বাংলা ক – সেট 18 (Page 216) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 18 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-18 ABTA HS Test Paper Solution 2024-2025)

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 216, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 18 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 216

XVIII (Page No. – 216)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) ‘দৌড়তে বাধ্য হয়’- কারা দৌড়তে বাধ্য হয়?- 

  • (ক) শববাহকরা 
  • (খ) কীর্তন দল 
  • (গ) শ্মশান যাত্রীরা 
  • (ঘ) রুদালীরা। 

উত্তর: Show

(খ) কীর্তন দল

(ii) ‘সারবন্দি ছরাদ হবে’- কোথায়?- 

  • (ক) নদীর পাড়ে 
  • (খ) কালীঘাটে 
  • (গ) বাড়িতে 
  • (ঘ) গঙ্গার ঘাটে। 

উত্তর: Show

(ক) নদীর পাড়ে

(iii) ‘হাল ছেড়ে দিতে হয়’- কাকে?- 

  • (ক) নিখিলকে 
  • (খ) টুনুরমাকে 
  • (গ) মৃত্যুঞ্জয়কে 
  • (ঘ) ছোটো ভাইকে। 

উত্তর: Show

(ক) নিখিলকে

(iv) ‘যারা লাইন দিয়ে বসে’- কখন থেকে লাইন দিয়ে বসে?- 

  • (ক) সকাল থেকে 
  • (খ) রাত থাকতে 
  • (গ) ভোর চারটে থেকে 
  • (ঘ) ভোর পাঁচটা থেকে। 

উত্তর: Show

(গ) ভোর চারটে থেকে

(v) ‘সবে বাস থেকে নেমেছেন’- কে নেমেছেন?- 

  • (ক) ভটচাজমশাই 
  • (খ) মোল্লাসায়েব 
  • (গ) চৌকিদার 
  • (ঘ) নকড়ি নাপিত। 

উত্তর: Show

(ক) ভটচাজমশাই

(vi) ‘রূপনারানের কূলে’ বলতে কবি বুঝিয়েছেন- 

  • (ক) নদীতীরকে 
  • (খ) জীবনের উপান্তকে 
  • (গ) রূপের দেশকে 
  • (ঘ) রূপময় পৃথিবীকে। 

উত্তর: Show

(ঘ) রূপময় পৃথিবীকে

(vii) ‘ভোরের জন্য অপেক্ষা করছিল’ 

  • (ক) মিশরের মানুষী 
  • (খ) সুন্দর বাদামী হরিণ 
  • (গ) দেশোয়ালিরা 
  • (ঘ) টেরিকাটা মানুষেরা। 

উত্তর: Show

(খ) সুন্দর বাদামী হরিণ

(viii) মহুয়ার দেশের সকাল- 

  • (ক) কুয়াশাবৃত 
  • (খ) ধুলি-ধূসিরিত 
  • (গ) তমিস্রাবৃত 
  • (ঘ) শিশিরে-ভেজা সবুজ। 

উত্তর:

Show

(ঘ) শিশিরে-ভেজা সবুজ

(ix) ‘শহরের অসুখ’ আসলে- 

  • (ক) দূষণ ব্যধি 
  • (খ) শহুরে মানুষের লোভ 
  • (গ) কংক্রিটের জঙ্গল 
  • (ঘ) সর্বগ্রাসী নগরায়ন। 

উত্তর: Show

(ঘ) সর্বগ্রাসী নগরায়ন

(x) ‘খাজনার খাতা খুলে স্টেজের দরজায় হাজির’- কে হাজির? – 

  • (ক) শিফটার 
  • (খ) দূত 
  • (গ) সরকারের পেয়াদা 
  • (ঘ) নায়েব। 

উত্তর: Show

(গ) সরকারের পেয়াদা

অথবা, (xi) ‘মঞ্চের মাঝখানে’ ওল্টানো ছিল – 

  • (ক) একটি চেয়ার 
  • (খ) একটি ছবি 
  • (গ) একটি লণ্ঠন 
  • (ঘ) একটি টুল। 

উত্তর: Show

(ঘ) একটি টুল

(xii) ‘তাঁর হাতে একটা জ্বলন্ত মোমবাতি।’ কার হাতে?- 

  • (ক) দিলদারের হাতে 
  • (খ) রজনীর হাতে 
  • (গ) কালীনাথের হাতে 
  • (ঘ) রামব্রীজের হাতে। 

উত্তর: Show

(খ) রজনীর হাতে

অথবা, (xiii) ‘এর নাম হওয়া উচিত’- 

  • (ক) বিভাব নাটক 
  • (খ) অভাব নাটক 
  • (গ) পূর্ণাঙ্গ নাটক 
  • (ঘ) হাসির নাটক। 

উত্তর: Show

(খ) (খ) অভাব নাটক

(xiv) শম্ভু মিত্রের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে- 

  • (ক) বুকের মধ্যে 
  • (খ) রাস্তায়, মাঠে, ঘাটে 
  • (গ) মঞ্চের মাঝে 
  • (ঘ) চার দেওয়ালের মধ্যে। 

উত্তর: Show

(খ) রাস্তায়, মাঠে, ঘাটে

অথবা, (xv) ‘সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্ট-এর একটি’ – 

  • (ক) টুপি থাকে 
  • (খ) ব্যাজ থাকে 
  • (গ) লাঠি থাকে 
  • (ঘ) ক্রসবেল্ট থাকে। 

উত্তর: Show

(ঘ) ক্রসবেল্ট থাকে

(xvi) ‘কেঁদেছিল খুব’- কে কেঁদেছিল?- 

  • (ক) আলেকজান্ডার 
  • (খ) সিজার 
  • (গ) ফিলিপ 
  • (ঘ) ফ্রেডারিক। 

উত্তর: Show

(গ) ফিলিপ

অথবা, (xvii) ‘আমার মাথার কাছে এসে থেমেছে’- কী থেমেছে?- 

  • (ক) রক্তের স্রোত
  • (খ) ট্রেন 
  • (গ) পাথরের চাঁই 
  • (ঘ) জলের ধারা। 

উত্তর: Show

(খ) ট্রেন

(xviii) বাংলা গজল রচনার পথিকৃৎ হলেন- 

  • (ক) কাজী নজরুল ইসলাম 
  • (খ) অতুলপ্রসাদ সেন 
  • (গ) রজনী কান্ত 
  • (ঘ) রবীন্দ্রনাথ। 

উত্তর: Show

(খ) অতুলপ্রসাদ সেন

(xix) বারোটি কাকের ছবির অ্যালবামটির নাম- 

  • (ক) টুয়েলভ ইংক স্কেচেস 
  • (খ) টুয়েলভ ক্লো 
  • (গ) টুয়েলভ পিকচারস 
  • (ঘ) কাকলীলা। 

উত্তর: Show

(ক) টুয়েলভ ইংক স্কেচেস

(xx) ব্রতচারীর উদ্ভাবক হলেন- 

  • (ক) গীতা দত্ত 
  • (খ) নবগোপাল মিত্র 
  • (গ) শরৎকুমার মিত্র 
  • (ঘ) গুরুসদয় দত্ত। 

উত্তর: Show

(ঘ) গুরুসদয় দত্ত

(xxi) প্রথম আধুনিক ‘থিসরাস’ হল- 

  • (ক) অমরকোষ 
  • (খ) রজেটের থিসরাস 
  • (গ) নিরুক্ত 
  • (ঘ) এনসাইক্লোপিডিয়া। 

উত্তর: Show

(খ) রজেটের থিসরাস

(xxii) টেলিফোন থেকে ফোন কথাটি হল- 

  • (ক) বিকল্পন 
  • (খ) প্রকৃতি 
  • (গ) রূপমূল 
  • (ঘ) ক্লিপিংস-এর উদাহরণ।

উত্তর: Show

(ঘ) ক্লিপিংস-এর উদাহরণ

#বাংলা ক – সেট 18 (Page 216) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

২। অনধিক ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) ‘বুড়িমা! তুমি মরনি!’- উত্তরে বুড়িমা কী বলেছিল? 

উত্তর: উক্ত উক্তির উত্তরে বুড়ি বলে – ‘মর্‌, তুই মর্‌। তোর শতগুষ্টি মরুক!’

(ii) ‘সেখানেই ধরে ফেলে।’- কাকে কেন ধরে ফেলে? 

উত্তর: দীর্ঘদিন অভুক্ত উৎসব পেতলের ডেকচিতে করে অশৌচ ভাত ফেলতে যাওয়ার নাম করে পেট ভরে খেয়ে সে ঘুমিয়ে পড়ে। আর তখনই পেতলের ডেকচি চুরির অপরাধে ধরে নিয়ে যায় থানায়। 

(iii) ‘জেগে উঠিলাম’- জেগে উঠে কবি কী জানলেন? 

উত্তর: জীবন সীমান্তে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘রূপনারানের কূলে’ কবিতায় জেগে উঠে জানলেন যে – ‘এ জগত স্বপ্ন নয়।’ 

(iv) ‘এখনও আগুন জ্বলছে তাদের’- কোন্ আগুন জ্বলছে? 

উত্তর: কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় দেশোয়ালিরা হিমের রাতে শরীর উম্‌ রাখবার জন্য যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনের কথাই উদ্ধৃতিটিতে বলা হয়েছে। 

(v) ‘নিবিড় অন্ধকারে’ কী শোনা যায়? 

উত্তর:  নাগরিক যন্ত্রণায় বিদ্ধ কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় ক্ষণিক প্রশান্তির আশায় সাঁওতাল পরগনা গেলে সেখানেও নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন।

(vi) ‘তাই বলি’- কবি কী বলেন? 

উত্তর: ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় তাই গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন। 

(vii) ‘সমুদ্র তাকে খেল’- কাকে সমুদ্র খেল? (H.S. – 17)

উত্তর: শঙ্খ ঘোষ অনূদিত ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় গ্রিক পুরান অনুসারে আটলান্টিস দ্বীপটি সমুদ্রের অতলে ডুবে গিয়েছিল। কবি একথা বোঝাতেই ‘সমুদ্র তাকে খেলো’ বলে উল্লেখ করেছেন।

অথবা, ‘ওতে আজও… লেগে রয়েছে’- কী লেগে রয়েছে? 

উত্তর: জলশূন্য কুয়ো দেখে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে উপর থেকে পাথরের চাঙড় গড়িয়ে দিলে জয় নিরঙ্কার ধ্বনি দিয়ে গুরু নানক গড়িয়ে পড়া পাথর খানি হাত দিয়ে থামিয়ে দেন আর তাতেই লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ। 

(viii) নব্যশব্দ প্রয়োগ উদাহরণ দিয়ে বোঝাও। 

উত্তর: ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে সেই প্রক্রিয়ার নাম নব্যশব্দ প্রয়োগ। যেমন –

আজকাল আমাদের শব্দ ব্যবহারের ভান্ডারে ফেসবুক, অ্যাপস, অনলাইন, স্পা এই শব্দগুলি নতুন অথচ জনপ্রিয়ভাবে প্রচলিত। 

(ix) পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুসারে সমাস কয় প্রকার ও কী কী? 

উত্তর: পদ গঠনের চরিত্রের বিভিন্নতা অনুযায়ী সমাজ তিন প্রকার। যথা – ১) দ্বন্দ্ব সমাস, ২) ব্যাখ্যামূলক সমাস, ৩) বর্ণনামূলক সমাস 

(x) অবিভাজ্য ধ্বনি কয় প্রকার ও কী কী? 

উত্তর: অবিভাজ্য ধ্বনি চার প্রকার। যথা – ১) শ্বাসাঘাত, ২) দৈর্ঘ, ৩) যতি ও সুরতরঙ্গ। 

(xi) ‘এই পড়ে বুকে ভরসা এল’- কী পড়ে বুকে ভরসা এল? 

উত্তর: রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখায় নাট্যভঙ্গিনির্ভর জাপানি ‘কাবুকি’ থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে ‘বহুরূপী’ নাট্যগোষ্ঠীর পুরোধা শম্ভু মিত্র আশ্বস্ত হয়েছিলেন।

অথবা, ‘সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে,…’- বক্তা কী বুঝেছিলেন? (H.S. – 17)

উত্তর: থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বললে সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে, যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন।

(xii) ‘বিশ্বভারতীই কী পারমিশন দেবে?’- কীসের পারমিশন? (H.S. – 17)

উত্তর:  ‘বিভাব’ নাটকে লভ সিনে নায়িকার কন্ঠে ফিল্মি কায়দায় গাওয়া ‘মালতি লতা দোলে’ – এই রবীন্দ্র সংগীতটির পারমিশন বিষয়ে সন্দিহান হয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছেন কারণ সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের হাতে রবীন্দ্র সংগীতের কপিরাইট ছিল।

অথবা, ‘দিলুম, তোকে বকশিশ দিলুম,’- কে, কাকে বকশিস দিলেন? 

উত্তর: নেশায়চুর হয়ে ঘুমিয়েথাকা রজনীকান্তকে  গ্রীনরুম থেকে তুলে রামব্রিজ ট্যাক্সি ডেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল বলে তাকে অভিনেতা রজনীকান্ত নগদ তিন টাকা বকশিশ দিয়েছিলেন। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *