বাংলা ক – সেট 20 (Page 238) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 20 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-20 ABTA HS Test Paper Solution 2024-2025)

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 238, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 20 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 238

XX (Page No. – 238)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) ‘যথেষ্ট রিলিফ ওয়ার্ক’ না হওয়ার কারণ- 

  • (ক) টাকার অভাব 
  • (খ) লোকের অভাব 
  • (গ) সদিচ্ছার অভাব 
  • (ঘ) পরিকল্পনার অভাব। 

উত্তর: Show

(খ) লোকের অভাব

(ii) “বুড়িমা! তুমি মরণি!”-কথাটি বলেছিলেন- 

  • (ক) ফজলু সেখ 
  • (খ) নিবারণ বাগদি 
  • (গ) ভটচাজ মশাই 
  • (ঘ) চৌকিদার। 

উত্তর: Show

(ঘ) চৌকিদার

(iii) মেজ আর ছোটোর জন্য বারোমাস কোন্ চাল রান্না হয়?-

  • (ক) কনকপানি 
  • (খ) পদ্মজালি 
  • (গ) রামশাল 
  • (ঘ) ঝিঙেশাল। 

উত্তর: Show

(খ) পদ্মজালি

(iv) কোন্ বারে বাদলা লাগলে সাতদিন থাকবে?- 

  • (ক) শনিবারে 
  • (খ) মঙ্গলবারে 
  • (গ) বুধবারে 
  • (ঘ) সোমবারে। 

উত্তর: Show

(ক) শনিবারে

(v) “রক্তের অক্ষরে দেখিলাম”- কী দেখলেন?- 

  • (ক) আপনার স্বপ্ন 
  • (খ) আপনার জগৎ 
  • (গ) আপনার বেদনা 
  • (ঘ) আপনার রূপ। 

উত্তর: Show

(ঘ) আপনার রূপ

(vi) “…শরীরটাকে স্রোতের মতো/একটা আবেশ দেওয়ার জন্য” হরিণটি- 

  • (ক) নরম ঘাসের উপর শুয়ে পড়ল 
  • (খ) নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে নামল 
  • (গ) অর্জুন বনের ছায়ায় দাঁড়াল 
  • (ঘ) দেশোয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল। 

উত্তর: Show

(খ) নদীর তীক্ষ্ম শীতল ঢেউয়ে নামল

(vii) “ঘুমহীন তাদের চোখে হানা দেয়”-কী হানা দেয়?-

  • (ক) ধুলোর কলঙ্ক 
  • (খ) আলোর স্তম্ভ 
  • (গ) সমুদ্রের দীর্ঘশ্বাস 
  • (ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন। 

উত্তর: Show

(ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন

(viii) ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত- 

  • (ক) অঙ্গুরী তোর হিরণ্য জল 
  • (খ) ধর্মে আছি, জিরাফেও আছি 
  • (গ) ধানখেত থেকে
  • (ঘ) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। 

উত্তর: Show

(গ) ধানখেত থেকে

(ix) “আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত…” – 

  • (ক) অভাব নাটক 
  • (খ) বিভাব নাটক 
  • (গ) ভাব নাটক 
  • (ঘ) স্বভাব নাটক। 

উত্তর: Show

(ক) অভাব নাটক

অথবা, (x) “রাজনীতি বড়ো কূট”-কথাটি বলেছিলেন- 

  • (ক) রজনী 
  • (খ) মহম্মদ 
  • (গ) কাশীনাথ 
  • (ঘ) কিং লিয়র। 

উত্তর: Show

(ক) রজনী

(xi) ‘বিভাব’ নাটকের অনুপ্রেরণা হল- 

  • (ক) রাশিয়ার কাবুকি থিয়েটার 
  • (খ) জাপানি কাবুকি নাটক 
  • (গ) রবীন্দ্রনাথের নাটক 
  • (ঘ) জার্মানির নাটক। 

উত্তর: Show

(খ) জাপানি কাবুকি নাটক

অথবা, (xii) “পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম।”-উক্তিটি করেছেন- 

  • (ক) অমর 
  • (খ) বৌদি 
  • (গ) শম্ভু 
  • (ঘ) নাট্যকার। 

উত্তর: Show

(খ) বৌদি

(xiii) রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন- 

  • (ক) পুলিশে 
  • (খ) ডাক বিভাগে 
  • (গ) জাহাজে 
  • (ঘ) কলেজে। 

উত্তর: Show

(ক) পুলিশে

অথবা, (xiv) “তার নাকি দারুণ বক্স অফিস।”-কীসের?- 

  • (ক) প্রেমের নাটকের 
  • (খ) সামাজিক নাটকের 
  • (গ) দুঃখের নাটকের 
  • (ঘ) হাসির নাটকের। 

উত্তর: Show

(ঘ) হাসির নাটকের

(xv) “কে জিতেছিল? একলা সে”- একলা বলতে কার কথা বলা হয়েছে?- 

  • (ক) সিজার 
  • (খ) স্পেনের ফিলিপ 
  • (গ) দ্বিতীয় ফ্রেডরিক 
  • (ঘ) আলেকজান্ডার। 

উত্তর: Show

(গ) দ্বিতীয় ফ্রেডরিক

অথবা, (xvi) “গল্পটা মনে পড়লেই হাসি পেতো।” গল্পটি ছিল- 

  • (ক) পাঞ্জা সাহেবের 
  • (খ) গড়িয়ে পড়া পাথর থামানোর 
  • (গ) পাথরের নিচে জলস্রোতের 
  • (ঘ) সাকার। 

উত্তর: Show

(খ) গড়িয়ে পড়া পাথর থামানোর

(xvii) উষ্ম ধ্বনিটি হল-

  • (ক) র্ 
  • (খ) ল্ 
  • (গ) ম্ 
  • (ঘ) শ্। 

উত্তর: Show

(ঘ) শ্

(xviii) রূপমূল হল- 

  • (ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক 
  • (খ) পদের গঠনবৈচিত্র্য 
  • (গ) শব্দার্থের উপাদান 
  • (ঘ) ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক। 

উত্তর: Show

(ক) ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক

(xix) প্রথম বাংলা সবাক সিনেমা হল- 

  • (ক) আলিবাবা
  • (খ) জামাইষষ্ঠী 
  • (গ) মুক্তি 
  • (ঘ) রিজিয়া। 

উত্তর: Show

(খ) জামাইষষ্ঠী

(xx) ‘সাঁওতাল দম্পতি’ ও ‘সুজাতা’ নামক ভাস্কর্যের স্রষ্টা- 

  • (ক) বিনোদবিহারী মুখোপাধ্যায় 
  • (খ) নন্দলাল বসু 
  • (গ) রামকিংকর বেইজ 
  • (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর। 

উত্তর: Show

(গ) রামকিংকর বেইজ

(xxi) জারি গানে ‘জারি’ শব্দের অর্থ- 

  • (ক) আনন্দ 
  • (খ) সমবেত 
  • (গ) বীরত্ব 
  • (ঘ) ক্রন্দন। 

উত্তর: Show

(ঘ) ক্রন্দন

(xxii) কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন- 

  • (ক) রাধাগোবিন্দ কর 
  • (খ) নীলরতন সরকার 
  • (গ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 
  • (ঘ) বিধানচন্দ্র রায়।

উত্তর: Show

(গ) স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

#বাংলা ক – সেট 20 (Page 238) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) “মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল”-মন্তব্যটি কী ছিল? 

উত্তর: নিখিলের যে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে ওঠে তা হল – ‘টুনুর মার যা স্বাস্থ্য এক বেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে।’

(ii) “উচ্ছব আবার কাঠ কাটতে থাকে।”- উচ্ছব কাঠ কাটছিল কেন? 

উত্তর: ‘ভাত’ গল্পে বড় বাড়ির কর্তার লিভারে ক্যান্সার হওয়ায় মৃত্যু পথযাত্রী। যাতে বুড়ো কর্তা সুস্থ হয়ে ওঠে তার জন্য যজ্ঞের ব্যবস্থা হয়েছিল। আর সেই যজ্ঞে কাঠের প্রয়োজন পড়ায় এবং কাঠ কাটলে দীর্ঘদিনের অভুক্ত উৎসব ভাত খেতে পাবে তাই সে কাঠ কাটছিল। 

(iii) “তাঁকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন?”- কে, কাকে বন্দি করে রেখেছিল? (HS – 23)

উত্তর: ঔরঙ্গজেব তার ভাই মোরাদকে বন্দী করে রেখেছিলেন।

অথবা, “তারা এসব মানবে কেন।”- কারা, কী মানবে না বলে বক্তার মনে হয়েছে? [HS-2023]

উত্তর: শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটকের, প্রতি সপ্তাহে বিদেশি বায়োস্কোপ দেখা আর প্যান্টালুন পরিহিত ইংরেজিশিক্ষিতরা নাটকে সুচারু মঞ্চসজ্জা ছাড়া শুধু ভঙ্গিবহুল অভিনয় মানবে না।

(iv) “চিনিলাম আপনারে” -কবি কীভাবে নিজেকে চিনলেন? (H.S. – 19, 16)

উত্তর: রূপনারানের কূলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে – বেদনায় নিজের সত্যস্বরূপ উপলব্ধি করার মাধ্যমে, নিজেকে চিনলেন।

(v) “আমি দেখি”- কার কী দেখতে চান? 

উত্তর: ‘আমি দেখি’ কবিতার কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ বসিয়ে গাছের সবুজ দেখতে চান। 

বি.দ্র. – প্রশ্নটি ‘কার কী দেখতে চান?’ না হয়ে সম্ভবত ‘কবি কী দেখতে চান?’ হবে। 

(vi) “ঘুমহীন তাদের চোখে হানা দেয়।”- কাদের চোখে কী হানা দেয়? (H.S. – 22, 19)

উত্তর: মহুয়ার দেশের কয়লাখনির অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখে ক্লান্তির দুঃস্বপ্ন হানা দেয়। 

(vii) সারারাত মাঠে/আগুন জ্বেলেছে”- কারা, কেন, সারারাত মাঠে আগুন জ্বেলেছিল? 

উত্তর: জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় হিমের রাতে শরীরকে ওম্‌ অর্থাৎ উষ্ণ রাখার জন্য দেশোয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে। 

(viii) ‘বিভাব’ নাটকে অমর গাঙ্গুলি কোন্ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? 

উত্তর: বিভাব নাটকের পার্শ্ব পর পুরুষ চরিত্র অমর গাঙ্গুল বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকেই সেই দলের সঙ্গে সম্পৃক্ত।

অথবা, “এই তো জীবনের সত্য কালীনাথ।”-সত্যটি কী? 

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।

(ix) “পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত।” -খবরটি কী? (H.S. – 18)

উত্তর: যে পাঞ্জাসাহেব গুরু নানকের শিষ্য মর্দানার তেষ্টা মেটানোর জন্য বিখ্যাত, সেই পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে অথচ তা থামাবার অনুমতি দেয়নি ইংরেজরা, এই খবরে পাঞ্জাসাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে।

অথবা, “সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”- কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে? [H.S. – 16]

উত্তর: বার্টোল্ট ব্রেখট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চিন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হুয়ান-এর সময়ে চিনের প্রাচীন তৈরির কাজ শুরু হয় বহু শ্রমিকের কঠিন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু যেদিন চিনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হল, তখন কেউই আর সেইসব রাজমিস্ত্রিদের মনে রাখল না। এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।

(x) ‘কলম’ শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। [HS-2023]

উত্তর: ‘কলম’ শব্দের আদি অর্থ ‘শর’ বা ‘খাগ’ ও বর্তমান অর্থ ‘লেখনী’।

(xi) সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী? 

উত্তর: যে প্রক্রিয়ায় শব্দের চেহার অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোটো হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলে। 

যেমন – মাইক্রোফোন > মাইক, ফান্ডামেন্টাল > ফান্ডা।

(xii) রূপমূলের দুটি শ্রেণির উল্লেখ করো। 

উত্তর: রূপমূলের দুটি শ্রেণি হলো – ১। সমন্বয়ী রূপমূল এবং ২। নিষ্পাদিত রূপ মূল।

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *