গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ (Behaviour of Gas) – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

গ্যাসের আচরণ – অনুশীলনী প্রশ্নোত্তর – অভিষিক্তা প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি : প্রশ্নমান – 1

1. স্থিরচাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস যে সূত্রটি মেনে চলে, সেটি হল –

  • (a) বয়েলের সূত্র
  • (b) চার্লসের সূত্র
  • (c) চাপের সূত্র
  • (d) অ্যাভোগাড্রো সূত্র

উত্তর: Show

(b) চার্লসের সূত্র

2. বয়েলের সূত্রের ধ্রুবক রাশি দুটি হল –

  • (a) গ্যাসের ভর ও উষ্ণতা
  • (b) গ্যাসের ভর ও আয়তন
  • (c) গ্যাসের চাপ ও আয়তন
  • (d) গ্যাসের চাপ ও ভর

উত্তর: Show

(a) গ্যাসের ভর ও উষ্ণতা

3. 50°C তাপমাত্রা পরম স্কেলে হবে –

  • (a) 273 K
  • (b) 323 K
  • (c) 300 K
  • (d) 350 K

উত্তর: Show

(b) 323 K

4. গ্যাসের চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে সেটি হল –

  • (a) ম্যানোমিটার
  • (b) ব্যারোমিটার
  • (c) ভোল্টমিটার
  • (d) ভোল্টামিটার

উত্তর: Show

(a) ম্যানোমিটার

5. চার্লসের সূত্রের ধ্রুবক রাশিদুটি হল গ্যাসের –

  • (a) চাপ ও আয়তন
  • (b) ভর ও আয়তন
  • (c) ভর ও চাপ
  • (d) ভর ও উষ্ণতা

উত্তর: Show

(c) ভর ও চাপ

6. পরম শূন্য উষ্ণতার মান –

  • (a) 100°C
  • (b) -200°C
  • (c) -273°C
  • (d) 373 K

উত্তর: Show

(c) -273°C

7. চার্লস ও বয়েল উভয় সূত্রে ধ্রুবক রাশিটি হল –

  • (a) চাপ
  • (b) উষ্ণতা
  • (c) ভর
  • (d) আয়তন

উত্তর: Show

(c) ভর

৪. গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে –

  • (a) সমানুপাতিক
  • (b) ব্যাস্তানুপাতিক
  • (c) বর্গের সঙ্গে সমানুপাতিক
  • (d) বর্গমূলের সঙ্গে সমানুপাতিক

উত্তর: Show

(a) সমানুপাতিক

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি : প্রশ্নমান – 1

1. বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী?

উত্তর: Show

গ্যাসের ভর ও উষ্ণতা

2. চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী?

উত্তর: Show

গ্যাসের ভর ও চাপ

3. S.I. পদ্ধতিতে চাপের একক লেখো।

উত্তর: Show

নিউটন/মিটার2 বা পাস্কাল

4. পরমশূন্য উষ্ণতার মান লেখো।

উত্তর: Show

-273.15°C অথবা -459.4°F

5. আদর্শ গ্যাসের সমীকরণটি কী?

উত্তর: Show

\(PV = nRT\)

6. 30°C এবং 300K এর মধ্যে কোন্ তাপমাত্রাটি বেশি?

[Hint : T = t + 273, 30°C = (30 + 273) K = 303 K

উত্তর: Show

30°C

7. t°C তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ কর।

উত্তর: Show

(273 + t) K

8. পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে?

উত্তর: Show

শূন্য (চার্লসের সূত্রানুসারে)

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *