বাংলা ক – সেট 21 (Page 248) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 21 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-21 ABTA HS Test Paper Solution 2024-2025)

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 248, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ, ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 21 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 | ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer Page 248

XXI (Page No. – 248)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali Answer MCQ

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যেকোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ১ × ১৮ = ১৮

(i) “এ হল ভগবানের মার”- বক্তা- 

  • (ক) সতীশ 
  • (খ) উচ্ছব 
  • (গ) সাধনবাবু 
  • (ঘ) বাসিনী। 

উত্তর: Show

(ক) সতীশ

(ii) নিখিল অবসর জীবনটা কাটাতে চায়- 

  • (ক) বই পড়ে 
  • (খ) সমাজসেবা করে 
  • (গ) আড্ডা দিয়ে 
  • (ঘ) বই পড়ে আর একটা চিন্তাজগৎ গড়ে তুলে। 

উত্তর: Show

(ঘ) বই পড়ে আর একটা চিন্তাজগৎ

(iii) নিঃসাড় বুড়িকে দেখে গ্রামের সকলে প্রথম খবর দিয়েছিল- 

  • (ক) মোল্লা সাহেবকে 
  • (খ) চৌকিদারকে 
  • (গ) চা-ওয়ালা জগাকে 
  • (ঘ) ভটচাজ মশাইকে। 

উত্তর: Show

(খ) চৌকিদারকে

(iv) উচ্ছবের বাবার নাম- 

  • (ক) হরিহর 
  • (খ) হরিদাস 
  • (গ) হরিপদ 
  • (ঘ) হরিচরণ। 

উত্তর: Show

(ঘ) হরিচরণ

(v) “ভাত খাবে কাজ করবে” উক্তিটির বক্তা- 

  • (ক) বামুন ঠাকুর 
  • (খ) বাসিনী 
  • (গ) বড়ো পিসিমা 
  • (ঘ) বড়ো বৌ। 

উত্তর: Show

(ক) বামুন ঠাকুর

(vi) মহুয়ার দেশের মানুষের চোখ- 

  • (ক) লাল 
  • (খ) ঘুমহীন 
  • (গ) তন্দ্রাচ্ছন্ন 
  • (ঘ) ছোট ছোট। 

উত্তর: Show

(খ) ঘুমহীন

(vii) “কেবল সবুজ খায়”- 

  • (ক) মানুষের অসুখ 
  • (খ) শহরের অসুখ 
  • (গ) পশুর অসুখ 
  • (ঘ) চেতনার অসুখ। 

উত্তর: Show

(খ) শহরের অসুখ

(viii) ‘ধানখেত থেকে’ নেওয়া হয়েছে যে কবিতাটি-

  • (ক) রূপনারানের কূলে 
  • (খ) শিকার 
  • (গ) আমি দেখি 
  • (ঘ) ক্রন্দনরতা জননীর পাশে। 

উত্তর: Show

(ঘ) ক্রন্দনরতা জননীর পাশে

(ix) নদীর জলে নামার আগে হরিণের শরীর ছিল- 

  • (ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল 
  • (খ) বিহ্বল ক্লান্ত ঘুমহীন 
  • (গ) ক্লান্ত বিহ্বল ঘুমহীন 
  • (ঘ) বিহ্বল ঘুমহীন ক্লান্ত। 

উত্তর: Show

(ক) ঘুমহীন ক্লান্ত বিহ্বল

(x) কালীনাথ সেন ছিলেন- 

  • (ক) অভিনেতা 
  • (খ) দারোয়ান 
  • (গ) প্রম্পটার 
  • (ঘ) লাইটম্যান।

উত্তর: Show

(গ) প্রম্পটার

অথবা, (xi) “এর নাম হওয়া উচিত”- 

  • (ক) বিভাব নাটক 
  • (খ) অভাব নাটক 
  • (গ) হাসির নাটক 
  • (ঘ) পূর্ণাঙ্গ নাটক। 

উত্তর: Show

(খ) অভাব নাটক

(xii) শম্ভু মিত্রর মতে, জীবনকে উপলব্ধি করা যাবে- 

  • (ক) চার দেওয়ালের মধ্যে 
  • (খ) বুকের মধ্যে 
  • (গ) রাস্তায়, মাঠে, ঘাটে 
  • (ঘ) মঞ্চের মাঝে। 

উত্তর: Show

(গ) রাস্তায়, মাঠে, ঘাটে

অথবা, (xiii) “পুত্র! রাজনীতি বড়ো কূট।” বক্তা- 

  • (ক) মহম্মদ 
  • (খ) রজনীকান্ত 
  • (গ) ঔরঙ্গজীব 
  • (ঘ) মুরাদ। 

উত্তর: Show

বি.দ্র. অপশনে(খ) রজনীকান্ত বা (গ) ঔরঙ্গজীব থাকলে যেকোনো একটি উত্তর হবে।

(xiv) “এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি?”- গানটি হল-

  • (ক) ওই মহামানব আসে 
  • (খ) আমরা সবাই রাজা 
  • (গ) আলো আমার আলো 
  • (ঘ) মালতী লতা দোলে। 

উত্তর: Show

(ঘ) মালতী লতা দোলে

অথবা, (xv) “আমি তো চললাম”- কোন্ নাটকের উক্তি?- 

  • (ক) ছেঁড়া তার 
  • (খ) দুঃখীর ইমান 
  • (গ) পথিক 
  • (ঘ) আগুন। 

উত্তর: Show

(গ) পথিক

(xvi) গলদের যুদ্ধে হারিয়েছিলেন-

  • (ক) ফিলিপ 
  • (খ) ফ্রেডারিক 
  • (গ) আলেকজান্ডার 
  • (ঘ) সিজার। 

উত্তর: Show

(ঘ) সিজার

অথবা, (xvii) পাঞ্জা সাহেবের মানুষদের আত্মত্যাগের গল্পটি লেখককে শুনিয়েছিলেন- 

  • (ক) মায়ের বান্ধবী 
  • (খ) মা 
  • (গ) মাস্টারমশাই 
  • (ঘ) গুরুদ্বারের লোকজন।

উত্তর: Show

(ক) মায়ের বান্ধবী

(xviii) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- 

  • (ক) রত্নাগার 
  • (খ) শব্দকোষ 
  • (গ) অভিধান 
  • (ঘ) শব্দভাণ্ডার। 

উত্তর: Show

(ক) রত্নাগার

(ix) ‘উজবুক’ কথার আদি অর্থ ‘উজবেগ জাতির লোক’ বর্তমান অর্থ ‘বোকা’- এটি হল শব্দার্থের- 

  • (ক) উন্নতি 
  • (খ) রূপান্তর 
  • (গ) প্রসার 
  • (ঘ) সংকোচন। 

উত্তর: Show

(খ) রূপান্তর

(xx) “মোর প্রিয়া হবে এসো রানি”- গানটির রচয়িতা- 

  • (ক) নজরুল ইসলাম 
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) দ্বিজেন্দ্রলাল রায় 
  • (ঘ) রজনীকান্ত সেন। 

উত্তর: Show

(ক) নজরুল ইসলাম

(xxi) ‘তরমুজ রসিক’ ছবিটি যার- 

  • (ক) জয়নুল আবেদিন 
  • (খ) বিকাশ ভট্টাচার্য 
  • (গ) গণেশ পাইন 
  • (ঘ) পরিতোষ সেন। 

উত্তর: Show

(ঘ) পরিতোষ সেন

(xxii) ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে সিনেমাটি হল- 

  • (ক) অযান্ত্রিক 
  • (খ) চারুলতা 
  • (গ) তিন কন্যা 
  • (ঘ) জতুগৃহ।

উত্তর: Show

(খ) চারুলতা

#বাংলা ক – সেট 21 (Page 248) : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

ABTA Test Paper 2024-2025 Class 12 Bengali SAQ Question Answer

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১× ১২ = ১২ 

(i) বুড়ির মৃতদেহ নিয়ে চৌকিদারের কী পরামর্শ ছিল? 

উত্তর: যেহেতু থানা থেকে গ্রামের দূরত্ব পাঁচ ক্রোশ, তার ওপর থানায় খবর দিলে পুলিশ যতক্ষণে আসবে ততক্ষণে বেওয়ারিশ ভিখারি বুড়ির লাশ পচে গন্ধ বেরুবে সে কারণে বিজ্ঞ চৌকিদার বলেন দু মাইল দূরে নদীতে লাশ খানি ফেলে দিয়ে আসতে। 

(ii) “এ গল্প গ্রামে সবাই শুনেছে”- গল্পটি কী? 

উত্তর: মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির পরিচারিকা বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত —- এই গল্প গ্রামে সবাই শুনেছে।

(iii) ‘চিনিলাম আপনারে’ কবি কীভাবে নিজেকে চিনলেন? (H.S. – 19, 16)

উত্তর: জীবন সায়াহ্নে উপনীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনলেন ‘আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়’।

(iv) “এখন যদি না থাকি”- এখনই বলতে কবি কী বুঝিয়েছেন? 

উত্তর: মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় দেশ জননী যখন বিপন্ন এবং ক্রন্দনরতা, তখন তার পাশে না থাকার কথা বলা হয়েছে।

(v) “আমার ক্লান্তির উপরে ঝরুক”- কী ঝরবে? 

উত্তর: নাগরিক কবি সমর সেন-এর ‘মহুয়ার দেশ’ কবিতায় নাগরিক যন্ত্রণা, শহরের যান্ত্রিকতা থেকে সৃষ্ট দূষণে কবি আজ বড্ড বেশি ক্লান্ত। আর এই ক্লান্তির উপশমে কবি মহুয়া ফুল কামনা করেছেন।

(vi) ‘তার রং কুঙ্কুমের মতো নেই আর’- যেমন হয়েছে তা বোঝাতে কবি কোন্ উপমা ব্যবহার করেছেন? 

উত্তর: জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশোয়ালীদের জ্বালানো আগুনের রং সূর্যের আলোয় ‘কুঙ্কুমের মতো’ না থেকে ‘রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো’ হয়ে গেছে। 

(vii) “এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।”-সাহেব কোন্ দেশের? 

উত্তর: চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেব হলেন রুশ দেশের বাসিন্দা। 

অথবা, “এই তো জীবনের সত্য কালীনাথ” – সত্যটি কী? 

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তের মতে, প্রতিভা যার আছে বয়সে তার কিছু যায় আসে না। এটাই হলো জীবনের প্রকৃত সত্য।

(viii) “বুঝলে- চাকরিটা ছেড়ে দিলাম”-কে, কেন চাকরিটা ছেড়ে দিলেন? [H.S. – 18]

উত্তর: ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয়ের টানে, নাটকের প্রতি ভালবাসায় পুলিশের চাকরি ছেড়ে দেন।

অথবা, ‘Underground Political Leader’ হতে হবে কেন? 

উত্তর: নাট্যকার শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের নায়িকা তথা বৌদি তৃপ্তি মিত্রের মতে প্রগ্রেসিভ লভ সিনের নায়ক ”Underground Political leader’ নাহলে গল্পের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না।

(ix) “সারাদিন একফোঁটা জলও মুখে দিতে পারিনি’- কেন? 

উত্তর: খিদে-তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেনটি থামানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের আত্ম বলিদান-এর গল্পটি শোনার পর লেখক কর্তার সিং দুগ্গাল সারাদিন এক ফোটাও জল মুখে দিতে পারেনি। 

অথবা, থিবস্-এর বৈশিষ্ট্য কী? 

উত্তর: কবি বার্টোল্ট ব্রেখট তাঁর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতার সূচনায় সাত দরজাওয়ালা থিবসের উল্লেখ করেছেন। থিবস হল নীলনদের তীরে অবস্থিত মিশরের বিখ্যাত শহর। এই শহরের সাতটি প্রবেশপথ ছিল।

(x) ‘প’ ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য কী কী? 

উত্তর: ‘প’ ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য হলো –

১। ‘প’ ধ্বনিটির উচ্চারণ স্থান হল – ওষ্ঠ্য।

২। উচ্চারণের প্রকার অনুযায়ী ‘প’ ধ্বনিটি হল অঘোষ এবং অল্পপ্রাণ। 

(xi) ক্রিয়াবিশেষণ জোটের উদাহরণ দাও। 

উত্তর: ‘রাই খুব জোরে জোরে নিঃশ্বাস নেয়।’ – এখানে ‘খুব জোরে জোরে নিঃশ্বাস’ জোটটাই একটা ক্রীয়া বিশেষণ-এর মত কাজ করে। 

(xii) বিকল্পনের উদাহরণ দাও। 

উত্তর: ইংরেজি ক্রিয়া পদের শেষে -ed যোগ করে অতীতকালের রূপ গঠন করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে তা হয়না। যেমন: go ক্রিয়াপদের বেলায় goed না হয়ে went হয়েছে, তাই এক্ষেত্রে বিকল্পন ঘটেছে। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *