বিভিন্ন উপজাতিদের পরাজিত করে এবং গল রাজ্য জয় করে রোমের আধিপত্য প্রতিষ্ঠা করেন। 

অথবা, “পাঞ্জাসাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি’’ –  আশ্চর্য ঘটনাটি কী?

উত্তর: পাঞ্জাসাহেবের মানুষরা ট্রেনের লাইনে শুয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়ে খিদে তেষ্টায় কাতর যাত্রী বোঝাই দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেনকে আটকে ছিল – যা লেখকের কাছে আশ্চর্যজনক ঘটনা বলে মনে হয়েছে।

(viii) ‘তাঁর লেখা পড়ে জানতে পারলাম”- শম্ভু মিত্র কার লেখা পড়ে কী জানতে পারলেন?

উত্তর: রুশ দেশীয় চিত্রপরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখা পড়ে শম্ভু মিত্র জানতে পেরেছিলেন জাপানি কাবুকি থিয়েটারের অভিনয়ে ভঙ্গিবহুল ব্যবহার রয়েছে। 

অথবা, “এ হচ্ছে সবই মাতালের কারবার”-কে, কোন ঘটনাকে মাতালের কারবার বলেছেন? 

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় সফল অভিনয় জীবনের দীর্ঘ ৪৫ বছর কাটালেও মাঝরাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছেন, অথচ তাঁর খোঁজ নেওয়ার মতো কেউ নেই আর তাই এ ঘটনাকে মাতালের কারবার বলে মনে হয়েছে।

(ix) সঞ্জননী ব্যাকরণ কী?

উত্তর: সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।

(x) মুন্ডমাল শব্দ কাকে বলে?

উত্তর: একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণ: 

ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।

VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

(xi) ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝ?

উত্তর: দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়।

যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’ ও ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়।

(xii) “বিশ্বভারতীই কি পারমিশন দেবে?”- কীসের পারমিশন? (H.S. – 17)

উত্তর: ‘বিভাব’ নাটকে লভ সিনে নায়িকার কন্ঠে ফিল্মি কায়দায় গাওয়া ‘মালতি লতা দোলে’ – এই রবীন্দ্র সংগীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছেন কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্র সংগীতের কপিরাইট ছিল।

অথবা, “ও কী বলল জানো?”- কে, কী বলেছিল?

উত্তর: অভিনেতা রজনী চ্যাটার্জীর অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি তাকে ভালবাসলেও বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে বলে।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *