বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-13 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 152, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 13 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 152
XIII (Page No. – 152)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(ⅰ) ‘ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই’- কে পুড়ছে?-
- (ক) নিখিল
- (খ) টুনুর মা
- (গ) মৃত্যুঞ্জয়
- (ঘ) লেখক।
উত্তর: Show
(গ) মৃত্যুঞ্জয়
(ii) ‘তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি।’-বক্তা যা শুনেছে-
- (ক) শ্রীহরি শ্রীহরি শ্রীহরি বলতে
- (খ) হরিবোল হরিবোল বলতে
- (গ) কলমা পড়তে
- (ঘ) আল্লা বা বিসমিল্লা বলতে।
উত্তর: Show
(খ) হরিবোল হরিবোল বলতে
(iii) ‘ধান খড় হয়ে গেল’-কোন্ মাসে?-
- (ক) আশ্বিন মাসে
- (খ) কার্তিক মাসে
- (গ) অগ্রহায়ণ মাসে
- (ঘ) ভাদ্রমাসে।
উত্তর: Show
(খ) কার্তিক মাসে
(iv) মৃত্যুঞ্জয় টুনুর মাকে ক’দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন?-
- (ক) একদিন
- (খ) দু’দিন-তিনদিন
- (গ) দু’তিন দিন
- (ঘ) তিন- চারদিন।
উত্তর: Show
(খ) দু’দিন-তিনদিন
(v) ‘কেউ অবশ্য হিসাব করেনি।’- যা হিসাব করা হয়নি-
- (ক) বাদলা যেদিন শুরু হয়
- (খ) বাদলা যেদিন শেষ হয়
- (গ) বাদলার আরম্ভ থেকে বন্ধ হওয়া পর্যন্ত দিনের হিসাব
- (ঘ) বুড়ি কবে মরেছিল তার হিসাব।
উত্তর: Show
(ক) বাদলা যেদিন শুরু হয়
(vi) ‘শিকার’ কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
- (ক) দেবদারুর
- (খ) মেহগনির
- (গ) সুন্দরীর
- (ঘ) অর্জুনের।
উত্তর: Show
(খ) মেহগনির
(vii) ‘গাছগুলো তুলে আনো’ কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে?-
- (ক) একবার
- (খ) দু’বার
- (গ) তিনবার
- (ঘ) কোনোটাই নয়।
উত্তর: Show
(খ) দু’বার
(viii) ‘চিনিলাম আপনারে’ কবি নিজেকে চিনলেন-
- (ক) আঘাতে
- (খ) বেদনায়
- (গ) আঘাতে-বেদনায়
- (ঘ) আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।
উত্তর: Show
(ঘ) আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়
(ix) ‘সেই কবিতায় জাগে’- কবিতায় যা জাগে-
- (ক) কবির বিবেক
- (খ) কবির মূল্যবোধ
- (গ) কবির মানবতা
- (ঘ) কবির ভালোবাসা।
উত্তর: Show
(ক) কবির বিবেক
(x) ‘নানা রঙের দিন’ নাটকে চরিত্র সংখ্যা হল-
- (ক) একটি
- (খ) তিনটি
- (গ) দুটি
- (ঘ) চারটি।
উত্তর: Show
(গ) দুটি
অথবা, (xi) ‘বিভাব’ নাটকে লারেলাপ্পার কথা বলেছিল-
- (ক) শম্ভু ও অমর
- (খ) অমর
- (গ) বৌদি
- (ঘ) শম্ভু।
উত্তর: Show
(ক) শম্ভু ও অমর
(xii) ‘মুখের ভিতরটা যেন’-মুখের ভিতরটার সঙ্গে কীসের তুলনা করা হয়েছে?-
- (ক) অ্যাকোরিয়াম
- (খ) অডিটোরিয়াম
- (গ) স্টেডিয়াম
- (ঘ) প্রশস্ত মাঠ।
উত্তর: Show
(খ) অডিটোরিয়াম
অথবা, (xiii) ‘দু’জনে হাত ধরাধরি করে… পালিয়ে যান।’- কোনদিক দিয়ে পালিয়ে যান?-
- (ক) বামদিকের উইং দিয়ে
- (খ) ডানদিকের উইং দিয়ে
- (গ) বামদিকের পিছনের উইং দিয়ে
- (ঘ) ডানদিকের পিছনের উইং দিয়ে।
উত্তর: Show
(খ) ডানদিকের উইং দিয়ে
(xiv) ‘তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে’- কোন চরিত্রে?-
- (ক) ঔরঙ্গজেব
- (খ) মহম্মদ
- (গ) আলমগীর
- (ঘ) দিলদার।
উত্তর: Show
(ঘ) দিলদার
অথবা, (xv) ‘আমি তো চললাম।’ কথাটি বলা হয়েছিল-
- (ক) ফিল্মিঢঙে
- (খ) বিকৃতভাবে
- (গ) সুমিষ্ট কণ্ঠে
- (ঘ) ন্যাকামির ভঙ্গিতে।
উত্তর: Show
(ক) ফিল্মিঢঙে
(xvi) ‘কে জিতেছিল? একলা সে?’- যার কথা বলা হয়েছে-
- (ক) ফিলিপ
- (খ) আলেকজান্ডার
- (গ) মহামানব
- (ঘ) দ্বিতীয় ফ্রেডরিক।
উত্তর: Show
(ঘ) দ্বিতীয় ফ্রেডরিক
অথবা, (xvii) ‘উনি আমাকে চুপ করিয়ে দিলেন।’ ‘উনি’ হলেন-
- (ক) পণ্ডিতমশাই
- (খ) গুরুমশাই
- (গ) মাস্টারমশাই
- (ঘ) শিক্ষকমশাই।
উত্তর: Show
(গ) মাস্টারমশাই
(xviii) আরতি সাহা যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন-
- (ক) খো খো
- (খ) টেবিল টেনিস
- (গ) সাঁতার
- (ঘ) ব্যাডমিন্টন।
উত্তর: Show
(গ) সাঁতার
(xix) কোন্ চিকিৎসক ‘ধন্বন্তরী’ উপাধি লাভ করেন?
- (ক) চুনীলাল বসু
- (খ) মহেন্দ্রচন্দ্র নন্দী
- (গ) গিরীন্দ্রশেখর বসু
- (ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
উত্তর: Show
(খ) মহেন্দ্রচন্দ্র নন্দী
বি.দ্র. – হোমিও চিকিৎসক হিসাবে ‘ধন্বন্তরী’ খ্যাতি লাভ করেন।
(xx) সমবেতভাবে মাঝিমাল্লাদের গাওয়া গান হল-
- (ক) ভাটিয়ালি
- (খ) সারিগান
- (গ) ভাওয়াইয়া
- (ঘ) জারি।
উত্তর: Show
(খ) সারিগান
(xxi) শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয় যে ভাষাবিজ্ঞান-
- (ক) স্নায়ুভাষাবিজ্ঞান
- (খ) মনোভাষাবিজ্ঞান
- (গ) সমাজভাষাবিজ্ঞান
- (ঘ) নৃভাষাবিজ্ঞান।
উত্তর: Show
(খ) মনোভাষাবিজ্ঞান
(xxii) ‘কমপিটেন্স’ ও ‘পারফরম্যান্স’ ধারণার জনক-
- (ক) নোয়াম চমস্কি
- (খ) ব্লুম ফিল্ড
- (গ) ফের্দিনী দ্য সোস্যুর
- (ঘ) স্যামুয়েল ওয়েসলি।
উত্তর: Show
(ক) নোয়াম চমস্কি
#বাংলা ক – সেট 13 (Page 152) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
২.১ ‘সে এট্টা কতা বটে’- কথাটি কী?
উত্তর: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ঘর করতে খরচা দেবে সরকার, এই কথা শুনে উৎসব বুদ্ধিমান সাজতে গিয়ে উক্ত কথা খানি বলেছে।
২.২ ‘ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়।’- কেন নিখিল হাল ছেড়ে দেয়?
উত্তর: ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়কে তার বন্ধু নিখিল তার সঙ্গে ঘুরে ঘুরে নানাভাবে তাকে উলটো কথা শোনানোর চেষ্টা করে। কিন্তু মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই টের পাওয়া যায় যে, সে তার কথার মানে বুঝতে পারছে না।
২.৩ ‘মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে’- কোন ‘দেনা’ শোধের কথা বলা হয়েছে?
উত্তর: কবি সারাজীবন তপস্যা করে, যে সত্য উপলব্ধি করেছেন মৃত্যুতে সেই দেনা শোধের কথা বলেছেন।
২.৪ ‘শিকার’ কবিতায় ‘বন’ ও ‘আকাশ’কে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘বন’ ও ‘আকাশ’কে ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে তুলনা করেছেন।
২.৫ ‘বহুদিন শহরেই আছি’-শহরে থাকার ফলে কবি কী দেখেছেন?
