বাংলা ক – সেট 12 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 12 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-12 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 12 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XII (Page No. – 162)

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(i) নিখিলের বুদ্ধি ছিল – 

  • (ক) মাঝারি 
  • (খ) তীক্ষ্ণ 
  • (গ) মোটা 
  • (ঘ) সামান্য

উত্তর: Show

(খ) তীক্ষ্ণ

(ii) কার চেয়ে ছোঁয়াচে এ জগতে নেই?- 

  • (ক) বসন্ত 
  • (খ) অহংকার 
  • (গ) দরদ 
  • (ঘ) কলেরা

উত্তর: Show

(গ) দরদ

(iii) কত দফায় কাজ করার কথা বলা হয়েছে-

  • (ক) বারো 
  • (খ) তেরো 
  • (গ) চোদ্দো 
  • (ঘ) পনের

উত্তর: Show

(গ) চোদ্দো

(iv) উচ্ছবদের সংসার লটোপুটি খেল যে নদীর জলে- 

  • (ক) কংসাবতী 
  • (খ) মাতলা 
  • (গ) বিদ্যাধরী 
  • (ঘ) সুবর্ণরেখা

উত্তর: Show

(খ) মাতলা

(v) চায়ের দোকানে আলোচনায় যে বিষয়টি ছিল না- 

  • (ক) ইন্দিরা গান্ধী 
  • (খ) সরাবাউরি 
  • (গ) মুখ্যমন্ত্রী 
  • (ঘ) দুর্ভিক্ষ

উত্তর: Show

(ঘ) দুর্ভিক্ষ

(vi) “সে-ই কবিতায় জাগে” – ‘সে’ হল- 

  • (ক) মন 
  • (খ) বিবেক 
  • (গ) ভাষা 
  • (ঘ) শব্দ

উত্তর: Show

(খ) বিবেক

(vii) সকল দেনা শোধ হয় – 

  • (ক) সত্যেতে 
  • (খ) মৃত্যুতে 
  • (গ) ঘৃণাতে 
  • (ঘ) সহানুভূতিতে

উত্তর: Show

(খ) মৃত্যুতে

(viii) সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল- 

  • (ক) সকালের জন্য 
  • (খ) সন্ধ্যার জন্য 
  • (গ) রাতের জন্য 
  • (ঘ) ভোরের জন্য

উত্তর: Show

(ঘ) ভোরের জন্য

(ix) কয়লাখনির শব্দ কবি শুনতে পান- 

  • (ক) গভীর অন্ধকারে 
  • (খ) ধূসর অন্ধকারে 
  • (গ) নিবিড় অন্ধকারে 
  • (ঘ) ব্যাকুল অন্ধকারে

উত্তর: Show

(গ) নিবিড় অন্ধকারে

(x) ‘বিভাব’ নাটকটি হল –

  • (ক) পঞ্চাঙ্ক 
  • (খ) দশমাঙ্ক 
  • (গ) একাঙ্কিকা 
  • (ঘ) ক্ষুদ্রণস্টক

উত্তর: Show

(গ) একাঙ্কিকা

অথবা, (xi) রজনীকান্তের পদবি ছিল- 

  • (ক) মুখোপাধ্যায় 
  • (খ) বন্দ্যোপাধ্যায় 
  • (গ) গঙ্গোপাধ্যায় 
  • (ঘ) চট্টোপাধ্যায়

উত্তর: Show

(ঘ) চট্টোপাধ্যায়

(xii) ‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম্’- উক্তিটি – 

  • (ক) অমরের 
  • (খ) সার্জেন-এর 
  • (গ) বৌদির 
  • (ঘ) শম্ভুর

উত্তর: Show

(ঘ) শম্ভুর

অথবা, (xiii) “রাজনীতি বড়ো কূট” – বক্তা হলেন- 

  • (ক) মোরাদ 
  • (খ) শাজাহান 
  • (গ) সুজা 
  • (ঘ) ঔরঙ্গজেব

উত্তর: Show

(ঘ) ঔরঙ্গজেব

(xiv) “সারা স্টেজ তখন ভরে গেছে”- (H.S. – 20)

  • (ক) রক্তে 
  • (খ) লাল রঙে 
  • (গ) লাল আলোয় 
  • (ঘ) লোকে

উত্তর: Show

(গ) লাল আলোয়

অথবা, (xv) “A horse, A horse my kingdom for a horse” – যে নাটকের – 

  • (ক) ওথেলো 
  • (খ) রিচার্ড দ্য থার্ড 
  • (গ) শাজাহান 
  • (ঘ) হ্যামলেট

উত্তর: Show

(খ) রিচার্ড দ্য থার্ড

(xvi) থিবস শব্দটি এসেছে- 

  • (ক) গ্রীক শব্দ থেকে 
  • (খ) পারসিক শব্দ থেকে 
  • (গ) লাতিন শব্দ থেকে 
  • (ঘ) সংস্কৃত শব্দ থেকে

উত্তর: Show

(ক) গ্রীক শব্দ থেকে

অথবা, (xvii) ‘মর্দানা’ কথাটির অর্থ- 

  • (ক) মৃত্যুহীন 
  • (খ) মুক্তিকামী 
  • (গ) পৌরুষ 
  • (ঘ) মহাপুরুষ

উত্তর: Show

(গ) পৌরুষ

(xviii) ‘কোয়ান্টাম তত্ত্ব’-এর উদ্ভাবক – 

  • (ক) মেঘনাদ সাহা 
  • (খ) প্রফুল্লচন্দ্র রায় 
  • (গ) শিবনাথ শাস্ত্রী 
  • (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তর: Show

সত্যেন্দ্রনাথ বসু

বি.দ্র. – সঠিক উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ বসু, যা অপসনে নেই।

(xix) ‘মৃগয়া’ ছবিটির নায়ক হলেন- 

  • (ক) অমিতাভ বচ্চন 
  • (খ) মিঠুন 
  • (গ) জিতেন্দ্র 
  • (ঘ) উত্তমকুমার

উত্তর: Show

(খ) মিঠুন

(xx) আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয়- 

  • (ক) রাজস্থানে 
  • (খ) বরোদায় 
  • (গ) ব্যাঙ্গালোরে 
  • (ঘ) কলকাতায়

উত্তর: Show

(খ) বরোদায়

(xxi) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন- 

  • (ক) গোপাল হালদার 
  • (খ) স্যার উইলিয়াম জোনস্ 
  • (গ) পবিত্র সরকার 
  • (ঘ) সুকুমার সেন

উত্তর: Show

(খ) স্যার উইলিয়াম জোনস্

(xxii) ভাত আর বিরিয়ানির সম্পর্ক-

  • (ক) প্রতিগ্রহী 
  • (খ) বিগ্রহী 
  • (গ) অণুগ্রহী 
  • (ঘ) সমগ্রহী

উত্তর: Show

(ক) প্রতিগ্রহী

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) “উচ্ছবের মাথায় এখন বুদ্ধি স্থির” – উচ্ছব কী বুদ্ধি করে?

উত্তর: দীর্ঘদিনের অভুক্ত উৎসব বুদ্ধি স্থির করে নেয়, মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে দূরে ফেলে দিয়ে আসার নাম করে ক্ষুধা নিবৃত্তি করবে।  

(ii) ‘রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো’- রাঢ় বাংলা বলতে কোন্ অঞ্চলকে বোঝায়?

উত্তর: রাঢ় বাংলা বলতে বোঝায় ভাগীরথী নদীর পশ্চিম তীরস্থ পশ্চিমবঙ্গের লাল মাটির অঞ্চল গুলি; অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া প্রভৃতি জেলা।

(iii) “সে কখনো করে না বঞ্চনা” – কে বঞ্চনা করে না?

উত্তর: সত্য কঠিন হলেও সে কখনো বঞ্চনা করে না।

(iv) “আমি তা পারি না” – কী না পারার কথা বলেছেন? (H.S. – 16)

উত্তর: বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

(v) “দেহ চায় সবুজ বাগান” – তার জন্য কী করতে হবে?

উত্তর: নাগরিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের দেহ যন্ত্র সভ্যতা আগ্রাসনে ক্লান্ত ও বিধ্বস্ত; তাই তিনি আরো বেশি করে বাগানে গাছ লাগাতে বলেছেন, যাতে দেহের সজীবতা ফিরে পান তিনি। 

(vi) “রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা” – এটা কীসের উপমা?

উত্তর: জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় শরীরে উম রাখবার জন্য দেশোয়ালীদের জালানো আগুনের রং বোঝাতে, উক্ত উপমাটি কবি ব্যবহার করেছেন। 

(vii) “Box Office’ বলেও তো একটা কথা আছে” – কে, কখন কেন একথা বলেছেন? 

উত্তর: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের বৌদি তথা তৃপ্তি মিত্র ফিল্মি কায়দায় রবীন্দ্র সংগীত গাইতে শুরু করলে, শম্ভু মিত্র তার সেই ফিল্মি কায়দাকে কটাক্ষ করেন, তখন নেপথ্যের হারমোনিয়াম বাদক উক্ত কথাখানি বলেছেন। 

অথবা, “মাতালের এই হচ্ছে বিপদ” – মাতালের বিপদটি কী? 

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত ‘নানা রঙের দিন’ নাটকের রজনী বাবুর মতে মাতালের বিপদ হচ্ছে মদ ছাড়তে চাইলেই ছাড়া যায় না। 

(viii) “তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি” – এখানে কোন প্যাঁচের কথা বলা হয়েছে? (H.S. – 20)

উত্তর: ভালো স্টেজ, সিনসিনারি, দরজা-জানালা, টেবিল-বেঞ্চি ইত্যাদির অভাব; সর্বোপরি বাংলা সরকারের খাজনার চাপকে সুকৌশলে এড়িয়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর শম্ভূ মিত্র নাটক চালিয়ে যেতে ভঙ্গি বহুল এক নাটক উপস্থাপনার ব্যবস্থা করেছেন। আনুষঙ্গিক উপকরণের অভাব থাকা সত্ত্বেও শুধু নাটকের প্রতি প্রীতিকে অবলম্বন করে কোনরকম একটা প্ল্যাটফর্ম-এ অভিনয়ের অভিনব কৌশলকে ‘প্যাঁচ’ বলা হয়েছে। 

অথবা, “সেকি আর ফিরবে?”- কী ফেরার কথা বলা হয়েছে?

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের কেন্দ্রীয় চরিত্র রজনী বাবু নিজের বয়স ঢাকার জন্য  লম্বা চুলে কলপ লাগান, ইয়ার্কি করেন, কিন্তু তাতে বয়স কমে না। থিয়েটার করতে করতে জীবনের অমূল্য আটষট্টিটা বছর পের করে এসেছেন; যা আর কোনদিনই ফিরে আসবে না তাঁর জীবনে। 

(ix) “উনি রীতিমতো হতভম্ব” – হতভম্ব হয়ে উনি কী করলেন?

উত্তর: দরবেশ বলী কান্ধারি যখন দেখেন যে, তার কুয়োয় একটুকুও জল নেই তখন তিনি হতভম্ব হয়েছিলেন। 

অথবা, “তারা থাকতো কোন্ বাসায়?” – এখানে কাদের কথা বলা হয়েছে?(H.S. – 22, 18)

উত্তর: কবি শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে সোনা ঝকঝকে লিমা নির্মাণকারী সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। তাদের অবদানের কোন স্বীকৃতি নেই, তাই তাদের বাসস্থানের খবর কেউ রাখে না।

(x) দ্বি-স্বর কীভাবে তৈরি হয়?

উত্তর: স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বি-স্বরধ্বনি। যথা – ঐ (অ + ই) এবং ঔ (অ + উ)।

(xi) বাংলাভাষার পদক্রম উল্লেখ করো। 

উত্তর: বাংলা বাক্যের প্রদক্রম হল – কর্তা, কর্ম ও ক্রিয়া (SOV)।

(xii) সহধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: ধ্বনি প্রতিবেশ বা অবস্থান অনুযায়ী একটি মূলধ্বনির যেসব উচ্চারণ-বৈচিত্র‍্য লক্ষ করা যায়, সেই উচ্চারণ বৈচিত্র্যকে সহধ্বনি বলে।

উদা. – ‘ল’ – ধ্বনিমূলের তিনটি সহধ্বনি। যথা – ‘উলটো’ শব্দের ‘ল’- এর উচ্চারণ স্থান মূর্ধা, ‘আলতা’ শব্দের ‘ল’- এর উচ্চারণ স্থান দন্ত্য, ‘লংকা’ শব্দের ‘ল’- এর উচ্চারণ স্থান দন্ত্যমূল।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *