বাংলা ক – সেট 19 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-19 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 227, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 19 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 227
XIX (Page No. – 227)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(i) মৃত্যুঞ্জয়ের বাড়ির সদস্য সংখ্যা-
- (ক) সাতজন
- (খ) পাঁচজন
- (গ) দশজন
- (ঘ) ন’জন।
উত্তর: Show
(ঘ) ন’জন
(ii) ‘ভাত খাবে কাজ করবে।’- কাজের দফা হল-
- (ক) দশ দফায়
- (খ) আঠারো দফায়
- (গ) চোদ্দ দফায়
- (ঘ) পনেরো দফায়।
উত্তর: Show
(গ) চোদ্দ দফায়
(iii) ‘সে ছিল পেশাদার লাঠিয়াল।’- সে হল-
- (ক) ফজলু সেখ
- (খ) করিম ফরাজি
- (গ) নিবারণ বাগদি
- (ঘ) নকড়ি নাপিত।
উত্তর: Show
(খ) করিম ফরাজি
(iv) ‘খানিক পরেই সে আসছে।’- যে আসছে-
- (ক) মৃত্যুঞ্জয়
- (খ) নিখিল
- (গ) টুনুর মা
- (ঘ) কথক।
উত্তর: Show
(ক) মৃত্যুঞ্জয়
(v) ‘তিনি লাইন করে ফেলেন’- ‘তিনি’ বলতে-
- (ক) ভজন চাকর
- (খ) তান্ত্রিক
- (গ) ছোটো বউয়ের বাবা
- (ঘ) বড়ো পিসিমা।
উত্তর: Show
(খ) তান্ত্রিক
(vi) ‘কিন্তু আমাদের কাছে নেন।’- যা নেওয়ার কথা বলা হয়েছে-
- (ক) সিনসিনারি
- (খ) আলো
- (গ) ঝালর
- (ঘ) খাজনা।
উত্তর: Show
(ঘ) খাজনা
অথবা, (vii) ‘ওই সিনটা মনে আছে তোমার?’-যে নাটকের সিন-
- (ক) শাজাহান
- (খ) রিজিয়া
- (গ) ওথেলো
- (ঘ) ম্যাকবেথ।
উত্তর: Show
(ক) শাজাহান
(viii) ‘মঞ্চের মাঝখানে’ ওল্টানো রয়েছে-
- (ক) একটি ছবি
- (খ) একটি চেয়ার
- (গ) একটি টুল
- (ঘ) একটি লণ্ঠন।
উত্তর: Show
(গ) একটি টুল
অথবা, (ix) ‘দেখছ না বার্থ রেট কী হাই!’- বিষয়টি হল-
- (ক) হাসির
- (খ) প্রেমের
- (গ) কান্নার
- (ঘ) মন্বন্তরের।
উত্তর: Show
(খ) প্রেমের
(x) ‘রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে’-
- (ক) দেবদারুর দীর্ঘ রহস্য
- (খ) মহুয়ার গন্ধ
- (গ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
- (ঘ) কয়লাখনির গভীর শব্দ।
উত্তর: Show
(গ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
(xi) ‘আমি দেখি’- কবিতায় কবির চোখ চায়-
- (ক) সবুজ
- (খ) সবুজ বাগান
- (গ) জঙ্গল
- (ঘ) সবুজ গাছ।
উত্তর: Show
(ক) সবুজ
(xii) ‘ক্রন্দনরতা জননীর পাশে’- কবিতাটির কাব্যগ্রন্থ হল-
- (ক) ধানখেত থেকে
- (খ) ধানখেতের পাশে
- (গ) ধানখেত
- (ঘ) ধানখেতের মধ্যে।
উত্তর: Show
(ক) ধানখেত থেকে
(xiii) ‘সে কখনো করে না বঞ্চনা।’- যার কথা বলা হয়েছে-
- (ক) কঠিন সত্য
- (খ) দুঃখের তপস্যা
- (গ) আঘাত ও বেদনা
- (ঘ) আপনার রূপ।
উত্তর: Show
(ক) কঠিন সত্য
(xiv) ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব।’-
- (ক) আর্মাডা ডুবে যাওয়ায়
- (খ) আটলান্টিস ডুবে যাওয়ায়
- (গ) ব্যাবিলন ধ্বংস হয়ে যাওয়া
- (ঘ) গলদের নিপাত করা।
উত্তর: Show
(ক) আর্মাডা ডুবে যাওয়ায়
অথবা, (xv) ‘অলৌকিক’ গল্পটির অনুবাদক হলেন-
- (ক) শঙ্খ ঘোষ
- (খ) নবারুণ ভট্টাচার্য
- (গ) অনিন্দ্য সৌরভ
- (ঘ) মণীন্দ্র দত্ত।
উত্তর: Show
(গ) অনিন্দ্য সৌরভ
(xvi) সন্ধ্যা মুখোপাধ্যায় যে উপাধিতে ভূষিত হয়েছিলেন-
- (ক) পদ্মশ্রী
- (খ) গীতশ্রী
- (গ) সুরশ্রী
- (ঘ) রাগেশ্রী।
উত্তর: Show
(খ) গীতশ্রী
(xvii) কোন্ খেলোয়াড়ের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গোল’?-
- (ক) চুনী গোস্বামী
- (খ) পি কে ব্যানার্জি
- (গ) ভাইচুং ভুটিয়া
- (ঘ) ধ্যানচাঁদ।
উত্তর: Show
(ঘ) ধ্যানচাঁদ
(xviii) প্রযুক্তি বিজ্ঞানে PMB নামে পরিচিত ছিলেন-
- (ক) পরিমল বাগচি
- (খ) প্যারিমোহন বাগচি
- (গ) প্রতুলময় বাগচি
- (ঘ) প্রশান্তমোহন বাগচি।
উত্তর: Show
(খ) প্যারিমোহন বাগচি
(xix) শম্ভু মিত্রের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে-
- (ক) বুকের মধ্যে
- (খ) মঞ্চের মধ্যে
- (গ) চার দেওয়ালের মধ্যে
- (ঘ) রাস্তায়, মাঠে, ঘাটে।
উত্তর: Show
(ঘ) রাস্তায়, মাঠে, ঘাটে
অথবা, (xx) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল-
- (ক) তরবারি
- (খ) ফুলদানি
- (গ) জ্বলন্ত মোমবাতি
- (ঘ) জ্বলন্ত ধূপকাঠি।
উত্তর: Show
(গ) জ্বলন্ত মোমবাতি
(xxi) ‘ধন্য’ শব্দের আদি অর্থ ‘ধনবান’; পরিবর্তিত অর্থ ‘সৌভাগ্যবান’ এই অর্থ পরিবর্তনের ধারাটি হল-
- (ক) শব্দার্থের প্রসার
- (খ) শব্দার্থের সংকোচ
- (গ) শব্দার্থের রূপান্তর
- (ঘ) শব্দার্থের সংক্রম।
উত্তর: Show
(ক) শব্দার্থের প্রসার
(xxii) ‘টেলিফোন’ থেকে ‘ফোন’ উদাহরণটি
- (ক) জোড়কলম শব্দ
- (খ) মুণ্ডমাল শব্দ
- (গ) ক্লিপিংস
- (ঘ) পদদ্বৈত।
উত্তর: Show
(গ) ক্লিপিংস
#বাংলা ক – সেট 19 (Page 227) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১২ = ১২
(i) সমাজভাষাবিজ্ঞানে কোড (Code) কী?
উত্তর: কোন ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড (Code)।
(ii) ধ্বনিতত্ত্বে দৈর্ঘ্য কাকে বলে?
উত্তর: দলের উচ্চারণে স্বরধ্বনির বিস্তৃতিকেই দৈর্ঘ্য বলে।
(iii) বর্ণনামূলক সমাসের অন্য নাম কী? উদাহরণ দাও।
উত্তর: বর্ণনামূলক সমাসের আর এক নাম হলো বহুব্রীহি সমাস।
উদাহরণ: বীণাপাণি – বীণা পাণিতে যার।
(iv) ‘সেকালে ঘনঘন’ ‘সাকা’ হত’- ‘সাকা’ কী?
উত্তর: ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘শাকা’। আর ‘শাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন।
অথবা, ‘যখন সমুদ্র তাকে খেল’- কাকে বলা হয়েছে এবং কেন?
উত্তর: ব্রেটোল্ট ব্রেখ্ট -এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বর্ণিত পৌরাণিক উপকথার নগরী আটলান্টিস দ্বীপটি একসময় সমুদ্রের অতলে তলিয়ে যায়। উক্ত কারণে বলা হয়েছে সমুদ্র আটলান্টিসকে খেয়েছে।
(v) ‘তারা এসব মানবে কেন?’ কারা, কী মানবে না বলে বক্তার মনে হয়েছে? [HS-2023]
উত্তর: শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটকের, প্রতি সপ্তাহে বিদেশি বায়োস্কোপ দেখা আর প্যান্টালুন পরিহিত ইংরেজিশিক্ষিতরা নাটকে সুচারু মঞ্চসজ্জা ছাড়া শুধু ভঙ্গিবহুল অভিনয় মানবে না।
অথবা, ‘চাকরিটা ছেড়ে দিলুম’- কে, কোন চাকরি ছেড়ে দিয়েছিল?
উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারের নেশায় পুলিশের চাকুরি ছেড়ে দিয়েছিলেন।
(vi) ‘যুগটা কী দেখুন!’- যুগের কোন্ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে?
উত্তর: হাসির নাটকের বক্সঅফিস ভাল দেখে অভিনয় করতে চাইলে বৌদি তৃপ্তি মিত্র প্রেমের নাটক করলে দ্বিতীয়বার তিনি প্রগ্রেসিভ লভ সিন করার প্রস্তাব দেন। অর্থাৎ হাসির নাটক করতে চাইলেও তাতে প্রেমের অভিনয়ের প্রস্তাব সমসাময়িক যুগ পরিস্থিতিকে দর্শায়িত করে।
অথবা, ‘বুড়ো কালীনাথ সেন ঢোকেন।’- তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও।
উত্তর: পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুলে বুড়ো কালীনাথ সেন মঞ্চে প্রবেশ করেন।
(vii) ‘একটা অদ্ভুত শব্দ’- শব্দটা অদ্ভুত কেন?
উত্তর: আধুনিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় বর্ণিত অরণ্য আর নদীর কোলে নেমে আসা ভোরের কোমল পবিত্রতা, শান্ত-স্নিগ্ধ নীরবতায় গুলির শব্দটি ছিল বেমানান। আর তাই সেই শব্দটিকে ‘অদ্ভুত’ বলা হয়েছে।
(viii) ‘দূর সমুদ্রের দীর্ঘশ্বাস’- এই দীর্ঘশ্বাস কী করে?
উত্তর: দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে।
(xi) ‘ঐ সবুজের ভীষণ দরকার’- কী কারণে দরকার?
উত্তর: গাছের সবুজ দিয়ে কবি যন্ত্র সভ্যতার ক্লান্তি থেকে আরোগ্য লাভ করতে পারেন তাই তাঁর সবুজের ভীষণ দরকার।
(x) ‘যা পারি কেবল’- কবি কী পারেন?
উত্তর: কবি মৃদুল দাশগুপ্ত অনৈতিকতার বিরুদ্ধে বিধির বিচার চেয়ে না তাকিয়ে বসে তিনি কলমের মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন।
(xi) ‘এখন সেটা বন্ধ করে দিয়েছে।’- কী বন্ধ করে দিয়েছে?
উত্তর: ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের কেন্দ্রীয় চরিত্র, মৃত্যুঞ্জয় শহরের ফুটপাতে ঘুরে বেড়ানো বভুক্ষু-নিরন্ন মানুষদের সঙ্গে আলাপ করা বন্ধ করে দিয়েছে।
(xii) ‘এভাবে কিছুদিন যায়।’- কে, কীভাবে দিন কাটিয়েছিল?
উত্তর: ঝড় জলের রাতে উৎসব তার স্ত্রী-পুত্রকে মাতলার গর্ভে হারিয়ে তাদেরকেই খুঁজতে ব্যস্ত ছিল। তাই লঙ্গরখানার খিচুড়ি তার খাওয়া হয়নি। পরে যখন তার সম্বিত ফিরে দেখে খিচুড়ি আর নেই তখন সে ড্রাইডোলের চাল চিবিয়ে, জল খেয়ে বেশ কিছুদিন সে কাটিয়ে দেয়।