উত্তর: প্রকৃতি প্রেমের কবি শক্তি চট্টোপাধ্যায় কর্মব্যস্ততার জন্য বহুদিন শহরেই রয়েছেন। এবং চাক্ষুস করেছেন নাগরিক আগ্রাসনে সবুজের অনটন।
২.৬ ‘যা পারি…’- কবি কী পারেন?
উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত তাঁর ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় জঙ্গলে ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তাঁর বিবেককে জাগিয়ে রাখতে পারেন।
২.৭ ‘আমি বলছি রজনী চাটুজ্জে মরবে না।’- রজনী চাটুজ্জে কেন মরবে না?
উত্তর: শিল্পীর মৃত্যু ঘটলেও তার প্রতিভার কোনদিন মৃত্যু হয় না। আর সে কারণেই কালীনাথ সেন বলেছেন যে, রজনী চাটুজ্জে কোনদিন মরবে না।
অথবা, ‘শম্ভু মিত্র বলে ওঠেন।’- কী বলে ওঠেন?
উত্তর: নায়িকা রূপী তৃপ্তি মিত্রের ন্যাকামির ভঙ্গিতে গাওয়া রবীন্দ্র সংগীত শুনে শম্ভু মিত্র বলেন এটা রবীন্দ্রনাথের গানই হচ্ছে না।
২.৮ ‘মরে যাব, তবু ভুলব না’- কাকে না ভোলার কথা বলা হয়েছে? (H.S. – 20)
উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশে রজনীকান্ত বলেছেন তার প্রেমিকার আশ্চর্য ভালোবাসা তিনি কখনো ভুলবেন না।
অথবা, ‘পরদা খুললে দেখা যায়’- কী দেখা যায়?
উত্তর: পরদা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। সাদা-সিধে সাদা আলোয় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে শম্ভু মিত্র।
২.৯ ‘কাদের জয় করল সিজার?’- সিজার কাদের জয় করেছিল?
উত্তর: যাঁর হাত ধরে রোমান সাম্রাজ্য একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল তিনি হলেন মহান রোমান সম্রাট জুলিয়াস সিজার। তিনি ফ্রান্সের বিভিন্ন উপজাতিদের পরাজিত করে এবং গল রাজ্য জয় করে রোমের আধিপত্য প্রতিষ্ঠা করেন।
অথবা, ‘মর্দানা তবু নড়তে রাজি নয়’-মর্দানা নড়তে রাজি ছিল না কেন?
উত্তর: কর্তার সিং দুগ্গাল -এর ‘অলৌকিক’ গল্পে গুরুনানক যখন তাঁর শিষ্যদের নিয়ে হাসান আব্দালের জঙ্গল অতিক্রম করছিলেন তখন শিষ্য মর্দানা প্রবল পিপাসার্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। ফকির নানক সামনের গ্রামে গেলে জল পাওয়া যাবে বললেও সে নড়তে রাজি হয় না।
২.১০ ‘ব্যাপকার্থকতা’ কী?
উত্তর: একটি শব্দের মধ্যে অন্য একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকলে তাকে বলা হয় ব্যাপকার্থকতা বা অর্থান্তরভুক্তি।
যেমন – ফল বললে বোঝায় আপেল, কমলা, কলা, বেদানা, নাসপাতি, পেয়ারা, আতা ইত্যাদি।
২.১১ ‘বর্গান্তর’ কাকে বলে? উদাহরণ দাও। (HS – 23)
উত্তর: কোনো বাক্যের একটি পদ অন্য বাক্যে ভিন্ন পদ হিসেবে ব্যবহৃত হলে তাকে বলে বর্গান্তর।
উদাহরণ: রামবাবু একজন ধনী মানুষ। এই বাক্যে ‘ধনী’ পদটি বিশেষণ।
‘ধনী’ মাত্রেই অহংকারী নয়। আবার এই বাক্যে ‘ধনী’ পদটি বিশেষ্য।
২.১২ ‘বহুস্বরিতা’ বিষয়টি বুঝিয়ে দাও।
উত্তর: উপন্যাস বা মহাকাব্য ও অন্যান্য আখ্যানে বহু শ্রেণির বহুবিচিত্র স্বভাবের, অত্যন্ত বৈচিত্রপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে। এই ভাবেই চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং এই স্বরগুলির জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথাবিশ্ব। মিখাইল বাখতিন এই বিষয়টিকেই বহুস্বরিতা আখ্যা দিয়েছেন।