বাংলা ক – সেট 16 (Page 192) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-16 ABTA HS Test Paper Solution 2024-2025)

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 192, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 192

XVI (Page No. – 192)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) টুনুর মার যা স্বাস্থ্য, তাতে একবেলা খেয়ে টিকতে পারবে- 

  • (ক) ১৫ দিন 
  • (খ) ১৫-২০ দিন 
  • (গ) ১০ দিন 
  • (ঘ) ১০-১২ দিন। 

উত্তর: Show

(খ) ১৫-২০ দিন

(ii) “রেঁধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানো”- 

  • (ক) বড়ো বউয়ের কাজ 
  • (খ) মেজো বউয়ের কাজ 
  • (গ) সেজো বউয়ের কাজ 
  • (ঘ) ছোটো বউয়ের কাজ। 

উত্তর: Show

(খ) মেজো বউয়ের কাজ

(iii) ‘ভারতবর্ষ’ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব- 

  • (ক) দু’মাইল 
  • (খ) পাঁচ মাইল 
  • (গ) দু’ক্রোশ 
  • (ঘ) পাঁচ ক্রোশ। 

উত্তর: Show

(ক) দু’মাইল

(iv) মারা যাওয়ার সময় বুড়িকে ‘কলমা’ পড়তে শুনেছিলেন- 

  • (ক) ফজলু সেখ 
  • (খ) করিম ফরাজি 
  • (গ) মোল্লাসাহেব 
  • (ঘ) চা-ওয়ালা। 

উত্তর: Show

(গ) মোল্লাসাহেব

(v) কোন্ বারে বাদলা লাগলে সাতদিন থাকবে?- 

  • (ক) শনিবারে 
  • (খ) মঙ্গলবারে 
  • (গ) বুধবারে 
  • (ঘ) সোমবারে। 

উত্তর: Show

(ক) শনিবারে

(vi) ‘রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার’ সঙ্গে তুলনীয়- 

  • (ক) কবির হৃদয়ের রং 
  • (খ) সূর্যের আলোর রং 
  • (গ) আকাশের রং 
  • (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং। 

উত্তর: Show

(ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

(vii) অলস সূর্য ছবি আঁকে- 

  • (ক) দিগন্তে 
  • (খ) পশ্চিম আকাশে 
  • (গ) হৃদয়ে 
  • (ঘ) সন্ধ্যার জলস্রোতে। 

উত্তর: Show

(ঘ) সন্ধ্যার জলস্রোতে

(viii) ‘শহরের অসুখ’ হল- 

  • (ক) ডেঙ্গু 
  • (খ) যানবাহনের ভিড় 
  • (গ) সবুজ ধ্বংস করা 
  • (ঘ) আবাসনের দৌরাত্ম্য। 

উত্তর: Show

(গ) সবুজ ধ্বংস করা

(ix) ‘নিহত ভাইয়ের শবদেহ দেখে’- কবির মনে জাগে- 

  • (ক) হতাশা 
  • (খ) ক্রোধ 
  • (গ) আতঙ্ক 
  • (ঘ) করুণা। 

উত্তর: Show

(খ) ক্রোধ

(x) “এই কি রবীন্দ্রনাথের গান?… কি পারমিশন দেবে?” রবীন্দ্রনাথের গানের অনুমতি কোথা থেকে পাওয়া হতো- 

  • (ক) সুরকারের কাছ থেকে 
  • (খ) সরকারের কাছ থেকে 
  • (গ) রবীন্দ্রভারতী থেকে 
  • (ঘ) বিশ্বভারতী থেকে। 

উত্তর: Show

(ঘ) বিশ্বভারতী থেকে

অথবা, (xi) ‘আহত মেয়েটির পিঠে হাত দিয়ে’- কে হাত দেন?- 

  • (ক) অমর 
  • (খ) শম্ভু 
  • (গ) বৌদি 
  • (ঘ) সার্জেন্ট। 

উত্তর: Show

বি.দ্র. – আহত মেয়েটির পিঠে কেউই হাত দেয়নি। লাইনটি হলো – ‘অমর দৌড়ে আহত মেয়েটির মাথায় হাত দিয়ে দেখতে থাকে।’ (দ্বাদশ শ্রেণি সাহিত্যচর্চা – বিভাব ; পৃষ্ঠা নং – ৪৮)

(xii) রজনীকান্তবাবু রামব্রীজকে বকশিশ দিয়েছিলেন- 

  • (ক) তিন টাকা 
  • (খ) তিরিশ টাকা 
  • (গ) তিনশো টাকা 
  • (ঘ) তিনশো তিরিশ টাকা। 

উত্তর: Show

(ক) তিন টাকা

অথবা, (xiii) ‘আজ সারারাত্রি ঘুমাবো না।’- কথাগুলি বলেছিল- 

  • (ক) কালীনাথ 
  • (খ) রজনী 
  • (গ) সুজা 
  • (ঘ) পিয়ারাবানু। 

উত্তর: Show

(গ) সুজা

(xiv) ‘সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য’- 

  • (ক) ব্যাবিলনে 
  • (খ) স্পেনে 
  • (গ) আটলান্টিসে 
  • (ঘ) বাইজেনটাইনে। 

উত্তর: Show

(গ) আটলান্টিসে

অথবা, (xv) ‘সাকা’ হলে রাতে শুতে হত- 

  • (ক) খড়ের উপর 
  • (খ) মেঝেতে 
  • (গ) গুরুদ্বারেতে 
  • (ঘ) সাদা কাপড় পেতে। 

উত্তর: Show

(খ) মেঝেতে

(xvi) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’ বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেন – 

  • (ক) নন্দলাল বসু 
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর 
  • (ঘ) যামিনী রায়। 

উত্তর: Show

(ক) নন্দলাল বসু

(xvii) ‘চিকিৎসক দিবস’ হিসাবে পালিত হয়- 

  • (ক) ১লা জানুয়ারি 
  • (খ) ১লা জুলাই
  • (গ) ১লা মার্চ 
  • (ঘ) ২১ মার্চ। 

উত্তর: Show

(খ) ১লা জুলাই

(xviii) ‘জারি’ শব্দের অর্থ হল- 

  • (ক) সমাবেশ 
  • (খ) নৃত্য 
  • (গ) ক্রন্দন 
  • (ঘ) হাসি। 

উত্তর: Show

(গ) ক্রন্দন

(xix) কাবুকি থিয়েটার কোন্ দেশের?- 

  • (ক) মার্কিন যুক্তরাষ্ট্র 
  • (খ) রাশিয়া 
  • (গ) জাপান 
  • (ঘ) ভিয়েতনাম। 

উত্তর: Show

(গ) জাপান

অথবা, (xx) ‘অদৃষ্ট তো মানেন আপনি’ সংলাপটির বক্তা কে?- 

  • (ক) অমর গাঙ্গুলি 
  • (খ) কালীনাথ সেন 
  • (গ) রজনী চাটুজ্জে 
  • (ঘ) শম্ভু মিত্র। 

উত্তর: Show

(খ) কালীনাথ সেন

(xxi) বাংলায় মৌলিক স্বরধনির সংখ্যা হল- 

  • (ক) ৬টি 
  • (খ) ৭টি 
  • (গ) ১১টি 
  • (ঘ) ১২টি। 

উত্তর: Show

(খ) ৭টি

(xxii) ‘ফোন’ শব্দটি- 

  • (ক) মুন্ডমাল-এর উদাহরণ 
  • (খ) ক্লিপিংস-এর উদাহরণ 
  • (গ) ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ 
  • (ঘ) বিকল্পনের উদাহরণ। 

উত্তর: Show

(খ) ক্লিপিংস-এর উদাহরণ

#বাংলা ক – সেট 16 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২ 

(i) ‘আজ চোখে পড়ল প্রথম’- চোখে প্রথম কী পড়েছিল? 

উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় এতদিন শুনে এসেছিল অনাহারে বহু মানুষের মৃত্যু ঘটছে কিন্তু যাওয়ার পথে প্রথম অনাহারে মৃত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছিল ফুটপাতে। 

(ii) ‘একন চান করব নে।’- কে, কেন চান করতে চায় না? 

উত্তর : উৎসব এখনই চান করতে চায় না। কারণ তার মাথায় জল পড়লেই তার পেট মানতে চায় না। 

(iii) ‘দেহ চায় সবুজ বাগান’- কথাটির অর্থ কী? 

উত্তর : কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় কবির দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে যন্ত্র সভ্যতার ক্লান্তি থেকে আরোগ্য লাভ করতে।

(iv) ‘চিনিলাম আপনারে’- কবি নিজেকে কীভাবে চিনলেন? (H.S. – 19, 16)

উত্তর : রূপনারানের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে – বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে, নিজেকে চিনলেন।

(v) ‘একটি তারা এখনো আকাশে রয়েছে,’- তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন? 

উত্তর : আকাশের তারাটিকে দেখে কবি জীবনানন্দ দাশের মনে হয়েছে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির সঙ্গে কিংবা হাজার হাজার বছর আগে মিশরীয় মানুষীর বুক থেকে রাখা মুক্তোর সঙ্গে তুলনা করেছেন।

(vi) ‘মহুয়ার দেশ’ কবিতায় কবি ‘ধূলোর কলঙ্ক’ বলতে কী বোঝাতে চেয়েছেন? 

উত্তর : শ্রমিক মানুষ যারা সমাজের স্বার্থে শ্রম দান করে চলেছে; কিন্তু সমাজে তারা উপেক্ষিত, লাঞ্ছিত ও অপমানিত। কবি ‘ধূলোর কলঙ্ক’ বলতে এই শ্রমজীবী মানুষদের সম্মানহীন জীবন যাত্রার কথা বলেছেন। 

(vii) ‘নানা রঙের দিন’ এর ‘চরিত্রলিপি’ বয়সসহ উল্লেখ করো। 

উত্তর : চরিত্রলিপি

নামচরিত্রবয়স
রজনীকান্ত চট্টোপাধ্যায়বৃদ্ধ অভিনেতা৬৮ বছর
কালীনাথ সেনপ্রম্পটারপ্রায় ৬০ বছর

অথবা, ‘বেশ আরাম করে বসেছেন তো?’- উদ্দিষ্ট ব্যক্তি কোথায় আরাম করে বসেছেন? 

উত্তর : উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ শম্ভু মিত্রের, অমর গাঙ্গুলির বাড়ির একতলার ছাদের দক্ষিনমুখি খোলা জানালার পাশে আরামকরে বসার কথা বলা হয়েছে। 

(viii) ‘একদিন ওকে বললাম’- কে কাকে কী বলেছিলেন? 

উত্তর : দীর্ঘদিন আলাপ-পরিচয়, ঘনিষ্ঠতা পর্বের পর অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় মেয়েটিকে বলেছিলেন – ‘চলো এবার বিয়ে করি আমরা, এমনি করে আর কদ্দিন থাকবো আমরা।’

অথবা, ‘তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি’- প্যাঁচটির পরিচয় দাও। (H.S. – 20)

উত্তর : ভালো স্টেজ, সিনসিনারি, দরজা-জানালা, টেবিল-বেঞ্চি ইত্যাদির অভাব; সর্বোপরি বাংলা সরকারের খাজনার চাপকে সুকৌশলে এড়িয়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর শম্ভূ মিত্র নাটক চালিয়ে যেতে ভঙ্গি বহুল এক নাটক উপস্থাপনার ব্যবস্থা করেছেন। আনুষঙ্গিক উপকরণের অভাব থাকা সত্ত্বেও শুধু নাটকের প্রতি প্রীতিকে অবলম্বন করে কোনরকম একটা প্ল্যাটফর্ম-এ অভিনয়ের অভিনব কৌশলকে ‘প্যাঁচ’ বলা হয়েছে।

(ix) ‘কত সব প্রশ্ন’- প্রশ্নগুলি কে করেছেন? 

উত্তর : ব্রেটোল্ট ব্রেখটের লেখা ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় উল্লিখিত প্রশ্নগুলো করেছে আপাত অর্থে এক পড়তে না জানা শুভবুদ্ধিসম্পন্ন মজুর। আর কবি যেন সেই কবির মুখ।

অথবা, ‘নেমে সে নালিশ জানাল’- কে, কাকে কী নালিশ জানিয়ে ছিল? 

উত্তর : মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল যে, বলী কান্ধারী তাকে জল দিতে রাজি হয়নি। 

(x) LAS-এর পুরো নাম কী? 

উত্তর : LAS-এর পুরো নাম হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিসান সিস্টেম (Language Acquisition System)

(xi) ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝ? 

উত্তর : দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত নূন্যতম (একটি মাত্র) পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়।

যেমন – ‘কাল’, ‘খাল’ শব্দে অন্য সব ধ্বনি এক হলেও কেবল ‘ক্’ ও ‘খ্’ ধ্বনির জন্য শব্দের অর্থ আলাদা হয়ে যায়। এই দুটি তাই ন্যূনতম শব্দজোড়।

(xii) ব্যাপকার্থকতা কী?

উত্তর : একটি শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপকার্থকতা বা অর্থান্তরভুক্তি।

যেমন – ফল বললে বোঝায় আপেল, কমলা, কলা, বেদানা, নাসপাতি, পেয়ারা, আতা ইত্যাদি।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *