বাংলা ক – সেট 12 (Page 140) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-12 ABTA HS Test Paper Solution 2024-2025)
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 140, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A
LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025
বাংলা ক – সেট 12 (Page 140) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 140
XII (Page No. – 140)
BENGALI (Group-A)
(New Syllabus) (নতুন পাঠক্রম)
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ
১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮
(ⅰ) “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু-”
- (ক) আলসে প্রকৃতির লোক
- (খ) ভীরু প্রকৃতির লোক
- (গ) সাহসী প্রকৃতির লোক
- (ঘ) চালাক প্রকৃতির লোক।
উত্তর: Show
(ক) আলসে প্রকৃতির লোক
(ii) “এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি” কারণ-
- (ক) তারা বাড়ির কাজে ব্যস্ত
- (খ) তারা অসুস্থ
- (গ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না
- (ঘ) তারা ঘরজামাই থাকে।
উত্তর: Show
(গ) তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না
(iii) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”- চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?-
- (ক) বুড়ির সেবা করতে
- (খ) বুড়িকে নদীতে ফেলে আসতে
- (গ) দাঙ্গা থামাতে
- (ঘ) দোকান বন্ধ করতে।
উত্তর: Show
(খ) বুড়িকে নদীতে ফেলে আসতে
(iv) বুড়িকে ‘হরিবোল’ বলতে স্পষ্ট শুনেছে-
- (ক) নিবারণ বাগদি
- (খ) ভটচাজ মশাই
- (গ) নকড়ি নাপিত
- (ঘ) ফজলু শেখ।
উত্তর: Show
(গ) নকড়ি নাপিত
(v) “ভাত খাবে কাজ করবে”- কথাটি বলেছিল –
- (ক) বাসিনী
- (খ) বড় পিসিমা
- (গ) বামুন ঠাকুর
- (ঘ) বড় বউ।
উত্তর: Show
(গ) বামুন ঠাকুর
(vi) ‘শিকার’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, তা হল-
- (ক) ঝরাপালক
- (খ) মহাপৃথিবী
- (গ) রূপসী বাংলা
- (ঘ) ধূসর পাণ্ডুলিপি।
উত্তর: Show
(খ) মহাপৃথিবী
(vii) ‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে-
- (ক) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
- (খ) নিশাচরের কোলাহল
- (গ) অবসন্ন মানুষের ঘুম
- (ঘ) শিকারির পদসঞ্চার।
উত্তর: Show
(ক) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস
(viii) “সে-ই কবিতায় জাগে।”- ‘সে’ বলতে বোঝায়-
- (ক) মন
- (খ) ভাষা
- (গ) শব্দ
- (ঘ) বিবেক।
উত্তর: Show
(ঘ) বিবেক
(ix) “সবুজের ভীষণ দরকার”-
- (ক) চোখের জন্য
- (খ) দেহের জন্য
- (গ) মনের জন্য
- (ঘ) আরোগ্যের জন্য।
উত্তর: Show
(ঘ) আরোগ্যের জন্য
(x) ‘বিভাব’ নাটকের নায়িকা যেখান থেকে ফিরেছিল-
- (ক) কলেজ থেকে
- (খ) বাজার থেকে
- (গ) হোটেল থেকে
- (ঘ) স্কুল থেকে।
উত্তর: Show
(ক) কলেজ থেকে
অথবা, (xi) রজনীকান্তকে যে চরিত্রে অভিনয় করতে দেখে মেয়েটি প্রেমে পড়েছিল-
- (ক) আলমগীর
- (খ) রিজিয়া
- (গ) চন্দ্রগুপ্ত
- (ঘ) দিলদার।
উত্তর: Show
(ক) আলমগীর
(xii) «The night is calling me» সংলাপটির রচয়িতা-
- (ক) বার্নাড’শ
- (খ) শেক্সপিয়ার
- (গ) কিটস
- (ঘ) এলিয়ট।
উত্তর: Show
(ক) বার্নাড’শ
অথবা, (xiii) “রাজনীতি বড়ো কূট”-বক্তা-
- (ক) শাজাহান
- (খ) সুজা
- (গ) মোরাদ
- (ঘ) ঔরঙ্গজেব।
উত্তর: Show
(ঘ) ঔরঙ্গজেব
(xiv) ‘অলৌকিক’ গল্পের অনুবাদক-
- (ক) বিষ্ণু দে
- (খ) শঙ্খ ঘোষ
- (গ) নবারুণ ভট্টাচার্য
- (ঘ) অনিন্দ্য সৌরভ।
উত্তর: Show
(ঘ) অনিন্দ্য সৌরভ
অথবা, (xv) গলদের নিপাত করেছিলেন-
- (ক) আলেকজান্ডার
- (খ) সিজার
- (গ) ফ্রেডারিক
- (ঘ) হিটলার।
উত্তর: Show
(খ) সিজার
(xvi) দৈর্ঘ্য, শ্বাসাঘাত, যতি ও সুরতরঙ্গ হল-
- (ক) বিভাজ্যধ্বনি
- (খ) অবিভাজ্য ধ্বনি
- (গ) স্বরধ্বনি
- (ঘ) ব্যঞ্জনধ্বনি।
উত্তর: Show
(খ) অবিভাজ্য ধ্বনি
(xvii) আদর্শ অভিধানে স্তর থাকে-
- (ক) একটি
- (খ) দুটি
- (গ) তিনটি
- (ঘ) চারটি।
উত্তর: Show
(গ) তিনটি
(xviii) ‘মঞ্চের মাঝখানে’ ওলটানো ছিল-
- (ক) একটি চেয়ার
- (খ) একটি লণ্ঠন
- (গ) একটি টুল
- (ঘ) একটি ফুলদানি।
উত্তর: Show
(গ) একটি টুল
অথবা, (xix) সাজেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই- কেবল সার্জেন্ট-এর থাকে-
- (ক) একটি টুপি
- (খ) একটি লাঠি
- (গ) একটি ব্যাজ
- (ঘ) একটি ক্রস বেল্ট।
উত্তর: Show
একটি ক্রস বেল্ট
(xx) মৃণাল সেনের প্রথম ছবি-
- (ক) রাতভোর
- (খ) নীল আকাশের নিচে
- (গ) বাইশে শ্রাবণ
- (ঘ) আকাশ কুসুম।
উত্তর: Show
(ক) রাতভোর
(xxi) টেস্ট টিউব বেবির পথিকৃৎ হলেন-
- (ক) ডাঃ বিধানচন্দ্র রায়
- (খ) ডাঃ গৌতম খাস্তগির
- (গ) ডাঃ সুভাষ মুখোপাধ্যায়
- (ঘ) ডাঃ শঙ্কর চক্রবর্তী।
উত্তর: Show
(গ) ডাঃ সুভাষ মুখোপাধ্যায়
(xxii) বাংলার ‘আয়রন ম্যান’ হলেন-
- (ক) অসিতকুমার সাহা
- (খ) মনতোষ রায়
- (গ) মনোহর আইচ
- (ঘ) নীলমণি দাস।
উত্তর: Show
(ঘ) নীলমণি দাস
বাংলা ক – সেট 12 (Page 140) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025
ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২
(i) “সেটা আশ্চর্য নয়’ – কোনটা আশ্চর্য নয়?
উত্তর: ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ এবং সহজবোধ্য ব্যাপারটা যে মৃত্যুঞ্জয় ধারণায় আনতে পারছে না, নিখিলের কাছে তা আশ্চর্য নয়।
(ii) “ওই পাঁচ ভাগে ভাত হয়।”- পাঁচ ভাগ কী কী? [HS-2022]
উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পের বড়ো বাড়িতে নিরামিষ ডাল, তরকারির সঙ্গে ঝিঙেশাল চাল এবং মাছের সঙ্গে রামশাল চাল রান্না হত। বড়োবাবু কনকপানি চাল, মেজো এবং ছোটোবাবু বারোমাস পদ্মজালি চালের ভাত খান। বামুন, চাকর ও ঝিদের জন্য মোটা সাপ্টা চাল রান্না হয়।
(iii) “তারা এসব মানবে কেন?”- কারা, কী মানবে না বলে বক্তার মনে হয়েছে? [HS-2023]
উত্তর: শম্ভু মিত্র রচিত ‘বিভাব’ নাটকের, প্রতি সপ্তাহে বিদেশি বায়োস্কোপ দেখা আর প্যান্টালুন পরিহিত ইংরেজিশিক্ষিতরা নাটকে সুচারু মঞ্চসজ্জা ছাড়া শুধু ভঙ্গিবহুল অভিনয় মানবে না।
অথবা, “তখন মনে মনে কত আশা, কত প্ল্যান।”- কে, কীসের আশা ও প্ল্যান করেছিলেন? [HS-2023]
উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্কিকার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা ও অনেক প্ল্যান করেছিলেন। দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্টতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন।
(iv) “এ জগৎ স্বপ্ন নয়”- কবির এরূপ উপলব্ধির কারণ কী?
উত্তর: জীবন সায়াহ্নে উপনীত কবি রূপনারাণ নদরূপী প্রবহমান জীবনধারায় কবি নিজেকে চিনেছেন আঘাতে-বেদনায়, দেখেছেন আমৃত্যু দুঃখের তপস্যা। কবির অন্তরে হয়েছে অহরহ রক্তক্ষরণ। তাই ঋষিদ্রষ্টা কবির এরূপ উপলব্ধি।
(v) “একটা অদ্ভুত শব্দ’- শব্দটি কিসের?
উত্তর: আধুনিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘একটা অদ্ভুত শব্দ’ বলতে শিকারির বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে। আর এর পরিনতি হলো একটি সুন্দর বাদামী হরিণের নিস্পন্দ নিরপরাধ ঘুমের কোলে ঢোলে পড়া।
(vi) “নামুক মহুয়ার গন্ধ”- কোথায় মহুয়ার গন্ধ নামার কথা বলা হয়েছে?
উত্তর: নাগরিক কবি সমর সেন সাঁওতাল পরগনার মহুয়ার দেশে মহুয়ার গন্ধে মদির হয়ে ক্লান্তি থেকে মুক্তি পেতে চেয়েছেন।
(vii) “আমি তা পারি না”- কবি কী পারেন না? (H.S. – 16)
উত্তর: বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।
(viii) “মা ব্রুয়াৎ সত্যম্ অপ্রিয়ম”- সংলাপটির বাংলা কী?
উত্তর: শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকে উল্লিখিত সংস্কৃত শ্লোক ‘মা ব্রুয়াৎ সত্যম অপ্রিয়ম’-এ সংস্কৃত ‘মা’ শব্দের বাংলা অর্থ ‘না’ ইংরেজিতে ”do not’ অর্থাৎ অপ্রিয় সত্য পথ সত্য বলো না, বা বলা উচিত নয়।
অথবা, “এই তো জীবনের সত্য কালীনাথ”- জীবনের সত্য কী?
উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।
(ix) “উনি রীতিমতো হতভম্ব”- কে কী দেখে হতভম্ব হয়েছিলেন?
উত্তর: কর্তার সিং দুগগালের ‘অলৌকিক’ গল্পের দরবেশ বলী কান্ধারী যখন দেখেন তার জল ভর্তি কুয়ো মুহূর্তের মধ্যে জলাশূন্য, তখন তিনি হতভম্ব হয়ে পড়েন।
অথবা, “যখন সমুদ্র তাকে খেল”-সমুদ্র কাকে খেয়েছিল?
উত্তর: উপকথার নগরী আটলান্টিসের সমুদ্রগর্ভে বিলীন হওয়ার কথাই এখানে বলা হয়েছে।
(x) গুচ্ছধ্বনি কাকে বলে? উদাহরণ দাও (H.S. – 20)
উত্তর: পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। গুচ্ছধ্বনির মাঝখানে কোন স্বরধ্বনি থাকে না।
যেমন: ‘উত্তর’ শব্দে ‘ত্ত’ (ত্ + ত্) হল গুচ্ছ ধ্বনি।
(xi) ক্লিপিংস কী?
উত্তর: যে প্রক্রিয়ায় শব্দের চেহার অপরিবর্তিত থাকে এবং শব্দটি আকারে ছোটো হয়ে যায়, তবে শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না তাকে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস বলে।
যেমন – মাইক্রোফোন > মাইক, ফান্ডামেন্টাল > ফান্ডা।
(xii) ‘সঞ্জননী ব্যাকরণ’ কী? এর প্রচলন কে করেন?
উত্তর: সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয়, তার খবর যে ব্যাকরণ দেয়, তাকে বলা হয় ‘সঞ্জননী ব্যাকরণ’।
‘সঞ্জননী ব্যাকরণ’ প্রচলন করেন – নােয়াম চমস্কি।