দর্শন – সেট 2 (Page AC-67) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

দর্শন – সেট 2 (Page AC-67) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Philosophy Set-2 ABTA HS Test Paper Solution 2024-2025)

ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-67, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025

দর্শন – সেট 2 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer Page AC-67

II (Page No. : AC-67)

Philosophy (PHIL)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy Answer MCQ

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: 1 × 24 = 24

(i) অনুমান যখন ভাষায় প্রকাশিত হয়, তখন তাকে বলে – 

  • (a) সংবেদন 
  • (b) অনুভূতি 
  • (c ) বচন 
  • (d) যুক্তি। 

উত্তর : Show

(d) যুক্তি

(ii) আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় – 

  • (a) সুনিশ্চিত 
  • (b) বৈধ 
  • (c) অবৈধ 
  • (d) সম্ভাব্য। 

উত্তর : Show

(d) সম্ভাব্য

(iii) যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি-

  • (a) অবশ্যই বৈধ হবে 
  • (b) অবশ্যই অবৈধ হবে 
  • (c) বৈধ বা অবৈধ হবে 
  • (d) এদের কোনোটিই নয়। 

উত্তর : Show

(c) বৈধ বা অবৈধ হবে

(iv) কোন্ বচনে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়? 

  • (a) A বচনে 
  • (b) E বচনে 
  • (c) I বচনে 
  • (d) O বচনে 

উত্তর : Show

(b) E বচনে

(v) গুন অনুযায়ী বচন- 

  • (a) দুই প্রকার 
  • (b) তিন প্রকার 
  • (c) চার প্রকার 
  • (d) পাঁচ প্রকার। 

উত্তর : Show

(a) দুই প্রকার

(vi) যদি A বচন সত্য হয় তাহলে O বচনটির সত্যমূল্য হবে – 

  • (a) সত্য 
  • (b) মিথ্যা 
  • (c) অনিশ্চিত 
  • (d) স্ববিরোধী। 

উত্তর : Show

(b) মিথ্যা

(vii) অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় যে দুটি বচনের মধ্য, সেগুলি হল- 

  • (a) A এবং E বচনের মধ্যে 
  • (b) I এবং O বচনের মধ্যে 
  • (c) A এবং I বচনের মধ্যে 
  • (d) E এবং O বচনের মধ্যে। 

উত্তর : Show

(b) I এবং O বচনের মধ্যে

(viii) ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা হল – 

  • (a) 3টি 
  • (b) 4টি 
  • (c) 5টি 
  • (d) 6টি। 

উত্তর : Show

(b) 4টি

(ix) নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদ থাকে না, সেটি হল – 

  • (a) পক্ষপদ 
  • (b) হেতুপদ 
  • (c) সাধ্যপদ 
  • (d) কোনোটিই নয়। 

উত্তর : Show

(b) হেতুপদ

(x) P অথবা Q,~P ∴ Q এই যুক্তির আকারটি হল – 

  • (a) MP 
  • (b) MT 
  • (c) DS 
  • (d) HS। 

উত্তর : Show

(c) DS

(xi) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন্ বাক্যটি বৈকল্পিক বচন?- 

  • (a) প্রধান আশ্রয় বাক্য 
  • (b) অপ্রধান আশ্রয় বাক্য 
  • (c) সিদ্ধান্ত 
  • (d) উভয় আশ্রয় বাক্য। 

উত্তর : Show

(a) প্রধান আশ্রয় বাক্য

(xii) অশূন্য বা সাত্তিক শ্রেণির ভেনচিত্রটি হবে – 

অশূন্য বা সাত্তিক শ্রেণির ভেনচিত্রটি হবে

উত্তর : Show

(b)

(xiii) কোনো অ-S নয়, অ-P বচনটির বুলীয় ভাষ্য হল – 

  • (a) \(SP=O\) 
  • (b) \(\overline{S} P=O\) 
  • (c) \(\overline{S}\overline{P}≠O\) 
  • (d) \(\overline{S}\overline{P}=O\) 

উত্তর : Show

(d) \(\overline{S}\overline{P}=O\)

(xiv) pv~q- এই বচনাকারটি হল- 

  • (a) স্বতঃসত্য 
  • (b) স্বতঃ মিথ্যা 
  • (c) আপতিক 
  • (d) কোনোটিই নয়। 

উত্তর : Show

(c) আপতিক

(xv) p⊃q এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি – 

  • (a) p সত্য এবং q মিথ্যা হয় 
  • (b) p মিথ্যা এবং q সত্য হয় 
  • (c) p মিথ্যা এবং q সত্য হয় 
  • (d) p সত্য এবং q সত্য হয় 

উত্তর : Show

(a) p সত্য এবং q মিথ্যা হয়

(xvi) যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে বলা হয় – 

  • (a) মানক 
  • (b) গ্রাহক 
  • (c) ধ্রুবক 
  • (d) সত্যাপেক্ষ। 

উত্তর : Show

(c) ধ্রুবক

(xvii) আরোহ অনুমানের সমস্যাটি হল- 

  • (a) বৈধতা নির্ণয় 
  • (b) অবৈধতা নির্ণয় 
  • (c) সামান্যীকরণ 
  • (d) আকারগত সত্যতা নির্ণয়। 

উত্তর : Show

(c) সামান্যীকরণ

(xviii) উপমাযুক্তির ভিত্তি হল- 

  • (a) অসম্পূর্ণ সাদৃশ্য 
  • (b) দৃষ্টান্ত গণনা 
  • (c) অবাধ অভিজ্ঞতা 
  • (d) পরীক্ষণ। 

উত্তর : Show

(a) অসম্পূর্ণ সাদৃশ্য

(xix) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন?- 

  • (a) সামান্য বিশ্লেষক বচন 
  • (b) সামান্য সংশ্লেষক 
  • (c) বিশ্লেষক বচন 
  • (d) সংশ্লেষক ও বিশ্লেষক বচন। 

উত্তর : Show

(b) সামান্য সংশ্লেষক

(xx) বহুকরণবাদের প্রবক্তা হলেন- 

  • (a) মিল 
  • (b) জোসেফ 
  • (c) কোপি 
  • (d) অ্যারিস্টটল। 

উত্তর : Show

(a) মিল

(xxi) ‘পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান’-বলেছেন- 

  • (a) মিল, 
  • (b) কার্ভেথ রিড 
  • (c) অ্যারিস্টটল 
  • (d) প্লেটো। 

উত্তর : Show

(b) কার্ভেথ রিড

(xxii) ভিজেকাঠে অগ্নিসংযোগ হলে ধূম সৃষ্টির- 

  • (a) আবশ্যিক শর্ত 
  • (b) পর্যাপ্ত শর্ত 
  • (c) আবশ্যিক পর্যাপ্ত শর্ত 
  • (d) সবগুলি ঠিক। 

উত্তর : Show

(c) আবশ্যিক পর্যাপ্ত শর্ত

(xxiii) ব্যতিরেকী পদ্ধতির ভুল প্রয়োগের ফলে যে দোষ ঘটে- 

  • (a) কাকতলীয় দোষ 
  • (b) মন্দ উপমাযুক্তির দোষ 
  • (c) অবৈধ সামান্যীকরণ দোষ 
  • (d) কোনোটিই নয়। 

উত্তর : Show

(a) কাকতলীয় দোষ

(xxiv) মিল যে পদ্ধতিকে প্রমাণের শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন, তা হল – 

  • (a) ব্যতিরেকী পদ্ধতি 
  • (b) অন্বয়ী পদ্ধতি 
  • (c) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি
  • (d) সহ পরিবর্তন পদ্ধতি।

উত্তর : Show

(a) ব্যতিরেকী পদ্ধতি

#দর্শন – সেট 2 (Page AC-68) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Philosophy SAQ Question Answer

2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 × 16 = 16

(i) যুক্তির অবয়বগুলি কী কী? 

উত্তর : যুক্তির দুটি অবয়ব যথা – i) আশ্রয় বা হেতু বা যুক্তিবাক্য ও ii) সিদ্ধান্ত

অথবা, কোন্ যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়? 

উত্তর : অবরোহ যুক্তিতে।

(ii) বিপরীত বিরোধিতা কাকে বলে? 

উত্তর : একই উদ্দেশ্য ও একই বিধেয় পদযুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যখন গুনগত পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেই দুটি বচনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক তাকে বলা হয় বিপরীত বিরোধিতা।

উদাহরণ : সকল মানুষ হয় ধার্মিক ব্যক্তি। –  ‘A’ 

কোনো মানুষ নয় ধার্মিক ব্যক্তি। – ‘E’

(iii) ‘সকল মানুষ হয় বিচারবুদ্ধিসম্পন্ন জীব’ বচনটির বিরুদ্ধ বিরোধী বচন কী হবে? 

উত্তর : L.P : ‘সকল মানুষ হয় বিচারবুদ্ধিসম্পন্ন জীব। –  ‘A’

∴ উপরের A বচনটির বিরুদ্ধ বচন হবে – কোনো কোনো মানুষ নয় বিচারবুদ্ধিসম্পন্ন জীব – O

অথবা, দুটি বচনের মধ্যে বিরোধিতার প্রধান শর্ত কী? 

উত্তর : i) দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় এক হতে হবে। 

ii) দুটি নিরপেক্ষ বচনের মধ্যে কখনও গুণগত, কখনও পরিমাণগত আবার কখনও গুণ ও পরিমাণ উভয়গত পার্থক্য থাকবে। 

(iv) অমাধ্যম অনুমান কাকে বলে? 

উত্তর : যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কমব্যাপক বা সমব্যাপক হয় তাকে বলে অমাধ্যম অনুমান।

অথবা, বিবর্তনের গুণের নিয়মটি লেখো। 

উত্তর : আশ্রয়বাক্যের গুন সিদ্ধান্তে পরিবর্তিত হবে।

(v) পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? 

উত্তর : ধ্বংসমূলক প্রাকম্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের পর্বগকে অপ্রধান আশ্রয়বাক্য অস্বীকার করে সিদ্ধান্ত অনুগকে অস্বীকার করলে অবৈধ হয় এবং এক্ষেত্রে যে দোষ ঘটে তা হল পূর্বগ অস্বীকারজনিত দোষ।

অথবা, অনুগস্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। 

উত্তর : যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। মাটি ভিজেছে। অতএব বৃষ্টি হয়েছে।

যুক্তিটির আদর্শরূপ : 

যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। 

মাটি ভিজবে। 

∴ বৃষ্টি হয়েছে। 

সাংকেতিক আকার : 

যদি p তবে q

হয় q

∴ হয় p

বিচার :- যুক্তিটি অবৈধ। 

দোষ :- অনুগস্বীকারজনিত দোষ।

(vi) বৈকল্পিক বচনের কমপক্ষে কয়টি বিকল্প থাকে? 

উত্তর : 2 টি। 

(vii) অস্তিত্বমূলক দোষ কাকে বলে? 

উত্তর : সে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই (A ও E) সেই বচনকে আশ্রয়বাক্য করে যদি এমন বচন সিদ্ধান্ত হিসাবে নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আাছে (I ও O) তখন সেই যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বা সাত্বিকতা দোষ বলে।

অথবা, ‘অ্যারিস্টটল হন গ্রীক দার্শনিক’ বচনটির ভেনচিত্র অঙ্কন করো। 

উত্তর : L.F. : অ্যারিস্টটল হন গ্রীক দার্শনিক – A

বুলীয়ভাষ্য : \(S\overline{P}=0\)

ভেনচিত্র উপস্থাপন : 

অ্যারিস্টটল হন গ্রীক দার্শনিক' বচনটির ভেনচিত্র

(viii) ভেনচিত্রে দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কয়টি শ্রেণিকে নির্দেশ করে? 

উত্তর : 4 টি। 

(ix) স্বতঃসত্য বচনাকার কাকে বলে? 

উত্তর : সে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশণ দৃষ্টান্ত সত্য, তাকে স্বতঃসত্য বচনা বলে। উদাহরণ : pv~p

(x) সংযৌগিক বচন কখন সত্য হয়? 

উত্তর : সংযৌগিক বচনের দুটি সংযোগী সত্য হলে সমগ্র সংযৌগিক বচন সত্য হবে। 

অথবা, p ⊃ ~ p বচনাকারটি কখন মিথ্যা হয়? 

উত্তর : p এর মান সত্য হলে p ⊃ ~ p এর মান মিথ্যা হবে। 

p ⊃ ~ p

= T ⊃ ~ T

= T ⊃ F

= F

(xi) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী? 

উত্তর : পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 

(xii) প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? 

উত্তর : যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, তাকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি।

অথবা, আরোহ অনুমান সংক্রান্ত লাফ কাকে বলে? 

উত্তর :আরোহ অনুমানের বিশেষজ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে অগ্রসর হওয়ার মাত্রাকে তর্ক বিজ্ঞানীরা বলেছেন আরোহ অনুমান সংক্রান্ত লাফ।

(xiii) ভালো উপমাযুক্তির একটি দৃষ্টান্ত দাও। 

উত্তর : রাম, শ্যাম ও যদু তিনজনের ম্যালেরিয়া জ্বর হয়েছে। রাম ও শ্যাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে। যদুও কুইনাইন খেয়ে ভালো হয়েছে।

অথবা, উপমাযুক্তির সিদ্ধান্ত কীরূপ বচন? 

উত্তর : বিশেষ বচন।

(xiv) বহুকারণবাদ বলতে কী বোঝ? 

উত্তর : যে মতবাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ এর দ্বারা উৎপন্ন হয়, সেই মতবাদকে বলা হয় বহুকারণবাদ।

অথবা, বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় লেখো। 

উত্তর : i) কারণ এর সামান্যীকরণ এর দ্বারা বহুকরণবাদ দূর হতে পারে।

ii) কার্যের বিশেষীকরণ এর দ্বারা বহুকরণবাদ দূর হতে পারে।

(xv) ‘সুইচ অন করা পাখা চলার কারণ’-এক্ষেত্রে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? 

উত্তর : আবশ্যিক শর্ত। 

(xvi) কারণ ও শর্তের মূল পার্থক্য কী?

উত্তর : কারণ হল কতগুলি শর্তের সমষ্টি। অপরপক্ষে, শর্ত হল কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয়। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *