বাংলা ক – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

বাংলা ক – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025 (Bengali A Set-5 ABTA HS Test Paper Solution 2024-2025)

Α.Β.Τ.Α. HIGHER SECONDARY TEST PAPERS 2024-2025 CONTENTS SECTION-A

LANGUAGE & MATHEMATICS SETS OF QUESTION PAPER FROM DISTRICTS 2024-2025

বাংলা ক – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

V (Page No. – 60)

BENGALI (Group-A)

(New Syllabus) (নতুন পাঠক্রম)

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী

১। ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১৮ = ১৮

(i) ‘আনমনে অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়’- 

  • (ক) টুনুর মার স্বাস্থ্য দেখে 
  • (খ) অনাহারে প্রথম মৃত্যু দেখে 
  • (গ) ফুটপাথের লোকগুলিকে দেখে 
  • (ঘ) রিলিফের অব্যবস্থা দেখে। 

উত্তর: Show

(খ) অনাহারে প্রথম মৃত্যু দেখে

(ii) ‘একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে’- 

  • (ক) দুঃসংবাদ 
  • (খ) রোগের বাড়াবাড়ি 
  • (গ) মৃত্যুর কথা 
  • (ঘ) ডাক্তারকে কল দিতে। 

উত্তর: Show

(ঘ) ডাক্তারকে কল দিতে

(iii) থুথুড়ে কুঁজো ভিখিরি বুড়ির হাতে ছিল- 

  • (ক) বাঁশের লাঠি 
  • (খ) লম্বা লাঠি 
  • (গ) বেঁটে লাঠি 
  • (ঘ) শক্ত লাঠি। 

উত্তর: Show

(গ) বেঁটে লাঠি

(iv) ‘বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল’- 

  • (ক) বুড়িকে নদীতে ফেলে আসা হল 
  • (খ) বুড়ির মৃতদেহ সৎকার করা হল 
  • (গ) বুড়ির মৃতদেহ নিয়ে ঝগড়া বন্ধ করা হল 
  • (ঘ) বুড়ির মৃতদেহ রাস্তায় ফেলে রাখা হল। 

উত্তর: Show

(ক) বুড়িকে নদীতে ফেলে আসা হল

(v) ‘উচ্ছব দৌড়তে থাকে’- 

  • (ক) চাল নিয়ে 
  • (খ) বেলকাঠ নিয়ে 
  • (গ) ভাতের হাঁড়ি নিয়ে 
  • (ঘ) কুড়ুল নিয়ে। 

উত্তর: Show

(গ) ভাতের হাঁড়ি নিয়ে

(vi) ‘কঠিনেরে ভালোবাসিলাম’- কারণ- 

  • (ক) সে কখনো বঞ্চনা করে না 
  • (খ) সত্য যে কঠিন তাই 
  • (গ) এ জীবন বেদনার 
  • (ঘ) সত্য আঘাতে পরিপূর্ণ। 

উত্তর: Show

(খ) সত্য যে কঠিন তাই

(vii) ‘ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে’- 

  • (ক) অর্জুনের বন 
  • (খ) বন ও আকাশ 
  • (গ) ভোর 
  • (ঘ) সুন্দরী বন। 

উত্তর: Show

(খ) বন ও আকাশ

(viii) ‘এখানে অসহ্য নিবিড় অন্ধকারে’- এখানে বলতে?- 

  • (ক) সন্ধ্যার জল স্রোতে 
  • (খ) শহরে 
  • (গ) রাত্রে 
  • (ঘ) মহুয়ার দেশে। 

উত্তর: Show

(ঘ) মহুয়ার দেশে

(ix) ‘তাই বলি, গাছ তুলে আনো’ –

  • (ক) বাগানে বসাও 
  • (খ) পার্কে বসাও 
  • (গ) শহর সবুজ করো 
  • (ঘ) গ্রামে বসাও। 

উত্তর: Show

(ক) বাগানে বসাও

(x) ‘বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ।’- 

  • (ক) নাটকে রোল না পেয়ে 
  • (খ) নতুন নাটকের কথা শুনে 
  • (গ) নায়ক না হতে পেরে 
  • (ঘ) পাহারাওয়ালার রোল পেয়ে। 

উত্তর: Show

(গ) নায়ক না হতে পেরে

অথবা, (xi) ‘মঞ্চের মাঝখানে’ ওল্টানো রয়েছে- 

  • (ক) একটি ছবি 
  • (খ) একটি টুল 
  • (গ) একটি চেয়ার 
  • (ঘ) একটি লণ্ঠন। 

উত্তর: Show

(খ) একটি টুল

(xii) শম্ভু মিত্রের মতে, জীবনকে উপলব্ধি করা যাবে- 

  • (ক) রাস্তায়, মাঠে, ঘাটে 
  • (খ) বুকের মধ্যে 
  • (গ) মঞ্চের মধ্যে 
  • (ঘ) চার দেওয়ালের মধ্যে। 

উত্তর: Show

(ক) রাস্তায়, মাঠে, ঘাটে

অথবা, (xiii) ‘শাজাহান’ নাটকে ঔরঙ্গজেব আর মহম্মদের সিনটা?- ‘শাজাহান’ নাটকের রচয়িতা- 

  • (ক) গিরীশ ঘোষ 
  • (খ) রবীন্দ্রনাথ ঠাকুর 
  • (গ) শচীন্দ্রনাথ সেনগুপ্ত 
  • (ঘ) ডি এল রায়। 

উত্তর: Show

(ঘ) ডি এল রায়

(xiv) ‘যখন সমুদ্র তাকে খেল’- 

  • (ক) আটলান্টিসকে 
  • (খ) রোমকে 
  • (গ) বাইজেনটিয়ামকে 
  • (ঘ) ব্যাবিলনকে। 

উত্তর: Show

(ক) আটলান্টিসকে

অথবা, (xv) ‘দেখি ওর বুকের উপর দিয়ে চাকা’- 

  • (ক) বিপ্লবীদের 
  • (খ) গুরু নানকের 
  • (গ) মায়ের বান্ধবীর স্বামীর 
  • (ঘ) মার্দানার। 

উত্তর: Show

(গ) মায়ের বান্ধবীর স্বামীর

(xvi) ‘মৃগ’ শব্দটির বর্তমান অর্থ হরিণ- শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত- 

  • (ক) শব্দার্থের প্রসার 
  • (খ) শব্দার্থের সংকোচ 
  • (গ) শব্দার্থের রূপান্তর 
  • (ঘ) কোনোটিই নয়। 

উত্তর: Show

(খ) শব্দার্থের সংকোচ

(xvii) ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- 

  • (ক) শব্দকোশ 
  • (খ) রত্নাগার 
  • (গ) অভিধান 
  • (ঘ) শব্দভাণ্ডার। 

উত্তর: Show

(খ) রত্নাগার

(xviii) প্রথম বাঙালি সাঁতারু, যিনি বিখ্যাত হয়েছিলেন- 

  • (ক) বুলা চৌধুরী 
  • (খ) মিহির সেন 
  • (গ) আরতি সাহা 
  • (ঘ) রেশমি শর্মা। 

উত্তর: Show

(খ) মিহির সেন

(xix) ‘সহজপাঠ’-এর ছবিগুলি এঁকেছেন- 

  • (ক) রবীন্দ্রনাথ ঠাকুর 
  • (খ) রামকিঙ্কর বেজ 
  • (গ) যামিনী রায় 
  • (ঘ) নন্দলাল বসু। 

উত্তর: Show

(ঘ) নন্দলাল বসু

(xx) ভারতে দেখানো প্রথম সবাক চলচ্চিত্রটি ছিল- 

  • (ক) বিদ্যাপতি 
  • (খ) রাজা হরিশচন্দ্র 
  • (গ) মেলডি অফলাভ 
  • (ঘ) আলম আরা। 

উত্তর: Show

(ঘ) আলম আরা

(xxi) ‘A horse! A horse! My Kingdom for a horse’- 

  • (ক) রিচার্ড দ্য থার্ড 
  • (খ) ম্যাকবেথ 
  • (গ) ওথেলো 
  • (ঘ) জুলিয়াস সিজার। 

উত্তর: Show

(ক) রিচার্ড দ্য থার্ড

অথবা, (xxii) ‘লভ সিন’-এ কোন্ বাদ্যযন্ত্রে ব্যবহার হয়েছিল?- 

  • (ক) বেহালা 
  • (খ) সেতার 
  • (গ) গীটার 
  • (ঘ) হারমোনিয়াম।

উত্তর: Show

(ঘ) হারমোনিয়াম

#বাংলা ক – সেট 5 : ABTA HS টেস্ট পেপার সমাধান 2024-2025

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ১২ = ১২ 

(i) ‘ধিক্। শত ধিক্ আমাকে।’- বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছে? 

উত্তর: ‘কে বাঁচায়, কে বাঁচে’ গল্পের নায়ক মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানিয়েছে।

মৃত্যুঞ্জয় বেঁচে আছে, চার বেলা পেটপুরে ভাত খাচ্ছে অথচ লোকের অভাবে যথেষ্ট ত্রাণ কার্য হচ্ছে না। অপরদিকে সে নিজেই ভেবে পায় না কি করে তার সময় কাটবে। আর এই কারণেই সে নিজেকে ধিক্কার জানিয়েছে।

(ii) ‘একদা সে ছিল পেশাদার লাঠিয়াল।’- কার কথা বলা হয়েছে? 

উত্তর: করিম ফরাজি একদা ছিল পেশাদার লাঠিয়াল।

(iii) ‘অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে’ কী করেন? [HS-2023]

উত্তর: অমর নায়ক নির্বাচনের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়তে থাকেন।

অথবা, ‘তখন মনে মনে কত আশা, কত প্ল্যান!’- কে, কীসের আশা ও প্ল্যান করেছিলেন? [HS-2023]

উত্তর: নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ একাঙ্কিকার প্রধান চরিত্র রজনীকান্ত মনে মনে আশা ও অনেক প্ল্যান করেছিলেন। দীর্ঘদিন আলাপ ও ঘনিষ্টতা পর্বের পর তিনি প্রেমিকাকে বিয়ের প্ল্যান করেছিলেন। 

(iv) ‘টেরিকাটা কয়েকটা মানুষের মাথা’- কোন মানুষদের কথা বলা হয়েছে? 

উত্তর: উত্তর রৈবিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় ‘টেরিকাটা’ শব্দ বন্ধের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষ নাগরিক সভ্যতায় অভ্যস্ত ভোগ-লালসার প্রতীক। তারা সিগারেটের ধোঁয়া উড়িয়ে নৃশংসভাবে হত্যালীলায় মগ্ন হয়ে নির্বিচারে অস্ত্র তুলে ধরে।

(v) ‘শীতের দুঃস্বপ্নের মতো।’- কবি শীতের দুঃস্বপ্নের সঙ্গে কীসের তুলনা করেছেন? 

উত্তর: ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি সমর সেন তাঁর ‘মহুয়ার দেশ’ কবিতায় শীতের দুঃস্বপ্ন বলেছেন।

(vi) ‘আমি কি তাকাব আকাশের দিকে’ – কী প্রসঙ্গে কবি এ কথা বলেছেন? 

উত্তর: কবি মৃদুল দাশগুপ্তের মতে আকাশের দিকে তাকিয়ে বিধির বিধান প্রার্থনা করে কোনদিন কোন সামাজিক তথা ব্যক্তিক সমস্যার সমাধান করা বা অন্যায়ের অবসান ঘটানো সম্ভব নয়। তাই তিনি প্রতিবাদধর্মিতাকে প্রাধান্য দেওয়ার জন্য বিধির বিধান চওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছেন।

(vii) ‘আমার দরকার শুধু গাছ দেখা’- – কবির গাছ দেখা দরকার কেন? 

উত্তর: সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে অরণ্যচারী মানুষ আধুনিক হয়েছে ঠিকই কিন্তু নগরায়নের ফলে অরণ্য হয়েছে ধ্বংস। মানুষের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। আর তাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের গাছের সান্নিধ্য পাওয়া দরকার বলে মনে হয়েছে।

(vii) ‘Box office বলেও তো একটা কথা আছে’ – বক্তা কখন কথাটি বলেছিলেন? (H.S. – 16)

উত্তর: ‘বিভাব’ নাটকে বৌদি ওরফে তৃপ্তি মিত্র ‘মালতি লতা দোলে’ রবীন্দ্র সংগীতটি এই ফিল্মি কায়দায় গাওয়া নিয়ে শম্ভু মিত্র আপত্তি করলে নেপথ্যের হারমোনিয়াম বাদক উক্ত কথাটি বলেছিলেন।

অথবা, ‘তাতে বয়েসটা ঠিক বোঝা যায় না’- কীসে ‘বয়েস’ বোঝা যায় না? (H.S. – 16, 19)

উত্তর: অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ‘নানা রঙের দিন’ নাটকের প্রধান চরিত্র রজনীকান্তবাবু ছোকরাদের মতো আদব-কায়দা করেন তাছাড়া লম্বা-চওড়া চেহারার অধিকারী তিনি। আর সর্বোপরি তিনি তার লম্বা চুলে প্রত্যহ হাফ সিসি করে কলপ লাগিয়ে এমন ইয়ার্কি করেন যে, তার বয়সটা বোঝা যায় না।

(ix) ‘সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা’- কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? [H.S. – 16]

উত্তর: বার্টোল্ট ব্রেখট-এর ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় বহিঃশত্রুর আক্রমণ থেকে চিন সাম্রাজ্যকে রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট কিন সিং হুয়ান-এর সময়ে চিনের প্রাচীন তৈরির কাজ শুরু হয় বহু শ্রমিকের কঠিন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু যেদিন চিনের প্রাচীর নির্মাণ সমাপ্ত হল, তখন কেউই আর সেইসব রাজমিস্ত্রিদের মনে রাখল না। এখানে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে। 

অথবা, ‘সেকালে ঘন ঘন ‘সাকা’ হত’- সাকা হলে কী করতে হতো? [H.S. – 16]

উত্তর: ন্যায়সঙ্গত অধিকারের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্য মৃত্যুবরণের ঘটনাটিকে পাঞ্জাবি ভাষায় বলা হয় ‘সাকা’। আর ‘সাকা’ হলে আত্মত্যাগী বিপ্লবীদের সম্মান-শ্রদ্ধা ও সহমর্মিতাবোধে পাঞ্জাবিরা বাড়িতে অরন্ধন পালন ও রাতে মেঝেতে শুতেন। 

(x) ‘কলম’ শব্দের আদি অর্থ ও বর্তমান অর্থ লেখো। [HS-2023]

উত্তর: ‘কলম’ শব্দের আদি অর্থ ‘শর’ বা ‘খাগ’ ও বর্তমান অর্থ ‘লেখনী’।

(xi) ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে? 

উত্তর: ভাষার সঙ্গে সমাজের এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় ভাষা বিজ্ঞানের যে শাখায় তা হল ফলিত ভাষা বিজ্ঞান।

(xii) সমার্থকতা বলতে কী বোঝায়?

উত্তর: যখন দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য লক্ষ্য করা যায় তাকে তাদের সমার্থক শব্দ বলে এবং যখন বাক্যে ব্যবহৃত কোন শব্দের পরিবর্তে একই অর্থযুক্ত অন্য শব্দ ব্যবহার করা হয় তখন তাকে সমার্থকতা বলে। যেমন – আগুন, অনল, বহ্নি। 

আরও আপডেট পেতে আমাদের সঙ্গী হও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *