বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023 ABTA Higher Secondary Test Paper 2022-2023 : Bengali A

বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2022-2023

XVI

BENGALI (Group-A)

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো : ১ × ১৮ = ১৮

১.১ ‘সবুজের অনটন ঘটে’- (H.S. – 16)

  • (ক) অনাবৃষ্টির ফলে
  • (খ) অভিজ্ঞ মালী নেই বলে
  • (গ) ঝড়ে গাছ পড়ে যাওয়ার ফলে
  • (ঘ) শহরের অসুখ সবুজ খায় বলে

উত্তর: Show

(ঘ) শহরের অসুখ সবুজ খায় বলে

১.২ কয়লাখনির শ্রমজীবী মানুষেরা রাত কাটায় –

(ক) নিদ্রাহীনভাবে

(খ) গান বাজনার আয়োজনে

(গ) আনন্দ উল্লাসের সঙ্গে

(ঘ) অনাহারে অভুক্ত অবস্থায়

উত্তর: Show

(ক) নিদ্রাহীনভাবে

১.৩ অস্বচ্ছ জলরঙ্গের আঁকা ছবিকে বলে – (H.S. – 17)

  • (ক) ওয়াশ
  • (খ) গুয়াশ
  • (গ) পট
  • (ঘ) স্কেচ

উত্তর: Show

(খ) গুয়াশ

১.৪ Syntax শব্দটির অর্থ – 

  • (ক) ধ্বনিতত্ত্ব
  • (খ) বাক্যতত্ত্ব
  • (গ) রূপতত্ত্ব
  • (ঘ) কোনোটিই নয়

উত্তর: Show

(খ) বাক্যতত্ত্ব

১.৫ বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে – 

  • (ক) ৭টি
  • (খ) ১১টি
  • (গ) ১২টি
  • (ঘ) ৯টি

উত্তর: Show

(ক) ৭টি

১.৬ ‘ভারতবর্ষ’ গল্পে উল্লেখিত গ্রামটি ঢাকা ছিল – 

  • (ক) ঝাউবনে
  • (খ) বাঁশবনে
  • (গ) ঘন বনে
  • (ঘ) শালবনে

উত্তর: Show

(খ) বাঁশবনে

১.৭ বাসিনী লুকিয়ে উচ্ছবকে খেতে দেয়- (H.S. – 16)

  • (ক) ছাতু
  • (খ) মুড়ি
  • (গ) রুটি
  • (ঘ) ছোলা

উত্তর: Show

(ক) ছাতু

১.৮ টুনুর মা বিছানা নিয়েছে – 

  • (ক) কঠিন অসুখে
  • (খ) না খেয়ে স্বামীর চিন্তায়
  • (গ) ছেলে মেয়েদের চিন্তায়
  • (ঘ) স্বামীর উপর অভিমান করে

উত্তর: Show

(খ) না খেয়ে স্বামীর চিন্তায়

১.৯ ‘প্রগ্রেসিভ লঙ সিন’ করার ভাবনা যার মাথায় এসেছিল তিনি হলেন– 

  • (ক) শম্ভু
  • (খ) বউদি
  • (গ) অমর
  • (ঘ) পরিচালক

উত্তর: Show

(খ) বউদি

অথবা ‘সাজাহান’ নাটকটির রচয়িতা- 

  • (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (খ) গিরিশচন্দ্র ঘোষ
  • (গ) দ্বিজেন্দ্রলাল রায়
  • (ঘ) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ

উত্তর: Show

(গ) দ্বিজেন্দ্রলাল রায়

১.১০ মৃত্যুঞ্জয়ের ‘কেবলি মনে পড়ো- (H.S. – 16)

  • (ক) ছেলে-মেয়েদের কথা
  • (খ) অভাবের কথা
  • (গ) ফুটপাথের লোকগুলোর কথা
  • (ঘ) স্বামীর কথা

উত্তর: Show

(গ) ফুটপাথের লোকগুলোর কথা

১.১১ বৃষ্টির সাথে বাতাস জোরালো হলে ছোটোলোকেরা বলে – 

  • (ক) ফাঁপি
  • (খ) আয়লা
  • (গ) ফণী
  • (ঘ) লায়লা

উত্তর: Show

ডাওর

বি.দ্র. – উত্তর হবে ‘ডাওর’ যা উত্তরের বিকল্প গুলিতে নেই।

১.১২ নানা রঙের দিন’ নাটকের শেষে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ বলেছেন- (H.S. – 20)

  • (ক) ওথেলো
  • (খ) জুলিয়াস সিজার
  • (গ) মার্চেন্ট অফ ভেনিস
  • (ঘ) ম্যাক 

উত্তর: Show

(ক) ওথেলো

অথবা ‘বিভাব’ নাটকের বউদি চরিত্রটি হলেন –

  • (ক) স্বাতীলেখা
  • (খ) মিসেস গাঙ্গুলি
  • (গ) সন্ধ্যারাণী
  • (ঘ) তৃপ্তি মিত্র

উত্তর: Show

(ঘ) তৃপ্তি মিত্র

১.১৩ ‘শিকার’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত – 

  • (ক) ধূসর পাণ্ডুলিপি
  • (খ) মহাপৃথিবী
  • (গ) ঝরাপালক
  • (ঘ) বনলতা সেন

উত্তর: Show

(খ) মহাপৃথিবী

বি.দ্র. – ‘শিকার’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় ১৩৪৩ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায়। পরবর্তীতে ১৩৫১ বঙ্গাব্দে প্রকাশিত ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থে স্থান পায়। পুনশ্চ ১৩৭৭ বঙ্গাব্দে বেঙ্গল পাবলিশার্স-এর প্রকাশনায় প্রকাশিত ‘বনলতা সেন’ কাব্য গ্রন্থে স্থান পায় কবিতাখানি। তাই অপশনে ‘মহাপৃথিবী’ ও ‘বনলতা সেন’ দুটি থাকলে ‘মহাপৃথিবী’ লেখাই সমীচীন বলেই আমার মত।

১.১৪ ‘এ জগৎ’- (H.S. – 18, 20)

  • (ক) স্বপ্ন নয়
  • (খ) দুঃখ নয়
  • (গ) সুখ নয়
  • (খ) রূঢ় নয়

উত্তর: Show

(ক) স্বপ্ন নয়

১.১৫ ‘হ্যাঁ বল্লভভাই বলে গেছেন’- (H.S. – 16)

  • (ক) বাঙালিরা আড্ডাবাজ
  • (খ) বাঙালির উদার
  • (গ) বাঙালিরা সংস্কৃতিমনা
  • (ঘ) বাঙালিরা কাঁদুনে জাত

উত্তর: Show

(ঘ) বাঙালিরা কাঁদুনে জাত

অথবা, রজনীকান্ত যে ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন- (H.S. – 16)

  • (ক) ঔরঙ্গজীব
  • (খ) দিলদারের
  • (গ) খলনায়ক চরিত্র
  • (ঘ) সাজেন্ট চরিত্র

উত্তর: Show

(খ) দিলদারের

১.১৬ পাথরে গুরু নানকের হাতের ছাপ রয়েছে যে স্থানে সেটি হল – 

  • (ক) আজমীর
  • (খ) শ্রীক্ষেত্র
  • (গ) হাসান আব্দাল
  • (ঘ) অমৃতসর

উত্তর: Show

(গ) হাসান আব্দাল

অথবা, থিবস্‌ সুপ্রাচীন নগর রূপে গড়ে ওঠে –

  • (ক) গ্রিসে
  • (খ) ইটালিতে
  • (গ) মোজাম্বিতে
  • (ঘ) কায়রোতে

উত্তর: Show

(ক) গ্রিসে

১.১৭ ‘ক্যালকাটা ইউথকয়্যার’ যার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তিনি হলেন – 

  • (ক) শিবদাস বন্দ্যোপাধ্যায়
  • (খ) রুমা গুহঠাকুরতা
  • (গ) হেমন্ত মুখোপাধ্যায়
  • (ঘ) হেমাঙ্গ বিশ্বাস

উত্তর: Show

(খ) রুমা গুহঠাকুরতা

১.১৮ ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’ গঠন করেন –

  • (ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
  • (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তর: Show

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

বি.দ্র. – ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’ গঠিত হয়েছিল ১৯০৭ সালে ১৯২০তে নয়। তোমাদের ‘বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস’ বই এর ৩৬ পৃষ্ঠায় আছে।

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১ × ১২ = ১২

২.১ “বচসা বেড়ে গেল”– বচসার কারণ কী?

উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে মৃতকল্প বুড়ি হিন্দু না মুসলমান তার স্বপক্ষে দুই সম্প্রদায় যখন প্রত্যক্ষ প্রমাণ, প্রমাণ করার চেষ্টা করল তখনই তাদের মধ্যে বচসা বেড়ে গেল।

২.২ “কঠিনের ভালোবাসিলাম” – কঠিনকে ভালোবাসার কারণ কী? [H.S. – 17, 15]

উত্তরঃ সত্যদ্রষ্টা কবি রবি ঠাকুর তাঁর ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘কঠিন’কে ভালোবেসে ছিলেন কারণ কঠিন হলো সত্যের স্বরূপ আর সত্য কখনও  বঞ্চনা করে না তাই।

২.৩ অলস সূর্য দেয় এঁকে – অলস সূর্য কী এঁকে দেয়? (H.S. – 17)

উত্তর:  কবি সমর সেনের ‘মহুয়ার দেশ’ কবিতায় সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মত উজ্জ্বল আলোর স্তম্ভ হয় এঁকে দেয়।

২.৪ থিসরাস কী? (H.S. – 20, 16)

উত্তরঃ থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক, যেখানে অর্থ-সম্পর্ক যুক্ত (সমার্থক বা বিপরীতার্থক) শব্দগুলিকে বর্ণনাক্রমে তালিকাবদ্ধ করা হয়। 

একটি বাংলা থিসরাস হল অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত ‘সমার্থ শব্দকোষ’।

বি.দ্র. – 

  • ১। থিসরার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ – রত্নাগার।
  • ২। সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হল – অমরকোষ।
  • ৩। একজন দেশি থিসরাস প্রণেতা হলেন – অমর সিংহ। তাঁর থিসরাসটি হল ‘অমরার্থচন্দ্রিকা’ বা ‘অমরকোষ’।
  • ৪। একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন – পিটার মার্ক রজেট।

২.৫ মুণ্ডমালশব্দ কাকে বলে? 

উত্তরঃ একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে একটি শব্দ গঠন করাকে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম বলে। 

উদাহরণঃ 

  • ল.সা.গু. – লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
  • গু.গা.বা.বা. – গুপী গাইন বাঘা বাইন।
  • VIP – Very Important Person.

বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম হলেও ইংরেজিতে এর প্রচুর উদাহরণ দেখা যায়।

২.৬ পরাধীন রূপমূলের উদাহরণ দাও। (H.S. – 15)

উত্তরঃ ‘বাসনওয়ালা’ – পদে ‘ওয়ালা’ হল পরাধীন রূপমূল। 

২.৭ মর্দান বলী কান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কী করলেন?

উত্তরঃ ‘অলৌকিক’ গল্পের দরবেশ বলি কান্ধারী প্রথমে কুয়োর দিকে ইঙ্গিত করলেন। পরক্ষনেই তিনি জানতে চাইলেন মর্দানা কোথা থেকে আসছেন। এবং উত্তর জানার পর তাকে জল না দিয়ে তাড়িয়ে দিলেন। 

অথবা, কে সাত বছরের যুদ্ধ জিতেছিল?

উত্তরঃ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লেখিত রাজা দ্বিতীয় ফ্রেডারিক সাত বছরের রক্তক্ষয়ী সংগ্রামের শেষে জয়লাভ করেছিলেন। 

২.৮ শো-তে রজনীকান্তের অভিনয় দেখে দর্শকরা কী মন্তব্য করেছে? 

উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের অভিনয় দেখে দর্শকরা সাত-সাত বার ক্ল্যাপ দিয়েছে এবং প্রশংসায় বলেছে, – ‘মাইরি, এই না হলে অ্যাক্টিং!’

অথবা, শম্ভু আর অমর রাস্তায় চলতে চলতে কীসের ক্ষীণ আওয়াজ শুনতে পেলো? 

উত্তরঃ ‘বিভাব’ নাটকে শম্ভু ও অমর হাসির খোরাকের সন্ধানে রাস্তায় বেরোলে তারা পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শুনতে পান – ‘চাল চাই, কাপড় চাই।’

২.৯ “বুড়িমা, তুমি মরণি”- কার বক্তব্য? 

উত্তরঃ সৈয়দ মুস্তাফা সিরাজের ‘ভারতবর্ষ’ গল্পে মৃতকল্প বুড়ি বেঁচে উঠলে বিস্মিত চৌকিদার বুড়িকে উক্ত প্রশ্নটি করেছেন। 

২.১০ “চিনিলাম আপনারে”- কীভাবে?  (H.S. – 19, 16)

উত্তরঃ রূপনারানের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে – বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে, নিজেকে চিনলেন।

২.১১ “নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল”- কী কারণে? (H.S. – 18)

উত্তরঃ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামী হরিণ নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল।

সারারাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে ঘুরে ঘুরে ক্লান্ত ও বিহল শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি জলে নেমেছিল।

২.১২ “শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়”- ক্ষীণ আওয়াজে শোভাযাত্রীরা কী বলেছিল?

উত্তরঃ ‘বিভাব’ নাটকের শেষাংশে শোভাযাত্রীরা ক্ষীণ আওয়াজে বলতে থাকে – ‘চাল চাই, কাপড় চাই, চাল চাই, কাপড় চাই।’

অথবা, ‘আমি রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই’– কে, কাকে বলেছিল?

উত্তরঃ নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটার কালীনাথ সেন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে একথা বলেছেন। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *