গ্যাসের আচরণ (Behaviour of Gas) – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
গ্যাসের আচরণ (Behaviour of Gas) – অনুশীলনী প্রশ্নোত্তর – ছায়া প্রকাশনী – দশম শ্রেণি – ভৌতবিজ্ঞান
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
1. জলের মোলার ভর (g.mol-1 এককে) –
- A) 16
- B) 18
- C) 20
- D) 22
উত্তর: Show
B) 18
2. 5 mol হাইড্রোজেন গ্যাসের ভর হল –
- A) 5 g
- B) 10 g
- C) 20 g
- D) 15 g
উত্তর: Show
B) 10 g
3. চার্লস সূত্রের V-t লেখচিত্র, তাপমাত্রা অক্ষকে কোন্ তাপমাত্রায় (°C এককে) ছেদ করে ?
- A) 0
- B) 273
- C) -273
- D) -136.5
উত্তর: Show
C) -273
4. কোন্ স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় ? –
- A) সেলসিয়াস স্কেল
- B) ফারেনহাইট স্কেল
- C) পরম স্কেল
- D) A, B ও C তিনটিই
উত্তর: Show
C) পরম স্কেল
5. নীচের কোনটি চাপের SI একক?
- A) N.m2
- B) N.m-2
- C) N.m
- D) N
উত্তর: Show
B) N.m-2
6. pV = nRT সমীকরণে কোন্ রাশিটি স্থির ? –
- A) p
- B) V
- C) T
- D) R
উত্তর: Show
D) R
7. 1 Pa = কত dyn/cm2 ?-
- A) 1
- B) 10
- C) 100
- D) 1000
উত্তর: Show
B) 10
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান – 1)
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।
1. গ্যাসের চাপ কাকে বলে ?
উত্তর: কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে গ্যাসের চাপ বলে।
2. চার্লসের সূত্রে ধ্রুবক কী কী ?
উত্তর: Show
গ্যাসের ভর ও তাপমাত্রা
3. পরম শূন্য উষ্ণতা কাকে বলে ?
উত্তর: চার্লসের সূত্রানুসারে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা কমিয়ে -273°C করলে গ্যাসের আয়তন শূন্য হয়। এই -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।
স্থির চাপে, যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের যেকোনো গ্যাসের আয়তন অন্তত তত্ত্বীয় বিচারে শূন্য হয়। সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে।
4. পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত ?
উত্তর: Show
373 K
5. অ্যাভোগাড্রো প্রকল্পটি লেখো।
উত্তর: Show
একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসেই (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু বর্তমান।
স্তম্ভ মেলাও।
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. ভর ও চাপ ধ্রুবক | a) অ্যাভোগাড্রো প্রকল্প |
2. ভর ও উষ্ণতা ধ্রুবক | b) চার্লসের সূত্র |
3. চাপ ও উষ্ণতা স্থির | c) বয়েলের সূত্র |
4 ভর ও আয়তন স্থির | d) রেনোর সূত্র |
উত্তর:
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. ভর ও চাপ ধ্রুবক | b) চার্লসের সূত্র |
2. ভর ও উষ্ণতা ধ্রুবক | c) বয়েলের সূত্র |
3. চাপ ও উষ্ণতা স্থির | a) অ্যাভোগাড্রো প্রকল্প |
4 ভর ও আয়তন স্থির | d) রেনোর সূত্র |
শূন্যস্থান পূরণ করো।
1. বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের …… ।
উত্তর: Show
ভর এবং উষ্ণতা
2. SI-তে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান …… ।
উত্তর: Show
8.314 J.mol-1.K-1
3. CGS পদ্ধতিতে চাপের একক …… ।
উত্তর: Show
ডাইন / সেমি2
সত্য / মিথ্যা নিরূপণ করো।
1. আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয়।
উত্তর: Show
মিথ্যা
2. কেলভিন স্কেলে নিম্নস্থিরাঙ্ক হল –273K।
উত্তর: Show
মিথ্যা
3. বাস্তব গ্যাস অণুগুলি পরস্পর বিকর্ষণ করে।
উত্তর: Show
মিথ্যা
4. একই উষ্ণতা ও চাপে সমআয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক ।
উত্তর: Show
মিথ্যা