বাংলা ক – সেট 18 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

বাংলা ক – সেট 18 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024 (Bengali A Set-18 ABTA HS Test Paper Solution 2023-2024)

বাংলা ক – সেট 18 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2023-2024

XVIII (Page No. – 233)

BENGALI (Group-A)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ১ × ১৮ = ১৮ 

(i) মৃত্যুঞ্জয়ের কত বছর আগে নিখিল বিয়ে করেছে –

  • (ক) ২ বছর 
  • (খ) ১০ বছর 
  • (গ) ৬ বছর 
  • (ঘ) ১২ বছর

উত্তর: Show

(ক) ২ বছর

(ii) ‘বেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ’- কার কাজ? 

  • (ক) বড় বউ 
  • (খ) মেজ বউ 
  • (গ) ছোট বউ 
  • (ঘ) পিসিমা

উত্তর: Show

(খ) মেজ বউ

(ii) বাজারে চায়ের দোকান কয়টি?- 

  • (ক) ৪ টি 
  • (খ) ৩ টি 
  • (গ) ২ টি 
  • (ঘ) ১ টি

উত্তর: Show

(খ) ৩টি

(iv) মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন সদস্য?- 

  • (ক) ৯ জন 
  • (খ), ১০ জন 
  • (গ) ১১ জন 
  • (ঘ) ৮ জন

উত্তর: Show

(ক) ৯ জন

(ⅴ) তান্ত্রিক এনেছিলেন- 

  • (ক) পিসিমা 
  • (খ) বাসিনী 
  • (গ) ছোট বউ-এর বাবা 
  • (ঘ) বড় বউ

উত্তর: Show

(গ) ছোট বউ-এর বাবা

(vi) ‘সারা রাত মাঠে আগুন জ্বেলেছে’ – কারা?-

  • (ক) বস্তিবাসী 
  • (খ) সুসভ্য মানুষ 
  • (গ) দেশোয়ালিরা 
  • (ঘ) যাযাবরেরা

উত্তর: Show

(গ) দেশোয়ালিরা

(vii) ‘ঘুমহীন তাদের চোখের হানা দেয়’ – কী হানা দেয়? – 

  • (ক) শীতের দুঃস্বপ্ন 
  • (খ) দেবদারুর দীর্ঘ রহস্য 
  • (গ) দূর সমুদ্রের দীর্ঘশ্বাস 
  • (ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন

উত্তর: Show

(ঘ) ক্লান্ত দুঃস্বপ্ন

(viii) ‘সে-ই কবিতায় জাগে’ – কবিতায় কী। জাগে? (H.S. – 17)

  • (ক) কবির ক্রোধ 
  • (খ) ভালোবাসা 
  • (গ) মূল্যবোধ 
  • (ঘ) কবির বিবেক

উত্তর: Show

(ঘ) কবির বিবেক

(ix) ‘অনেক, অনেক দূরে আছে’- দূরে কী আছে?- 

  • (ক) সন্ধ্যার জলস্রোত 
  • (খ) মহুয়ার দেশ 
  • (গ) দেবদারুর দীর্ঘ রহস্য 
  • (ঘ) কয়লা খনি

উত্তর: Show

(খ) মহুয়ার দেশ

(x) ‘এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম’- সাহেবের নাম কী?- (H.S. – 16)

  • (ক) বার্নার্ড শ 
  • (খ) আইজেনস্টাইন 
  • (গ) গোদার 
  • (ঘ) তারাকোভস্কি

উত্তর: Show

(খ) আইজেনস্টাইন

অথবা, (xi) রজনীর অভিনয় জীবন কত বছরের?- 

  • (ক) ৪৫ বছর 
  • (খ) ৪৮ বছর 
  • (গ) ৬৮ বছর 
  • (ঘ) ৫০ বছর

উত্তর: Show

(ক) ৪৫ বছর

(xii) ‘শাজাহান’ নাটক লিখেছেন-

  • (ক) বিজন ভট্টাচার্য 
  • (খ) দ্বিজেন্দ্রলাল রায় 
  • (গ) তুলসী লাহিড়ী 
  • (ঘ) উৎপল দত্ত

উত্তর: Show

(খ) দ্বিজেন্দ্রলাল রায়

অথবা, (xiii) অমর সংস্কৃততে কত নম্বর পেয়েছিলেন?- 

  • (ক) ১৩ 
  • (খ) ১৫ 
  • (গ) ১৭ 
  • (ঘ) ১২

উত্তর: Show

(ক) ১৩

(xiv) শম্ভু, অমর যে নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত, তা হল- 

  • (ক) বহুরূপী 
  • (খ) পান্থজন 
  • (গ) ছান্দিক 
  • (ঘ) প্রান্তিক

উত্তর: Show

(ক) বহুরূপী

অথবা, (xv) ‘পুত্র! রাজনীতি বড়ো কূট’ – পুত্রের নাম? – 

  • (ক) মহম্মদ 
  • (খ) মোরাদ 
  • (গ) সুজা 
  • (ঘ) ঔরঙ্গজেব

উত্তর: Show

(ক) মহম্মদ

(xvi) সাত বছরের যুদ্ধ কে জিতেছিল?- (H.S. – 17)

  • (ক) সিজার 
  • (খ) দ্বিতীয় ফ্রেডারিক 
  • (গ) স্পেনের ফিলিপ 
  • (ঘ) আলেকজান্ডার

উত্তর: Show

(খ) দ্বিতীয় ফ্রেডারিক

(xvii) কতবার চূড়োয় উঠেছিলেন মর্দানা?-

  • (ক) তিন বার 
  • (খ) চার বার 
  • (গ) দুই বার 
  • (ঘ) পাঁচ বার

উত্তর: Show

(ক) তিন বার

(xviii) বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন – 

  • (ক) জগদীশচন্দ্র বসু 
  • (খ) প্রফুল্লচন্দ্র রায় 
  • (গ) মেঘনাদ সাহা 
  • (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তর: Show

(খ) প্রফুল্লচন্দ্র রায়

(xix) ‘ভুবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক হলেন-

  • (ক) সত্যজিৎ রায় 
  • (খ) ঋত্বিক ঘটক 
  • (গ) মৃণাল সেন 
  • (ঘ) তরুণ মজুমদার

উত্তর: Show

(গ) মৃণাল সেন

(xx) সহজপাঠের অলংকরণ করেন- 

  • (ক) গগনঠাকুর 
  • (খ) নন্দলাল বসু 
  • (গ) অতুল বসু 
  • (ঘ) রামকিঙ্কর বেইজ

উত্তর: Show

(খ) নন্দলাল বসু

(xxi) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাঠ করেছিলেন – 

  • (ক) স্যার স্যার উইলিয়াম জোনস 
  • (খ) নোয়াম চমস্কি 
  • (গ) ফার্দিনান্দ দ্য স্যোসুর 
  • (ঘ) পল ব্রোকা 

উত্তর: Show

(ক) স্যার স্যার উইলিয়াম জোনস

(xxii) একটি উষ্মধ্বনির উদাহরণ হল- 

  • (ক) ল্ 
  • (খ) প্ 
  • (গ) চ্ 
  • (ঘ) হ্ 

উত্তর: Show

(ঘ) হ্

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২

(i) ‘একটা কাজ করে দিতে হবে ভাই’- কোন্ কাজের কথা বলা হয়েছে?

উত্তর: কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় তার সহকর্মী নিখিলকে তার মাইনের সম্পূর্ণ টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য অনুরোধ করে। 

(ii) ‘তুমি কী বুঝবে সতীশবাবু!’ – সতীশবাবু বুঝবেন না কেন? 

উত্তর: সতীশ বাবুর মত মানুষেরা যারা পাকা ঘরে থাকে, যাদের জীবনে অন্ন, বস্ত্র – বাসস্থানের চিন্তা নেই তাদের পক্ষে উৎসবের কাছে সামান্য ভাতের গুরুত্ব কী,  কিংবা ঝড় জলের বিভীষিকার মধ্যে জীবনধারণ যে কতখানি দুর্বিষহ বিষয়ে তা বোঝা সম্ভব নয়।

(iii) ‘সে কখনো করে না বঞ্চনা’ – কে বঞ্চনা করে না? 

উত্তর: জীবন সায়াহ্নে উপনীত কবি আত্মানুসন্ধানের মাধ্যমে উপলব্ধি করেছেন যে, বাস্তব জগতের কঠিন কঠোর পথ হেঁটেই সত্যে উপনীত হওয়া যায়, সত্যের পথে থাকলে বঞ্চনার সুযোগ নেই। 

(iv) ‘ময়ূরের সবুজ নীল ডানার মত ঝিলমিল করছে’ – কী ঝিলমিল করছে?

উত্তর: ভোরের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের নীল ডানার মতো ঝিলমিল করছে। 

(ⅴ) ‘নামুক মহুয়ার গন্ধ’ – মহুয়ার গন্ধ কোথায় নামবে?

উত্তর: নাগরিক কবি সমর সেন সাঁওতাল পরগনার মহুয়ার দেশে মহুয়ার গন্ধে মদির হয়ে ক্লান্তি থেকে মুক্তি পেতে চেয়েছেন। 

(vi) ‘আমি তা পারি না’ – কবি কী পারেন না? (H.S. – 16)

উত্তর:  বক্তা অর্থাৎ কবি মৃদুল দাশগুপ্ত সমসাময়িক সমাজ রাজনীতির বিপন্নতায় কেবলমাত্র আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না।

(vii) ‘এই কী রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?’ – রবীন্দ্রনাথের কোন গানের কথা এখানে বলা হয়েছে?

উত্তর: ‘বিভাব’ নাটকের লভ সিনে নায়িকার কন্ঠে ফিল্মি কায়দায় গাওয়া ‘মালতি লতা দোলে’ গানের কথা এখানে বলা হয়েছে।

অথবা, ‘একেবারে বেঘোরে মারা পড়ব’- কে মারা পড়বে? কেন মারা পড়বে?

উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রম্পটার কালীনাথ সেন মারা পড়বেন।

 তাঁর রাত্রে ঘুমানোর ঘর নেই তাই তিনি গ্রীন রুমে ঘুমান। আর এই সত্য কথাখানি মালিকের কানে তুলতে না বলেছেন, কেননা তাহলে তিনি বেঘোরে মারা পড়বেন। 

(viii) ‘ও কী বলল জানো’ কী বলল? 

উত্তর: অভিনেতা রজনী চ্যাটার্জীর অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি তাকে ভালবাসলেও বিয়ের জন্য থিয়েটার ছেড়ে দিতে বলে। 

অথবা, লভসিন করতে গেলে সবার আগে কী দরকার?

উত্তর: ‘বিভাব’ নাটিকার নায়িকা, বৌদি তথা তৃপ্তি মিত্রের মতে লভসিন সর্বপ্রথম প্রয়োজন – একজন করে নায়ক ও নায়িকার। 

(ix) ‘পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত’ – কোন খবরের কথা বলা হয়েছে? (H.S. – 18)

উত্তর: যে পাঞ্জাসাহেব গুরু নানকের শিষ্য মর্দানার তেষ্টা মেটানোর জন্য বিখ্যাত, সেই পাঞ্জা সাহেবের উপর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে অথচ তা থামাবার অনুমতি দেয়নি ইংরেজরা, এই খবরে পাঞ্জাসাহেবের লোকজন উত্তেজিত হয়ে পড়ে। 

অথবা, ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব’ – কেন কেঁদেছিল?

উত্তর: জগৎ বিখ্যাত স্প্যানিশ আর্মাডা ছিল স্পেনের জাতীয় গৌরবের প্রতীক, সেই নৌবহরের পরাস্ত হয়ে ডুবে যাওয়ার অশুভক্ষণে যন্ত্রণায় অধীর হয়ে কেঁদেছিলেন সম্রাট ফিলিপ। 

(x) যুক্তধ্বনি কাকে বলে? (H.S. – 15)

উত্তর: শব্দের শুরুতে বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশ কে বলে যুক্তধ্বনি। 

যথা: ত্র > ত্রাণ, স্ফ > স্ফটিক 

(xi) দল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত একটি শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে দল। 

উদাহরণ: রবীন্দ্রনাথ > র – বীন্ – দ্র – নাথ্। 

(xii) মিশ্র রূপমূল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে। 

যেমন – গঙ্গাফড়িং, শাসন কাল।

ABTA Higher Secondary Test Paper 2023-2024

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *