বাংলা ক – সেট 17 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-17 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 205, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 17 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 205
XVII (Page No. – 205)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(1) “দারুন একটা হতাশা জেগেছে ওর মনে”- এখানে যার কথা বলা হয়েছে সে হল –
- (ক) নিখিল
- (খ) মৃত্যুঞ্জয়
- (গ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী
- (ঘ) নিখিলের স্ত্রী।
উত্তর: Show
(খ) মৃত্যুঞ্জয়
(ii) “খুবই অদ্ভুত কথা”- অদ্ভুত কথাটি হল –
- (ক) বড়ো বাড়িতে একটা শিবমন্দির আছে
- (খ) সবকিছুই বড়ো পিসিমার নিয়মে চলে
- (গ) বুড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন
- (ঘ) বড়ো পিসিমার বিয়ে হয়নি।
উত্তর: Show
(ঘ) বড়ো পিসিমার বিয়ে হয়নি
(iii) “সেটাই সবাইকে অবাক করেছিল”- যা অবাক করেছিল-
- (ক) বুড়ির হাবভাব ও তেজ
- (খ) বুড়ির মাথায় সাদা চুল
- (গ) দুর্যোগে বেঁচে বর্তে হেঁটে আসার ক্ষমতা
- (ঘ) বুড়ির চেহারা ও কথাবার্তা।
উত্তর: Show
(গ) দুর্যোগে বেঁচে বর্তে হেঁটে আসার ক্ষমতা
(iv) “মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে”- একথা বলার কারণ-
- (ক) গ্রামে কলেরার প্রকোপ
- (খ) গ্রামে রাস্তাঘাট নেই
- (গ) গ্রামে মানুষ নেই
- (ঘ) গ্রামে বিদ্যুৎ নেই।
উত্তর: Show
(ঘ) গ্রামে বিদ্যুৎ নেই
(v) কী উচ্ছবকে বড়ো উতলা করে-
- (ক) ফুটন্ত ভাতের গন্ধ
- (খ) বাদার চালের গন্ধ
- (গ) যজ্ঞ শেষে ভাত পাওয়ার আশা
- (ঘ) বউ ছেলেমেয়ের কথা।
উত্তর: Show
(ক) ফুটন্ত ভাতের গন্ধ
(vi) “সকল দেনা শোধ করে দিতে”- কবি দেনা শোধ করবেন কীভাবে-
- (ক) মৃত্যুর মধ্য দিয়ে
- (খ) জন্মের মধ্য দিয়ে
- (গ) জীবন উপলব্ধির মধ্য দিয়ে
- (ঘ) কঠিন সত্যকে জানার মধ্য দিয়ে।
উত্তর: Show
(ক) মৃত্যুর মধ্য দিয়ে
(vii) “উষ্ণ লাল” রংটি ছিল-
- (ক) ভোরের সূর্যের
- (খ) অস্তগামী সূর্যের
- (গ) হরিণের মাংসের
- (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের।
উত্তর: Show
(গ) হরিণের মাংসের
(viii) “মহুয়ার দেশ” কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে-
- (ক) নানাকথা
- (খ) তিন পুরুষ
- (গ) কয়েকটি কবিতা
- (ঘ) জন্মদিনে।
উত্তর: Show
(গ) কয়েকটি কবিতা
(ix) ‘শহরের অসুখ’ কথাটির তাৎপর্য হল-
- (ক) দূষণ জনিত রোগ
- (খ) শহরে মানুষের বিকৃতি
- (গ) মানুষের আধুনিক রোগ
- (ঘ) সর্বগ্রাসী নগরায়ণ।
উত্তর: Show
(ক) দূষণ জনিত রোগ
(x) “সংস্কৃত পড়নি- ‘‘মা ব্রুয়াৎ সত্যম্ অপ্রিয়ম্”- বক্তা কে?-
- (ক) শম্ভু
- (খ) অমর
- (গ) বৌদি
- (ঘ) পুলিশ।
উত্তর: Show
(ক) শম্ভু
অথবা, (xi) “তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি”- এই প্যাঁচ হল-
- (ক) জনমত গঠন
- (খ) নাট্যমঞ্চ তৈরি
- (গ) ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
- (ঘ) নাটক অভিনয় বন্ধ রাখা।
উত্তর: Show
(গ) ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ
(xii) রজনীকান্ত চুলে কলপ লাগান-
- (ক) একবারও নয়
- (খ) প্রত্যহ দুইবার
- (গ) প্রত্যহ হাফ শিশি
- (ঘ) সপ্তাহে হাফ শিশি।
উত্তর: Show
(গ) প্রত্যহ হাফ শিশি
অথবা, (xiii) রজনীকান্ত ‘রিজিয়া’ নাটকের কোন্ চরিত্রের সংলাপ বলেছেন-
- (ক) বক্তিয়ার
- (খ) মহম্মদ
- (গ) শাজাহান
- (ঘ) মীরজুমলা।
উত্তর: Show
(ক) বক্তিয়ার
(xiv) বের্টোল ব্রেখ্ট হলেন একজন-
- (ক) ফরাসি কবি
- (খ) জার্মান কবি
- (গ) ইটালিয়ান কবি
- (ঘ) ইংরেজ কবি।
উত্তর: Show
(খ) জার্মান কবি
অথবা, (xv) ‘সাকা’ কথার অর্থ কী?-
- (ক) অনাহার
- (খ) হত্যা
- (গ) শোক
- (ঘ) মহৎ আদর্শের জন্য আত্মবলিদান।
উত্তর: Show
(ঘ) মহৎ আদর্শের জন্য আত্মবলিদান
(xvi) ‘বহুস্বরিতা’ বিষয়টিকে প্রতিষ্ঠা করেছেন-
- (ক) থমাস এলিয়েট
- (খ) মিখাইল বাখতিন
- (গ) স্যামুয়েল ওয়েসলি
- (ঘ) জন গারল্যান্ড।
উত্তর: Show
(খ) মিখাইল বাখতিন
(xvii) প্রকৃতি এবং প্রত্যয় মিলে যে ব্যাপার সেটাকে বলা হয়-
- (ক) প্রাতিপদিক বা স্টেম
- (খ) স্বাধীন রূপমূল
- (গ) রূপ
- (ঘ) দল।
উত্তর: Show
(ক) প্রাতিপদিক বা স্টেম
(xviii) বম্বে ইউথ কয়্যার প্রতিষ্ঠা করেন-
- (ক) শিবদাস বন্দ্যোপাধ্যায়
- (খ) কিশোরকুমার
- (গ) শচীন দেববর্মন
- (ঘ) সলিল চৌধুরী।
উত্তর: Show
(ঘ) সলিল চৌধুরী
(xix) রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন-
- (ক) আইনস্টাইন
- (খ) রিজিয়া
- (গ) মেবার পতন
- (ঘ) চন্দ্রগুপ্ত।
উত্তর: Show
আইজেনস্টাইন
বি.দ্র. – উত্তর হবে আইজেনস্টাইন যা অপশনে নেই।
অথবা, (xx) “শাহজাদি! সম্রাটনন্দিনী! মৃত্যু ভয় দেখাও কাহারে”- কোন্ নাটকের অংশ?-
- (ক) রিজিয়া
- (খ) শাজাহান
- (গ) মেবার পতন
- (ঘ) চন্দ্রগুপ্ত।
উত্তর: Show
(ক) রিজিয়া
(xxi) নীরদ সি চৌধুরীর বিখ্যাত ‘অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান’ গ্রন্থে কার কথা বলেছেন-
- (ক) মহেন্দ্রচন্দ্র নন্দী
- (খ) গোলকচন্দ্র নন্দী
- (গ) শিবচন্দ্র নন্দী
- (ঘ) রাধাকান্ত নন্দী।
উত্তর: Show
(ক) মহেন্দ্রচন্দ্র নন্দী
(xxii) এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেন-
- (ক) ১৯৫১ খ্রিস্টাব্দে
- (খ) ১৯৫২ খ্রিস্টাব্দে
- (গ) ১৯৭২ খ্রিস্টাব্দে
- (ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে।
উত্তর: Show
(ঘ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
#বাংলা ক – সেট 17 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) “এই ভাবনাতেই ওঁর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে”- ভাবনাটি কী?
উত্তর: টুনুর মায়ের মতে মৃত্যুঞ্জয় যথাসর্বস্ব দান করেও অনাহারী, ফুটপাতবাসীদের ভালো না করতে পারার চিন্তায় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে।
(ii) “একন চান করব নে”- কেন?
উত্তর: উৎসব এখনই চান করতে চায় না। কারণ তার মাথায় জল পড়লেই তার পেট মানতে চায় না।
(iii) “তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না”- কার বয়স, কেন বোঝা যায় না? (H.S. – 16, 19)
উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তবাবু ছোকরাদের মতো আদব-কায়দা করেন তাছাড়া লম্বা-চওড়া চেহারার অধিকারী তিনি। আর সর্বোপরি তিনি তার লম্বা চুলে প্রত্যহ হাফ সিসি করে কলপ লাগিয়ে এমন ইয়ার্কি করেন যে, তার বয়সটা বোঝা যায় না।
অথবা, ‘বিভাব’ নাটকের অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: ‘বিভাব’ নাটকের অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন।
(iv) “কুঙ্কুমের মতো নেই আর”- কীসের মতো হয়ে গেছে?
উত্তর: সূর্যের আলোয় তার রঙ এখন হয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মত।
(v) “আমি তা পারি না!” – কেন পারেন না?
উত্তর: যেকোনো সামাজিক সমস্যার সমাধান শুধুমাত্র নিস্পৃহ হয়ে বিধাতার উপর ছেড়ে দিলে হয় না, প্রতিবাদ করতে হয়। আর তাই কবি সেই সামাজিক দায়বদ্ধতা থেকে হাত পা গুটিয়ে বিধির বিচার চেয়ে তাকিয়ে থাকতে পারেন না।
(vi) “সবুজের অনটন ঘটে”- কেন অনটন ঘটে?
উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের ‘আমি দেখি’ কবিতায় শহরের ক্রমবর্ধমান মানুষজনের চাপ, শহুরে সভ্যতায় ভোগ্যপণ্য নির্মাণে, যান্ত্রিক সভ্যতার অগ্রসরমানতায় শহরের বৃক্ষ উপেক্ষিত ও উৎপাঠিত। তাই শহরে সবুজের অনটন ঘটে।
(vii) “শীতের দুঃস্বপ্নের মতো”- শীতের দুঃস্বপ্ন কী?
উত্তর: ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় শীতের দুঃস্বপ্ন বলেছেন।
(viii) “আর তার নীচের দিয়েই তো একটা রাস্তা আছে”- রাস্তাটির নাম কী?
উত্তর: অমরের বাড়ির কল্পিত দক্ষিণমুখী জানালা, যার তলা দিয়ে মণি সমাদ্দার লেন নামে রাস্তাটি চলেগেছে।
অথবা, “Life’s but a walking Shadow”- কোন্ নাটকের সংলাপ?
উত্তর: উক্ত সংলাপটি বিখ্যাত ইংরেজি নাট্যকার শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের সংলাপ।
(ix) “উনি আমাকে চুপ করিয়ে দিলেন”- কী বলে চুপ করিয়ে দিলেন?
উত্তর: ‘যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না’ – এই কথা বলে মাস্টারমশাই গল্প কথককে চুপ করিয়ে দিলেন।
অথবা, “জয় তোরণে ঠাসা…”- কোন শহর?
উত্তর: অনুবাদক কবি শঙ্খ ঘোষের ‘বহুল দেবতা, বহুস্বর’ কাব্যগ্রন্থের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বিভিন্ন স্থাপত্যের নিদর্শনে রমনীয় রোমের কথা উল্লেখ করেছেন। বিখ্যাত সপ্তম আশ্চর্যের অন্যতম কলোসিয়াম এখানেই অবস্থিত। তাছাড়াও রয়েছে রোম ফাউন্টেন বা ফোয়ারা। এই সমস্ত কারণেই কবি বলেছেন, রোম শহর জয়-তোরনের ঠাসা।
(x) ‘Dictionary’ শব্দটি কবে, কোথায় পাওয়া যায়? [H.S. – 22, 19]
উত্তর: ১৫৩৮ খ্রীস্টাব্দে স্যার থমাস এলিয়ট-এর ল্যাটিন ইংরেজি অভিধানে প্রথম ইংরেজি ‘Dictionary’ শব্দটি পাওয়া যায়।
(xi) শ্বাসাঘাত অবিভাজ্য ‘ধ্বনি’ কেন?
উত্তর: শ্বাসাঘাতকে কৃত্রিমভাবেও খন্ড করা যায় না। কারণ এটি কোন বিভাজ্য ধ্বনির অংশ নয়। তাই শ্বাসাঘাত অবিভাজ্য ধ্বনি।
(xii) মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
উত্তর: মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা হলো – ৭টি।
ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো – ৩০টি।