বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-15 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 165, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 179
XV (Page No. – 179)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(i) ‘কনকপানি’ চালের ভাত খান-
- (ক) বড়োবাবু
- (খ) মেজবাবু
- (গ) ছোটোবাবু
- (ঘ) পিসিমা।
উত্তর: Show
(ক) বড়োবাবু
(ii) মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ‘কেবলই মনে পড়ে’-
- (ক) সংসারের অভাবের কথা
- (খ) স্বামীর কথা
- (গ) ফুটপাতের লোকগুলোর কথা
- (ঘ) ছেলেমেয়েদের কথা।
উত্তর: Show
(গ) ফুটপাতের লোকগুলোর কথা
(iii) গ্রামের লোকেরা শ্রাদ্ধশান্তির জন্য যাকে খবর দিয়েছিল-
- (ক) সতীশ মিস্তিরিকে
- (খ) উচ্ছবকে
- (গ) মহানাম শতপথিকে
- (ঘ) সাধনবাবুকে।
উত্তর: Show
(গ) মহানাম শতপথিকে
(iv) ‘একসময় দাগী ডাকাত ছিল’-
- (ক) নিবারণ বাগদি
- (খ) মোল্লা সাহেব
- (গ) করিম ফরাজি
- (ঘ) ভটচাজমশাই।
উত্তর: Show
(ক) নিবারণ বাগদি
(v) ‘ভারতবর্ষ’ গল্পে গ্রামটিতে পৌষে বাদলা লেগেছিল-
- (ক) সোমবার
- (খ) বুধবার
- (গ) শুক্রবার
- (ঘ) মঙ্গলবার।
উত্তর: Show
(ঘ) মঙ্গলবার
(vi) ‘ছিন্নভিন্ন’ দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে-
- (ক) পথ হারিয়েছিল
- (খ) নিখোঁজ ছিল
- (গ) খেলতে গিয়েছিল
- (ঘ) পালিয়ে গিয়েছিল।
উত্তর: Show
(খ) নিখোঁজ ছিল
(vii) ‘গাছের সবুজটুকু শরীরে দরকার’-
- (ক) প্রসাধনের জন্য
- (খ) পুষ্টির জন্য
- (গ) আরোগ্যের জন্য
- (ঘ) বুদ্ধির বিকাশের জন্য।
উত্তর: Show
(গ) আরোগ্যের জন্য
(viii) ‘হিমের রাতে শরীর ‘উম’ রাখবার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে’-
- (ক) গান করেছে
- (খ) নাচ করেছে
- (গ) খেলায় মেতেছে
- (ঘ) আগুন জ্বেলেছে।
উত্তর: Show
(ঘ) আগুন জ্বেলেছে
(ix) ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক’-সময়টা-
- (ক) রাত্রি
- (খ) দুপুর
- (গ) সকাল
- (ঘ) বিকাল।
উত্তর: Show
(গ) আগুন জ্বেলেছে
(x) ‘ইনি জন্মলগ্ন থেকেই বহুরূপী নাট্য গোষ্ঠীর সাথে সম্পৃক্ত’- ইনি কে?-
- (ক) সার্জেন্ট
- (খ) অমর
- (গ) শম্ভু
- (ঘ) তৃপ্তি মিত্র।
উত্তর: Show
(খ) অমর
অথবা, (xi) ‘মহম্মদের ক্যাচটা দাও তো’- বক্তা হলেন-
- (ক) কালীনাথ
- (খ) শাজাহান
- (গ) রজনী
- (ঘ) ঔরঙ্গজেব।
উত্তর: Show
(গ) রজনী
(xii) রজনীকান্তের প্রেমিকা রজনীকান্তকে কোন্ চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন?-
- (ক) শাজাহান
- (খ) আলমগীর
- (গ) মহম্মদ
- (ঘ) বক্তিয়ার।
উত্তর: Show
(খ) আলমগীর
অথবা, (xiii) ‘মা ব্রুয়াৎ সত্যম্ অপ্রিয়ম’, কথাটির বাংলা অর্থ-
- (ক) মাকে অপ্রিয় সত্য বলো
- (খ) মাকে অপ্রিয় সত্য কথা বোলো না
- (গ) মা বলে অপ্রিয় সত্য বলে যাও
- (ঘ) অপ্রিয় সত্যকথা বলা উচিত নয়।
উত্তর: Show
(ঘ) অপ্রিয় সত্যকথা বলা উচিত নয়
(xiv) অমরের বুকের ছাতি কত ইঞ্চি?-
- (ক) ৩৩ ইঞ্চি
- (খ) ৩২ ইঞ্চি
- (গ) ৩৮ ইঞ্চি
- (ঘ) ৩৪ ইঞ্চি।
উত্তর: Show
(ক) ৩৩ ইঞ্চি
অথবা, (xv) ‘… তুমি থিয়েটার করা ছেড়ে দাও’- বক্তার একথা বলার কারণ-
- (ক) তিনি থিয়েটার পছন্দ করেন না
- (খ) থিয়েটারে টাকা উপার্জন কম
- (গ) থিয়েটারের অভিনেতার সামাজিক গ্রহণযোগ্যতার অভাব
- (ঘ) থিয়েটারওয়ালাদের ভবিষ্যৎ নেই।
উত্তর: Show
(গ) থিয়েটারের অভিনেতার সামাজিক গ্রহণযোগ্যতার অভাব
(xvi) পাঞ্জা সাহেবের শিখরা চাকার তলায় প্রাণ দিয়েছিল। এক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে-
- (ক) দেশপ্রেম
- (খ) ধর্মীয় আবেগ
- (গ) বিপ্লবী মানসিকতা
- (ঘ) মানবিক মূল্যবোধ।
উত্তর: Show
(ক) দেশপ্রেম
অথবা, (xvii) ‘তারা থাকতো কোন্ বাসায়’- তারা বলতে কবি কাদের বুঝিয়েছেন?-
- (ক) বাইজেনটিয়ামের সাধারণ মানুষদের
- (খ) লিমা তৈরি করা মিস্ত্রিদের
- (গ) রোমের সাধারণ বাসিন্দাদের
- (ঘ) আর্মাডার সৈনিকদের।
উত্তর: Show
(খ) লিমা তৈরি করা মিস্ত্রিদের
(xviii) ‘শ্বেত অভিসারিকা’ চিত্রের শিল্পী হলেন-
- (ক) গুণেন্দ্রনাথ ঠাকুর
- (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
- (গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তর: Show
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(xix) ভারতীয়দের তৈরি প্রথম সবাক চলচ্চিত্র-
- (ক) জামাইষষ্ঠী
- (খ) মেলোডি অব লাভ
- (গ) বিল্বমঙ্গল
- (ঘ) আলম আরা।
উত্তর: Show
(ঘ) আলম আরা
(xx) ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা হলেন-
- (ক) জগদীশচন্দ্র বসু
- (খ) প্রফুল্লচন্দ্র রায়
- (গ) সত্যেন্দ্রনাথ বসু
- (ঘ) কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়।
উত্তর: Show
(খ) প্রফুল্লচন্দ্র রায়
(xxi) ‘ল’ ধ্বনিটি হল-
- (ক) পার্শ্বিক ব্যঞ্জন
- (খ) অঘোষ মহাপ্রাণ
- (গ) তাড়িত মহাপ্রাণ
- (ঘ) ঘোষ মহাপ্রাণ।
উত্তর: Show
(ক) পার্শ্বিক ব্যঞ্জন
(xxii) ‘আলাপ, প্রলাপ, বিলাপ শব্দের ‘লাপ’ অংশটি হল-
- (ক) স্বাধীন রূপমূল
- (খ) বর্গান্তর
- (গ) সমন্বয়ী রূপমূল
- (ঘ) ক্র্যানবেরি রূপমূল।
উত্তর: Show
(ঘ) ক্র্যানবেরি রূপমূল
#বাংলা ক – সেট 15 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২
(i) ‘ময়ূরছাড়া কার্তিক, আসবে নাকি?’- বক্তার মন্তব্যের প্রাসঙ্গিক তাৎপর্য কী?
উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ ছোটো গল্পে বড়ো বাড়িতে কাজ করতে আসা উৎসবের চেহারা, চাহুনি ও পোশাক বড়ো বউয়ের ভালো লাগেনি বলায় পিসিমা উক্ত কথাখানি বলেন। অর্থাৎ পেটে-ভাতে কাজ করা লোকের চেহারা-ছবি এরকমই হয়।
(ii) ‘দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে’- দরদকে ছোঁয়াছে বলার কারণ কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় মানব মনের জটিল চিন্তাভাবনা কে উদ্ধৃতাংশে ব্যক্ত করেছেন। দুঃখ মানুষের মনকে সবচেয়ে বেশি স্পর্শ করে। ব্যক্তির দুঃখে সমব্যথী মানুষ সবচেয়ে বেশি দেখা যায়। তাই অনাহারে মানুষের মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের আকস্মিক পরিবর্তন নিখিলকে ভাবিত করে। অনুশোচনাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করে উঠলে বাস্তববাদী নিখিল নিজেকে সামলাতে পারে না; তাই লেখকের উক্ত মন্তব্য।
(iii) ‘একটি তারা এখন আকাশে রয়েছে’- তারাটিকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন? [H.S. – 17]
উত্তর: আকাশের তারাটিকে দেখে কবি জীবনানন্দ দাশের মনে হয়েছে পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মত কিংবা হাজার হাজার বছর আগে মিশরীয় মানুষীর বুক থেকে রাখা মুক্তোর মত জ্বলজ্বল করছে।
(iv) ‘সোনার বর্ষার মতো জেগে উঠে’ হরিণটি কী করতে চেয়েছিল? [H.S. – 16]
উত্তর: উত্তররৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় সুন্দর বাদামি হরিণ সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে-সাধে-সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল।
(v) ‘আমার দরকার শুধু গাছ দেখা’- কবির গাছ দেখার দরকার কেন?
উত্তর: সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অরণ্যচারী মানুষ আধুনিক হয়েছে ঠিকই কিন্তু নগরায়নের ফলে অরণ্য হয়েছে ধ্বংস। মানুষের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। আর তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের গাছের সান্নিধ্য পাওয়া দরকার বলে মনে হয়েছে।
(vi) ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরেফিরে ঘরে আসে’- ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: নাগরিক কবি সমরসেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় নাগরিক রূঢ় বাস্তবতায় ‘ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস’ বলতে – শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণ যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন।
(vii) ‘বল্লভভাই বলে গেছেন’- বল্লভভাই কে এবং তিনি কী বলে গেছেন?
উত্তর: ভারতের লৌহ মানব নামে খ্যাত বিশিষ্ট গান্ধীবাদী নেতা বল্লভভাই প্যাটেল। এবং তিনি বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত।
অথবা, ‘মরা হাতি সোয়া লাখ’- কে, কখন একথা বলেছিল?
উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয়ে দর্শকদের প্রতিক্রিয়া উল্লেখ করতে গিয়ে তিনি নিজেই এই মন্তব্যটি করেছেন।
(viii) ‘এই পড়ে বুকে ভরসা এল’- কী পড়ে বুকে ভরসা এলো?
উত্তর: রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখায় নাট্যভঙ্গিনির্ভর জাপানি ‘কাবুকি’ থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন।
অথবা, ‘সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে’-বক্তা কী বুঝেছিলেন?
উত্তর: থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন।
(ix) ‘সাকা’ হলে কী করতে হয়? [H.S. – 16]
উত্তর: ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘সাকা’। আর ‘সাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন।
অথবা, ‘জয়তোরণে ঠাসা’- কোন্ শহরের কথা বলা হয়েছে?
উত্তর: অনুবাদক কবি শঙ্খ ঘোষের ‘বহুল দেবতা, বহুস্বর’ কাব্যগ্রন্থের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বিভিন্ন স্থাপত্যের নিদর্শনে রমনীয় রোমের কথা উল্লেখ করেছেন। বিখ্যাত সপ্তম আশ্চর্যের অন্যতম কলোসিয়াম এখানেই অবস্থিত। তাছাড়াও রয়েছে রোম ফাউন্টেন বা ফোয়ারা। এই সমস্ত কারণেই কবি বলেছেন, রোম শহর জয়-তোরনের ঠাসা।
(x) ‘ঝি’ শব্দের আদি এবং বর্তমান অর্থ লেখো।
উত্তর: ‘ঝি’ শব্দের আদি অর্থ – কন্যা বা মেয়ে এবং বর্তমান অর্থ হলো – কাজের মেয়ে।
(xi) ‘সঞ্জননী ব্যাকরণ’ কাকে বলে?
উত্তর: সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।
(xii) ক্র্যানবেরি রূপমল কাকে বলে?
উত্তর: আভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থহীন যে – পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে, তাকে ক্র্যানবেরী রূপমূল বলে।
যেমন – ‘আলাপ’, বিলাপ’, ‘প্রলাপ’, ‘সংলাপ’ – এই শব্দগুলির ‘লাপ’ অংশটুকু উল্লেখিত শব্দের পার্থক্য করতে সমর্থ্য। তাই ‘লাপ’ হলো ক্র্যানবেরী রূপমূল।